![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মোগাদিশুর (গোদকা জিলাআও) "উচ্চ সিকিউরিটি কারাগার ও গোয়েন্দা দপ্তরে" আশ শাবাব মুজাহিদিনদের অতর্কিত হামলা
সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত “গোদকা জিলাআও” (Godka Jilacow)—যা একটি উচ্চ সিকিউরিটি কারাগার, যেখানে আশ শা!বা@ব মু!জাহি@দিন!দের বন্দি করে রাখা হচ্ছিল এবং এটি গোয়েন্দা সংস্থা দ্বারা পরিচালিত হয়ে আসছে। উক্ত সরকারি কমপ্লেক্সে ৪ অক্টোবর (শনিবার) হামলা চালিয়েছে হা!রাকা@তুশ শা!বা@ব আল মু!জাহি@দিন।
আশ শা!বা@বের সামরিক শাখার বরাত দিয়ে “শাহা/দাহ নিউজ এজেন্সি” জানিয়েছে, অভিযানটি শুরু হয় একটি ইসতিশহাদি হাম!লার মাধ্যমে, এরপর মু!জাহি@দিন!রা কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করে এবং শত্রু বাহিনীর সাথে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিবৃতিতে বলা হয়েছে, অভিযানটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী শুরু হয়। আশ শা!বা@ব জানায়, মু!জাহি@দিন!রা ভবনটি ঘিরে থাকা সব নিরাপত্তা চৌকি অতিক্রম করে “শত্রুর অফিসগুলোর ভেতর থেকে” হামলা শুরু করে। বর্তমানে সেখানে তীব্র গোলাগুলি ও সংঘর্ষ চলছে বলে জানিয়েছেন শা!বা@ব মুজা!হিদি!ন।
“শাহা/দাহ এজেন্সি"র তথ্যমতে, এই অভিযানটির লক্ষ্য ছিল “গোদকা জিলাআও” কমপ্লেক্স।
এটি সোমালিয়ার জাতীয় গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা (NISA)-এর নিয়ন্ত্রণাধীন এলাকায় অবস্থিত এবং পরিচালিত।
হাম@লায় হতাহতের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
শা!বা@ব মু!জাহি@দিন!রা জানায়, অভিযানটি সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী চলছে এবং সংঘর্ষের অবস্থা সম্পর্কে পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
©somewhere in net ltd.