নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাধারণ পাঠক ও লেখক
পাগলটা যাবেনা চলে
যদি বলি তোমায় ভালবাসি
তুমিও বলবে তাই
যদি বলি তোমায় মিস করি
তুমিও তাহলে বলবে তাই।
একসাথে মিশি যখন
বলবে চিরসাথী হতে চাই
ভালবাসাটুকু কেমন
জানতে চাইলে
বলবে এর মধ্যে
কোন মেকি নাই
আর আমি শুধুই
ভালবাসি তোমায় ।
সেভাবেই যেভাবে তুমি চাও
বলে দিও আমি খুবই মিস্টি
এবং প্রেমটা সত্যি
আর বলো জানিনা
কেন তুমি সো সুইট
সেই সাথে বলে দিও
তুমি তাই যাকে
আমি চাই ।
আমি জানি ও
চেষ্টা করি রাখতে
তোমায় আস্থায়
জানি তুমিও ভালবাস
দয়া করে বল তাই ।
আমি মনে করি
তুমিও ভাব তাই
বল এটাই সত্যি
কারণ আমি জানি
নিশীদিন তুমি
ভালবাস আমায়।
বলবে ভালবাসা আমার
সুর্য কিরণের মত
হৃদয়ে এসে বিধে
মিশে থাকে তোমার
পাজরের জোড়ায়।
বলবে চোখের তারায়
দেখেছি ভোরের আলো
আর নীল আকাশের
মত স্নিগ্ধতায়
হৃদয়ের গহীন হতে
উচ্চারিবে দুনিয়া জোড়া
ভালবাসা আমার
বদলে দিয়েছে
জীবনটাই তোমার
পাগলটা যাবেনা চলে
যদি বল তাই ।
০৬ ই মে, ২০১৬ রাত ২:২৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কবিতা ভাল লাগার জন্য ।
২| ০৬ ই মে, ২০১৬ রাত ১:১২
রিপি বলেছেন: বাহ। কবিতা মোটামোটু লাগলো।
বলবে বলবে চিন্তা নিয়েন না।
কবিতা পড়ে মনে হচ্ছে গভীর প্রেমে হাবুডুবু খাচ্ছে কবি।
তবে সারাদিন ব্লগে এতো ভালুবাসার কবিতা পড়ে পড়ে ক্লান্ত হয়ে যাই মাঝে মাঝে।
০৬ ই মে, ২০১৬ রাত ২:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল কবিতা ভাল লাগার জন্য । প্রেমে হাবুডুবুতো কবিতার খোরাক । কালিদাস আর চন্ডিদাসী থেকে শুরু করে রবিঠাকুর পর্যন্ত কে না খেয়েছে ব্রেমে হাবুডুবু আর এ কবি তো নশ্যি । কেও ভালবাসার জন্য উদভ্রান্ত আর কেও ভালবাসার কবিতা পড়ে পড়ে ক্লান্ত । ভালবাসায় ক্লান্তি আসে জানা ছিলনা অাগে, তাহলে ভালবাসার ক্লান্তি দিয়েও জব্বর কবিতা একটা হবে ।
৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১:১৫
কল্লোল পথিক বলেছেন: বাহ!দারুন কবিতা।
কবিতায়+++
০৬ ই মে, ২০১৬ রাত ২:৪৩
ডঃ এম এ আলী বলেছেন: দাদার হাতে কবিতায় প্লাস পাওয়া সেযে কতবড় সৌভাগ্য বুঝাব কেমনে এখানে এন্টার মেরেই দৌড় দিব দাদার পানে । পাব যা তাই গিলে খাব গোগ্রাসে । ভাল থাকুন দাদা , অনেক শুভ কামনা থাকল ।
৪| ০৬ ই মে, ২০১৬ রাত ১:৪৩
মনিরা সুলতানা বলেছেন: মারাত্মক প্রেম তো ...
০৬ ই মে, ২০১৬ রাত ২:৫০
ডঃ এম এ আলী বলেছেন: ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল লাগল চমৎকার দু শব্দের কথা । ছোট থেকে পুষে রাখতে রাখতে প্রেমটা এখন মারাত্মক হয়ে যেতেছে ...কোনদিন যে ভুমিকম্প হবে বিধাতাই জানে । ভাল থাকুন শুভ কামনা থাকল ।
৫| ০৬ ই মে, ২০১৬ রাত ২:৪৭
রিপি বলেছেন:
হা হা হা হা হা । ভালোবাসায় না... ভালোবাসা মুলক কবিতা পড়ে পড়ে ক্লান্ত। কারন কিছুদিন পড়েই দেখা যায় সেই সব কবিগন ছ্যাকা মুলক কবিতা দিয়ে সামুর অলিগলি ভরিয়ে ফেলে।
ওহ হাসতে হাসতে মনে পড়ে গেল আবার আপনার কাঁচা আমের কান্না। হায়রে নিঠুর কাঁচা আম।
০৬ ই মে, ২০১৬ রাত ৩:০৪
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খোলাশা করার জন্য । মন্দ কি ছ্যাকা ওয়ালারা তখন ছেকে ছেকে সেই গুলি ধরবে আর ছ্যাকায় যারা তারা হবে ক্লান্ত অবশন্ন ( তবে সবাই না ) । কাঁচা আম কি এখনো খাওয়া হয়নি । নাকি পাঠিয়ে দিব । পোষ্টের সময় দেখে মনে হয় আপনি বেশী দুরে নয় এখান থেকে সময়ের মাপে হয়তবা ঘন্টা খানেক এগিয়ে আছেন ।
৬| ০৬ ই মে, ২০১৬ রাত ৩:৩৬
শেয়াল বলেছেন: কেরাশ খাইলাম
০৬ ই মে, ২০১৬ ভোর ৪:০৪
ডঃ এম এ আলী বলেছেন: একটু কষ্ট করে খাওয়া কেরাশটা হজম করে নিয়েন । ভাল লাগল কবিতাটা পাঠের জন্য । শুভ কামনা থাকল ভাল থাকার জন্য
৭| ০৬ ই মে, ২০১৬ সকাল ৭:৩২
চাঁদগাজী বলেছেন:
মৌলিকতায় ফিরেছেন, অনুভবের মাঝে।
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫৪
ডঃ এম এ আলী বলেছেন: বলেছিলাম আসব ফিরে অচিরেই । অনেক ধন্যবাদ অনুভবের জন্য ।
৮| ০৬ ই মে, ২০১৬ সকাল ১১:৫৫
রাঙা মীয়া বলেছেন: কবিতা সুন্দর হয়েছে । আরো লেখা চাই
০৬ ই মে, ২০১৬ দুপুর ২:৫৭
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । লিখার জন্য প্রবলভাবে অনুপ্রানিত । ভাল থাকুন শুভকামনা থাকল ।
৯| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:০৭
জনৈক অচম ভুত বলেছেন: ভালবাসাবাসি চলুক।
০৬ ই মে, ২০১৬ বিকাল ৪:৩৯
ডঃ এম এ আলী বলেছেন: এবার বাসব ভাল ভুতকেই দেখব কার ভালবাসা খাটি ভুতের না মানবের । বলতে কি পারেন ভুত কন্যা দেরকে কি নামে ডাকা হয় । অনেক ভাল থাকুন শুভকামনা থাকল ।
১০| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:১৯
ডঃ এম এ আলী বলেছেন: এবার বাসব ভাল ভুতকেই দেখব কার ভালবাসা খাটি ভুতের না মানবের । বলতে কি পারেন ভুত কন্যা দেরকে কি নামে ডাকা হয় । অনেক ভাল থাকুন শুভকামনা থাকল ।
১১| ০৬ ই মে, ২০১৬ বিকাল ৫:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
০৬ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ ভাল লাগার জন্য ।
১২| ০৬ ই মে, ২০১৬ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: কবিতা খুব ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই মে, ২০১৬ রাত ১২:২৯
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুশী লাগল ভাল লাগার কথা শুনে । এ ফাকে দেখে এসেছি কৃষকের গলায় ফাস । একটুকরো মন্তব্য সাথে অনুরোধ ঝেড়ে এসেছি ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১৩| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:৪৭
ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ খুশী লাগল ভাল লাগার কথা শুনে । এ ফাকে দেখে এসেছি কৃষকের গলায় ফাস । একটুকরো মন্তব্য সাথে অনুরোধ ঝেড়ে এসেছি ।
ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১৪| ০৭ ই মে, ২০১৬ ভোর ৫:৪৭
কবি হাফেজ আহমেদ বলেছেন: হুম
পাগলটা যাবেনা ছলে
যদি বল.........!
ভলো লাগল কবি হে।
০৭ ই মে, ২০১৬ রাত ৮:৫৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । আপনার কবিতাটি ও খুব সুন্দর হইছে । ভাল থাকুন এ কামনা থাকল ।
১৫| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:২১
কালনী নদী বলেছেন: সুন্দর +++ হইছে ভাই।
১৬| ০৮ ই মে, ২০১৬ রাত ৩:৪৫
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । ভাই প্লাস তো অআমার এখন দুর্বার গতিতে মাইনাস হতেছে । ভাল থাকুন এ শুভ কামনা থাকল ।
১৭| ১৫ ই অক্টোবর, ২০২১ রাত ১০:৫০
খায়রুল আহসান বলেছেন: একজন পাগল এবং প্রেমিকের মধ্যে তফাৎ খুব বেশি নেই।
কবিতা, পাঠকের অনেকগুলো মন্তব্য এবং প্রেমিক কবির প্রত্যুত্তর ভালো লেগেছে।
২৯ শে অক্টোবর, ২০২১ সন্ধ্যা ৭:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ভাল লাগায় ধন্যবাদ ।
শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১| ০৬ ই মে, ২০১৬ রাত ১:০৪
হুকুম আলী বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ