![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।
ঠিক রাত ১ঃ৮ মিনিটে আমার সামনের একটি ফ্ল্যাটের জানালায় একটি মেয়ে এসে দাড়ায়।ঠিক ৭ মিনিট সে প্রতিদিন এখানে দাড়িয়ে থাকে,জানিনা দাড়িয়ে থেকে সে কি করে
আমার ধারনা দাড়িয়ে থেকে সে গুছিয়ে আকাশ দেখে কিন্তু একদম কাঁটায় কাঁটায় ৭ মিনিট কেন বলতে পারবনা।প্রথম প্রথম মনে করতাম অনেকক্ষণ তারপর বেশ কিছুদিন খেয়াল করে দেখলাম একদম কাঁটায় কাঁটায় ৭ মিনিট।
এত টাইম টেবিল ঠিক করে আকাশ দেখার কি আছে আমি জানিনা।প্রথম প্রথম খেয়াল করি নাই এখন কেন যেন শার্লক হোমস হয়ে যাচ্ছি।
কিন্তু আমার কাছে এই রহসময়তা অধিকতর শ্রেয় মনে হচ্ছে।আলো আঁধারের ছায়ায় মেয়েটার চেহারা ঠিক মত দেখা যায় না।
কোন কোন দিন মনে হয়েছে রাস্তায় বের হই রহস্যময়ীকে দেখি।আবার মনে হই কি দরকার এই রহস্যই যথেষ্ট ভাল লাগছে।কিছু কিছু রহস্য রহস্য থাকলে ই ভাল লাগে নাইবা জানলাম সে কে কি তার উদ্দেশ্য।পাঠক কোন নতুন প্রেমাখ্যান বা রহস্য গল্প কোনটাই উপহার দিতে পারলাম না।
কিন্তু তার কাছ থেকে একটি বিষয় শিখেছি।এখন আমি খুব গুছিয়ে আকাশ দেখতে পারি।এইজন্য তাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ।মনে হয় যেন টেলিস্কোপ দিয়ে সারা রাত আকাশ দেখি।মুহূর্তের মধ্যে কত পরিবর্তন কত সংযোজন কত বিয়োজন,এর মধ্যে একটি তারা কে খুব আপন মনে হয়।কেন মনে হই জানিনা।
শুধু আপন মনে হয়।তারাটির একটি নামও দিয়েছি,আমি তারাটি কে সেই নামেই ডাকি।মনে হয় যেন সেও শুনছে।সেও জবাব দেয়।আমি তাকে ঝলক বলে ডাকি।সে মাঝে মাঝেই শুধু তার ঝলক দেখায়।
ঝলকের ঝলকানি দেখতে ভাল লাগে মনে হয় যেন সারা রাত আকাশ দেখি।পাহাড়ের চূড়ায় উঠে কখোনো ফক ফকে জোৎস্না দেখেছেন,আহা কি বিমোহকর দৃশ্য।
সমুদ্রের পানিতে যখন চাঁদের আলো পড়ে তা অবগাহন করা কতইনা মনমুগ্ধকর।
সকালের মুক্ত রাঙ্গা আকাশ আর গধুলি লগ্নে রক্ত রাঙ্গা আকাশ দেখে মনে হয় কে যেন চরম মমতায় রঙ তুলির আচর দিয়ে গেছে।কতই না ভালো লাগে।
সবই ঐ গুছিয়ে আকাশ দেখতে পারার জন্য।গুছিয়ে আকাশ দেখার মাঝেও যে এত আনন্দ আছে তা কখনই বুঝি নাই।সময় অনেক পার হলেও গুছিয়ে আকাশ দেখতে পারছি এটাই কম কিসে।
©somewhere in net ltd.