![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাবিতে আছি, আইনের মারপ্যাঁচ শিখছি, লেখলেখি করতাম এখন করিনা। মাঝে মাঝে কপি /পেস্ট মারি................
বলা মুশকিল পায়জামা আর ব্রা পড়ে,
নিজের ঘরে হিন্দি নাচ ছেড়ে,
সেল্ফি ভিডিও তোলা মেয়েটা দেলোয়ার হোসেইন সায়েদী সাহেবের নাতনি কিনা।
তবে শাহাবাগীরা কনভিন্সড "এটাই উনার নাতনী। এমন নাতনীর দাদার ফাসি চাই।"
বলা মুশকিল সায়েদী সাহেব টেলিফোনে অন্য মহিলার সাথে আসলেই প্রেম করেন কিনা।
উনার আসলে কয়জন বঊ, উনি লোক কেমন।
শাহাবাগীরা কনভিন্সড "উনি পরকীয়া করেন, বহু বিবাহ করেন ইত্যাদি। এমন লোক আলেম হতেই পারেন না, তাই উনার ফাসি হলে ক্ষতি কি?"।
এটাও বলা মুশকিল সায়েদী সাহেব ওয়াজ মাহফিলে যেই সব মানুষকে ইসলাম গ্রহন করান,
তাদেরকে আগে ভাগে কি ব্রান্ডের মাল খাওয়ান,
কি কি ভয় দেখান, নাকি তারা নিজেরাই স্ব-ইচ্ছায় ইসলাম গ্রহন করেন। শাহাবাগীরা কনভিন্সড "উনি ধর্মের ব্যাপারে জবরদোস্তী করেন। ডিজিটাল ইসলামের শাহাবাগী মাজহাব অনুযায়ী ধর্মে যবরদোস্তীর কারনে তার ফাসি হতেই পারে"।
আমি শুধু এই টুকু নিশ্চিত যে, শাহাবাগীদের উপরের সব অভিযোগ সত্যি হলেও, যেই সব মামলায় সায়েদী সাহেবকে "আন্তরজাতিক" যুদ্ধ অপরাধ ট্রাইবুনালে তোলা হয়েছিল, শুধু সেই মামলা গুলোতে উনার দোষী হয়ার কোন চান্স ছিল না। ফাসি অনেক দূরের ব্যাপার।
সায়েদী সাহেবের এলাকার খোজ খবর যারা রাখেন তারা খুব ভালো করে জানেন উনি একজন মুদী দোকান্দার ছিলেন ১৯৭১ সালে, নিতান্তই ছাপোষা মানুষ ছিলেন।
যেই দেলু শিকদার হিসেবে তাকে চালানো হয়েছে,
সেই দেলু শিকদারের নিকট আত্মীয় সজন এখনো এলাকায় আছেন। তাদের কেউ কেউ প্রকাশ্যে কথা বার্তাও বলেন।
তাদের খুঁজতে "খোজ দ্যা সার্চ" লাগবে না।
রক্ত পিপাসু, চেতনাতসু, প্রতিহিংশু, এবং বিচার ফেটিষুদের প্রতি অনুরোধ, সায়েদী সাহেবের কল্লা যদি আসলেই নেবার ইচ্ছা থাকে, তাহলে মনে রাখতে হবে সায়েদী সাহেবের উত্থান ৮০ এর দশকের পর থেকে । এর আগে মামলা খাবার মতো ক্যাপাসিটিও সায়েদী সাহেবের ছিল না, মুদি দোকান রিলেটেড কোন ইস্যু ছাড়া। তবে মুদি দোকান বিষয়ক মামলাতেও ভবিষ্যতে ফাসিতে ঝুলানো যাবে, যদি কিনা তুরিন আফ্রোজকে আরো বছর দশেক ঠিকঠাক মতো ভিটামিন খাওয়ানো যায়।
দেশের অবস্থা কতোটা খারাপ হলে ভুয়া আইডেন্টিটির মামলায় মানুষের যাবতজীবন হয় তা বুঝতে হলে এমন মামলা কাউকে নিজের খেয়ে দেখতে হবে। সেই দিন যেন কোন শাহাবাগীর জীবনে না আসে সেই কামনা রইলো।
লেখক Shafquat Rabbee Anik
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:৩৭
খাটাস বলেছেন: বলা মুশকিল পায়জামা আর ব্রা পড়ে,
নিজের ঘরে হিন্দি নাচ ছেড়ে,
সেল্ফি ভিডিও তোলা মেয়েটা দেলোয়ার হোসেইন সায়েদী সাহেবের নাতনি কিনা।
তবে জামতিরা কনভিন্সড "এটা উনার নাতনী হতেই পারে না। এমন নাতনীর দাদা না হউয়ায় নিঃশর্ত মুক্তি চাই।"
বলা মুশকিল সায়েদী সাহেব টেলিফোনে অন্য মহিলার সাথে আসলেই প্রেম করেন কিনা।
উনার আসলে কয়জন বঊ, উনি লোক কেমন।
জামতিরা কনভিন্সড "উনি পাক পবিত্র, পত্নি অনুরাগী ইত্যাদি। এমন লোকেরই আলেম হউয়া সম্ভব, তাই উনার ফাসি হলে না হলে বিরাট লাভ..."।
এটাও বলা মুশকিল সায়েদী সাহেব ওয়াজ মাহফিলে যেই সব মানুষকে ইসলাম গ্রহন করান,
তাদেরকে আগে ভাগে কি ব্রান্ডের মাল খাওয়ান,
কি কি ভয় দেখান, নাকি তারা নিজেরাই স্ব-ইচ্ছায় ইসলাম গ্রহন করেন। জামাতিরা কনভিন্সড "উনি ধর্মের ব্যাপারে সামনে পেছনে বড়ই উদারতা প্রকাশ করেন। ডিজিটাল ইসলামের জামাতি মাজহাব অনুযায়ী শুধু ধর্ম প্রচারের কারনে তার নিঃশর্ত মুক্তি চাওয়া হতেই পারে"।
আমি শুধু এই টুকু নিশ্চিত যে, জামাতিদের উপরের সব অভিযোগ সত্যি হলেও, যেই সব মামলায় সায়েদী সাহেবকে "আন্তরজাতিক" যুদ্ধ অপরাধ ট্রাইবুনালে তোলা হয়েছিল, শুধু সেই মামলা গুলোতে উনার দোষী হয়ার কোন চান্সের কোন অভাব নাই। ফাসি অনেক কাছের ব্যাপার।
সায়েদী সাহেবের এলাকার খোজ খবর যারা রাখেন তারা খুব ভালো করে জানেন উনি একজন মুদী দোকান্দার ছিলেন ১৯৭১ সালে, নিতান্তই ছাপোষা মানুষ ছিলেন- এ কথা বলিয়া জামাতি দের অন্তর মনি হইয়া উঠিয়াছেন।
যেই দেলু শিকদার হিসেবে তাকে চালানো হয়েছে,
সেই দেলু শিকদারের নিকট আত্মীয় সজন এখনো এলাকায় আছেন। তাদের কেউ কেউ প্রকাশ্যে কথা বার্তাও বলেন।
তাদের খুঁজতে "খোজ দ্যা সার্চ" লাগবে না।
শেষের কথা গুলো ঠিক। তাদের খুঁজতে "খোজ দ্যা সার্চ" লাগবে না। লীগের দালাল হউয়া লাগবে না। ইম্রাইন্নার চামচা ও হউয়া লাগবে না। শুধু মনে প্রাণে ইসলাম ত্যাগ করে জামাতি ইসলাম হলেই হবে।
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৫:৪১
এমএম মিন্টু বলেছেন: জয় বাংলা বাংলার জয়
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:২০
আল-মাসুম বলেছেন: জয় বাংলা জিয়ে পাকিস্তান
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:২২
অগ্নি সারথি বলেছেন: অখন কি সূর্যেও দেহা যাইতাসে নাকি? আবালের দল, ভূয়া আইডেন্টিটি ভূয়া আইডেন্টিটি কইরা চিল্লাইতাসে, তয় তগো বাপেরা এইডা প্রমান করতে পারল না কেন আদালতে। মিডিয়ার সামনে একবারো তো কইতে শুনলাম না তাগোরে? আবাল কি আর গাছে ধরে?
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ২:১৮
আল-মাসুম বলেছেন: তগো বাপেরা ক্ষমতায়। যেমনে নাচায় তেমনে নাচে ফাকিং আদালত।
দলকানা মিডিয়ার কথা কি আর কইতাম।
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৭
তামিম ইবনে আমান বলেছেন: শুনলাম, ৭১ এ সাইদী সাহেব(!) নাকি মায়ের পেটে ছিলেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪৯
আবু শাকিল বলেছেন: নিজেই একটা লিখতে পারতেন।
ধার করা মাল দিলেন ।।