নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
জাতীয় বাজেট : পাকিস্তান , ভারত ও বাংলাদেশের তুলনামুলক অবস্থান
পাকিস্তান
২০১৬ অর্থবছরে পাকিস্তানের বাজেট ৪৪৫১০০ কোটি পাক রুপি । দেশটির বর্তমান জনসংখ্যা ১৯০৮১৪৩২০ । সে হিসাবে পাকিস্তানে মাথাপিছু বাজেট দাড়ায় ২৩৩২৬ পাকিস্তানি রুপি ( যা বাংলাদেশী টাকায় ১৭৪৯৪ টাকা )। পাকিস্তানের চেয়ে বাংলাদেশের মাথাপিছু বাজেট ৩৯৬৫ টাকা ( শতকরা ২৩ ভাগ ) বেশী ।
ভারত
২০১৬ অর্থবছরে ভারতের বাজেট ১৯৭৮০৬০ কোটি ভারতীয় রুপি । ভারতের বর্তমান জনসংখা ১২৭.৪২ কোটি । সে হিসাবে মাথাপিছু বাজেট দাড়ায় ১৩৮৫৫ রুপি । বাংলাদেশী মুদ্রায় এর পরিমান দাড়ায় ১৬০৭১ টাকায় । ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু বাজেট ২৬৯৭ টাকা (শতকরা প্রায় ১৫ ভাগ )বেশী
বাংলাদেশ
২০১৬ -১৭ অর্থ সালের আনুমানিক বাজেট : ৪১৩০০০ কোটি টাকা ।
গত ২৩ শে ফেব্রোয়ারী অর্থমন্ত্রী এক বক্ত্যব্যে জানিয়েছেন যে ২০১৬-১৭ সালে দেশের মোট বাজেট ৪.১৩ লক্ষ কোটি টাকার মত হতে পারে । যা বর্তমান বাজেট থেকে প্রায় শত করা ৪০ ভাগ বেশী । এটা কোন মতেই সম্ভব হবেনা বলেই ধরে নেয়া যায় । তবে গত ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের বাজেট ছিল ২৫০৫০৬ কোটি টাকা । সে হিসাবে ২০১৫- ১৬ সালে বাজেট প্রবৃদ্ধির হার ছিল শতকরা ১৭.৮০ ভাগ । এটা আগামী বছর টেনে টোনে ২০ ভাগ বৃদ্ধি হবে বলে ধরে নেয়া যায় । এ হিসাবে আগামী ২০১৬-১৭ অর্থ বছরে বাংলাদেশের বাজেট হতে পারে ৩৫৪১০০ কোটি টাকা। আর এ রকম ক্ষত্রে বাংলাদেশের জন্য মাথাপিছু বাজেটের পরিমান দাড়াবে ২১৪৫৮ টাকা । তবে অর্থ মন্ত্রীর প্রাককলন অনুযায়ী জাতিয় বাজেট ৪১৩০০০ কোটি টাকা হলে মাথাপিছু বাজেটের পরিমান দাড়াতে পারে ২৫০৯১ টাকায় ।
বাংলাদেশ , ভারত ও পাকিস্তানের তুলনামুলক মাথাপিছু বাজেট অবস্থান নিম্মরূপ :
তুলনামূলক হিসাবে দেখা যায় যে বাংলাদেশের মাথাপিছু বাজেট ভারতীয় বাজেট থেকে ২৬৯৭ টাকা ( শতকরা প্রায় ১৫ ভাগ )বেশী । আর পাকিস্তানের মাথাপিছু বাজেট থেকে ৩৯৬৬ টাকা (শতকরা ২৩ ভাগ ) বেশী । তাই তুলনামূলকভাবে বাংলাদেশ এখনও বেশ এগিয়ে আছে । নিম্মের সারণী থেকে পরিস্কার চিত্র পাওয়া যাবে ।
©somewhere in net ltd.
১| ২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৩
খায়রুল আহসান বলেছেন: নিম্মের সারণী থেকে পরিস্কার চিত্র পাওয়া যাবে - নিম্নে তো স্মারণী বা অন্য কিছু দেখতে পাওয়া যাচ্ছেনা।
তবে তিন দেশের বাজেটের তুলনামূলক আলোচনা পড়ে বাংলাদেশ অন্য দু'দেশের চেয়ে এগিয়ে আছে, এতা জেনে প্রীত হ'লাম।