![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সাধারন একজন মানুষ । আমি লিখতে ভালবাসি
চাঁদের বয়স কত? এর উত্তর কিন্তু সহজ নয়।বর্তমান গবেষণায় উঠে এসেছে চাঁদ আজ থেকে প্রায় ৪.১৫ বিলিয়ন বছর আগের।চাঁদের পৃষ্টের উপাদান জিরকন(zircon) পরীক্ষা করে এই তথ্য উঠে এসেছে।
জিরকন হল একধরনের সিলিকেট মিনারেল যার মধ্যে রয়েছে রেডিওঅ্যাক্টিব ইউরিনিয়াম,থোরিয়ম।জিরকনকে বলা হয় Nature’s Best Clocks। উল্লেখ্য ১০০ মিলিয়ন বছর আগে আদিমপৃথিবী এর সাথে Theia নামক যা Mars-sized object এর তীব্র সংঘর্ষ হয় যার ফলে সৃষ্টি হয় চাঁদ।
সূত্রঃ universetoday/moon-older-thought-says-new-study
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৪
চাঁদগাজী বলেছেন:
ভালো, ঘুরতে থাকুক আমাদের চারিপাশে
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই চাঁদ, পৃথিবী, সূর্য এসব সৃষ্টির সঠিক সময় ( অর্থাৎ এদের বয়স ) বিজ্ঞানীরা নিশ্চিত করে বলতে পারেন না। আগে একটা সময় বললে পরে আরেক সময় বলেন। এভাবে এদের বয়স বেড়েই চলেছে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৪৬
হাবিব শুভ বলেছেন: আরও ডিটেইলস তথ্য দিয়ে উপকৃত করবেন এই আশা করি। ধন্যনাদ