নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন)

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন) › বিস্তারিত পোস্টঃ

আর একটা থাপ্পর মার মা

২৭ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:১২

কতটা দুষ্ট,দুরন্ত আর কতইনা বেয়ারা ছিলাম আমি ছোটকালে।তোমার কোমল মনে কত দুঃখ দিয়েছি তা আমি জানি মা।
আমার তখন বুদ্ধিই কত টুকু যে তোমার হাতে মার খাওয়ার কারন খুঁজে বের করব।প্রত্যেকবার মারার সময় তুমি কত হিসেব
নিকেশ করতে তা আমি ভুলিনি মা।
যেন একটু বেশি ব্যাথা বা আঁচর না লাগে আমার গায়ে সেখানে উ নজর রাখতে তুমি।তোমার মার,বকা,থাপ্পরের মধ্যে কতটা চিন্তা,কতটা শিক্ষা,কতটা ভালোবাসাই না লুকিয়ে থাকত।
আর একবার তোমার আদরের হাতের স্পর্শ পেলে আমি সব ব্যাথা কেমনে ভুলে যেতাম।
এরকম কেন হয় মা যে আমাদের সবচেয়ে বেশি ভালবাসে তাকেই আমরা সবচেয়ে বেশি কষ্ট দেই।আমি জানি আমিই খারাপ ছিলাম,তুমি সব সহ্য করে নিয়ে রাগ হলেউ হাত উঠাউনি কারন আমি তখন বড় হচ্ছিলাম যে।
আমাদের লালন পালন করতে আর সুখ দেওয়ার জন্য তুমি ঐ সব ত্যাগ করেছ যা তুমি করতে পারতে।তোমার দেওয়া একটা অংশ না আমি ফেরত দিতে পারছি না কখনও পারব মা।
আমি অসুস্থ হলে আমার শিয়রে বসে তোমার ঐ নির্ঘুম রাতের দীর্ঘ প্রহরগুলোর সাক্ষী বাসার সেই দেওয়াল ঘড়িটা মা।ঐ ঘুম ঐ রাত আমি তোমাকে কিভাবে ফেরত দেব মা।
জীবনের প্রথম পাঠ তুমি আমাকে পরিয়েছ।আমাকে বলতে,গাইতে,হাঁটতে শিখিয়েছ তুমি ।তুমিই আমার শিক্ষক, আমার আদর্শ্‌ আমার পথ প্রদর্শক মা।
আজও তোমারি ঐ শিক্ষার পরই দাড়িয়ে আছি আমি মা।দুঃখের সময় অন্যের সাথে থেকে কিভাবে সাহায্য করতে হয় সেই শিক্ষা তো তোমার কাছ থেকে পাওয়া।
তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় সম্পদ যা তুমি আমাদের মাঝে দিয়ে যাচ্ছ এখনও।তুমি বলতে কিছু কিছু কথা মা বাবা হওয়ার পর বুঝবি,এই কথা গুলো এখন আমি বুঝি মা।
দেরি হওয়ার আগে একটি কথা আবার মনে কর মা, আমার উপর যত রাগ আছে সব বের করে দাও,সামান্যই হোক তোমার হাত উঠিয়ে আমাকে শাস্তি দাও মা।আমাকে শাস্তি দাও ঐ সব খারাপ ব্যাবহার আর ভুলের জন্য যা তুমি একদম ভুলে গেছ।
আমি জানি মা তুমি এখন কোন দোয়া বা কোরবানি তো দিতে পারবে আমার জন্য কিন্তু শাস্তি দিতে পারবেনা।
তাহলে আমি কিভাবে বুঝব মা যে তুমি আমার ঐ ভুলও মাফ করে দিছ যা তুমি জানোইনা।
যার জন্য আমি সত্যিই শাস্তিযোগ্য অপরাধী।ঠিক আছে শাস্তি না দাও তাহলে আমাকে একটা আশীর্বাদ দাও মা।
আমাকে আমার ভালোর জন্য মিথ্যা মিথ্যাই আরেকটিবার জোরে থাপ্পর মার মা।আরেকটি বার থাপ্পর মার।....................................................................................
(সুমন এর কিছু উপলব্ধি)তটা দুষ্ট,দুরন্ত আর কতইনা বেয়ারা ছিলাম আমি ছোটকালে।তোমার কোমল মনে কত দুঃখ দিয়েছি তা আমি জানি মা।
আমার তখন বুদ্ধিই কত টুকু যে তোমার হাতে মার খাওয়ার কারন খুঁজে বের করব।প্রত্যেকবার মারার সময় তুমি কত হিসেব
নিকেশ করতে তা আমি ভুলিনি মা।
যেন একটু বেশি ব্যাথা বা আঁচর না লাগে আমার গায়ে সেখানে উ নজর রাখতে তুমি।তোমার মার,বকা,থাপ্পরের মধ্যে কতটা চিন্তা,কতটা শিক্ষা,কতটা ভালোবাসাই না লুকিয়ে থাকত।
আর একবার তোমার আদরের হাতের স্পর্শ পেলে আমি সব ব্যাথা কেমনে ভুলে যেতাম।
এরকম কেন হয় মা যে আমাদের সবচেয়ে বেশি ভালবাসে তাকেই আমরা সবচেয়ে বেশি কষ্ট দেই।আমি জানি আমিই খারাপ ছিলাম,তুমি সব সহ্য করে নিয়ে রাগ হলেউ হাত উঠাউনি কারন আমি তখন বড় হচ্ছিলাম যে।
আমাদের লালন পালন করতে আর সুখ দেওয়ার জন্য তুমি ঐ সব ত্যাগ করেছ যা তুমি করতে পারতে।তোমার দেওয়া একটা অংশ না আমি ফেরত দিতে পারছি না কখনও পারব মা।
আমি অসুস্থ হলে আমার শিয়রে বসে তোমার ঐ নির্ঘুম রাতের দীর্ঘ প্রহরগুলোর সাক্ষী বাসার সেই দেওয়াল ঘড়িটা মা।ঐ ঘুম ঐ রাত আমি তোমাকে কিভাবে ফেরত দেব মা।
জীবনের প্রথম পাঠ তুমি আমাকে পরিয়েছ।আমাকে বলতে,গাইতে,হাঁটতে শিখিয়েছ তুমি ।তুমিই আমার শিক্ষক, আমার আদর্শ্‌ আমার পথ প্রদর্শক মা।
আজও তোমারি ঐ শিক্ষার পরই দাড়িয়ে আছি আমি মা।দুঃখের সময় অন্যের সাথে থেকে কিভাবে সাহায্য করতে হয় সেই শিক্ষা তো তোমার কাছ থেকে পাওয়া।
তোমার সরলতাই তোমার সবচেয়ে বড় সম্পদ যা তুমি আমাদের মাঝে দিয়ে যাচ্ছ এখনও।তুমি বলতে কিছু কিছু কথা মা বাবা হওয়ার পর বুঝবি,এই কথা গুলো এখন আমি বুঝি মা।
দেরি হওয়ার আগে একটি কথা আবার মনে কর মা, আমার উপর যত রাগ আছে সব বের করে দাও,সামান্যই হোক তোমার হাত উঠিয়ে আমাকে শাস্তি দাও মা।আমাকে শাস্তি দাও ঐ সব খারাপ ব্যাবহার আর ভুলের জন্য যা তুমি একদম ভুলে গেছ।
আমি জানি মা তুমি এখন কোন দোয়া বা কোরবানি তো দিতে পারবে আমার জন্য কিন্তু শাস্তি দিতে পারবেনা।
তাহলে আমি কিভাবে বুঝব মা যে তুমি আমার ঐ ভুলও মাফ করে দিছ যা তুমি জানোইনা।
যার জন্য আমি সত্যিই শাস্তিযোগ্য অপরাধী।ঠিক আছে শাস্তি না দাও তাহলে আমাকে একটা আশীর্বাদ দাও মা।
আমাকে আমার ভালোর জন্য মিথ্যা মিথ্যাই আরেকটিবার জোরে থাপ্পর মার মা।আরেকটি বার থাপ্পর মার।....................................................................................
(সুমন এর কিছু উপলব্ধি)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.