নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

চোখেও আর জল নেই যা দিয়ে হৃদয়ের উত্তাপ নিভাতে পারে.....

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১৩


দুর গগণের তারা ভরা এ রাতে
নিকশ কালো রঙএ রাংগীয়ে
এ কাব্যখানি রচিব আজ ধুসর
জীবনের কিছু দু:খ গাথা দিয়ে ।

যে কথা কভু ভাবিনি
যে কথা তার গিয়েছি যে ভুলে
তার বিহনে রাতের গভীরে ভাবা
সে কথা যায় যে মিশে
ঘন শিশির ভেজা প্রাতে ।

অবশ্য এতে তার কিই বা যায় আসে
ভালবাসা যদি সেখানে নাইবা ভাসে
রাতটি থাকনা ভরা মিটিমিটি তারায়
যদিও নাইবা থাকল সে মোর পাশে ।

এই ভাল দুর হতে সে শুধু গেয়েই যাক
তাকে ছাড়াই হৃদয় আমার ক্ষয়ে যাক
শিরায় শিরায় বাজুক অবক্ষয়ের গান
ক্ষতি কি তাতে যায় যদি বিরহীর প্রাণ ।

ইচ্ছে যখন জাগে কাছে পেতে
চোখ দুটো তখন তাকেই খুঁজে
তন্ন তন্ন করে খুজেও হৃদয়
পায় না তাকে আমার মাঝে ।

এই রাতে চোখ যখন সাদা জলে ভাসে
মনে হয় আর নয় যাক না সে চলেই
তবে বাতাসে ভাসিয়ে দিব কথার রেণু
যেন মর্মে মর্মে তার কানে গিয়ে পশে ।

কে ও না কেও তার হবে
কারো না কারো কাছে গিয়ে সে রবে
যেমনটি সে ছিল মোর চুমুতে
মধুর বাচনে শিতল দেহে
আর হৃদয় মোহিণী হাসিতে ।

আমি আর তাকে বাসিনা ভাল
আসলেই কি তাই, আসে স্মরণে
ভালবাসা ক্ষানিকের শুধুই বিস্মৃতি
মিছেই তাকে ধরে রাখা বন্ধনে।

সুখের দাহন আর যন্ত্রনা সিক্ত
চোখ দুটো ভিজেই থাকুক জলে
তাতে ও হবেনা কোন ক্ষতি
স্মৃতি গুলো যতদিন সাথে রবে ।

হয়তবা চোখেও থাকবেনা জল
যে জল দিয়ে হৃদয় গহ্বরে
তিলে তিলে গড়া তীব্র উত্তাপ
এক ঝটিকায় নিভাতে পারে ।

জলে পুড়ে অংগার হওয়াতেই
বুঝিবা লিখা ছিল আমার সুখ
ভাল হয় এখানেই যদি ইতি হয়
একাকীই থাকি নিয়ে সকল দুখ ।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:৪৭

চাঁদগাজী বলেছেন:



এত অভিযোগ, এত দু:খ কেন? সব ফুল থেকে ফল হয় না, কিছু ফুল থাকে উঁচু ডালে, তাতে কি; জীবন তো পথ খুঁজে পায় সব সময়!

০৫ ই মে, ২০১৬ রাত ১২:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: উচু ডালের ফুল ধরতে গিয়ে উচু থেকে পড়েই তো ব্যাথাটা বেশী, ফুলটা না হল ফল না হল মালা শুধু রেখে গেছে কিছু কথামালা যা এখন কাব্য হয়ে ঝড়ছে । ধারণা করি কাব্যের মাটি ফুরে মাটিরই কাছাকাছি ফুল ফুটবে , ফল হবে জীবন খুজে নিবে পথ ফুল ও ফল সমেত অচিরেই ।
অনেক ভাল লাগল মুল্যবান তাৎপর্যপুর্ণ মন্তব্যের জন্য ।
ধন্যবাদ

২| ০৫ ই মে, ২০১৬ রাত ১:১৩

পবন সরকার বলেছেন: কবিতা খুব ভাল লাগল।

০৫ ই মে, ২০১৬ রাত ৩:২৩

ডঃ এম এ আলী বলেছেন: পবনে ভেসে আসা শিমুল ফুলেরমত ভাল লাগা সুবাস দেখে খুবই আনন্দিত ও পুলকিত হয়েছি । অনেক অনেক শুভচ্ছা থাকল কবিতা পাঠের জন্য ।

৩| ০৫ ই মে, ২০১৬ ভোর ৪:৪৩

ভাবনা ২ বলেছেন: বা:নামের সাথে কবিতাটির সুন্দর মিল দেখতে পাওয়া যায় । খুব ভাল লাগল
হয়তবা চোখেও থাকবেনা জল
যে জল দিয়ে হৃদয় গহ্বরে
তিলে তিলে গড়া তীব্র উত্তাপ
এক ঝটিকায় নিভাতে পারে ।

০৫ ই মে, ২০১৬ ভোর ৬:৫২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য ।

৪| ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জলে পুড়ে অংগার হওয়াতেই
বুঝিবা লিখা ছিল আমার সুখ
ভাল হয় এখানেই যদি ইতি হয়
একাকীই থাকি নিয়ে সকল দুখ

দারুন
ভাল লাগায় ভরপুর কবিতা

ভাল থাকুন সবাইকে নিয়ে

০৫ ই মে, ২০১৬ বিকাল ৫:২৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা ভাল লাগার জন্য । শুভাশীষ ও শুভকামনা থাকল সকলের তরে ।

৫| ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫১

মুসাফির নামা বলেছেন: এত বড় কবিতা কেমনে লেখেন?

০৫ ই মে, ২০১৬ রাত ৮:৪১

ডঃ এম এ আলী বলেছেন: কবি প্রতিভা কম বলে বড় হয়ে যায় ছোট করে অল্প কথায় ভাব প্রকাশ করা এখনো শিখে উঠতে পারি নাই দোয়া করেন যেন তা পারি । অনেক ভাল থাকুন শুভ কামনা থাকল ।

৬| ০৫ ই মে, ২০১৬ রাত ১০:৪১

কালনী নদী বলেছেন: ভালো লাগা রইল ভাই।

০৬ ই মে, ২০১৬ রাত ১:১৮

ডঃ এম এ আলী বলেছেন: ভাল লাগাটুকুর জন্য হৃদয়ের অন্তস্থল হতে ধন্যবাদ ।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ৮:০৩

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর লিখেছেন। হৃদয়ের উত্তাপ ছড়িয়ে আছে কবিতার প্রতিটি লাইনে।

প্রথম মন্তব্যেই চাঁদগাজী বাজিমাৎ করেছেন। গত ছয় বছরের ব্লগিং এ আমি তার এত চমৎকার মন্তব্য আর কখনো পাইনি।

পোস্টে প্লাস। + +

২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন:



সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ।
হ্যাঁ চাদগাঁজীর এ মন্তব্যটি তার করা
মন্তব্যগুলির মধ্যে একটি সেরা ও
প্রাসঙ্গিক বলে মনে হয়েছে ।

শুভেচ্ছা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.