নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

ভাংগা হৃদয়ে মেঘ বৃষ্টি রোদের কিরণ ........

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮


ভোরে জানালা খুলে দেখি
রবির এক রাশ কিরণ
ফেলছে শিখা বিছানার পর
বুঝিয়ে দিল এসেছে দিবাকর ।

মেঘলা দিনে লুকায়িত আকাশ
শুরুটা কেমন জানি হয়
হৃদয় ভরে উঠে কান্নায়
চেয়ে থাকি রোদের আশায় ।

রোদের তেজ লাগে চোখে
কামনায় জাগে ঝড় বৃষ্টি
শীতল পরশ পেতে বুকে
জীবন যায় ধুকে ধুকে ।

যখন আমি অনুভবি খড়া
তুমি তখন ঝড়াও বৃষ্টি
হলে আমি ব্যথায় কুহক
পাঠাও তুমি হাসির ঝলক ।

দিবসের দু:স্বপ্নে ভয়াতুর হলে
শিকারীর খুঁজা পাখির মতন
হৃদয় খানি ভেংগে গেলে
তব কিরণ দীপশিখা সমজ্বলে ।

ব্যর্থক্ষনে দৃষ্টি অবসন্ন হলে
অবাধ্য কষ্টটুকু বুকে ধরে
হৃদয়মন শান্ত হতে চায়
রোদটুকু নীজ মনে পুরে ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

বিজন রয় বলেছেন: প্রথম প্লাসটা দিয়ে গেলাম।
পরে কথা হবে।

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৩

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ । সে আশায় চেয়ে আছি পথপানে ।

২| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪

চাঁদগাজী বলেছেন:

"ভোরে জানালা খুলে দেখি
রবির এক রাশ কিরণ
ফেলছে শিখা বিছানার পর
বুঝিয়ে দিল এসেছে দিবাকর । "

-কমলাপুর স্টেশনে যারা প্রতি রাতে ঘুমায়, সকালে তাদের জানালা খুলতে হয় না; সুর্য নিজ থেকেই ভালোবেসে গায়ে এসে লাগে

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

ডঃ এম এ আলী বলেছেন: জানালা বিছানা সবই কবিতার বিষয় আর পুরা কমলাপুর স্টেশনটিইতো রয়েছে মনের ভিতর যেখানে রয়েছে সবাই , রাতে যারা ঘুমায় । কিছু ঘুমায় খোলা ছাদের নীচে আর কিছু ঘুমায় তার তিন তলার শিতাতপ নিয়ন্ত্রিত অতিথী ঘরে । তাই কমলাপুর স্টেশনে যারা প্রতি রাতে ঘুমায় , কতকের প্রয়োজন আছে জানালা খোলার । যাহোক ধাপে ধাপে সবই হবে, আপনার মুল্যবান দৃষ্টিটকু দিয়ে সকলকে সাথে নিয়ে যাব অসহায়দের কাছে । অনেক অনেক ধন্যবাদ আপনার সুগভীর আন্তরদৃষ্টির জন্য । ভাল থাকুন এ কামনা করি ।

৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

কালনী নদী বলেছেন: "ভোরে জানালা খুলে দেখি
রবির এক রাশ কিরণ
ফেলছে শিখা বিছানার পর
বুঝিয়ে দিল এসেছে দিবাকর ।
+++++

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৫

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ পঞ্চমী দাগ দেয়ার জন্য, ভাল লাগল । সাময়িক পোষ্টটা দেখে এলাম । কিছু লিখিনি প্রিয়তে রেখে এসেছি আবার যাব, একটু বিস্তারিত হয়ে যেতে পারে এই জন্যই পরে যাওয়া । যাহোক ভাল থাকুন ।

৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৩

বিজন রয় বলেছেন: ছবিটির ভিতর একটি মানুষের অবয়ব দেখে অমি মুগ্ধ হয়েছি। দারুন!

বুঝিয়ে দিল এসেছে দিবাকর ..... দিবাকর শব্দটি আমার ভাল লাগে।

মেঘলা দিনে লুকায়ীত আকাশ.... লুকায়িত হবে।

আরো বেশ কয়েকটি টাইপো আছে, ঠিক করে দিন।

শুভকামনা।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: দাদা অনেক ধন্যবাদ । । যথখানি নজরে আসছে সংশোধন করেছি । ছোট সময়ে স্কুলে সংস্কৃত টিচার পন্ডিত সারের কথাটি বার বার স্মরণে আসছে , বানান ভুলের জ্বালায় স্যারের বকুনীর ভয়ে ক্লাশ ছেড়ে যদি না পালাতাম তাহলে কতই না ভাল হত । স্যারের প্রতি সম্মানের সমপরিমাণ অাসনটি দাদার জন্য তোলা থাকল । ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

মনিরা সুলতানা বলেছেন: ব্যর্থক্ষনে দৃষ্টি অবসন্ন হলে
অবাধ্য কষ্টটুকু বুকে ধরে
হৃদয়মন শান্ত হতে চায়
রোদটুকু নিজ মনে পুরে ।

চমৎকার বলেছেন +++

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:৫১

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ আপা । আপনার প্রসংসাটকু লিখায় অনুপ্রেরণা যোগায় । আপনার লিখায় বাংলা শব্দমালার এত সব সমাহার যে আমাকে সেখানে বার বার টেনে নিয়ে যায় । পরিচিত হই নতুন অনেক শব্দের সাথে । এ লিখার পরেই ফিরে যাব গাহন তোমাতে । অনেক শুভ কামনা থাকল ।

৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

বিজন রয় বলেছেন: স্যারের প্রতি সম্মানের সমপরিমাণ অাসনটি দাদার জন্য তোলা থাকল ।

আপনার এই লাইনটি পড়ে আমার চোখে জল চলে এলো! আমি এত সন্মানের যোগ্য কিনা ভাবছি।

এই সন্মানের প্রতিদান অবশ্যই আমি আপনাকে দিব একসময়। সবচেয়ে সুন্দর এবং সহৃদয়ভাবেই দিব।

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: দিবার
আর বাকি থাকল কি
আমি তো পেয়েই গেছি
শুধু আর্শিবাদ টুকু চাই,
পেলাম যা তা যেন ধরে
রাখতে পারি মাথার পরে ।

অনেক ধন্যবাদ, ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।

৭| ১৯ শে জুন, ২০২১ সকাল ৭:০৮

খায়রুল আহসান বলেছেন: সকালে অরুণ রবি'র কিরণ রশ্মি দেখে মনটা সতেজ হয়ে যায়।
পঞ্চম স্তবকটা খুব ভাল লেগেছে।
কবিতার শিরোনামটা চমৎকার হয়েছে।

১৯ শে জুন, ২০২১ রাত ১১:১৩

ডঃ এম এ আলী বলেছেন:
ধন্যবাদ বেশ পুরাতন একটি পোষ্টে
মুল্যবান মন্তব্য রেখে যাওয়ার জন্য।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.