![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পটা আমার বাবার কাছ থেকে শোনা।
এক বড্ড কৃপণ লোক সন্ধ্যা বেলায় ঠিক মাগরিবের আজান শেষ তখন ঘর থেকে বের হচ্ছে। বের হওয়ার সময় দেখতে পেল যে তার স্ত্রী নামাজের প্রস্তুতি নিচ্ছে। প্রায় আধ কিলো হেঁটে যাবার পর সন্দেহ হলো তার স্ত্রী নিশ্চয় কুপি জ্বালিয়ে রেখে নামাজ পড়ছে যা এক বড় অন্যায় ।তো সে ব্যাপারটা সমাধানের জন্য দৌড়ে আধ কিলো রাস্তা আবার ফেরত এসে দেখলো যে তার ধারণা-ই সঠিক। তখন সে বললো-
স্বামী: আসলে তুমি আমারে নি:স্ব কইরা দিবা। কোন দরকার আছিলো এইভাবে কেরোসিন পুড়াইয়া শেষ করার?
স্ত্রী: আইচ্ছা, তুমি যে এই এতদূর রাস্তা কষ্ট কইরা আইলা সেইটা না হয় বাদ দিলাম তোমার জুতা টা তো ক্ষয় করলা। এইটা কি অপচয় না?
স্বামী: জি না…. আমি আপনার মত অত বোকা না। এই বলে স্বামী তার বগলের নিচ থেকে জুতা বের করে স্ত্রীকে দেখালো।
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৮
প্রামানিক বলেছেন: চমৎকার রসালো গল্প। ধন্যবাদ