নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

মুক্তমনা বনাম মানুষ হন্তক

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৬


মুক্তমনা হলে ক্ষতি কার
হন্তকের না মুক্ত মনার
পরের হাতে মরলে পরে
মুক্তমনা পায় স্বর্গ দ্বার ।

কারো পাপ পুণ্য বিচারের
ক্ষমতা শুধুই যে অন্তর্যামীর
ভাগ বসালে ক্ষমতায় বিধাতার
আওতায় পরে যে শিরকের।

মুক্তমনা ভয়ে খোদা জপে
হন্তক গোমটায় টাকা মাপে
কখন কাকে ধরবে চেপে
ধান্ধায় থাকে চুপে চাপে ।

রামদা আর চা পাতিতে
স্বার্থ খুঁজে পথে পথে
গন্ধ শুকে ব্লগের লিখায়
জায়গা মত পৌঁছে যায় ।

কর্ম সারে চোখের আরে
দায় চাপায় অন্যের গাড়ে
পুলিশ খুঁজে হন্যে হয়ে
হন্তক থাকে চারি ধারে ।

নিয়ে লাস বুকের পরে
কেও ভাসে চোখের জলে
কেওবা বসে হিসাব কষে
রইল কয়টা কোপা নলে ।

মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৫৪

মহা সমন্বয় বলেছেন: নিয়ে লাস বুকের পরে
কেও ভাসে চোখের জলে
কেওবা বসে হিসাব কষে
রইল কয়টা কোপা নলে । :(

২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ পাঠের জন্য । সংকেত থেকে দেখা গেল লাইক পড়েছে এজন্য আরেকটি বিশেষ ধন্যবাদ থাকল । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৬

সাগর মাঝি বলেছেন: কর্ম সারে চোখের আরে
দায় চাপায় অন্যের গাড়ে
পুলিশ খুঁজে হন্যে হয়ে
হন্তক থাকে চারি ধারে ।


এই খেলার সমাপ্তি কোথায় জানি না।
:( :( :(

২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪১

ডঃ এম এ আলী বলেছেন: কেও বলতে পারছেনা ভাই এ মরণ খেলা সাঙগ হবে কবে । অনেক ধন্যবাদ টু দি পয়েন্টে নজর দেয়ার জন্য । ভাল থাকুন এ কামনা থাকল ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৪৯

সাগর মাঝি বলেছেন: আপনার প্রতিও শুভ কামনা রইলো।

২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ শুভকামনা অন্তরে গাথা রইল । ভাল থাকুন ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:১৮

কালনী নদী বলেছেন: কারো পাপ পুণ্য বিচারের
ক্ষমতা শুধুই যে অন্তর্যামীর
ভাগ বসালে ক্ষমতায় বিধাতার
আওতায় পরে যে শিরকের।


এমন একটি বিষয় নিয়ে যে এত সুন্দর ছড়া হতে পারে সেটা আপনার লেখা না পড়লে কখনও বোঝতাম না!
ছড়াই যে রাজা আজ বোঝলাম কারণ এর থেকে সুন্দর করে কোন সমস্যা তুলে ধরা যাবে বরে আমার মনে হয় না।

শুভ কামনা জানবেন প্রিয় সহোদর ।

২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০

ডঃ এম এ আলী বলেছেন: কয়েকদিনের এ উপুর্যপরী ঘটনাগুলি দেখে মনটা ভারাক্রান্ত । মনের অজান্তেই কয়েক লাইন লিখা হয়ে গেছে এতদ সংক্রান্ত খবর পাঠৈর সময় খবরের কাগজের আনাচে কানাচে । ভাবলাম সামুর ভাই বোনদের সাথে শেয়ার করি এই আর ভাল লাগার অনেক অনেক ধন্যবাদ থাকল । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০১

কালনী নদী বলেছেন: আপনাদের সবার জন্য সত্যিই চিন্তা হয়। তারপরও আল্লাহ ভরসা। সবসময় নিরাপদে থাকেন সুস্থ্য থাকেন এই কামনা করি ভাই।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

ডঃ এম এ আলী বলেছেন: সবচেয়ে মুল্যবান কথাটই
গেলেন বলে আল্লা ভরসা ।
এটাই জাগায় মনে আশা,
সাথে নিয়ে আপনার ভালবাসা ।

৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৮

দেবজ্যোতিকাজল বলেছেন: এ এক জটিল সমস্যা বাংলাদেশের

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । জানিনা ভাই আর কত মূল্যে এ সমস্যার হবে সমাধান । ভাল থাকুন সুস্থ থাকুন এ কামনাই শুধু করি ।

৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৩

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাই , অনুভবে যে এসেছে সেই ই আমার অনেক বেশী পাওয়া । নিরন্তর সুখে থাকুন এই থাক মোর কামনা ।

৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১২

ডঃ এম এ আলী বলেছেন: অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ,
যে দিকে লিখা থাকে সুন্দর,
সে দিকেই চেয়ে থাকি নিরন্তর,
অনেক অনেক শুভেচ্ছা থাকল ।

৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

বিজন রয় বলেছেন: ভবিষ্যতে আমি আপনাকে অনেক কতা শোনাব, যদি ব্লগে থাকেন।

সুন্দর উত্তর করার জন্য ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৪

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । কি যে বলেন দাদা ব্লগে থাকবনা মানে...
আমায় যদি কেওনা রাখে
সবাই যদি ফোটায় কাটা
একলা এসে দাঁড়বো তবে
হাজার সুরে তোমায় ডেকে
শুনব তোমার কথা ।

১০| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: ভাল লিখেছেন।
প্লাস

২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:৫১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনার প্রসংসাটুকু প্রেরণা যোগাাবে লিখার । ভাল থাকুন এ শুভকামনা থাকল ।

১১| ২৫ শে মে, ২০২১ রাত ১১:০৮

খায়রুল আহসান বলেছেন: চমৎকার লিখেছেন। + +

শেষের স্তবকটা মর্মস্পর্শী!

৮ ও ৯ নম্বর প্রতিমন্তব্যদুটো ভাল লেগেছে।

২৮ শে মে, ২০২১ রাত ১:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



অনেক পুরাতন একটি লেখা পাঠের
পর খুবই মনমাতানো একটি মন্তব্য
রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।

নিরন্তর শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.