![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্যাক্তিগত জীবনে আমি মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক। চেম্বার করি পান্থপথের শমরিতা হাসপাতালে সন্ধ্যা ও রাতে।লেখালেখি আমার কাজ নয়। পারিও না। চেম্বারে রোগী দেখতে গিয়ে নানা অভিজ্ঞতা হয়। ভাবলাম সেসব এই ব্লগে শেয়ার করবো। যাতে অন্যরা উপকৃত হন। আর হ্যা, চেম্বার ঠিকানা দিলাম; সেটা একরকম বিজ্ঞাপণ বটে। তবে ভুক্তভোগীরা বিএসএম এমইউ'র আউটডোর, এবং বিকালের বিশেষ চেম্বার-সেবার জন্য আসতে পারেন। ব্যাক্তিগত চেম্বারের চাইতেও আকর্ষনীয় আয়োজন। প্রতিটি রোগী দেখা হয়--একাধিক চিকিৎসক মিলে;মেডিকেল অফিসার ও অধ্যাপক সমন্বয়ে। শুক্রবার বাদে প্রতিদিন আছে বিশেষায়িত চেম্বার। আসুন, মুগ্ধ হবেন অবশ্যই।
একজন বিশিষ্ট ব্লগার জনাব জানা সাহেবের
মন্তব্য পড়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়লাম। আবার ভালই লাগল তার নানা মুরুব্বিসুলভ পরামর্শ। তিনি আমার বিরুদ্ধে নানা ব্যবস্থা নেয়ার ভয়ভীতি দেখিয়েছেন। আমার ব্লগ বন্ধ করে দেয়ার কথাও বলেছেন। ২২ শে এপ্রিল সাম হয়্যার ইন ব্লগে আমার লেখা ""ছেলে প্রেসক্রিপশন লিখছে ডাক্তার-বাপের প্যাডে: কী ভয়ংকর অভিযোগ"" লেখার নীচে জনাব জানা সাম হয়্যার ইন ব্লগের কর্তৃপক্ষীয় ভাষায়ই এসব ব্যাবস্থাদির কথা বলেছেন।
ব্লগার জনাব জানার মুরুব্বি সুলভ; পাশাপাশি হুমকিমূলক পরামর্শের জন্য অজস্র ধন্যবাদ। কেননা এটা আমার জন্য তিতকুটে হলেও আমি আমার বক্তব্য জানানোর সুযোগ পেয়েছি। আমার মত হচ্ছে-- সবাই বলুক। নিজ নিজ অবস্থান থেকে বলুক। কাউকেই বাধাদান নয়। তাতে সব মত মিলে সবার জানাশোনায় পরষ্পর বোঝাপড়া হবে। তিনি বলেছেন-- সেটা আগে পড়ি। পরে সবিনয়ে আমার বক্তব্যও রাখছি। সবারই বলার অধিকার আছে। অবস্থান পরিষ্কার করার অধিকার আছে। তাই না।
ব্লগার জানার বক্তব্য--
জানা বলেছেন:
আপনার ব্লগে এর আগেও কয়েকবার এসেছি। আপনার সচেতনতা এবং অভিজ্ঞতা এই বিশাল কমিয়্যুনিটিকে সহযোগিতা করবে নিশ্চিত। একজন ডাক্তার হিসেবে আপনার এই দায়িত্বশীতাকে সম্মান জানাই। যেহেতু আপনি অল্প কিছুদিন হলো এখানে লিখছেন তাই হয়তো বা এই কমিয়্যুনিটির সাধারণ কিছু নিয়ম-নীতি এখনও বুঝে উঠতে পারেন নি।
এখানে কারোর ব্যক্তিগত বা কোন প্রতিষ্ঠানের সম্প্রচার/বিজ্ঞাপণ/প্রচারণা ইত্যাদি সম্পূর্ণ নীতিমালা বহির্ভূত। অর্থাৎ ব্যাক্তিগত বা কোন প্রতিষ্ঠানের ওয়েব লিঙ্ক, ঠিকানা, ফোন নম্বর, ইমেইল আইডি সহ যে কোন যোগাযোগমুললক ঠিকানা দিলে আমরা তা আমাদের নীতিমালার আওতায় বিবেচনা করে ব্যবস্থা নিই। এতে কোন আলোচনা ছাড়াই যেকোন মুহূর্তেই আপনার ব্লগটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হতে পারে।
একজন ডাক্তার হিসেবে আপনার সৎ উদ্দেশ্য ও সৎ মানসিকতা এবং দায়িত্বশীলতার বিষয়িটি মাথায় রেখে আমরা আপনার ব্লগটি আজই বন্ধ করছি না। অনুরোধ থাকছে, আজই যাবতীয় লিঙ্ক, ঠিকানা এবং ইমেইল আইডি মুছে দিয়ে ব্লগটি সচল রাখুন।
আমার বক্তব্য :#> :#> :#>
জনাব/ জনাবা জানাকে
অনেক ধন্যবাদ। মাঝে মধ্যে মনের খেয়ালে লিখি। লেখালেখি আমার পেশাও নয়। আর নিজের পরিচয় গোপন করে কোন আততায়ীর মত বিতর্কিত কোন বিষয়ে আমি লিখছি না। নিছকই জনসচেতনতা বিষয়ে মনের খেয়ালে লিখি। সুতরাং পরিচয় গোপন করার আগ্রহ আমার নেই। তারপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ভার্সিটি--বিএসএমএমইউ হাসপাতাল সহ নানা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ইতিবাচক কল্যানকর প্রচারনামূলক লিখি আমি। এটা লেখাও আমার অধিকার বলে মনে করি।এসব মানুষের জানার অধিকার আছে। এসব গোপন করার কি আছে। সেখানে যাতে সাধারন মানুষ গিয়ে কম পয়সায় সেবা পায় সেটা বার বার জানিয়ে চলছি আমি। আমার লেখা ব্লগ আপনার মত কারো হুমকির মুখে পড়লেও আমি এই কাজটা সবিনয়ে চালিয়ে যেতে চাই। কেননা সেবা হোক অনেকের--সেটা নিয়ে কোন কুটতর্ক হয় না। আমি লিখতে পারি বা না পারি_-আপনার মত কারো হুমকির মুখে পড়লেও এই সেবা আমি চালিয়ে যাব। সাধারন মানুষ যেখানে কম খরচে ভাল সেবা পাবে-- তা জানান আমার কর্তব্য বলে মনে করি।
অঅপনি যাই বলুন, যতদিন লিখতে পারি, আমি এই সেবা চালিয়ে যাব। এমনিতেই দেশের ডাক্তারদের ব্যপারে শত অভিযোগ। এসব অভিযোগ নিয়ে মিথষ্ক্রিয়া দরকার। পক্ষ বিপক্ষের কথা বলা দরকার। এটা উন্নত সমাজ গঠনে দরকার। অনেকেরই অভিযোগ মতে-- আমরা প্রাকটিসিং ডাক্তাররা চেম্বার নিয়ে এত ব্যস্ত থাকি যে অন্য কাজ করার ফুরসত পাই না। সেই অভিযোগ যে সত্য নয় আমি দাবি করছি না। তারপরও সময় নিয়ে লিখার চেষ্টা করছি-- এটা যদি আপনার মনে কোন কষ্টের সঞ্চার করে_- আমি দু:খ প্রকাশ করছি। তবে লেখাটা সাধ্য মত চালিয়ে যেতে চাই।
এখন আপনি বা আপনার মত শক্তিশালী ব্লগাররা যদি হুমকি দেন, ভয় ভীতি দেখান--লিখতে না দেন-- কি আর করার--বোঝাই যাচ্ছে-- সরে যেতে বাধ্যই করবেন আপনারা।
এখানে নিশ্চয়ই আপনার নজর এড়ায়নি --যেটা আপনি লিখেছেনও যে-- আমি ব্লগে নিজের ইমেইল ঠিকানা দিয়েছি। আপনি কেমন ভাবে নিয়েছেন জানিনা , তবে কিছু রেসপন্স পেয়েছি। একাধিক মেইলার তাদের সমস্যাদি লিখে জানিয়েছেন। এরমধ্যে সিঙগাপুর, কানাডার ভুক্তভোগী রয়েছেন। আমার ইচ্ছে আছে-- তাদের বলা সমস্যা নিয়ে আমার পরামর্শ দিব। তবে তাদের নাম ঠিকানা দেবনা। এরমধ্যে কি সমস্যা দেখলেন জানি না। তবে যদি আপনার অনুমতি করেন--জনস্বার্থে কাজটা চালিয়ে যেতে চাই। আপনার জানা থাকার কথা সবাই আইডি খুলে আমার কলামের নীচে তার সমস্যা বলার পদ্ধতি জানেনা। আবার অনেকে আগ্রহীও না। সাম হয়্যার ইন বলগের মাধ্যমে দেশ বিদেশের এই মানুষরা যদি একটু সুবিধা পায়_ আর আমিও যদি তাদের সঙ্গে যোগাযোগের সৌভাগ্য অর্জন করি--- একটু সহজভাবেই নিন না ভাই।
হ্যাঁ, আমার ব্লগপেজে আমার পরিচয় আছে। কোথায় কাজ করি, কি পড়াই-- পড়ি, কোথায় চেম্বার করি--তা উলেলখ আছে। এসব তো গোপন করার বিষয় না। কেন গোপন করব। আপনি জনৈক জানা_-নিশ্চয়ই এটা ছদ্ম নাম। নিশ্চয়ই আপনার আরেকটা নাম আছে -- পরিচয় আছে-- সেটা আপনি যদি দেন-- আমি তো আপত্তিকর কিছু দেখি না। আপনার সম্পর্কে যদি জানি সমস্যা কি!
তবে হ্যা, বনফুল ছদ্মনামে অনেক বড় লেখক হয়েছিলেন। আপনিও জানা নামে অনেক খ্যাতি অর্জন করুন। আমি গভীরভাবে প্রত্যাশা করি।
কিন্তু অঅমার তো ছদ্ম পরিচয়ে লেখার ইচ্ছে নাই। তাছাড়া আমি যেসব বিষয়ে লিখে থাকি-- তা বিতর্কিত বিষয় নয়। নাম গোপন করব কেন! পরিচয়ও বা কেন। আর আমার নাম পরিচয় উলেলখ আছে বলেই আমি প্রতিটি লেখায় রোগী ভুক্তভোগীদের চেম্বার মুখী হতে নিরুৎসাহিত করি। কোথায় সহজে কম টাকায় ভাল চিকিৎসা পাওয়া যায়-- তা বলি। এটা ভুক্তভোগীদের জানার অধিকার আছে। তারা বেশীর ভাগই তা জানেনা। জানলে কোন সমস্যা দেখিনা।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৮
ডা. সুলতানা আলগিন বলেছেন: আমার মত হচ্ছে-- সবাই বলুক। নিজ নিজ অবস্থান থেকে বলুক। কাউকেই বাধাদান নয়। তাতে সব মত মিলে সবার জানাশোনায় পরষ্পর বোঝাপড়া হবে। তিনি বলেছেন-- সেটা আগে পড়ি। পরে সবিনয়ে আমার বক্তব্যও রাখছি। সবারই বলার অধিকার আছে। অবস্থান পরিষ্কার করার অধিকার আছে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৩
জুয়েল গোপালগঞ্জ বলেছেন:
জানা ব্লগের মালিক ও মডারেটর হিসেবে আপনাকে শুধু বলেছে, আপনার ফোন আর ঠিকানা ব্যবহার করতে না বলেছে আপনার পোষ্টে। এটা অনেকটা এড হয়ে গেছে আপনার। আপনার সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে আপনি তাকে কমেন্টে মেইল এড/ফোন নং দিতে পারে। অথবা আপনি আপনার ব্লগের ডানে আমার মেইল এড লিখে রাখতে পারেন,
যাইহোক মানসিক ডাক্তারও যে মানসিক রোগী বুঝা যাচ্ছে
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩১
ডা. সুলতানা আলগিন বলেছেন: জুয়েলের কথায় বোঝাগেল ডানে পরিচয় অংশে বলা যাবে---লেখায় বলা যাবে না। বেশ তো!অনেক ধন্যবাদ জুয়েল।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৪
রিফাত ২০১০ বলেছেন: ঠিক বুঝলামনা ব্যাপারটা । আপনি কি অন্য কোন ব্লগ বা সাইটের প্রচারণা চালিয়েছেন?
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
ডা. সুলতানা আলগিন বলেছেন: না ভাই, আমি কোন সাইট বা ব্লগের প্রচারনা চালাই নি। কেবল কোথায় কোথায় কম খরচে সরকারি হাসপাতালে সুন্দর সেবা পাওয়া যেতে পারে-- সেটাই বলতে গিয়েছিলাম। বিশেষ করে বিএসএম এমইউর আউটডোর সেবা /বৈকালিক সেবার কথা বলেছি সবার কল্যানের জন্য।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৯
হেডস্যার বলেছেন:
আপনার অপরাধ আমার ও বোধগম্য হল না।
অদ্ভুত।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪১
ডা. সুলতানা আলগিন বলেছেন: অপরাধ তো কিছু একটা করেছি হেড স্যার; নিশ্চয়ই। নইলে একজন তো দেখছি আমাকে মানসিক রোগী বলে অ্যাখ্যাও দিয়েছেন। মানসিক রোগ কিন্তু দুরারোগ্য রোগ নয়। এটা যে কারওই হতে পারে। আবার হাতের কাছেই ওষুধ পত্র আছে। এটাকে জ্বীন ভুত মার্কা জটিল রোগ ভেবে টিটকিরি দেয়ার যুগ আর নেই। বিজ্ঞান ভুত প্রেত জ্বীন পরীর আছর মার্কা সমস্যাদি থেকে অনেক অগ্রসর এখন ভাই। সরি আপনার মন্তব্য প্রসঙ্গে আপনার এখানে মন্তব্য করে ফেললাম।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩
জুয়েল গোপালগঞ্জ বলেছেন: ধন্যবাদ আপনাকেও...
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: ধন্যবাদ আপনাকেও...
৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৪
অদৃশ্য বলেছেন:
একজন ডাক্তার হিসেবে সবাইকে সচেতন করবার মতো যা আছে, যে কাজটা মানুষেদের জন্য করা উচিৎ বলে ডাক্তার হিসেবে আপনার বিবেক সবসময় সায় দেয়... এমন কাজ করতে কোন বাধা থাকবার কথা নয়...
আমাদের প্রত্যকেরই কিছু না কিছু দায়িত্ব আছে যার যার দিক থেকে... সেগুলো আমরা যার যার অবস্থান থেকে করবার চেষ্টা করি...
জানা আপা হলেন সামুর প্রতিষ্ঠাতা... আমার ধারণা এই ব্লগকে আমাদের লিখালিখির জন্য ধরে রাখবার জন্য উনি অনেক পরিশ্রম করছেন... এবং সামান্য কোন ভুলের কারনে বড় কোন ক্ষতি না হোক এটাও চাইছেন ( অলরেডি অনেক ক্ষতি হয়ে গ্যাছে )... তাই রাগ না করে স্বাভাবিক ভাবে ভবলেই সবকিছু সহজ হয়ে যাবে...
মনে পড়ে গেলো... কিছুদিন আগে বাড়িধারার পাশাপাশি এক জায়গাতে এক হোমিওপ্যাথ ডাক্তারের চেম্বার দেখলাম... এপর্যন্ত আমার দেখা যড় ডা: চেম্বার আছে তার চেয়ে অনেকটা আলাদা... সম্ভবত এমনটা আমি এই প্রথম দেখলাম... তার চেম্বারের উপরের সাইনবোর্ডটা ঠিক পান বিড়ির দোকানে য্যামন এ্যাড সহ সাইনবোর্ড থাকে ঠিক তেমনি... কোন এক জিনিসের বোজ্ঞাপনের সাথে তার নামটা বেশ বড় করে লিখা...
আজ হোমিওপ্যাথরা এমন করলে কালকে আরও অনেকই এমনটা করতে আগ্রহবোধ করতে পারেন...
তবে আমি একজন ডাক্তারকে সবসময় সম্মান করি... কেননা তাদের দ্বারা সবসময় উপকৃত হচ্ছি আমি ও আমার পরিবার...
শুভকামনা...
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৬
ডা. সুলতানা আলগিন বলেছেন: তাই বলুন, জানা সাম হয়্যার ইন এর প্রতিষ্ঠাতাদের একজন আমার জানা ছিল না। তিনি আমার ভাল চান , আপনার মাধ্যমে জেনে ভাল লাগল। তার লেখায় প্রচ্ছন্ন হুমকির পাশাপাশি সদুপদেশও রয়েছে। সেটা আমি বলেছিও। অন্যান্য কাজের ফাকে লিখি আমরা। ব্লগ কর্তৃপক্ষের নানা নিয়মের ফাদে যদি আমার ব্লগ কাটা পড়ে কিছু করার নেই ভাই। তবে অঅমি মনে করি-- ব্লগে সচেতনতার পাশাপাশি মুক্তমনে লেখার সুযোগ থাকা উচিত। নিয়ম নীতির নিগড় যেখানে প্রবল; মুক্ত সেখানে বন্ধ।
আপনি হোমিওপ্যাথ চিকিৎসকের বিজ্ঞাপন দশার কথা সুন্দরভাবে তুলে ধরেছেন। আমাদের সবার অবস্থাই অনেকটা তাই। তার কারনও আছে। ডাক্তারদের ---তা হোমিও হোক, এলোপ্যাথ হোক--বা ভুয়াই হোক-- সবাইকেই পাবলিক নিয়ে কাজ করতে হয়। এরকম জনঘনিষ্ট পেশা রাজনীতি , দোকানদারিরি সাথে তুলনীয়। তাদের জনগনের খুব কাছে যেতে হয়। তা ধান্দাবজি, অপচিকিৎসার জন্যে হলেও; আবার প্রকৃত জনসেবার জন্য হলেও যত তৃনমূলে সম্ভব স্বাস্থ্যসেবাকে নেয়া দরকার। তৃনমূলে যখন আমরা স্বাস্থ্যসেবা চাই তখন পান দোকানের কাছে কেউ যদি সঠিক দরকারি সুচিকিৎসা দেন-- তা হোমিও হোক বা এলোপ্যাথ হোক--তাকে সহজভাবে নেয়াই দরকার। প্রশ্ন হল তিনি ভাল চিকিৎসা দেন কিনা--মানুষ উপকার পায় কিনা। সমালোচনা হওয়া দরকার সেই চিকিৎসকের সেই যোগ্যতা বা অযোগ্যতার নিরিখে।
৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৪
পাকনা কলা বলেছেন: তেলবাজ দেখছি কিছু....
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৮
ডা. সুলতানা আলগিন বলেছেন: আমার কোন মন্তব্য নেই।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৬
টিভি পাগলা বলেছেন: পানিতে থেকে কুমিরের সাথে লড়াই করা শোভন নয়।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৯
ডা. সুলতানা আলগিন বলেছেন: আমার কোন মন্তব্য নেই।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৯
শরৎ চৌধুরী বলেছেন: আমার ব্লগ বন্ধ করে দিতে জনৈক ব্লগারের কর্তৃপক্ষীয় হুমকি এবং......... ভীষণ চটকদার এবং মিস গাইডেড শিরোনাম। ব্লগ যদি বন্ধ করারই প্রয়োজন হত, তাহলে আপনার পোস্টে কমেন্ট করার দরকার হত না।
"যেহেতু আপনি অল্প কিছুদিন হলো এখানে লিখছেন তাই হয়তো বা এই কমিয়্যুনিটির সাধারণ কিছু নিয়ম-নীতি এখনও বুঝে উঠতে পারেন নি।"
এই অনুমানটি যে কতটুকু সত্য তা আপনার প্রতিক্রিয়ার স্পস্ট হল। এক: ব্লগার অবশ্যই তার পছন্দের বিষয় নিয়ে লিখবেন, কিন্তু এই প্রক্রিয়ায় তিনি এই প্ল্যাটফর্মকে তার ব্যক্তিগত বিজ্ঞাপনের জায়গা হিসেবে ব্যবহার করবেন না। এই ব্লগে অহরহ মানবিক আবেদনের জন্য কাজ হয়ে আসছে। মানবিক কাজের এই রাস্তাটা ব্লগাররাই করে থাকেন ২০০৬ সাল থেকে। ফলে বিষয়টিকে সেরকম রাখতেই বরং দরকার ছিল, পয়েন্টগুলো মনোযোগ দিয়ে পড়া।
আপনি একদম প্রথম থেকেই আপনার পোষ্টে উৎসাহ দিয়ে আসছি। কেন? যাতে বাকীদের জন্য আপনি পরামর্শ দানে উৎসাহিত হন। এই ব্লগে সম্ভবত মেডিক্যাল ক্ষেত্রের সকল শ্রেণীর ব্লগার আছেন।
আপনার উত্তরের টোন বলে দেয় যে আপনি "একটি মহৎ কাজে ব্রত হয়েছেন কিন্তু এইকাজে আপনাকে বাধা দান করা হচ্ছে"। আসলেই কি? আরেকবার ভাবুন।
এখন প্রশ্নটা ঘুরিয়ে করি, "মনোচিকিৎসক" হিসেবে আপনার প্রসার এবং প্রচারের জন্য আপনি পোষ্টে মেইলের লিংক দিয়ে যাচ্ছেন। তাহলে এর খুব স্পষ্ট উত্তর দেয়া সহজ হবে না বলেই মনে হয়। অনেক রোগী আপনার সাথে যোগাযোগ করছেন, আপনি তাদের দারুণ পরামর্শ দিচ্ছেন এটা যেমন একটা ব্যাখ্যা তেমনি আপনার অর্থনৈতিক প্রসার ঘটছে সেটাও একটা ব্যাখ্যা।
ফলে কমিউনিটির সাথে সম্র্পকের ক্ষেত্রে বিশ্বাস একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি সরাসরি যোগাযোগ করতে পারতেন, বুঝতে চাইতে পারতেন। আবারো "জনৈক ব্লগারের কর্তৃপক্ষীয় হুমকি এবং" এসব স্টান্ট ট্যাগ লাইন। ফলে এধরণের স্টান্ট বাদ দিয়ে আলোচনায় আসুন সেটা আপনার পেশা পদবী এবং নতুন ব্লগার হিসেবে গ্রো করার সাথে বেশি মানানসই।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৪
ডা. সুলতানা আলগিন বলেছেন: আপনার শেষ অন্যান্য চমৎকার মন্তব্যের পাশাপাশি শেষ মন্তব্যটি খুব ভাল লেগেছে। ঠিকই বলেছেন আপনি। আমি বেশ কিছুকাল ধরেই ব্লগট্লগ পড়তাম। ভালই লাগছিল নানা ক্রিয়া প্রতিক্রিয়া--দেখে। যখন মনে হল ডাক্তার ও রোগ ভুক্তভোগীদের মাঝে লৈখিক যোগাযোগ মিথষ্ক্রিয়া এদেশে কম। টিভিতে যখন পরামর্শ দিতে যাই-- তখনও এক ব্লগে এই ধরণের কাজ সম্পর্কে পড়েছি--- ডাক্তাররা নাকি পয়সা খরচ করে -- ব্লগারের ভাষায় টিভি কর্তৃপক্ষকে ২০-৫০ হাজার টাকা দিয়ে নাকি টিভি পরামর্শের জন্য যেতে হয়। যদিও ব্যাক্তিগতভাবে টুকটাক যা পরামর্শ অনুষ্ঠানে গেছি আমাকে টাকা দিতে হয় নি। এরকম কিছু অযোগাযোগমুলক মিথ নিয়ে কথা বলতেই ব্লগে এলাম। অন্যদের নানা কটু কথার পাশাপাশি আমাদের কথাও বলি। তাতে কম্যুনিকেশন সহজ হবে। কিন্তু এখানেও দেখছি সেই প্রচার প্রসারের অভিযোগ। এটা হবেই। কেননা ডাক্তারি পেশাই জনঘনিষ্ট। লাখোকোটি মানুষকে নিয়ে। বিশাল জনগোষ্টি যেখানে আওতায়-- ডাক্তার লিখলেও বিজ্ঞাপন; বক্তৃতা দলেও বিজ্ঞাপন। কেননা তার লুকিয়ে থাকার উপায় নেই। তিনি যত মানুষের কাছে আসবেন , মানুষ তত সেবা পাবে-- বা পাওয়ার সম্ভাবনা তৈরী হবে। বিনে পয়সায় ক্যাম্প করতে যখন যাই, তখন অনেকে বলে দীর্ঘ মেয়াদে রোগী ধরতে এসছে।
আর চটকদার প্রসঙ্গ-- হ্যা একদম ঠিক বলেছেন। হেডিং চটকদার হয়েছেই। যত বেশী পাঠক; তত বেশী মিথষ্ক্রিয়া। ডাক্তারদের সঙ্গেমিথষ্ক্রিয়া হোক এটা হেলেই ভাল । যত বেশী তত ভাল। তাই না।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭
মুদ্দাকির বলেছেন: এই ব্লগে ডাক্তার আরো অনেক আছেন!! কিছুদিন থাকলে বিভিন্ন সময় মন্তব্যদেখলে আপনি হয়ত বুঝতে পারবেন!! কিন্তু খুব কম জনই নিজেদের ডাক্তার পরিচয় এখানে প্রকাশ করেন!! শুধু দুই এক সময় দুই এক জনের সাহায্য করেন মাত্র!!
ঠিক আছে জানা কি বলছেন না বলেছেন তা ব্যাপার না!! আপনি বইতে কি পড়েছেন তা তো ব্যাপার, নাকি ?? নাকি স্পেসালিস্ট হয়ে ব্যাসিক শিক্ষা সব খেয়ে ফেলেছেন??
ডাক্তার দের এ্যডভেরটাইজিং একটা প্রফেশনাল মিস কন্ডাক্ট, মনে করিয়ে দিলাম, কভারিং এর মত এতেও প্রফেশনাল ডেথ সেন্টেন্স হতে পারে!!! ভুলে গিয়ে থাকলে মেডিক্যাল জুরিস প্রুডেন্স দেখে নিন !!!!!
আজাইরা পোষ্ট !! ডাক্তারদের নাম খারাপ করেন!! তাও ডাক্তার হয়ে
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৮
ডা. সুলতানা আলগিন বলেছেন: অঅপনার কাছে থেকে চমৎকার কিছু বিষয় জানার সুযোগ হল। অনেক ধন্যবাদ।
১১| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:০৭
তিক্তভাষী বলেছেন: ব্লগার জানা-র পরামর্শ সহজভাবে নিয়ে বিষয়টির সমাপ্তি টানার অনুরোধ করছি।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২০
ডা. সুলতানা আলগিন বলেছেন: নারে ভাই, আমি তো এই মিথষ্ক্রিয়া আলাপ পাল্টা আলাপ বেশ উপভোগ করছি। এই সুযোগ আমাদের পেশায় তেমন হয় না। এজন্য জানাকে ধন্যবাদ। তিনি তার মন্তব্য করুন; আমিও আমার কথা বলি সমস্যা কি!
১২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১০
ডার্ক ম্যান বলেছেন: আপু আপনার মেইল অ্যাড্রেস কি??
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২২
ডা. সুলতানা আলগিন বলেছেন: মেইল এড্রেস আগের কয়েকটি লেখায় আছে। এটা নিয়েই তো ভাই গন্ডগোলে পড়ে গেছি। এটা আর দেবনা ঠিক করলাম।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪
ডা. সুলতানা আলগিন বলেছেন: কেননা মনে হচ্ছে ইমেইল ঠিকানা দেয়া---এটা ভয়ংকর কোন অপরাধ মনে হচ্ছে। একজন তো দেখছি-- আমার মেডিকেল ডিগ্রি কেড়ে নেয়া ভয় ভীতি পর্যন্ত দেখালেন। বেশ এনজয়েবল।
১৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:১৩
সোহানী বলেছেন: আপনার সচেতনতামূলক লিখা অবশ্যই প্রশংসার দাবীদার। আর নাম পরিচয় দিয়ে ব্লগে লিখা কোন অপরাধ পর্যায়ে পড়ে কিনা আমি জানি না। তবে আমার মতে ভার্চুয়াল জগতে কে কিভাবে নিজেকে প্রকাশ করবে তা একান্ত ব্যাক্তিগত পছন্দ, এখানে অযাচিত হস্তক্ষেপ কাম্য নয় শুধুমাত্র অনাকাংখিত লিখা ছাড়া।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯
ডা. সুলতানা আলগিন বলেছেন: সোহানীকে ধন্যবাদ। পাশাপাশি যারা আমার ব্যপারে কটু মন্তব্য তিক্ত মন্তব্য করছেন সবাইকেই ধন্যবাদ। এটা ই তো আলাপ সালাপ। সবার নিজ নিজ কথা বলার অধিকারকে আমি সম্মান করি। বলতে না দিলে বা বাধা দিলেই নানা সমস্যার তৈরী হয়। সামাজিক পরিসরে বা পারিবারিক রাজনৈতিক পরিসরে সবাই নিজ নিজ কথা খোলামেলা বলুন। অন্যকেও বলতে দিন । দেখবেন অনেক মন হালকা হবে। তবে তা যেন বিবাদ বা আক্রমনে না পৌছায়।
১৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৪
না পারভীন বলেছেন: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যাবিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুলতানা আলগিন আপা পেশাগত জীবনের ব্যস্ততা এড়িয়ে ব্লগ লিখতে এসেছেন মনোরোগ নিয়ে এটা সামু ব্লগের বিশেষ পাওয়া ।
বর্তমানে মনোরোগ সবচেয়ে মারত্মক আকার নিয়েছে । কিছুদিন আগে মতানূর সুইসাইড করেছেন মনোরোগের কারণে । এমনি ভাবে কত মিতানূর ঝরে যাচ্ছে তার ইয়াত্মা নেই ।
ব্লগে প্রচুর ডাক্তার আছেন । শুধু মাত্র ডাঃ লিখে সার্চ দিলেই বেরিয়ে আসবে অনেক নাম । কিন্তু বেনামে আছেন আরো বিখ্যাত সব ব্লগার রা ।
জানা আপা ব্লগের কর্ণধার । ব্লগের নিয়ম নীতি দেখে রাখা তাঁর কর্তব্যের অংশ । তাই উনি যদি মনে করেন হাস্পাতাল আর চেম্বারের এড্রেস মুছে ফেলা দরকার তাহলে সেটা করলে ভাল হবে । ইমেইল এড্রেস সবার দেয়া থাকে । আর অন্যমনস্ক শরৎ ও ব্লগের মডারেটর ।
ব্লগে নতুন এলে অনেক কিছু বুঝা যায়না । এক্ষেত্রে জুয়েল গোপালগঞ্জ যেভাবে রি এক্ট করেছেন তা ভদ্রতার পরিপন্থি ।
আশা করছি ভদ্রতার সীমার মধ্যে থেকেই সুন্দর ভাবে সমস্যার সমাধান হয়ে যাবে । ডা. সুলতানা আলগিন আপার কাছ থেকে ভাল ভাল ব্লগ উপহার পাবো ।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩১
ডা. সুলতানা আলগিন বলেছেন: না পারভীন, ধন্যবাদ। পাশাপাশি যারা আমার ব্যপারে কটু মন্তব্য তিক্ত মন্তব্য করছেন সবাইকেই ধন্যবাদ। এটা ই তো আলাপ সালাপ। সবার নিজ নিজ কথা বলার অধিকারকে আমি সম্মান করি। বলতে না দিলে বা বাধা দিলেই নানা সমস্যার তৈরী হয়। সামাজিক পরিসরে বা পারিবারিক রাজনৈতিক পরিসরে সবাই নিজ নিজ কথা খোলামেলা বলুন। অন্যকেও বলতে দিন । দেখবেন অনেক মন হালকা হবে। তবে তা যেন বিবাদ বা আক্রমনে না পৌছায়।
১৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:২৯
না পারভীন বলেছেন: মুদ্দাকির ভাই , এভাবে রি এক্ট না করলে কি হতো না ? একজন সহযোগী অধ্যাপক এর সাথে এভাবে কথা বলাটা শোভন কতটা ?
সবাই সব কিছু জেনে ব্লগিং এ আসবে এটা ভাবা ছেলেমানুষি । আমি যখন প্রথম আসি দিনে প্রায় কয়েকবার চিঠি লিখতে বসতাম এটা কি ওটা কি বলে ?
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: না বোন, কোন সমস্যা দেখছি না মুদদাকিরের ভাষায়। আমি কিন্তু লেখার শুরুর আছে বেশ কিছুদিন ব্লগ পড়েছি। জানা বা অন্যমনস্ক শরতের বলা নিয়মকানুনের নিগড় সম্পর্কে আমি ওয়াকিবহাল নই সত্য-- কিন্তু নানা পোস্টে মুদাক্কিরের ভাষা বা তার মত নানা মন্তব্য পড়ে মজাই পেয়েছি। মানুষ তখনই প্রানবন্ত যখন তিনি নিজের মত মনখুশি নিজেকে প্রকাশ করতে পারেন। মনশাস্ত্রে সাইকোখেরাপিতে আমরা বিশেষ ভাবে এটাকে উৎসাহিত করি অনেকসময়। তো ব্লগে এসে অন্যভাবে নেব কেন! আপনাকে ধন্যবাদ। নানাবিষয়ে জানালেন। সব মানতে পারব কিনা জানিনা, তবে কাজে লাগবে। মনে থাকবে। আর মডারেটর বা কর্তৃপক্ষ যাদের কথা বললেন-- তাদের অবস্থানের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ন তাদের মন্তব্য-- তাদের সাথে মিথষ্ক্রিয়ার সুযোগ।
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৩৪
শরৎ চৌধুরী বলেছেন: "আর চটকদার প্রসঙ্গ-- হ্যা একদম ঠিক বলেছেন। হেডিং চটকদার হয়েছেই। যত বেশী পাঠক; তত বেশী মিথষ্ক্রিয়া। ডাক্তারদের সঙ্গেমিথষ্ক্রিয়া হোক এটা হেলেই ভাল । যত বেশী তত ভাল। তাই না। "
এই প্রক্রিয়ার অনেকগুলো বাজে দিক আছে।
১. এমন মিথস্ক্রীয়া তৈরিতে আপনার জনমনস্তত্বের টেকনিক (মানে স্টান্ট) পদ্ধতি ব্লগারদের জন্য খুব পুরোনো ফলে সেটা আপনার বক্তব্যে গুরুত্ব লঘু করবে।
২. নেগেটিভ মার্কেটিং হলে আরো মর্মান্তিক, সাইবার দুনিয়ায় বাজে ভুল বোঝবুঝির শিকার হবেন।
৩. যে স্পিরিট নিয়ে কাজটা করতে চাইছেন তাই ভীষণ রকম মিসইন্টারপ্রিটেড হবে। (মানে এখনো আপনার উপর বিশ্বাস রাখছি)।
অভিযোগের তীর কেবল আপনার দিকে যাবে তা নয়। বরং অপব্যবহারে কমিউনিটি আনরেস্ট তৈরি করতে পারে। আপনি যদি না জানেন তাহলে জানাই:
এখানে লিভিং উইথ ডায়বেটিকস নামে টপিক ব্লগ আছে। এখানে ডাক্তার/ব্লগাররা নিয়মিতভাবে সৎপরামর্শ দিয়ে থাকেন এবং সেটা ২০০৬ থেকেই। এখানে তৈরি হওয়া নানান মানবতামূলক কর্মকান্ডে: যেমন : প্রাপ্তী (লিউকেমিয়া আক্রান্ত শিশু), রুহান, শ্বাশত...এভাবে অগণিত মানুষকে বাঁচাতে নিয়মিত উদ্যোগ নেয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ এবং মানবসৃষ্ট দূর্যোগে ব্লগার ডাক্তাররা নিয়মিত অংশগ্রহণ করে থাকেন।
ফলে আপনাকে কিছু সৎ পরামর্শ দেই।
১. চট করে ধরে নেবেন না যে, স্থানীয় এই কমিউনিটি ব্লগটি সম্পূর্ণ শূণ্যের উপর তৈরি হয়েছে।
২. কমিউনিটির নিয়ম এবং বেষ্ট প্র্যাকটিসগুলো কি একটু জানার চেষ্টা করুন।
৩. কোন ব্লগারকে ভাগিয়ে দেয়া/ধমকানো কতৃপক্ষের মূল উদ্দেশ্য নয়। ফলে এই পোষ্ট না দিয়ে, আপনি একটা সাধারণ মেইল করলেই হোত।
৪. যৌথভাবে কাজ করার সুযোগকে সন্দেহ দিয়ে নষ্ট করবেন না।
"কেননা ডাক্তারি পেশাই জনঘনিষ্ট। লাখোকোটি মানুষকে নিয়ে। বিশাল জনগোষ্টি যেখানে আওতায়-- ডাক্তার লিখলেও বিজ্ঞাপন; বক্তৃতা দলেও বিজ্ঞাপন। কেননা তার লুকিয়ে থাকার উপায় নেই। "
অহং হিসেবে নেবেন না দয়া করে; তবে সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করেন তাদের স্থানীয় এবং আন্র্তজাতিক বিশাল কমিউনিটি নিয়ে কাজ করতে হয়, এবং সংখ্যা/সম্ভাবনায়/জটিলতায় তা নেহায়াতই কম নয় বোধ করি।
আশাকরি বুঝবেন।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৫
ডা. সুলতানা আলগিন বলেছেন: আপনাকে ধন্যবাদ। নানাবিষয়ে জানালেন। সব মানতে পারব কিনা জানিনা, তবে কাজে লাগবে আর মডারেটর বা কর্তৃপক্ষ যাদের কথা বললেন-- তাদের অবস্থানের চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ন তাদের মন্তব্য-- তাদের সাথে মিথষ্ক্রিয়ার সুযোগ।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫১
জুয়েল গোপালগঞ্জ বলেছেন: @ নাপা, এই নামেই আপনাকে অনেক ব্লগার ডাকে। আপনি আমার অনেক শ্রদ্ধাভাজন ব্লগার কিন্তু এতো কম বিচক্ষন হলে কিভাবে চলবে আপা। কমেন্টে আমার ইমোটা আপনি লক্ষ করেননি। লক্ষ্য করা উচিৎ ছিলো এমন মন্তব্য করার আগে। যেখানে লেখক নিজে কিছু বললেন না এবং আমার পরবর্তী কমেন্টে উনার ধন্যবাদের প্রেক্ষিতে আমি ধন্যবাদও জানিয়েছি। অহেতুক ক্যাচাল করার স্বভাবটা ছেড়ে দিন।
আর মুদ্দাকির আপনার পরিচিত বলে আপনার একই রাজনৈতিক মতাদর্শের বলে উনার মন্তব্য ভদ্রতার পরিপন্থি নয়। একই কাজ করার দুজন মানুষকে এক মুখ থেকে দুই কথা বলার অর্থ জানেন তো!
নিজে আগে জানুন অপরিচিত কাউকে নিয়ে কিভাবে কথা বলতে তবে অন্যকে ভদ্রতা শিখাতে আসবেন।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫
ডা. সুলতানা আলগিন বলেছেন: না ভাই/ বোন, পরিচয় গোপন রেখে লিখতে পারব না। ছদ্মনাম মনে হয়েছে--এমন কয়েকজনের লেখা এখন মনোযোগ দিয়ে পড়লাম। তারা যেমন লিখেছেন--অত্যন্ত সারগর্ভ ও চিন্তাশীল। আমি লিখতে চাই সহজভাবে সহজ বিষয় নিয়ে। তাতে গালি দিলেই অসুবিধা নেই। গালিও একধরণের প্রতিক্রিয়া। যিনি দিচ্ছেন তার মন হালকা হচ্ছে। তবে আমি আড়াল থেকে লিখব না, তাতে নানা বিভ্রান্তির আশংকা বেশী।
১৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫২
মুদ্দাকির বলেছেন:
@ না পারভীন
একজন সহযোগী অধ্যাপকের কথা বাদ দেন, আগে চিন্তা করুন একজন ডাক্তার হিসাবে নিজের এ্যডভেরটাইজিং কতটা শোভন ????
সমাজটাকে বাচাতে হবে, নিজেদের মর্যাদা নিজেদের কেই রাখতে হবে, নিজেদের দোষ নিজেদের কেই চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে, তাহলে আর নিজেদের সাব স্টেন্ডার্ড লোকের কাছে কথা শুনতে হবে না!!! আশা করি আপনারা উভয়ে আমার দৃষ্টিকোনটা বুঝবেন !!
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:০৫
ডা. সুলতানা আলগিন বলেছেন: না ভাই/ বোন, পরিচয় গোপন রেখে লিখতে পারব না। ছদ্মনাম মনে হয়েছে--এমন কয়েকজনের লেখা এখন মনোযোগ দিয়ে পড়লাম। তারা যেমন লিখেছেন--অত্যন্ত সারগর্ভ ও চিন্তাশীল। আমি লিখতে চাই সহজভাবে সহজ বিষয় নিয়ে। তাতে গালি দিলেই অসুবিধা নেই। গালিও একধরণের প্রতিক্রিয়া। যিনি দিচ্ছেন তার মন হালকা হচ্ছে। তবে আমি আড়াল থেকে লিখব না, তাতে নানা বিভ্রান্তির আশংকা বেশী।
১৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৪
ডা. সুলতানা আলগিন বলেছেন: প্রিয় অন্যমনস্ক শরৎ, সাম্প্রতিক কালে ডাক্তারদের নিয়ে নানা কথা। আমি মিথষ্ক্রিয়ার পক্ষে। নিয়ম নিগড় কোন প্রতিষ্ঠানের থাকবেই। সেটা সমস্যা নয়। ভাইরে লেখার সুযোগ থাকলে লিখব। না থাকলেও কিছু করার নেই। অঅমি বড় করে দেখি আলাপ সালঅপকে। সহজভাবে যত কম্যুনিকেশন-- ততই সকলেল লাভ।
২০| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:১৭
মামুন রশিদ বলেছেন: যাবতীয় আলোচনার পর লেখিকার নিশ্চয়ই অনেক কিছু ক্লিয়ার হয়েছে । তাহলে এখন আর পোস্টের এই হাস্যকর শিরোনাম রাখার নিশ্চয়ই প্রয়োজন নেই । শিরোনাম এবং আরও কিছু অপ্রাসঙ্গিক শব্দ-বাক্য (যেমন, ব্লগার জনাব জানার মুরুব্বি সুলভ; পাশাপাশি হুমকিমূলক পরামর্শের জন্য
) পরিবর্তন করে দেয়ার জন্য লেখিকাকে অনুরোধ করছি ।
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: নারে, ভাই আমি ব্লগের বা এই সিস্টেমের অভ্যন্তরীন বিষয়াদি , নিয়ম নিগড় নিয়ে খুব আগ্রহ বোধ করছি না।
২১| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২০
নিশাত তাসনিম বলেছেন: যা হওয়ার হয়ে গেছে। আশা করি শরৎ ভাই এর মন্তব্য থেকে আপনার সবকিছু পরিষ্কার হয়েছে।
জানা আপা একজন চমৎকার মানুষ। কোন কিছু দৃষ্টিকটু না হলে তিনি আপনাকে মেইল করতেননা। সামুর ব্লগাররা ডাক্তারদের বিভিন্ন সময়ে সমালোচনা করলেও ডাক্তার ব্লগারদের বেশ সম্মানের চোখেই দেখে।
উপরে মন্তব্য করা না পারভিন একজন ডাক্তার। উনি ব্লগে যথেষ্ট সম্মানিত। আমি দেখছি ডাক্তার ব্লগারদেরকে এই ব্লগে সম্মানের চোখে দেখা হয়।
আপনিও লিখুন আপনার মত করে। আপনিও সম্মানিত হবেন বিশ্বাস করি।
মুদ্দাকির ভাই এর ১০ নং মন্তব্যটি পছন্দ হলোনা।
আপনার সুন্দর পোস্টের অপেক্ষায় আছি । হ্যাপি ব্লগিং।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
ডা. সুলতানা আলগিন বলেছেন: তাঠিক। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই ব্লগ পরিবারের অনেকের পরিচয় জানলাম। ভাল লাগল। আর সবচেয়ে উপভোগ্য লাগল-- এধরনের গুরুত্বহীন লেখা-- আমার লেখার কথা বলছি--তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এর আগে জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখে এমন ঝড় দেখিনি। হতে পারে আমার লেখা মন্দ--নজর কাড়েনি তেমন কারও। এটা মেনে নিচ্ছি সবিনয়ে।
তবে এই ধারনা্ও পেলাম ব্লগে কি ধরনের লেখা লিখলে তা পাঠ প্রিয় হয়--মন্তব্যের ঝড় ওঠে। বিস্ময়কর লাগছে না মোটে। এও যে পাঠকের মন।
২২| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮
নিশাত তাসনিম বলেছেন: দুঃখিত
সংশোধনীঃ আমি লিখেছি জানা আপা একজন চমৎকার মানুষ। কোন কিছু দৃষ্টিকটু না হলে তিনি আপনাকে মেইল করতেননা।
এটা হবে
জানা আপা একজন চমৎকার মানুষ। কোন কিছু দৃষ্টিকটু না হলে তিনি আপনার পোস্টে মন্তব্য করতেননা।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:০৯
ডা. সুলতানা আলগিন বলেছেন: তাঠিক। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই ব্লগ পরিবারের অনেকের পরিচয় জানলাম। ভাল লাগল। আর সবচেয়ে উপভোগ্য লাগল-- এধরনের গুরুত্বহীন লেখা-- আমার লেখার কথা বলছি--তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এর আগে জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখে এমন ঝড় দেখিনি। হতে পারে আমার লেখা মন্দ--নজর কাড়েনি তেমন কারও। এটা মেনে নিচ্ছি সবিনয়ে।
তবে এই ধারনা্ও পেলাম ব্লগে কি ধরনের লেখা লিখলে তা পাঠ প্রিয় হয়--মন্তব্যের ঝড় ওঠে। বিস্ময়কর লাগছে না মোটে। এও যে পাঠকের মন।
২৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:২৮
ডা. সুলতানা আলগিন বলেছেন: এসব থাকবেই। একটা ব্যাপার বেশ কৌতুহলের সঙ্গে দেখতে পাচ্ছি_- কুটতর্ক এখানে বেশ মজাদার। কিন্তু এসবের জন্য সব সময় পর্যাপ্ত সময় পাওয়া যায় না। তবে আজ বেশ এনজয় করলাম। সবাইকে ধন্যবাদ।
২৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৩
বেলা শেষে বলেছেন: Only for me if i understand:
English translation[edit]
"I swear by Apollo, the healer, Asclepius, Hygieia, and Panacea, and I take to witness all the gods, all the goddesses, to keep according to my ability and my judgment, the following Oath and agreement:
To consider dear to me, as my parents, him who taught me this art; to live in common with him and, if necessary, to share my goods with him; To look upon his children as my own brothers, to teach them this art; and that by my teaching, I will impart a knowledge of this art to my own sons, and to my teacher's sons, and to disciples bound by an indenture and oath according to the medical laws, and no others.
I will prescribe regimens for the good of my patients according to my ability and my judgment and never do harm to anyone.
I will give no deadly medicine to any one if asked, nor suggest any such counsel; and similarly I will not give a woman a pessary to cause an abortion.
But I will preserve the purity of my life and my arts.
I will not cut for stone, even for patients in whom the disease is manifest; I will leave this operation to be performed by practitioners, specialists in this art.
In every house where I come I will enter only for the good of my patients, keeping myself far from all intentional ill-doing and all seduction and especially from the pleasures of love with women or men, be they free or slaves.
All that may come to my knowledge in the exercise of my profession or in daily commerce with men, which ought not to be spread abroad, I will keep secret and will never reveal.
If I keep this oath faithfully, may I enjoy my life and practice my art, respected by all humanity and in all times; but if I swerve from it or violate it, may the reverse be my life."
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ।
২৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬
বেলা শেষে বলেছেন: .....Respect & Salam to everybody of "Samu".....
.....i am hier only to learn!!!
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১১
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ।
২৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৪৬
মামুন রশিদ বলেছেন: এবং যাবতীয় আলাপের পর আপনি আপনার জায়গায় রিজিড থাকলেন ।
সাইকোলজিস্টরা মানুষের আচরণ বিশ্লেষন করে । আপনার নিজের আচরণ (এটিচিউড) বিশ্লেষণ করে দেখবেন প্লিজ, কোন অস্বাভাবিকতা আছে কিনা তা আপনিই ভাল বুঝতে পারবেন ।
২৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ২:৫১
ভারসাম্য বলেছেন: সমস্যার গোড়ায় মূলতঃ ব্লগ কর্তৃপক্ষ 'জানা' -এর মন্তব্যকে, ব্লগার জানা'র মন্তব্য মনে করা, যার কিছুটা দায় কর্তৃপক্ষের উপরও বর্তায়। নতুন কারো পক্ষে হঠাৎ করে বোঝা সম্ভব নয় যে, কে সাধারণ ব্লগার হিসেবে হুমকী দিচ্ছেন, আর কে কর্তৃপক্ষের প্রতিনিধি হিসেবে সুপরামর্শ দিচ্ছেন। আমার মতে, সাইট কর্তৃপক্ষের অফিসিয়াল মন্তব্যগুলো 'নোটিশবোর্ড' এর মাধ্যমে আসা উচিৎ অথবা 'জানা'/ 'আরিল' / 'অন্যমনষ্ক শরৎ'আইডির সাথে আলাদাভাবে কোন একটা মডারেশন ব্যাজ থাকা উচিৎ।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ।
২৮| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৩৫
হেডস্যার বলেছেন:
আরে সর্বনাশ !! ব্লগে যে এত নীতিবান ব্লগারে ভর্তি সেইটা আজকে বুঝলাম। হাস্যকর অবস্থা।
ব্লগের নীতিমালা ভেঙ্গে কতজন কত পোষ্ট দিল...তখন এত নীতিবান লোকজন কই ছিলো বুঝলাম না।
এসব পোষ্টে বিশেষ কিছু বলা ও নিরাপদ না।
ব্লগার টিভি পাগলা ঠিকই বলছে।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১২
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ।
২৯| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪৫
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: যে যাই বলুক নিজের কাছে যেটা ঠিক মনে হয় সেটাই লিখতে হবে তা না হলে নিজের সঙ্গে নিজেরই প্রতারণা করা হবে । আমার কথা বলছি - প্রথমে লিখতাম আলু ব্লগে , সেখানে দেখি শুধুই কর্পরেট কারবার , তারপর লিখলাম বিডি নিউজ ব্লগে সেখানে দেখি সরকারী দালালী তারপর নিজেই সময় ব্লগ নামে ব্লগ খুলে বসলাম । এখানে দেখি মেইনটেননেশের সময় নাই , তারপর আবার সামুতে আহারে ব্লগিং ছাড়তে পারছি না ।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩০| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১২
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
কামডা কিন্তু ঠিক করলেন না "হেডস্যার"!! আমার কমেন্ট আপনি দিলেন ক্যান??!!
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৪
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ।
৩১| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২১
স্বপ্নবিলাসী আমি বলেছেন:
অনেক নীতিবান অনেক রকম নীতিবাক্য উগড়াইয়া দিয়ে গেছি। তাই সেই দিকে না গিয়া শুধু বলি, ব্লগের নিয়মকানুন যতটা পারা যায়, ততটা মেনে চলে নিজের ইচ্ছেমত ব্লগিং করতে থাকুন। ব্লগের নিয়ম যেহেতু মানুষের জন্যই বানানো হইছে, তাই একটু আকটু নিয়মকানুন মানুষই ভাংগতেই পারে। ব্যাপারনা!! আর নিয়ম ভাংগার মধ্যে যে পৈশাচিক আনন্দ, কমসে কম সেইটা পাবার জন্য হলেও নিয়ম ভেংগে এরকম পোষ্ট আরো দিবেন আশা করছি!!
হ্যাপি ব্লগিং!!
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:১৫
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। সবচেয়ে উপভোগ্য লাগল-- এধরনের গুরুত্বহীন লেখা-- আমার লেখার কথা বলছি--তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এর আগে জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখে এমন ঝড় দেখিনি। হতে পারে আমার লেখা মন্দ--নজর কাড়েনি তেমন কারও। এটা মেনে নিচ্ছি সবিনয়ে।
তবে এই ধারনা্ও পেলাম ব্লগে কি ধরনের লেখা লিখলে তা পাঠ প্রিয় হয়--মন্তব্যের ঝড় ওঠে। বিস্ময়কর লাগছে না মোটে। এও যে পাঠকের মন।
৩২| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৫
অদৃশ্য বলেছেন:
এতোসব বিজ্ঞাপন না দিয়ে বরং ডাক্তারদের উচিৎ স্পেশালিটি অনুযায়ি গ্রুপ করে দেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে যাওয়া... আপনি তৃণমূল পর্যায়ে সেরা সাস্থ্যসেবা দিতে চাইলে এর থেকে ভালো কিছুতো আর হতে পারেনা তাইনা...
আপনার জবাবে স্পষ্ট সাইকোলজিক্যাল গেমের প্রমাণ পাওয়া যায়... আপনি যখন পাকলিকের সাথে মিশতে চাইবেন তখন আপনার ক্থা যেমন পাবলিককে শোনাবেন ঠিক তেমনি পাবলিকের কথাও আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে... আপনাকে নিশ্চয় এটা বুঝানোর প্রয়োজন পড়েনা... আপনার ভালো যুক্তি আছে তবে সবকিছুকি যুক্তি দিয়ে শেষ করা যায়?... আমারতো মনে হয়, না... কিছুটা অনুভব করবার ক্ষমতাও লাগে...
ডাক্তাররা আরও ভালো ডাক্তার হোন... তারা দেশের মানুষের ( সব লেভেলের ) সর্বোচ্চ সেবা প্রদান করুন এমনই প্রত্যাশা...
আর ব্লগে আপনার কাছ থেকে আশা করার মতো কিছুই নেই... কেননা আপনি বলেছেন লিখালিখি আপনার কাজ না, পারেনও না... তাহলে এতো সময় নষ্ট করে লাভ কি বলুন... শেষে ভার্চূ্য়্যাল রোগে যদি আপনি আক্রান্ত হোন তবে মানসিক সেবার জন্য জনগন একজন অভিজ্ঞ ডাক্টার হারাবে...
ভালো থাকুন আর ভালো সেবা দিন... শহরে এরকম পিপিলিকার বাংকার না বানিয়ে প্রত্যন্ত অঞ্চলের কথাও মাথায় রাখুন... মানুষের প্রয়োজনে ডাক্তার...
শুভকামনা...
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ। আপনার মনোকামনা পূর্ন হোক। তবে সবার পক্ষে ঢাকা ছেড়ে যাওয়া সম্ভব নয়। নানা কারনে। কারও হয়ত স্থায়ী চাকরি ঢাকাতে। তিনি কেমন করে যাবেন। তারপরও জনপ্রত্যাশা হল সবাই গ্রামে যাক। তবে সরকার যেটা বলছে অন্তত ২/৩ বছর গ্রামে থাকতেই হবে এটা বাস্তবায়ন হলেই আপনার মনোকামনা পূর্ন হবে। কাজটা হবেই। কিছু করার নেই। ডাক্তারদের যেতেই হবে। সরকার তার ইতিবাচক শক্তি প্রয়োগ করলেই অবশ্যই যেতে হবে। আমি অতি নগন্য ডাক্তার। তারপরও বছরে কয়েকবার গ্রামে যাই। তখন রোগী দেখি। না দেখেও উপায় থাকে না। তারা আসেন আমার কাছে। কেউ ডাব নারকেল নিয়ে আসেন। কেউ নানারকম পিঠে। ভাইরে---লিখতে বসলে ডাক্তার রোগী সম্পর্ক যেমন মনে আসলে তেমন নয়। মধুর অভিজ্ঞতাও কম নয়। ডাক্তারদের যেমন। তেমনি রোগীদেরও। রোগী ভাল হয়ে পারলে খাসি নিয়ে আসেন। না, ভাই, পীর দের মত সেসব খাসি রাখি না। ফেরত দেই। পিঠা খাই। ডাব-কুল-কলা-ফলফলাদি খাই সবাইকে নিয়ে। মধুর সেই সম্পর্ক।
৩৩| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:৫৫
হেডস্যার বলেছেন:
স্বপ্নবিলাসী আমি
অনেক্ষন বসে বসে পাবলিকের তামশা দেখলাম, তারপর কমেন্টটা না দিয়া পারলাম না।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৩৪| ২৭ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৮
অদ্বিতীয়া আমি বলেছেন: মনোরোগ বিশেষজ্ঞ এই পরিচয়ে ব্লগিং করা প্রবলেম না । পারভিন আপু যেমন বলছেন , সমস্যা সম্ভবত হাসপাতাল আর চেম্বার অ্যাড্রেসে ।
আপনি সেখানে আপনার মনোরোগ বিশেষজ্ঞ এটার পরে অ্যাড্রেস মুছে আপনার মেইল আইডি দিয়ে দিন । তাহলে আগ্রহীরা যোগাযোগ করতে পারবে আর আপনিও তাদের দরকারি ইনফো দিতে পারবেন ।
ব্লগ কর্তৃপক্ষ যখন আপত্তি করছে তখন আর কি করা !
আশা করি আরও লিখে যাবেন আপু। আপনার লেখা গুলো ভালো লেগেছিল ।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৩৫| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০০
মুদ্দাকির বলেছেন: দুঃখজনক ডাক্তাররা আজ আর প্রফেসলান মিস কন্ডাক্ট এর তোয়াক্কা করেনা!! প্রথম উত্তেজিত মন্তব্যের জন্য ক্ষমা করবেন, দেখলাম অনেকেই আপত্তি করলেন!!
শুধু কিছু ডাক্তার নিজেদের ইনফেমাস কন্ডাক্টের তোকাক্কা করেন না বলেই সকল ডাক্তার আজ নিজেদের প্রফেশনাল রাইটস এপ্লাই করতে পারেন না!!!
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৮
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৩৬| ২৭ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১১
আমিনুর রহমান বলেছেন:
এই পোষ্টে ক্যাচাল থুক্কু কমেন্ট না করলে জীবন বৃথা।
তাই কমেন্ট কইরা গেলাম :/
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৩৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ রাত ১১:৪৫
কান্ডারি অথর্ব বলেছেন:
:-&
:-<
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৯
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৩৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:৫৫
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আপনার টাইটেলইতো যথেষ্ট অসহিঞ্চু মনে হলো। ডাক্তারী কিভাবে করেন?
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৭
ডা. সুলতানা আলগিন বলেছেন: ব্লগে নতুন বলে হয়তো নবীনের কৌতুহল বোধ করছি দাদা। ভয়ংকর ব্যাপার স্যাপার। পালিয়ে যাব কিনা ভাবছি। ইংরাজিতে কি যেন বলে-- এনাফ ইজ এনাফ। হা হা হা।
স্বীকার করতে দ্বিধা নেই--ব্লগের নানা নিয়মের নিগড় সম্পক্যে আমার জানা নেই। তবে এই লেখাটি লিখেই যে আমি ক্লান্ত হয়ে পড়লাম ভাই। ভয়ংকর ব্যাপার । এত জবাব দেয়া--- সত্যি কঠিন ও সময় সাধ্য কাজ। তারপরও দিয়ে যাচ্ছি জবাব। সুকঠিন কাজ। কদ্দিন পারব জানিনা।
কিছু জবাব কাটপেস্ট করে দিচ্ছি। একজন তো জবাব দেইনি বলে কটক্তি করলেন। এত এত জবাব দিতে একজন জবাবদাতা রাখলে ভাল হবে মনে হয়।
তবে যারা মাত্রাছাড়া কটুক্তি করছেন তাদের কাছে আন্তরিক দু:খ জানাই। কটুক্তিকারী সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।
৩৯| ২৮ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১১
নিয়েল হিমু বলেছেন: [email protected]
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩০
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৪০| ২৮ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:১৯
নিয়েল হিমু বলেছেন: উপরের কমেন্টে আমার মেইল । কাইন্ডলী idটা রেখে ঐ কমেন্টটা ডিলিট করে দিবেন । বিনা নোটিশে জেনারেল বানাই দিছে ব্যান খাইতে চাই না ।
btw : মানুষের মানষীক রোগ নিয়ে আমার ব্যপক কৌতুহোল আছে ব্যপক ব্যপক এর উপরে কিছু যদি কোথাও লিখেন কোন দিন আমাকে দয়া করে ঐ মেইল idতে একটু জানাবেন । আমি কৃতজ্ঞ থাকব । আপনার লেখা পড়তে চাই নিয়মিত । ধরনটা ভাল লাগছে কিন্তু আপনি হয়ত কিছু মানষীক রোগী দ্বারা কুটুক্তির শ্বিকার হতে পারেন উপরে দেখলাম কয়েকটা কমেন্ট তাদেরকে দেয়া আপনার রিপ্লাইয়ো মুগ্ধ হয়েছি । যাই হোক মানষীক রোগীরদের কথায় হিট হবেন না চালিয়ে যান মানুষই পাবেন পাশে আপনার । অনেক শুভ কামনা থাকবে নিরন্তন ।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩১
ডা. সুলতানা আলগিন বলেছেন:
শুভকামনা... অনেক ধন্যবাদ।
৪১| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৫
আরজু পনি বলেছেন:
একজন মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে পোস্টটা, শিরোনাম দেবার আগে আপনি আরেকটু ভাবতে পারতেন । মনের ডাক্তার তো নিজেকে নিয়ন্ত্রণ করবেন আগে তারপর রোগীকে করবেন, অন্যদেরকে পরামর্শ দিবেন ।
আপনার লেখাগুলো ভালো লাগছিল...ভুল বোঝাবুঝির অবসান করে লেখা চালিয়ে যান ।
'জানা' নামটা কোন ছদ্ম নাম না । এটা উনার নিজেরই ডাক নাম ।
ব্লগে নামের চেয়ে বেশি বেনামে অনেক অনেক ডাক্তার আছেন ।
আপনাকে পেলে ভালো লাগবে ।
লিখুন এই কমিউনিটিতে, আমরা আপনার কাছ থেকে আপনার অভিজ্ঞতা জানি ।
আশা করছি শিরোনাম এবং পোস্টের কন্টেন্ট নিয়ে সাধারণ নিয়ন্ত্রণহীন মানুষের মতো করে নয় বরং প্রকৃত মনোরোগ বিশেষজ্ঞের মতো করেই ভাববেন ।
অনেক শুভেচ্ছা রইল ।।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩২
ডা. সুলতানা আলগিন বলেছেন:
আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে এই ব্লগ পরিবারের অনেকের পরিচয় জানলাম। ভাল লাগল। আর সবচেয়ে উপভোগ্য লাগল-- এধরনের গুরুত্বহীন লেখা-- আমার লেখার কথা বলছি--তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এর আগে জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখে এমন ঝড় দেখিনি। হতে পারে আমার লেখা মন্দ--নজর কাড়েনি তেমন কারও। এটা মেনে নিচ্ছি সবিনয়ে।
তবে এই ধারনা্ও পেলাম ব্লগে কি ধরনের লেখা লিখলে তা পাঠ প্রিয় হয়--মন্তব্যের ঝড় ওঠে। বিস্ময়কর লাগছে না মোটে। এও যে পাঠকের মন।
৪২| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:৪৮
পাকনা কলা বলেছেন: @ ডাঃ সুলতানা আপনার উচিত হবে এই ব্লগ ছেড়ে অন্য কোথাও গিয়ে লিখা।
লিখাটা এপ্রিশিয়েট না করে বাজে একটা ইস্যু নিয়ে সবাই যেভাবে উঠে পরে লেগেছে অবাক না হয়ে পারছি না।
"যেদেশে গুনীর কদর নেই সে দেশে গুনী জন্মাতে পারে না" কথাটি আসলেই সত্য।
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ/ আর সবচেয়ে উপভোগ্য লাগল-- এধরনের গুরুত্বহীন লেখা-- আমার লেখার কথা বলছি--তা নিয়ে ব্যাপক আলোচনার ঝড়। এর আগে জনগুরুত্বপূর্ন বিষয় নিয়ে লিখে এমন ঝড় দেখিনি। হতে পারে আমার লেখা মন্দ--নজর কাড়েনি তেমন কারও। এটা মেনে নিচ্ছি সবিনয়ে।
তবে এই ধারনা্ও পেলাম ব্লগে কি ধরনের লেখা লিখলে তা পাঠ প্রিয় হয়--মন্তব্যের ঝড় ওঠে। বিস্ময়কর লাগছে না মোটে। এও যে পাঠকের মন।
৪৩| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৩৭
স্বপ্নস্বাধীন বলেছেন: বড় বোন আপনি হয়ত ভাল মনে অনেক উপকারী বিষয় উপস্থাপন করেছেন। আমি আপনার পূর্বের পোষ্টটি পড়েছি। ভালো লেগেছে, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত কিছু যোগাযোগ করার মত তথ্য দিয়েছেন। যা সাধারণ দৃষ্টিতে প্রচারনা মনে হয়। যেমন আপনার ই-মেইল এডড্রেস যা এই, Click This Link লিংকটি প্রচনরা করে।
আমার মনে হয় এই ব্লগের মাধ্যমে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পেশার প্রচারণা করার নিয়ম নেই।
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২০
ডা. সুলতানা আলগিন বলেছেন:
স্বীকার করতে দ্বিধা নেই--ব্লগের নানা নিয়মের নিগড় সম্পক্যে আমার জানা নেই। তবে এই লেখাটি লিখেই যে আমি ক্লান্ত হয়ে পড়লাম ভাই। ভয়ংকর ব্যাপার । এত জবাব দেয়া--- সত্যি কঠিন ও সময় সাধ্য কাজ। তারপরও দিয়ে যাচ্ছি জবাব। সুকঠিন কাজ। কদ্দিন পারব জানিনা।
তবে যারা মাত্রাছাড়া কটুক্তি করছেন তাদের কাছে আন্তরিক দু:খ জানাই। কটুক্তিকারী সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।
৪৪| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উনি নতুন, উনি ভুল করতেই পারেন। কিন্তু সবাই এরকম সব দোষারোপ উনার উপর দিচ্ছেন কেন?
জানা আপুকে উনি নিশ্চয় চিনেন না। নতুন কাউকে কেউ এরকম কর্তৃপক্ষীয় কমেন্ট দিলে না জানার কারণে এরকম রিয়্যাকশন হতে পারে!
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
ডা. সুলতানা আলগিন বলেছেন:
স্বীকার করতে দ্বিধা নেই--ব্লগের নানা নিয়মের নিগড় সম্পক্যে আমার জানা নেই। তবে এই লেখাটি লিখেই যে আমি ক্লান্ত হয়ে পড়লাম ভাই। ভয়ংকর ব্যাপার । এত জবাব দেয়া--- সত্যি কঠিন ও সময় সাধ্য কাজ। তারপরও দিয়ে যাচ্ছি জবাব। সুকঠিন কাজ। কদ্দিন পারব জানিনা।
কিছু জবাব কাটপেস্ট করে দিচ্ছি। একজন তো জবাব দেইনি বলে কটক্তি করলেন। এত এত জবাব দিতে একজন জবাবদাতা রাখলে ভাল হবে মনে হয়।
তবে যারা মাত্রাছাড়া কটুক্তি করছেন তাদের কাছে আন্তরিক দু:খ জানাই। কটুক্তিকারী সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।
৪৫| ২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:৫২
আমিনুর রহমান বলেছেন:
আমাদের জীবনটা বড়ই অদ্ভুদ ! আমরা প্রতিনিয়ত নিজেদের মানুষিক অসুস্থতার পরিচয় দেই। খুব অল্পতেই রেগে গিয়ে অনেক সময় অনেক কিছু বলে ফেলি পরে হয়ত কেউ কেউ যারা ভালো মানুসিকতার সেটার জন্য তারা অনুশোচনায় ভোগে। আপনি নতুন ব্লগার আপনার সব জানার কথাও নয় তেমনি একজন ব্লগার যখন রেজিট্রেশন করে তখন তাকে কিছু শর্তাবলিতে "হ্যা" বলে তবে রেজিট্রেশন করতে হয়। তাই সেটা পড়া আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। জানা'পু তার নিয়মের কথা বলেছে সেটা অন্যায় কিছু হয়নি আর আপনি নতুন ব্লগার এবং রেজিস্ট্রেশনের সময় আমরা না পড়েই "হ্যা" বলেছেন সেটাও কোন অন্যায় নয় (কারণ সেটা কেউ পড়ে না) ।
"শর্তাবলী" দিয়ে গেলাম। আমি পড়ি নাই। আপনার অন্যায় হলে পোস্ট ড্রাফট করে দিয়ে্ন আর জানা'পুর অন্যায় হলে আরো পোস্ট দিলেও আমি প্রতিবাদ করে আসবো।
ক্যাচালে মজা নেয়া ঠিক নয় (আবার আগের কমেন্টের প্রেক্ষিতে বলে গেলাম)।
হ্যাপি ব্লগিং ! ভালো থাকুন নিরন্তর !!
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৩
ডা. সুলতানা আলগিন বলেছেন:
স্বীকার করতে দ্বিধা নেই--ব্লগের নানা নিয়মের নিগড় সম্পক্যে আমার জানা নেই। তবে এই লেখাটি লিখেই যে আমি ক্লান্ত হয়ে পড়লাম ভাই। ভয়ংকর ব্যাপার । এত জবাব দেয়া--- সত্যি কঠিন ও সময় সাধ্য কাজ। তারপরও দিয়ে যাচ্ছি জবাব। সুকঠিন কাজ। কদ্দিন পারব জানিনা।
কিছু জবাব কাটপেস্ট করে দিচ্ছি। একজন তো জবাব দেইনি বলে কটক্তি করলেন। এত এত জবাব দিতে একজন জবাবদাতা রাখলে ভাল হবে মনে হয়।
তবে যারা মাত্রাছাড়া কটুক্তি করছেন তাদের কাছে আন্তরিক দু:খ জানাই। কটুক্তিকারী সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।
৪৬| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৩
অদৃশ্য বলেছেন:
সেই ছোট বেলা থেকেই দেখে আশছি ডাক্তারদের কতো সম্মান... পল্লীর সাধারণ মানুষরা একজন পরিচিত ডাক্তার সামনে দেখলে খুব খুশি হয়... আদব, সালাম ও পারলে মাথায় নিয়ে নাচায়... তারা ডাক্টারদের সমাজের উচ্চ শ্রেনীর একজন মানুষ হিসেবেই চেনে... এবং একজন ডাক্টারের সর্বোচ্চ খাতিরই তারা করবার চেষ্টা করে...
বিনিময়ে ডাক্তাররা কি করেন ভেবে দেখুন... নিজেই কল্পনা করুন বর্তমানের অবস্থা... গ্রামে গঞ্জে যেসব ডাক্টাররা যান তারা বলতে গেলে একদমই নতুন... খুব ভালো চিকিৎসা সেবা তারা দিতে পারেননা... এমনই বেশি, দু'চারজন ব্যাতিক্রম... আর যারা কিছুটা ভালো ডাক্তার তারাতো ভেবেই নেন গ্রাম শুধুমাত্র মৃত্যুর পরের জন্যই... গাছের ছায়ায় অনন্তকাল ঘুমিয়ে থাকার জায়গা... আর বর্তমান হলো রাজধানী বা বৃহৎ কোন শহর... টাকা আর টাকা... গাড়ি বাড়ি বিদেশ ভ্রমণ ইত্যাদি ইত্যাদি... ঠিক আছে, স্বপ্ন থাকতেই পারে, প্রয়োজন থাকতেই পারে... তবে সেটা যদি আমরা আমাদের দায়িত্ব ও বিবেককে ভুলে গিয়ে মেটাতে থাকি তবেই সমস্যা... যা কিনা এখন প্রতিনিয়তই হচ্ছে...
আপনি গ্রামে মাঝে মাঝে বেড়াতে গিয়ে যা করেন তার কোন তুলনা নেই... পয়সা দিয়ে কি সব কিছু পাওয়া যায়... যায়না... আর পয়সা নিয়েও নিজের সেরাটুকু দিয়ে দিয়ে দেওয়া যায়না... সেরাটুকু দেবার জন্য নিজের একান্ত ইচ্ছা থাকা চাই... আর এটা একবারে নিশ্চয় হয়না... দিনে দিনে গড়ে ওঠে, হয়ে যায়...
ক্যাচাল মানেই হিট... সেটা শুধুমাত্র এই ব্লগ বা ফেসবুক নয়... সেটা সমাজের যেকোন অবস্থানের জন্যই প্রজোয্য... কি বাড়ি, কি বাজার, কি দেশ... সুতরাং এই ক্যাচালীয় হিট পোষ্টকে বেজ করে পুরা সামুর মান নির্ধারণ করতে যাবেননা প্লিজ... জানেনইতো খারাপ জিনিটা বাতাসেরও আগে দৌড়ায়... সামুতে আপনি সব ধরনের জিনিসই পাবেন... আপনার এক হিট পোষ্ট আপনাকে আপনার অজান্তেই অনেকের সাথে পরিচয় করিয়ে দিয়েছে... এটা অবশ্যই সেরা বিজ্ঞপনের একটি...
রাগ করে সামু ছেড়ে আবার চলে যেয়েন না কিন্তু... সামনে আপনার সাইকোলজিক্যাল সমস্যা নিয়ে আরও লিখা পড়তে চাই... আর হ্যাঁ, আমি জানি যে মানুষ ফেরেস্তা নয়... তাই মানুষ নিয়মিত ভুল করে বা তার ভুলের শষ থাকেনা... আমরা মানুষতো তাইনা...
শুভকামনা...
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৫৫
ডা. সুলতানা আলগিন বলেছেন: এটা অবশ্যই সেরা বিজ্ঞপনের একটি...দারুন বলেছেন আপনি। হা হা হা । প্রথম প্রথম সবার সাথে পরিচিত হতে এই সুযোগ নিতে খারাপ লাগছে না। তবে ক্যাচাল মন্দ কিছু নয়। নিজের অজান্তেই মনের অনেক রোগ নিরাময় পায়।
৪৭| ২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪৬
মাঘের নীল আকাশ বলেছেন: যেহেতু ইতোমধ্যে আপনার অনেককিছু জানা হয়ে গেছে, দয়া করে পোস্টের নাম পরিবর্তন করুন...
২৮ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৫৫
ডা. সুলতানা আলগিন বলেছেন: ভাল প্রস্তাব। কালের এই ছিন্ন পাতায় লেখাটা থাক না। হেডিংটাও থাক। বোঝাই যাচ্ছে হেডিংটাই বেশ টাইকুন তৈরী করেছে। ইন্টারেস্টিং।
৪৮| ২৮ শে এপ্রিল, ২০১৪ রাত ১০:০১
সুকান্ত কুমার সাহা বলেছেন: শিরোনামে আমি তো কোন সমস্যা দেখছি না, কারণ এইরকম শিরোনাম হরহামেশায়ই হচ্ছে এই ব্লগে। যেহেতু আপনি ব্লগার জানা'কে চিনেন না সেহেতু এই রকম রিয়াকশন হতেই পারে যে কারওই! ওই রকম থ্রেড আসলে যে কেউই বিভ্রান্ত হতে পারে। আমি মনে করি, জানা আপা তার কমেন্টে তার পরিচয়টা দিলে এইরকম হত না।
আর ব্লগে আত্তপ্রচারনা মূলক কিছু না দেওয়াই ভাল! যদিও অনেকে অনেকরকম উদ্দ্যেশেই এখানে বিচরণ করছেন !!!
ধন্যবাদ সবাইকে, হ্যাপি ব্লগিং !!!
২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৬
ডা. সুলতানা আলগিন বলেছেন: ব্লগে নতুন বলে হয়তো নবীনের কৌতুহল বোধ করছি দাদা। ভয়ংকর ব্যাপার স্যাপার। পালিয়ে যাব কিনা ভাবছি। ইংরাজিতে কি যেন বলে-- এনাফ ইজ এনাফ। হা হা হা।
স্বীকার করতে দ্বিধা নেই--ব্লগের নানা নিয়মের নিগড় সম্পক্যে আমার জানা নেই। তবে এই লেখাটি লিখেই যে আমি ক্লান্ত হয়ে পড়লাম ভাই। ভয়ংকর ব্যাপার । এত জবাব দেয়া--- সত্যি কঠিন ও সময় সাধ্য কাজ। তারপরও দিয়ে যাচ্ছি জবাব। সুকঠিন কাজ। কদ্দিন পারব জানিনা।
কিছু জবাব কাটপেস্ট করে দিচ্ছি। একজন তো জবাব দেইনি বলে কটক্তি করলেন। এত এত জবাব দিতে একজন জবাবদাতা রাখলে ভাল হবে মনে হয়।
তবে যারা মাত্রাছাড়া কটুক্তি করছেন তাদের কাছে আন্তরিক দু:খ জানাই। কটুক্তিকারী সংশ্লিষ্টদের কাছে দু:খ প্রকাশ করছি একারনে যে নিশ্চয়ই এই সংঘবদ্ধ গোষ্ঠির মন আমার লেখায় এমন কোন গভীর আঘাতপ্রাপ্ত হয়েছে যে তারা এখন দিব্যি কদর্য গালি ও কটুক্তিতে নেমে এসেছে--তাই আন্তরিকভাবে দু:খ জানাই।
তবে বিভিন্ন ব্লগে নাম লুকিয়ে কেন লেখালেখি হয়--তার একটা কারণ উপরের এই মন্তব্য থেকে পরিষ্কার। কেননা লুক্কায়িত নাম থেকে মনের কলুষ গালাগাল করে সাফাই করা যায়। এটা খুবই উত্তম মেডিসিন।।
৪৯| ২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩০
জন কার্টার বলেছেন: হেডস্যার বলেছেন:
আরে সর্বনাশ !! ব্লগে যে এত নীতিবান ব্লগারে ভর্তি সেইটা আজকে বুঝলাম। হাস্যকর অবস্থা।
ব্লগের নীতিমালা ভেঙ্গে কতজন কত পোষ্ট দিল...তখন এত নীতিবান লোকজন কই ছিলো বুঝলাম না।
এসব পোষ্টে বিশেষ কিছু বলা ও নিরাপদ না।
ব্লগার টিভি পাগলা ঠিকই বলছে
এত নীতি আদর্শ কেমনে কই রাখি :-< :-< :-<
২৯ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩৬
ডা. সুলতানা আলগিন বলেছেন: ইন্টারেস্টিং।
৫০| ২৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:২৪
জেনারেশন সুপারস্টার বলেছেন: একজন মনোরোগীর কত মাত্রার রোগ থাকলে ডাক্তারের কাছে যেতে হবে?স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে একটা পোস্ট দেন.....উপরের ক্যাচালে আগ্রহ লাগতেসেনা।
৩০ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:০৩
ডা. সুলতানা আলগিন বলেছেন: এবার খুব ভাল লাগছে। আমি যে বিষযে টুকটাক বলতে পারি-- সেটা নিয়ে অনেকে আগ্রহ দেখাচ্ছেন। অনেক ধন্যবাদ।
অবশ্যই এখন থেকে মনোরোগ নিয়ে সচেতনতায় আমার সীমিত সাধ্যে পোস্ট দেব।
৫১| ৩০ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৪০
জেনারেশন সুপারস্টার বলেছেন: ধন্যবাদ।ভালো থাকুন।
৫২| ১৩ ই মে, ২০১৪ রাত ১১:২৭
দি সুফি বলেছেন: কান্ডারী ভাইয়ের ব্লগ থেকে আপনার ব্লগ, অতপর এই ক্যাচাল খুজে পাওয়া আহা কতদিন ব্লগে জমজমাট ক্যাচাল হয়না!
হেডস্যারের সাথে গলা মিলিয়ে বলতেই হয়, ব্লগ দেখি নীতিবানে (!!!) ভরে গেলো! তা এইতো সেই কিছুদিন আগে যখন হনুদের রমরমা পোষ্টে ব্লগ ভরে যেত তখন এইসব নীতি কোন চিপায় যে লুকিয়ে থাকত, বাটি চালান দিয়েও তা পাওয়া যেত না!
বাই দ্যা ওয়্যে, ব্লগে স্বাগতম
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২১
শরৎ চৌধুরী বলেছেন: আপনার ভাষা বিন্যাস সম্ভবত অযাচিত রকমের, "রিএ্যাকশনারী"। সেটা নিয়ে ভাববেন একটু।