নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন)

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন) › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সাতশো কোটি মানুষ একটি কমন রোগে আক্রান্ত

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:১২

পৃথিবীর সাতশো কোটি মানুষ একটি কমন রোগে আক্রান্ত। প্রত্যেকেই নিজেকে একা মনে করে। রাতে ঘুমাতে যাবার সময় চোখ বন্ধ করে সে যা ভাবে কেউই তা জানে না

সে জানাতে চায় না...
আমি অনেক সময় নিয়ে একাকীত্ব রোগের একটা প্রেসক্রিপশন দাড় করিয়েছি।
আপনি যদি কাউকে প্রশ্ন করেন, আপনি কি একা? সে চট করে বলে দিবে, হা! সে একা।
......যারা চট করে স্বীকার করবে না তাদের আবার প্রশ্ন করুন। চোখ এক দৃষ্টিতে রেখে থুতলি একটু সামনে এনে জিজ্ঞাসা করুন , তারাও বলতে শুরু করবে... হম আসলেই একা !
একাকীত্বের ডেফিনেশন আসলে কেউ পাশে থাকা আর না থাকা নিয়ে না। একজন সফল মানুষকেও আমরা বলতে শুনি - ‘The Winner Stands Alone’
আমরা কাছের মানুষটির মাথায় হাত বুলিয়ে দেই। কখনো কি মাথার ভেতরের চিন্তা গুলোতে হাত বুলিয়েছি? জটিল চিন্তা... কুৎসিত চিন্তা... ... অন্যায় চিন্তা... গুলো সব সময় অপ্রকাশিত থেকে যায়।
......মানুষ একা কেননা সব কথা বলার জন্য সে একমাত্র নিজেকেই বেছে নেয়। কুৎসিত চিন্তাটা বলা যাবে না... সে জেনে গেলে তাকে খারাপ মনে করবে। নিজেকে বলা যাবে।
সে নিজে জানে সে আসলে খারাপ না। কাছের মানুষটি ভুল বুঝতে পারে... তবে মানুষ নিজেকে কখনো ভুল বুঝে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.