নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

ডঃ এম এ আলী › বিস্তারিত পোস্টঃ

সামু জননী জানার প্রতি

০৮ ই জুলাই, ২০২৪ ভোর ৫:৪৩


খ্যাতিমান সামু অকালে চলে গেলে আমরা লাগাবনা
আমাদের নামের সাথে কোন খ্যাতি,
কেন আজ চারপাশে, আমাদের স্বস্তির জন্য,
মডুকে বাজাতে হচ্ছে , গভীর দুঃখের গান?
যা হৃদয় থেকে কিছু অন্ধকার নির্যাস বসন্তের মতো,
কেবলি শোককে বড় করে তুলে দুঃখকে দিচ্ছে ভরিয়ে।

করুন পরিনতির আশঙ্কা আমাদেরকে নিপীড়ন করলেও
তা আমাদেরকে নিয়ে যেতে পারবেনা দুরে সরিয়ে ,
আমরা কেন হায়রে নতি স্বীকার করব,
আমাদের নিঃশ্বাসে সন্তাপ দিয়ে ভ্রু তুলে?
জানি দুঃখ মোদের পারবেনা তুমি পছন্দ করতে,
মোদের শোক তোমার গৌরব ও যশকে পারবেনা তলাতে,
তাহলে লাভ কি তোমার মৃত্যুর পথে যাত্রাতে!

বড় বড় ঝড়-ঝঞ্ঝাতেও সামুকে নিয়ে যাওনি তুমি হারিয়ে
খ্যাতি আজ অমর, হবেনা তা কেবলই স্মৃতির মুকুট,
কয়েক লক্ষ আন্তরিক সামুর ব্লগারবৃন্ধ দলবেদে
জানা তোমাকে আকাশে উন্নীত করবে ।

তুমিতো নও দুর্বল, তোমার দিনগুলি কেন টেনে আনবে?
হরেক প্রকার টানা- পোড়নের ভিড়ের মাঝে,
এবং সকল টানা - পোড়ন সামুর জীবন ক্ষয়
হিসাবে উপহাস করুক,
এ আমরা চাইনা কোন প্রকারে।

এসো, আর স্বপ্ন দেখ! তোমার বীণা নিয়ে গান গাও,
এখন তোমার সাধের সামু বাগানের পাখিগুলি মৃত্যুর কাছাকাছি,
দেশ হতে দেশান্তরে তাদের কণ্ঠস্বর বেজে ওঠে, আরও মর্মস্পর্শী তার সুর;
হাতে ধরা লেখার কলমগুলি ক্রমাগত দীর্ঘশ্বাস ফেলে কাঁপছে।

শেষ বেলার ফাইনাল পোস্ট কোন দিকে ডানা মেলবে
কোন উচ্চতায় যাবে উড়ে-দুঃখের সাথে আছি তাকিয়ে -
এবং তারপর পড়ে গিয়ে ,শুধুই কি ভাবব
সামুর তরে কিছুই কি পারিনি বহন করতে !

তবুও কি সীমাহীন দুঃখের অস্পষ্ট স্মৃতি
দীর্ঘক্ষণ স্থির থাকবে তীরে, ঢেউ,
ভাঙ্গা বালির মাধুর্যের মতো,
অথবা সমাধির উপর অশ্রুবিন্দু পড়ার শব্দ।

গাও জানা, পারলে বাজাও আজ তোমার শেষ বাঁশি!
চাইনা তোমার মহিমা হয়ে যাক আজ কোন নিদারুন হাসি!
জানা মনে রেখো, পৃথিবীর সাথে তুমি কথা বল দিবা নিশী,
তাই তুমি শেষ হতে গিয়েও শক্ত হাতে হাল ধরবে
সে যে বিধাতার তরে আজ মোদের আকুল মিনতি,
সে সাথে তোমার সম্পুর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।



বিশেষ দ্রষ্টব্য: ছবি ব্যবহারে জানা আপার অনুমতি আমার কাছে না থাকায় গুগল
অন্তর্জাল হতে কৃতজ্ঞতার সহিত ধার করে প্রচ্ছদে দেয়া হয়েছে একটি প্রতিকি ছবি।

মন্তব্য ২৭ টি রেটিং +২০/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:০০

সামরিন হক বলেছেন: সুপ্রভাত।

০৮ ই জুলাই, ২০২৪ সকাল ৮:১১

ডঃ এম এ আলী বলেছেন:

আপনার প্রতিউ রইল সুপ্রভাত ।

২| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:০৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামু জননী ছায়া হয়ে থাকুক সামু নামক কায়ার পিছে। +++

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:০০

ডঃ এম এ আলী বলেছেন:




মুল্যবান একটি মন্তব্য রেখে যাওয়ার জন্য ধন্যবাদ ।

শুভেচ্ছা রইল

৩| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:২১

বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমত, জানা আপুর সুস্থ্যতা কামনা করছি। দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘায়ুর জন্য দোয়া রইলো। আর তার সাথে সামু ব্লগের বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে ব্লগাররা কিভাবে কর্তৃপক্ষকে সহায়তা করতে পারে তা সুস্পষ্টভাবে বিস্তারিত উল্লেখপূর্বক একটা পোস্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশা করছি। সেই পোস্টটি স্টিকি করে সেখানে ব্লগার এবং কর্তৃপক্ষের মধ্যে একটা আলোচনা করা যেতে পারে।

আপনাকে ধন্যবাদ চমৎকার পোস্টটির জন্য। ভালো থাকুন সবসময়, এই শুভকামনা রইলো।

০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১৩

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার মুল্যবান পরামর্শ উদ্ভূত পরিস্থিতিতে ব্লগাররা কিভাবে কর্তৃপক্ষকে
সহায়তা করতে পারে তা সুস্পষ্টভাবে বিস্তারিত উল্লেখপূর্বক একটা পোস্ট
কর্তৃপক্ষের কাছ থেকে আশা করছি।
এর সাথে আমিও সহমত
পোষন করছি । সকলের সন্মিলিত প্রচেষ্টা অবশ্যই সুফল দিবে বলে
বিশ্বাস রাখি ।

শুভেচ্ছা রইল

৪| ০৮ ই জুলাই, ২০২৪ বিকাল ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন:




আপনার মুল্যবান পরামর্শ উদ্ভূত পরিস্থিতিতে ব্লগাররা কিভাবে কর্তৃপক্ষকে
সহায়তা করতে পারে তা সুস্পষ্টভাবে বিস্তারিত উল্লেখপূর্বক একটা পোস্ট
কর্তৃপক্ষের কাছ থেকে আশা করছি।
এর সাথে আমিও সহমত
পোষন করছি । সকলের সন্মিলিত প্রচেষ্টা অবশ্যই সুফল দিবে বলে
বিশ্বাস রাখি ।

শুভেচ্ছা রইল

৫| ০৮ ই জুলাই, ২০২৪ রাত ৮:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে্।

০৯ ই জুলাই, ২০২৪ ভোর ৫:১২

ডঃ এম এ আলী বলেছেন:


ভাল লাগার জন্য ধন্যবাদ

শুভেচ্ছা রইল

৬| ০৯ ই জুলাই, ২০২৪ সকাল ৮:১৩

আহমেদ জী এস বলেছেন: ডঃ এম এ আলী,



বড় বড় ঝড়-ঝঞ্ঝাতেও সামুকে নিয়ে যাওনি তুমি হারিয়ে
খ্যাতি আজ অমর, হবেনা তা কেবলই স্মৃতির মুকুট,
কয়েক লক্ষ আন্তরিক সামুর ব্লগারবৃন্ধ দলবেঁধে
জানা তোমাকে আকাশে উন্নীত করবে ।

এই যে কি সরব মিনতির মতো করে উজ্জীবনী গান শোনালেন অকুতভয় জানাকে, তার তুলনা নেই।

একই সাথে, সামু ব্লগারদের দৃঢ় প্রত্যয় যে তাদেরকে হটিয়ে দিতে পারবেনা কোনও কিছু থেকেই তা-ও ব্যক্ত করলেন ----
করুন পরিনতির আশঙ্কা আমাদেরকে নিপীড়ন করলেও
তা আমাদেরকে নিয়ে যেতে পারবেনা দুরে সরিয়ে ,
আমরা কেন হায়রে নতি স্বীকার করব,
আমাদের নিঃশ্বাসে সন্তাপ দিয়ে ভ্রু তুলে?


জানা মনে রেখো, পৃথিবীর সাথে তুমি কথা বল দিবা নিশী,
তাই তুমি শেষ হতে গিয়েও শক্ত হাতে হাল ধরবে
সে যে বিধাতার তরে আজ মোদের আকুল মিনতি,
সে সাথে তোমার সম্পুর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।

পৃথিবীর সাথে যে কথা বলতে জানে তার হার নেই, সে অজেয়................

পুরো কবিতাটিই আমাদের আশা নিরাশা এবং সংকল্পের কথা নিয়ে উচ্চকিত।
সুন্দর।
জানা সুস্থ্যতার সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠুন দিনেদিনে সে প্রার্থনা রইলো।

০৯ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৪৮

ডঃ এম এ আলী বলেছেন:





এসে সুন্দর একটি মুল্যায়ন করে সামুর টিকে থাকার প্রতি
ও জানা আপার সুস্থতার জন্য কামনার সাথে তাঁর দৃপ্তপদে
চলার সাথে একাগ্রতা ও প্রত্যয় জানানোর জন্য ধন্যবাদ।

শুভেচ্ছা রইল

৭| ০৯ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৫৩

মনিরা সুলতানা বলেছেন: জানা মনে রেখো, পৃথিবীর সাথে তুমি কথা বল দিবা নিশী,
তাই তুমি শেষ হতে গিয়েও শক্ত হাতে হাল ধরবে
সে যে বিধাতার তরে আজ মোদের আকুল মিনতি,
সে সাথে তোমার সম্পুর্ণ সুস্থতার জন্য দোয়া করছি।


জানা আপুর জন্য ভালোবাসা।

০৯ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

ডঃ এম এ আলী বলেছেন:




জানা আপার প্রতি আমাদের সকলের ভালাবাসাই
সামুকে টিকিয়ে রাখার জন্য হবে আন্যতম প্রধান
একটি পন্থা ।

শুভেচ্ছা রইল

৮| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:৩৩

করুণাধারা বলেছেন: কবিতার ছত্রে ছত্রে ফুটে উঠেছে ব্লগ জননী প্রতি ভালোবাসা এবং আবারো যেন তিনি নতুন শক্তি নিয়ে সামুতে ফিরে আসেন সেই আকুতি। খুবই ভালো হয়েছে কবিতাটি। আপনার সাথে সাথে আমাদেরও এই একই আশা রইলো।

১০ ই জুলাই, ২০২৪ ভোর ৪:১১

ডঃ এম এ আলী বলেছেন:




মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ ।
সামুর জননী জানার প্রতি সকলের ভালবাসা
বিফলে যাবেনা । উনি খুব শীঘ্রই পুর্ণ সুস্থ হয়ে
সামুল হাল ধরুন আরো শক্ত করে এই
হল আমাদের সকলের কামনা ।

শুভেচ্ছা রইল

৯| ০৯ ই জুলাই, ২০২৪ রাত ৮:৪৩

জুন বলেছেন: আলী ভাই আপনার সাথে গলা মিলিয়ে বলি জানা আপা দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে ফিরে আসে নিজ মহিমায় এই প্রার্থনা রইলো। অসম্ভব সুন্দর আকুলতা নিয়ে আপনার লেখা কবিতায় অনেক ভালোলাগা।

১০ ই জুলাই, ২০২৪ ভোর ৪:২২

ডঃ এম এ আলী বলেছেন:




অতি মুল্যবান আবেগময়ী মন্তব্যের জন্য ধন্যবাদ ।
আমাদের সকলের সমবেত প্রার্থনায় সামুর প্রাণ জানা আপা
সম্পুর্ণভাবে সুস্থ হয়ে নীজ মহিমায় সামুকে আরো বেগবান
করে এগিয়ে নিয়ে চলুক । আল্লাহ আমাদের সকলের
দোয়া কবুল করুন এ কামনাই করি ।

ব্লগার অপু তানভিরের পোষ্টে মডু মহোদয়ের ইন্টারভিউএ
থাকা কথামালার সুত্র ধরে ও পরে এ বিষয়ে আরো দুএকজনের
পোস্ট দেখে মনে যে ব্যকুলতার ঝড় উঠেছিল তার আলোকেই
ব্লগ জননী জানার প্রতি তার অতি প্রয়াসলব্দ এই ব্লগের
সকল ব্লগারদের পক্ষ হতে কিছু প্রাণের মিনতি রেখেছি ।
এই আবেগময়ী কবিতাটি ভাল লেগেছে জেনে
খুবই খুশি হলাম ।

শুভেচ্ছা রইল

১০| ১০ ই জুলাই, ২০২৪ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সামু টিকে থাক অনন্তকাল

আমরা এর পরিবারের সদস্য। সামুকে ভালোবাসি
সাথে জানাপুকে।

জানাপুর সুস্থতা কামনা করি

১০ ই জুলাই, ২০২৪ সন্ধ্যা ৬:২৩

ডঃ এম এ আলী বলেছেন:




মুল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনার দোয়া আল্লাহ কবুন করুন,
ছুম্মা আমীন।

শুভেচ্ছা রইল

১১| ১১ ই জুলাই, ২০২৪ রাত ১:৩২

শায়মা বলেছেন: জানা আপুর জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা।

তোমার জন্যও অনেক অনেক ভালোবাসা ভাইয়া।

তোমার কবিতায় তোমার মন্তব্যে সবখানেই বুঝা যায় তুমি কতখানি ভালো হৃদয়ের মানুষ। :)

১১ ই জুলাই, ২০২৪ সকাল ৭:৩৬

ডঃ এম এ আলী বলেছেন:




এসে দেখে মুল্যবান মন্তব্য করে যাওয়ার জন্য ধন্যবাদ ।
আমাদের সকলের ভালবাসা আর দোয়ায় সামু ব্লগ জননী
জানা আপা সম্পুর্ণ সুস্থ হয়ে আরো সফলভাবে এগিয়ে
যান এ কামনাই করি ।

শুভেচ্ছা রইল

১২| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১০:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



জানা আপার প্রতি সবার মমতা আপনি এই কবিতায় তুলে ধরেছেন।

সামু হারিয়ে না যাক, এই কামনা করি।

শুভেচ্ছা নিরন্তর, ভাইয়া।

১৩ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার কামনার সাথে আমাদের সকলের
কামনা মিলে বেশ শক্তিশালী আকার ধারণ
করবে সামুকে ধরে রাখার জন্য এটা দৃঢ়
ভাবে বিশ্বাস করি ।

শুভেচ্ছা রইল

১৩| ১৩ ই জুলাই, ২০২৪ রাত ১১:৫১

ডঃ এম এ আলী বলেছেন:



আপনার কামনার সাথে আমাদের সকলের
কামনা মিলে বেশ শক্তিশালী আকার ধারণ
করবে সামুকে ধরে রাখার জন্য এটা দৃঢ়
ভাবে বিশ্বাস করি ।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৪| ১৫ ই জুলাই, ২০২৪ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: বোকা মানুষ বলতে চায় বলেছেন: প্রথমত, জানা আপুর সুস্থ্যতা কামনা করছি। দ্রুত আরোগ্য লাভ এবং দীর্ঘায়ুর জন্য দোয়া রইলো। আর তার সাথে সামু ব্লগের বর্তমানে উদ্ভূত পরিস্থিতিতে ব্লগাররা কিভাবে কর্তৃপক্ষকে সহায়তা করতে পারে তা সুস্পষ্টভাবে বিস্তারিত উল্লেখপূর্বক একটা পোস্ট কর্তৃপক্ষের কাছ থেকে আশা করছি। সেই পোস্টটি স্টিকি করে সেখানে ব্লগার এবং কর্তৃপক্ষের মধ্যে একটা আলোচনা করা যেতে পারে। [/si

...............সহমত প্রকাশ করছি।

১৭ ই জুলাই, ২০২৪ রাত ১:৪২

ডঃ এম এ আলী বলেছেন:




অনেকদিন পর আপনাকে এখানে দেখতে পেয়ে পুলকিত হলাম ।
ঠিকই বলছেন, বোকা মানুষ বলতে চাই এর পোস্টটি সামুতে স্টিকি
করা হলে বিষয়টির উপরে অনেক বেশী আলোচনা করার সুযোগ
তৈরী হতো । জানা আপার সুস্থার জন্য আমাদের সকলের
প্রার্থনা আল্লাহ কবুল করুন এ কামনাই করি।

শুভেচ্ছা রইল

১৫| ১৭ ই জুলাই, ২০২৪ রাত ২:৪৯

খায়রুল আহসান বলেছেন: 'গভীর দুঃখের গানের' দুঃখ ভোলানিয়া কবিতা, আরেক উজ্জীবনী গান। চমৎকার! +
"জানা মনে রেখো, পৃথিবীর সাথে তুমি কথা বল দিবা নিশি" - কি সুন্দর একটা কথা! আমাদের মাধ্যমেই জানা 'পৃথিবীর সাথে কথা বলে দিবানিশি', তাই আমরাও প্রত্যেকে এ নিয়ে গর্ব করতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.