নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

চিত্রকলায় আরব রূপ !!! (ছবি ব্লগ)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৭





বেদুইন





বেদুইন নারী





মা ও তার সন্তান





নীল নৃত্য





ভাটি





তরী





রুদ্ধদ্বার





ধুলি





ভাঙ্গন





ফ্যালকনার





গৃহ





ল্যান্ডস্কেপ





শেষবেলা





পর্বতচূড়া





বাতায়ন





বালিয়াড়ি





অস্তাচল





বাগান বাসিনী





অবগুন্ঠন





সবশেষে অঙ্কনরত এক আরব নারীর ছবি









** কিছু ছবি বিদেশী চিত্রশীল্পীদের আঁকা।

** ক্যাপশনগুলো কিছুটা নিজের মতো করে দিয়েছি।





মন্তব্য ১১২ টি রেটিং +৩০/-০

মন্তব্য (১১২) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভাল লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস :)

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:
প্রথম ভাললাগা +

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৩

ফারজানা শিরিন বলেছেন: নীল নৃত্য আর ভাটি সবচেয়ে বেশি ভালো লাগলো ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৪

রাফা বলেছেন: চমৎকার ,চিত্রকলায় আরব দেশ।

ধন্যবাদ।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: চিত্রকলায় আরব দেশ।

আপনাকেও অনেক ধন্যবাদ রাফা ভাই।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৬

আমিনুর রহমান বলেছেন: সুন্দর +++

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস আমিনুর ভাই :)

৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৪

শামীম আরা সনি বলেছেন: ++ এবং প্রিয়তে :)

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: কৃতজ্ঞতা :) :)

৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

লাবনী আক্তার বলেছেন: ভালো লাগল।

২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :) তা চোখে পানি কেন আপনার :-/

৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৮

শের শায়রী বলেছেন: ভায়া ভাল লাগা জানিয়ে গেলাম কিন্তু

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস শায়রী ভাই

৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

অদৃশ্য বলেছেন:




কয়েকটি ছবি খুবই মনকাড়া..... তবে ভালো লেগেছে সবগুলোই....


শুভকামনা...

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, ছবিগুলো আসলেই সুন্দর। ধন্যবাদ



শুভ কামনা

১০| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৭

গ্রাম্যবালিকা বলেছেন: নাইস! পোষ্টে ভালোলাগা। আপনি ইউনিক কিছু পোষ্ট দেন, দেখে খুব ভালো লাগে। :)

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

*কুনোব্যাঙ* বলেছেন: ডানপিটে কবির থেকে এত চমৎকার কমপ্লিমেন্ট সত্যিই আমাকে অনেক অনন্দিত করেছে। থ্যাঙ্কস :)

১১| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৮

নুর ফ্য়জুর রেজা বলেছেন: দারুণ !!

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: কি ব্যাপার নুর ভাই? কই থাকেন আপ্নে? আপনার নিককে ইদানিং খুব একটা দেখতে পাইনা। এটা কি আমার দেখার ভুল নাকি আপনিই কম আসছেন?

১২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

হাসান মাহবুব বলেছেন: +++

২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ হামা ভাই

১৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৯

চাচ্চু বলেছেন: ভালা পাইলাম ভাইস্তা। পিলাচ

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: চাচারে ধইন্যা

১৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫

সুখী চোর বলেছেন: দুর্দান্ত মামুন ভাই
+++++++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস সাঈদ ভাই

১৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

এস. এম. কামরুল আহসান বলেছেন: খুব সুন্দর। শেয়ার করার জন্য ধন্যবাদ।
শুভকামনা সতত।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: শুভ কামনা আপনাকেও।

১৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

নেক্সাস বলেছেন: অনেক সুন্দর কুনো ভাই।

দরজা আর জানলা ছবি দুটো যেন প্রতিকী। আরবের অবরোধ বাসিনী নারীর জীবনের হাহাকার যেন ঐ দুটো ছবির গায়ে লেগে আছে।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: না নেক্সাস ভাই। সেই দিন মনেহয় আর নেই। আরব মেয়েরা অনেক অনেক এডভান্স এবং ক্ষমতাশালী।

১৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

কালোপরী বলেছেন: +++++++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস :)

১৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৭

অনীনদিতা বলেছেন: চিত্রকলায় আরব দেশ
সুন্দরের নেই শেষ:)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, একটি সাধারণ জিনিষও শিল্পীর কল্পনায় হয়ে উঠে অসাধারণ।

১৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৪

লোনলিফাইটার বলেছেন: +++ :)

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস ব্রো :)

২০| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৪

গ্রাম্যবালিকা বলেছেন: "ডানপিটে কবি" নাম পছন্দ হয়েছে! আপনাকে কোন গিফট দিতে ইচ্ছে করছে। কি দেই কি দেই কি দেই-------

১০ মিনিট ট্রাই করলাম আমার তোলা সুন্দর একটা ছবি আপ্লোড করার জন্য! আকাশের ছবি! হলোনা।

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: অপেক্ষায় রইলাম আপনার গিফটের। অন্য কোন একসময় নাহয় দিয়ে দিবেন...


ডানপিটে কবি শুধুমাত্র আমার প্রিয় কবিই নয়, কোন অজান্তে যেন প্রিয় একজন মানুষও হয়ে গেছে :)

২১| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

রোমেন রুমি বলেছেন: মুগ্ধ
++++

২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ রুমি ভাই

২২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

মামুন রশিদ বলেছেন: পোস্টে ভালো লাগা :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০০

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস মামুন ভাই :) আপনার ছোট আম্মুটা কেমন আছে?

২৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

নীলঞ্জন বলেছেন: চমৎকার।+++++++

ভালোলাগা। শুভ কামনা।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ নীলঞ্জন ভাই


শুভ কামনা আপনাকেও

২৪| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১১

শান্তা273 বলেছেন: ভালো লাগলো।

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ।

২৫| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৩২

তানিয়া হাসান খান বলেছেন: চমৎকার

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস তানিয়া আপু :)

২৬| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

ভিয়েনাস বলেছেন: তখন প্লাস দিতে পারলেও কমেন্ট করতে পারিনি :(

সুন্দর কালেকশন :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ। প্লাস এবং প্রশংসাসূচক মন্তব্য সবসময়ই অনুপ্রেরণা দেয় :)

২৭| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

তামিম ইবনে আমান বলেছেন: +++++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু তামিম ভাই :)

২৮| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

অদ্বিতীয়া আমি বলেছেন: চমৎকার । ভালো লাগলো+++++

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ :)

২৯| ২১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৩

ঘুড্ডির পাইলট বলেছেন: বাহ খুব সুন্দর । চিত্রকারের নাম দিলে আরো তথ্য জানতে পার্তাম। তবে তারপরও ছবি ব্লগ ভালো লেগেছে। :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু রাফাত ভাই :) আসলে বিভিন্ন সময় বিভিন্ন সাইট থিকা ছবিগুলা নামাইয়া ল্যাপটপের একটা ফোল্ডারে রাখছিলাম। আর বেশীরভাগ সেভ করছিলাম ছবির টাইটেল দিয়া। তবে এইটা বলতে পারি যে এখানকার অধিকাংশ ছবিগুলার শিল্পীই নতুন প্রজন্মের।

৩০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

মাসুম আহমদ ১৪ বলেছেন: চমৎকার চিত্রকর্ম

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: হুম, চিত্রকর্মগুলো অনেক সুন্দর


শুভ কামনা

৩১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

আশিক মাসুম বলেছেন: সুন্দর :)

২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস :)

৩২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২২

সানড্যান্স বলেছেন: ক্যাপশন গুলোর জন্য আপনাকে পুরোস্কার দেয়া উচিত,ছবির কথা নাহয় বাদ ই দিলাম!!


ঝাঝা!!

২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা... মূল ক্যাপশনের কাছাকাছি ধরনের একটি ক্যাপশন বসিয়ে তাতে কিঞ্চিত বাঙ্গালীয়ানা আনার চেষ্টা আর কি।

অনেক ধন্যবাদ সানড্যান্স :)

৩৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৯

মিষ্টি মেয়ে বলেছেন: অনেক ভালো লাগলো!

২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস :)

৩৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

নুর ফ্য়জুর রেজা বলেছেন: আমিই ব্লগে একটু কম আসছি। বাস্তব জীবনে একটু ব্যস্ত সময় পার করছি। ব্লগটাকে মিস করি অনেক। আবার নিয়মিত হব কয়েকদিন পর ইনশাল্লাহ।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগও আপনাকে মিস করছে। তবে বাস্তব জীবনের ব্যাস্ততাটাই আসল।


শুভ কামনা রইল

৩৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

জ্বীন কফিল বলেছেন: ভাল লাগলো চিত্রকর্মগুলো।

২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ কফিল ভাই।

ব্লগের শুরুর দিকে যাদের অকৃত্তিম অনুপ্রেরণা পেয়েছি তার মধ্যে আপনি অন্যতম। আপানাকে ব্লগে অনিয়মিত দেখে একটু হতাশ হই।

৩৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

আমি তুমি আমরা বলেছেন: শেষ ছবিটাই সবচেয়ে সুন্দর :)

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: আরব বলে কথা! রুক্ষ মরুভূমির মেয়ে এত ভীষণ রকম সুন্দরী হয় কিভাবে সে এক রহস্য!

৩৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০২

মোটা মানুষ বলেছেন: ভাল লাগল।

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ।

৩৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

একজন ঘূণপোকা বলেছেন: +++++

২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ ঘূণপোকা ভাই

৩৯| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

জুন বলেছেন: উত্তপ্ত বালিয়াড়ি, রুদ্ধ বাতায়ন, তিমির অবগুন্ঠনে বদন তব ঢাকি কে তুমি ??
অনেক ভালোলাগলো সবগুলো ছবি কুনো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

অটঃ তোমার রেললাইনের ছবিটা কিছুতেই আপলোড হচ্ছেনা। ইনসার্ট দিলেই পুরো পেজ সাদা হয়ে যাচ্ছে :(

২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: সে যেই হোক না কেন আপু, শুনেছি উত্তপ্ত বালিয়াড়ি, রুদ্ধ বাতায়ন, তিমির অবগুন্ঠনধারিণীরা মানুষকে বড় বেশী কষ্ট দেয় :(


অঃটঃ ব্যাডলাক :(

৪০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৫১

সুনেত্রা বলেছেন: ভালো লাগলো
++++
প্রিওতে

২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

৪১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৯

ইখতামিন বলেছেন: হুম. আমি বললেই কী. আর না বললেই কী.
দারুণ পোস্ট.
ভালো লাগিয়া গিয়াছে রে...........
এইবার কোথায় পালাইবি. :P :P

২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: তুই কেমন করে যাবি, পা বাড়ালেই পায়ের ছায়ায় আমাকে তুই পাবি ;) :P

৪২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৩

রোকেয়া ইসলাম বলেছেন: খুব ভালো লাগলো।
প্রতিটা ছবিই মনকাড়ার মত। অনেক ++++++++++++++++++
এই সুন্দর পোষ্টের জন্য।



শুভ কামনা রইলো।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে প্রেরণাদায়ক মন্তব্যের জন্য।

৪৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩০

বুদ্ধিমান বলেছেন: চমৎকার চিত্রকর্ম ...

২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ বুদ্ধিমান...

৪৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪২

প্রত্যাবর্তন@ বলেছেন: +++++++++

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ প্রত্যাবর্তন@

৪৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৪

shfikul বলেছেন: আমি মানুষটা খুব নরম প্রকৃতির।
পরিস্থিতি মানুষকে অনেক সময় অনেক কিছু বলতে বা করতে বাধ্য করে।
আশা করি বুঝতে পারছেন আমি কী বলতে চাচ্ছি।
হটাৎ করে কবে কখন নাই হয়ে যাব বলা তো যায়না।
তাই রাগ পুষে রেখে লাভ কী।
আসেন হাত মিলাই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৭

*কুনোব্যাঙ* বলেছেন: আপনি যে মানুষ হিসাবে নরম প্রকৃতির সেটা আরো বেশ কয়েকজন বলেছে। রাগ আমি পুষে রাখিনি। ব্লগে এসেছি নিজের কিছু একাকীত্ব দূর করতে সাথে নতুন কিছু মানুষের সাথে পরিচয় হতে। কি দরকার গ্যাঞ্জাম বাড়িয়ে, আজ আছি কাল নাই। আমি কোন সিরিয়াস ধরনের ব্লগার না, এমনকি ব্লগারদের সাথে ইন্টারেকন বা কোরামের ব্যাপারেও আগ্রহ দেখাইনি কখনও। তবুও ব্লগের সবাইকে এখন অনেক আপন মনে হয়। নেট খুললেই মনেহয় আমরা কতোই না কাছাকাছি আছি।

অনেক ভালো লাগল আপনার মন্তব্য পেয়ে। আসলে একটু ভালো চেনা পরিচয় হলে হয়তো দেখবেন আপনিও ভালো মানুষ আমিও ভালো মানুষ :D

শুভ কামনা সফিকুল ভাই :)

৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

আরজু পনি বলেছেন:

শেষ ছবিটা দেখে আশাবাদী হলাম ;)

দারুণ পোস্টে ভাললাগা রইল।

২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা হা হা হা হা হা , , , , আপনার আশাবাদী কমেন্ট দেখে আসলেই অনেক্ষণ হাসলাম।


প্রিয় ব্লগারের উচ্ছ্বাসিত ভালোলাগা অবশ্যই আনন্দদায়ক। অনেক ধন্যবাদ আপু :)

৪৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

পরাজিত মধ্যবিত্তের একজন বলেছেন: ছবিগুলো দেখে বড়ই প্রীত হলাম।
যাউকগা
সৃষ্টিকর্তা কি ছোটোলোক শিরোনামে আমি একটি গদ্য রচনা করেছিলাম। জবাব পাই নি।
Click This Link

৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ আপনাকে। আপনার পোষ্টে মন্তব্য করে আসলাম। তবে আমার প্রোফাইলে কিন্তু লেখা আছে "একমাত্র বিরোধী পক্ষ।" একটি মতের বিরুদ্ধে অবস্থান নিয়ে আলোচনা করতেই আমি বেশী সাচ্ছন্দ বোধ করি :D

৪৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

অস্থির ভদ্রলোক বলেছেন: ভালা লাগছে। তয় বুজছি কম। দেইখাই শান্তি। :( :( :(

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা ... সত্যি বলতে কি আমিও যে এগুলা খুব একটা বুঝি তা না!


ধন্যবাদ অস্থির ভদ্রলোক :)

৪৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

শূন্য পথিক বলেছেন: চমৎকার। ভালো লাগা।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: ভালো লাগা জানানোর জন্য অনেক ধন্যবাদ শূন্য পথিক ভাই :)

৫০| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১০

এম এস সোহেল বলেছেন: নিজের কাছে রাখার মত কিছু কাজ


ধন্যবাদ ভাই

মঙ্গলে থাকুন

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ সোহেল ভাই। এটা আপনার জন্য-


নিশীথে

৫১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২১

তারছেড়া লিমন বলেছেন: পোষ্টে ভাললাগা সহ ++++++++

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস লিমন ভাই :) এটা আপনার জন্য-


বৃক্ষ

৫২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

তারছেড়া লিমন বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই ছবিটা উপহার দেবার জন্য।।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: :) :) :)



শুভ কামনা

৫৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৯

ক্লান্তিহীন পথচারী বলেছেন: সুন্দর। অস্তাচল ছবিটা বেশি পছন্দ হয়েছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :) এই ছবিটাও ভালোলাগবে আশাকরি-


দূরন্ত

৫৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৫

জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ভাল লাগা রেখে গেলাম। :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

৫৫| ১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৫:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

+++++++++++++++++

২০ শে জুলাই, ২০১৩ রাত ২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: আবারো অনেক ধন্যবাদ শোভন ভাই

৫৬| ২০ শে জুলাই, ২০১৩ রাত ২:৪৫

খেয়া ঘাট বলেছেন: ওয়াও, কী অপূর্ব!!!!!!!!!!!!!!!!!
+++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

২০ শে জুলাই, ২০১৩ রাত ৩:২১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.