নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যুক্তি,প্রমাণ,সিদ্ধান্ত

আলী ইমাম

আলী ইমাম › বিস্তারিত পোস্টঃ

সিলেট বি জি বি আঞ্চলিক সদর দপ্তরের ভিতরের কুৎসা

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

চাকরির কাজে গত ১৬ তারিখ রাতে সিলেট রওনা দেই।ভোরে যখন সিলেট রেল স্টেশনে নামলাম তখনই একটা ধাক্কার মত খেলাম, স্টেশন ভর্তি ছায়াছবির পোস্টার।কিন্তু শ্লীলতা বলে যেই শব্দটা আছেতা মনে হয় এই লোকগুলি ভুলে বসে আছে পোস্টারের এক কোনায় “আমিন খান” এর ছবি দেখে যারপরনাই খুব অবাক হলাম।চলে আসছিলাম, হঠাৎ মনে হল কোন ছিনেমা হলে চলছে এই ছবি সেটা দেখে যাই।আহা!!! নাম দেখে চোখ তো চড়ক গাছে।ছিনেমা হলের নাম “বি জি বি অডিটোরিয়াম”!!!



যাইহোক সারাদিন কাজের কারনে এই ব্যাপারটা ভুলে গেছিলাম।১১ টা নাগাদ কাজ শেষ হল।তখন মনে হল যেয়ে ছবিটা দেখে আসি। মজার ব্যাপার হল শহরে কেউ আমন নামের কোন ছিনেমা হলের কথা জানে না। অনেকক্ষণের চেষ্টায় একটা রিকশা পেলাম,প্রায় ৩০ মিনিট পর সে আমাকে যেখানে নামিয়ে দিল সেটা হল বি জি বি আঞ্চলিক সদর দপ্তরের গেট।কি করব বুঝতে পারছিলাম না,তাই আসেপাশে চায়ের দোকান খুঁজে সেখানে বসে পরলাম।সেখানেই স্থানীয় এক যুবকের কাছে জানতে পারলাম বি জি বি সদর দপ্তরের ভিতরেই হল।সেই যুবককে নিয়ে হলে রওনা হলাম। হলের কাছাকাছি গিয়ে বুঝতে পারলাম এটা আসলে হল না,বি জি বি র অডিটোরিয়াম!!! কিন্তু বিধি বাম, আমার পোশাক দেখে আমাকে ভিতরে ঢুকতেই দিল না।সাথের ছেলেটা বলল যে আমাকে সন্দেহ করেছে,আর আসেপাশে তাকিয়ে দেখলাম যারা ছবি দেখতে আসেছে সবাই দরিদ্র শ্রেণীর। ছেলেটার পরামর্শে কিছুক্ষন পর আবার গেলাম,কিন্তু এবার আর আগের ভুল করলাম না।ওর সহযোগিতায় একটা লুঙ্গি আর ছেড়া জামার বেবস্থা করলাম।১২.৩০ টায় ছবি শুরু হল,গতানুগতিক কাহিনি।আমিন খান একজন সৎ পুলিশ অফিসার আর মিশা সওদাগর ভিলেন।৩৫ মিনিট পর শুরু হল কাটপিস চলা।কাটপিস যে এত জঘন্য হয় ভাবতেও পারিনাই(আমারদের দেশ পর্ণ এ এত আগানো জানতাম না)।এই সব কাটপিস এ নায়ক এর ভাই তার বাগদত্তার সাথে করে।১ ঘণ্টা পরে হঠাৎ শুরু হল বিদেশী পর্ণ। সেটা দীর্ঘ সময় ধরে চলল,এই সময় বি জি বি র পোশাকধারি কয়েকজন এসে দর্শকদের মুখে টর্চ মেরে কি যেন দেখল।এই সময় বেশ ভয়ে ছিলাম।

অবশেষে আড়াই ঘণ্টা পর ছবি দেখে বের হলাম। সাথের ছেলেটাকে প্রশ্ন করলাম সদর দপ্তরের ভিতরে এসব হচ্ছে কেউ কিছু বলে না?সে বলল, “যারা কইব তারাইত করে এসব”।

বি জি বি র দপ্তরের একেবারে পেটের মধ্যে আসলে এটা মেনে নেয়া যায়না।

নাম পরিবর্তনের সাথে সাথে কি নৈতিকতাও পরিবর্তন করে ফেলল আমাদের সব থেকে পুরাতন এই বাহিনী?এই ব্লগে অনেক বড় বড় লোক লেখালেখি করেন,তারা চেষ্টা করলে হয়ত বি জি বি র দপ্তরের এইও কঙ্কক মুছতে পারবেন।

বিঃ দ্রঃ ছায়াছবির নাম টা বলা হয় নাই, “নিষিদ্ধ এলাকা”।













মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.