নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আমি......

আল-মাসুম

ঢাবিতে আছি, আইনের মারপ্যাঁচ শিখছি, লেখলেখি করতাম এখন করিনা। মাঝে মাঝে কপি /পেস্ট মারি................

আল-মাসুম › বিস্তারিত পোস্টঃ

কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।



বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে ঋণ খেলাপের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।



রিটার্নিং অফিসার সৈয়দ খুরশীদ আনোয়ার যাচাই-বাছাইয়ের পর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন।



এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কাদের সিদ্দিকীর বক্তব্য পাওয়া যায়নি।



গত রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষদিনে কাদের সিদ্দিকী তার মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্য দিয়ে গত ৫ জানুয়ারির নির্বাচন বর্জনকারী আওয়ামী লীগের সাবেক এই নেতা প্রধানমন্ত্রী শেখ নির্বাচনে অধীনেই নির্বাচন করার সিদ্ধান্ত নেন।



বাসাইল ও সখিপুর উপজেলা নিয়ে গঠিত ওই আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের শওকত মোমেন শাজাহান। তিনি ইন্তেকাল করায় নির্বাচন কমিশন এই আসনটি শূন্য ঘোষণা করে তফসিল দেয়।



কাদের সিদ্দিকী ছাড়াও এই আসনে আরো ছয়জন তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে শওকত মোমেনের ছেলে অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শনিবার তাকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।



মনোনয়নপত্র জমা দেওয়া অন্যরা হলেন- সখীপুরের বোয়ালী কলেজের অধ্যক্ষ সাবেক ছাত্রলীগ নেতা সাঈদ আজাদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম আব্দুল মালেক, জাতীয় পার্টির কাজী আশরাফ সিদ্দিকী এবং নির্দলীয় ডা. লিয়াকত আলী।



সাঈদ আজাদ ও মালেক আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও মনোনয়নপত্র দাখিল করেছেন।



উৎসঃ আরটিএনএন

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫৩

xp বলেছেন: নমীনেসান অনেকের বাতিল করা উচিৎ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

আল-মাসুম বলেছেন: উচিৎ উচিৎ উচিৎ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.