নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

.:: বল্টু মিয়া প্রোডাকশন হাউজ ::.

নিজের কোনো ক্রিয়েটিভিটি নাই।বেশীর ভাগ ছবি ব্লগ। আরেকজনের ব্লগ থেইকা কপি-পেস্ট করি,ট্রান্সলেট করি।

বল্টু মিয়া

*** আমার অনুমতি ছাড়া এই ব্লগের কোন পোস্ট, লেখা বা লেখার অংশ অন্য কোথাও প্রকাশ করা যাবে না। বিশেষ করে 'বাংলাদেশ প্রতিদিন' এর কপি-পেস্ট করা সাংবাদিক গুলা আমার ব্লগ থেকে দুরে থাক। :-|

বল্টু মিয়া › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকের কিছু ক্রিুয়েটিভ প্রোফাইল পিকচার (পর্ব-১)

০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৭

কিছুদিন আগে ফেসবুক তার নতুন লুক পেয়েছে। কিছু কিছু ফিচারেও পরিবর্তন এনেছে। সবচেয়ে বেশি পরিবর্তন এনেছে প্রোফাইল অপশন এ। নতুন এই লুকের সাহায্য অনেকে কিন্তু তাদের প্রোফাইলে মারাত্মক ক্রিয়েটিভিটির মুন্সিয়ানা দেখিয়েছেন। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। :)





১. এই ছবিটা প্রথম হয়েছে। ছবিটায় বিশেষত্বটা হলো এটা খুব পারফেক্ট ভাবে করা হয়েছে।





২. পায়ের গন্ধ ! প্রোফাইলের মালিক কিন্তু ভালই কম্বিনেশন করেছেন এখানে :)





৩. উফ ছবিটা দেখলেই কেমন জানি মুখে পানি এসে পরে :P





৪. গেমসটার নাম জানি কি ? পেকমেন না ?





৫. সুপার কিডি আইসা দিলো সব জ্বালায় :D





৬. সম্ভবত প্রফাইলের মালিক ও তার মেয়ের ছবি ।ছবিটা বেশ চমৎকার।:)





৭. এনিমেটেড প্রোফাইল পিক।





৮. পইড়া যতটুকু বুঝলাম এটা একটা কুকুরের খাবারের দোকানের(!) ফেবু একাউন্ট ।;)





৯. নাহ ভদ্রলোক বেশ কষ্ট করে বানিয়েছেন তার প্রোফাইলটি ।





১০. দিলো গোল !!!! B-)





কৃতজ্ঞতা : ম্যাশএবল ডট কম।





এড :

আজ বাধনের জন্মদিন সেই সাথে একটা ফটো ব্লগ



সর্বশেষ মোবাইল ফোন গ্রাহক সংখ্যা ও বিশ্লেষন (নভেম্বর'২০১০)













একটি বল্টু মিয়া প্রোডাকশন



ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য।

মন্তব্য ৪৩ টি রেটিং +২২/-২

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫২

রাজসোহান বলেছেন: হেবি মজা :)

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:০৩

বল্টু মিয়া বলেছেন: ধন্যবাদ সোহান ভাই :)

আমিও মজা পাইছি

২| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৪

আমি কেহই না বলেছেন:
মারছে... মাইনষের এত বুদ্ধি কেন ??

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:১১

বল্টু মিয়া বলেছেন: এইটা আমারও প্রশ্ন :( মনে হয় তারা ব্লগায় না :D

৩| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৫

নতুনছেলে বলেছেন: দারুণ।

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:২৫

বল্টু মিয়া বলেছেন: তারা আসলেই দারুন প্রোফাইল বানাইছে।

৪| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৭

শূণ্য উপত্যকা বলেছেন: আমি আগের মতই। আধুনিক আর হতে পারলাম না। :(

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৩৩

বল্টু মিয়া বলেছেন: আপনে কি অত্যাধুনিক ? :-B

৫| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:০০

উ লে লে...ছোতো বাবুতা বলেছেন: দারুণ তো
:)

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৪৯

বল্টু মিয়া বলেছেন: ট্রাই কইরা দেখবেন নাকি একবার :)

৬| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:০৩

সায়েম মুন বলেছেন: একদিন সময় কৈরা টেরাই মারা দর্কার। :-B

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৭

বল্টু মিয়া বলেছেন: কইরা আমরে মেইল কইরেন ছাপায় দিমু নে B-)

৭| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:১২

বড় বিলাই বলেছেন: দারুণ। বানানো না তো?

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৪

বল্টু মিয়া বলেছেন: অবশ্যই বানানো। আপনার কি মনে হয় ফেসবুক অটো কইরা দিছে :D B-) ;)

০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ২:১৮

বল্টু মিয়া বলেছেন: অবশ্যই বানানো। আপনার কি মনে হয় ফেসবুক অটো কইরা দিছে :D B-) ;)

৮| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:১২

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: সীরাম।

০৩ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১৬

বল্টু মিয়া বলেছেন: ধন্যবাদ :)

৯| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:১৪

অরক্ষিত মাহফুজ বলেছেন: এহনই টেরাই করবার মঞ্চায়।। :( :(
কি চুন্দর ।। #:-S #:-S #:-S

০৩ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৭

বল্টু মিয়া বলেছেন: হ ভাই টেরাই কইরা আমারে একটা মেইল কইরেন :(

ছাপায় দিমু নে 8-| 8-| 8-|

১০| ০২ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

বাংলার কথা বলি বলেছেন: অসাধারন। ডেহি টিরাই মাইরা, কিছু বানাইতে পারি কিনা

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:২৪

বল্টু মিয়া বলেছেন: দেহেন টেরাই মাইরা B-)

১১| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১২:১৭

আর.এইচ.সুমন বলেছেন: মানুষ পারেও ...... :| :| :|

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:২৬

বল্টু মিয়া বলেছেন: চাইলে সব :)

১২| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ২:৪৬

বল্টু মিয়া বলেছেন: পেলাচ+ প্রিয়তে ;)

০৩ রা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৪০

বল্টু মিয়া বলেছেন: ধন্যবাদ বল্টু মিয়া। আপনার মত ব্লগার এই ব্লগে আছে বইলাই তো আমরা এখনও আছি :)

১৩| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৩:১১

হার্ট লকার বলেছেন: মজা দেয়ার জন্য ধইন্যা মি. বল্টু সাহেব+++++++
৬নাম্বার টা বেশি ভালু পাইলাম :)

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৪৪

বল্টু মিয়া বলেছেন: আমার কাছেও ৬নম্বরটা জোস লাগছে :)

১৪| ০৩ রা জানুয়ারি, ২০১১ দুপুর ১:৫৬

শাহেদ৬৯ বলেছেন: কঠিন হইছে ...... সেইরম .....

০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৫৪

বল্টু মিয়া বলেছেন: হা ঠিক B-)

১৫| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৮

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এটা একটা সাইট থেকে করা। বেশকিছুদিন আগে ব্লগার নাফিস ইফতেক্ষার এর ফেসবুক প্রোফাইল এই স্টাইলে দেবার সময় উনি আমাকে দেখিয়েছিলেন কত সহজে এরকম প্রোফাইল ছবি সাজানো যায়।

ঐ সাইটের ঠিকানা http://www.picscatter.com/

০৪ ঠা জানুয়ারি, ২০১১ দুপুর ১২:০৭

বল্টু মিয়া বলেছেন: ডাইরেক্ট ফেসবুকেই এরকম একটা এপ্লিকেশন আছে। ধন্যবাদ ডিটেইল দেবার জন্য :)

১৬| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১০:৩৮

হাসান যোবায়ের বলেছেন: এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ B-);)

০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:২৩

বল্টু মিয়া বলেছেন: ধন্যবাদ জোবায়ের ভাই। আপনার পোষ্টের কারনে আমিও করতে পারছি এরকম :)

১৭| ০৩ রা জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৬

সাকিল আল মামুন বলেছেন: সুন্দর, কইরা লাইছি,

০৪ ঠা জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৪

বল্টু মিয়া বলেছেন: দেনতো দেখি কেমন হইছে আপনার টা 8-|

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৫:০১

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন:

১৯| ০৬ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:১০

তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: এইটা আমার

০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:৪৩

বল্টু মিয়া বলেছেন: ভালো হইছে। :)

২০| ১৪ ই জুলাই, ২০১১ ভোর ৪:২৭

অচেনা পাথর বলেছেন: সব ঠিক আছে.. সমস্যা হলো এই জিনিসটা আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না .. আপনি অন্য কোন আই ডি নিয়ে ফেসবুকে টুকেন তারপর আপনার প্রোফাইলে ক্লিক করেন .. দেখবেন কিছুই শো করে না... :(

আপনার টা শুধু আপনি দেখতে পারবেন ।

০৭ ই জুলাই, ২০১২ রাত ১২:৩২

বল্টু মিয়া বলেছেন: এখন সবাই পায় :)

২১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১২

মোঘল মুকুট বলেছেন: চরম মজা পাইলাম.........।

২২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:১৩

মোঘল মুকুট বলেছেন: চরম মজা পাইলাম......... B-)) =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ :-B

২৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১২:২২

ত্রিনিত্রি বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.