নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন)

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন) › বিস্তারিত পোস্টঃ

ডঃ এপিজে আব্দুল কালাম আজাদের কিছু স্মৃতি কথা

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:০৫

আমি এক গভীর কুয়া,এই দুনিয়ার অগনিত ছেলে মেয়ের পিপাসা মেটানোর জন্য।স্রষ্টার অগনিত রহমত যেমন সবার উপরে পড়ে তেমনি কুয়াও সবার তৃষ্ণা মিটিয়ে থাকে।

ছোট্ট জীবনের কাহিনি আমার,জয়নুল আবেদীন এবং আসি আম্মার ছেলের কাহিনী,সেই ছেলের কাহিনী যে পত্রিকা বেঁচে নিজের ভাইয়ের সাহায্য করত,সেই সাগরেদের কাহিনি যার প্রতিপালন শিব সব্রমনিয়ার আইয়ার আর আইয়ার দো রায় সলোমন করেছে।

ঐ শিক্ষাথীর কাহিনী যাকে প্যান্ডেলে মাস্টার শিক্ষা দিয়েছেন এম জির মেনন আর প্রফেসর সারাভাই ইঞ্জিনিয়ারিং শিখিয়েছেন।যে ব্যর্থতা এবং সমস্যার মধ্যে থেকে বিজ্ঞানী হয়েছে।আর সেই ব্যক্তির কাহিনি যার সাথে একই পথে চলা অনেক যোগ্যতা সম্পন্ন ও মেধাবী মানুষের দল ছিল।

আমার কাহিনী আমার সাথে শেষ হয়ে যাবে,কারন দুনিয়ার হিসাবে আমার কাছে কোন পুজি নাই আমি জীবনে কিছুই অর্জন করিনি।কিছুই জমা করিনি আমার কাছে কিছুই নাই।আমার জীবনেও কেউ নাই না ছেলে না মেয়ে না পরিবার।

আমি অন্য কারোর জন্য উদাহরণ হতে চাইনা কিন্তু যিনি এই লেখা পড়ছেন তিনি যেন কোন প্রেরণা পান তাই বলছি অন্তিম সুখ হচ্ছে রুহ আর আত্মার মিলন।
আর খোদার রহমত ওনার জন্মগত অধিকার।আমার পরদাদা আবুল আমার দাদা পাকির আর আমার বাবা জয়নুল আবেদীন এর বংশগত পরিক্রমা আব্দুল কালামের উপর খতম হয়ে যাবে।

কিন্তু খোদার রহমত কখনও খতম হবেনা কারণ তা চির অমর এবং লাবণ্যময়।

লিখেছেনঃ Dr. A.P.J. Abdul Kalam উনার অটোবাইওগ্রাফি তে
ভাষান্তর Abdullah All Mahmud

উনার অকাল মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি।He was true teacher and philosopher and our inspiration

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.