নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন)

আমি সফটওয়্যার ইঙ্গিনিয়ারিং নিয়ে পড়াশুনা করছি।আর শখের বশে মাঝে মাঝে লিখি।

আব্দুল্লাহ আল মাহমুদ(সুমন) › বিস্তারিত পোস্টঃ

ভালবাসা অনিঃশেষ

২৭ শে আগস্ট, ২০১৫ দুপুর ১:২৫

ইতিহাসের বাঁকাচোরা গলিপথ ধরে দেশে দেশে যুগে যুগে ঝরেছে অনেক রক্ত।রাজপথে,ফসলের ক্ষেতে মিছিলে মিছিলে অবিরাম অনর্গল গড়িয়েছে মানুষের রক্তের প্রবাহ।

মেহন্তি মানুষ,শ্রমিক,মজুর,কৃষক প্রতিবাদী মানুষ তাদের পাঁজরের রক্ত ঢেলেছে অনেক।অধিকার আদায়ের লক্ষে নদীর পানির মত ইতিহাসের ধুসর পাতা তে একই পুনরাবৃত্তি রক্তাত্ত অধ্যায় এর।

ইতিহাসের পাতার পর পাতা কেবলি রক্তে রঞ্জিত।যুদ্ধে,আন্দলনে,রিপুর অসম্পূর্ণ প্রকাশে অনেক রক্ত গড়িয়েছে।প্রকৃতিও ঢালে রক্ত জবা,সূর্যাস্ত আর সূর্যোদয়ের আকাশে লাল রঙের আভা।

প্রকৃতি আর নারী তাদের নিজ নিজ উদরে ধরে লাল জীবনের প্রবাহ।লাল,কাল,সাদা সব বর্ণের মানুষের ধমনীতে বহে লাল রক্ত।
স্মস্ত ঝরা লাল রক্ত দিয়েই তো লাল পতাকার অভ্যুত্থান।

যে পতাকা শ্রমজীবী মানুষের,সংগ্রামী সাথিদের,সাহস,শপথ ও অঙ্গীকারের প্রতীক এই লাল পতাকা।

যা উড়বে চিরদিন শান্তি,শৃঙ্খলা,প্রগতি আর স্বাধীনতার বার্তাবহ হিসেবে আজীবন।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.