![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন
নাই বা তোমার থাকল প্রয়োজন,
দেখেছিলাম তোমায় আমি কাব্য রাঙা ভোরে
আলোয় ভুবন মাতিয়ে তুমি এসেছিলে দোরে।
ভাবনাগুলো মেলল পাখা আলোর নাচন পেয়ে
গহীন কোণে কোন বাঁশির সুর আনমনে যায় গেয়ে,
চঞ্চল মন শুধু উচাটন তাকায় আঁখির পানে
উদাসী বায় এলোকেশে ধায় স্বপন জাল বুনে।
কল্পতরুর পল্লব শাখা আলোর মুখে ছোটে
নব দীপ্তি মুখে আবীর রাঙা কোমল পুষ্প ফোটে,
এত কলরব মুছে যায় সব তোমার দিকে চেয়ে
চকিত নয়ন হারায় জীবন নবধারা জলে নেয়ে।
অঞ্চলে তোমার কোমল পরশ লভিবারে সাধ জাগে
ছন্দের পদে নতজানু বেশে তোমারই আজ্ঞা মাগে,
হাওয়া উড়ে যায় ভাবনার দোলায় আঁখি হয় ছলছল
এলোমেলো ভাব নিশ্চুপ প্রলাপ কামনায় ঝলমল।
ঘুম ভেঙ্গে যায় আধো চোখে চায় কোথায় লুকাল সব
প্রভাতের রবি সচকিত সবি পাখি করে কলরব,
বয়ে যায় ক্ষণ সদা আনমন রাত্রির অবসান
আজি নবপ্রাতে নিঠুর হাতে হারায় স্বপনের গান।
** কবিতার প্রথম দুই লাইন রবি ঠাকুর লিখে দিয়েছেন। ঠাকুর সাবরে ধইন্যা
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
*কুনোব্যাঙ* বলেছেন: প্রথম দুই লাইন বাদে আর নাই
২| ১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: শিরোনাম অংশ কবির সুমনের কবিতা থেকে নেয়া। আজ ১৬ই মার্চ কবির সুমনের জন্মদিন। প্রিয় গানওলাকে জন্মদিনের শ্রদ্ধাঞ্জলি।
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৪
শুভ আত্মা বলেছেন: পূরো কবিতাটি পড়ার পর মনে হতে থাকে পূরোন কোন নামজাদা কবির লেখা পড়লাম। কবিতায় আপনার লেগে থাকাটি অনেক ফলদায়ক হবে মনে হচ্ছে।
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: বেশ অনেকটা লজ্জা পেলাম। কবিতা লেখার ন্যাচারল গুনটা মনেহয় আমার মধ্যে অনুপস্থিত। সহজে ছন্দ আনতে পারিনা।
প্রশংসা সূচক মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩০
জাকারিয়া মুবিন বলেছেন: শিরোনামে সুমন, শুরুতে রবিন্দ্রনাথ, কবিতার ঢঙে জসিমউদ্দিন, কবিতায় কি এলো?
ব্যঙ নাকি খিচুরি!!
মাত্রায় গন্ডগোল ছিল, ভাবটা খুব ভাল্লাগছে।
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: চালে ডালে মিশিয়ে কুনোব্যাঙিয় খিচুড়ি
মাত্রা আসেনা, কবিতা লেখার বেসিক আমার নাই বললেই চলে। কি জানি কি ভেবে লিখে ফেললাম।
অনেক ধন্যবাদ ভালোলাগা জানানোর জন্য
৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩২
shfikul বলেছেন: +++
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩০
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস সফিকুল ভাই
৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রেমে পড়সি রে...
পাগল হইসিরে...
খালি আন্ধা দেখি রে...
কুনোব্যাঙ কবিতা লেইখা ফালাইসে রে...
আমি কবে কবিতা লিখমু রে...
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৫
*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নে যখন প্রেমে পড়সেন তাইলে মনেহয় কাব্য ভালাই হৈসে। কোবতে সমঝদার হিসাবে আপ্নের নাম আমার তালিকার ৫ এর মধ্যে
লেইখা ফেলেন। আপ্নে কবিতা লেখলে যে সেই কবিতা পইড়া যে সর্বজন মুগ্ধিত হইব সেই ব্যাপারে আমি নিশ্চিত
৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৩৭
একজন আরমান বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
প্রেমে পড়সি রে...
পাগল হইসিরে...
খালি আন্ধা দেখি রে...
কুনোব্যাঙ কবিতা লেইখা ফালাইসে রে...
আমি কবে কবিতা লিখমু রে...
আমার আর কিছু বলার নাই ব্যাং ভাই।
+++
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: আন্তরিক ভালোলাগাটুকু ঠিকই বুঝে পেলাম
থ্যাঙ্কস আরমান ভাই
৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪৩
তারছেড়া লিমন বলেছেন: প্রান কান্দে মন ও কান্দে রে
কান্দে আমার হীয়া
দ্যাশের বন্ধু বৈদেশ গেল
আমায় পাশহরিয়া রে....
প্রান কান্দে মন ও কান্দে রে....
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: বৈদেশ গিয়া বন্ধু তুমি আমায় ভুইল না
চিঠি দিও পত্র দিও জানাইও ঠিকানা
৯| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫২
ইমরাজ কবির মুন বলেছেন:
ভালৈ ||
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৮
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস মুন ভাই
১০| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৩১
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা।
++++
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৩৯
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাই
১১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৩:২৭
আশিক মাসুম বলেছেন: +++
ভাল লেগেছে।
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাদের ছন্দ অনুকাব্য বানানোর হাত দেখে সত্যিই জেলাস হই মাসুম ভাই
১২| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪১
ঘুড্ডির পাইলট বলেছেন: প্রথম দুই লাইন কবে লেইখা দিছে ?
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৫
*কুনোব্যাঙ* বলেছেন: মেলাদিন আগে লেখাই রাখসিলাম। আইজ ফিনিশিং দিলাম :দ
১৩| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪২
গোলাম দস্তগীর লিসানি বলেছেন: আজি নবপ্রাতে নিঠুর হাতে হারায় স্বপ্ন গান,
দেখো, ওঠেনি সূর্য। সার্চলাইট। আর মুখরিত দিনমান।
ওঠেনি সূর্য। ডুবেছে। বসেছে তীব্র বৃষ্টি-আড়ে,
হায় চোখ থেকে ঝরা বৃষ্টি কি আর আকাশ ধরতে পারে?
সাগরও তাই ফসফরাসের আলোয় ওঠেনি জ্বলে,
মোমের উপর মোম জ্বেলে যাই। পিশাচ চাপাতি চালে।
হাত চলে দম্! দম্-দমাদম্ বুকেতে ঝোলানো ঢোল,
দিনটা পাল্টে রাত এসে যায়, পাল্টায় সব বোল।
দেখো। সূর্য ওঠেনি। সার্চলাইট। ২৫। মার্চ মাসটাও ম্লান
উঠব উঠব করছে সূর্য। শাহবাগ, স্লোগান।
*প্রথম লাইনটা মামুন ভাই থেকে ধার নেয়া
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: অপারেশন সার্চলাইট। নাম দেখেই বোঝা যায় যে এই অপারেশনের আন্ডারে কি ভয়ানক গণহত্যাই না চলেছে।
* ধার করার জন্য ধন্যবাদ। শোধ দিতে হবেনা
১৪| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:১৫
এম হুসাইন বলেছেন: ১০ম ভাললাগা।
চালিয়ে যান
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪১
*কুনোব্যাঙ* বলেছেন: হুম, সবদিক ম্যানেজ মুনেজ কইরা যখন চলা লাগে তখন কি আর করা, নিজের তাগিদেই একটু আধটু চালাইয়া যাইতে হয়
প্লাসের জন্য থ্যাঙ্কস মিনহাজ ভাই
১৫| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৩৫
মাক্স বলেছেন: লেখটি ভালো লাগলো!!!
১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪৭
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস মাক্স ভাই
১৬| ১৭ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৫৯
একজন আরমান বলেছেন:
ধন্যবাদ দিতে হবে না।
সামনে এইরকম আরও সুন্দর সুন্দর কবিতা চাই।
শুভকামনা রইলো।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:১১
*কুনোব্যাঙ* বলেছেন: আর পারব কিনা জানিনা আরমান ভাই। কবিতাটার পেছনে ছোট্ট একটা কারণ আছে। স্বপ্রণদিত হয়ে আমার থেকে কবিতা বেরুবে এমনটা মনে হয়না। দেখা যাক, ২ আনা আশা তো মানুষের সর্বদাই থাকে, কোন এক ফাঁকে কোন অবসরে হয়তো আরেকটা লিখে ফেলব
আপনাকেও শুভকামনা আরমান ভাই
১৭| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:২৭
শের শায়রী বলেছেন: চামে একটু প্নডিতি করি 'কাব্যা রাঙ্গা' বানান ভূল। কবিতায় বানান ভূল কিন্তু চোখে লাগে ভাই। 'কাব্য রাঙা' হবে না?
ভাই এই কি প্রথম কবিতা? তাই যদি হয় তবে চলুক না।
ভালো থাকুন মামুন ভাই।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস শায়রী ভাই। বানান ঠিক করে দিয়েছি। ঠিকই বলেছেন কবিতার বানান ভুল আরো বেশী করে চোখে লাগে।
জি ভাই, এটাই প্রথম। তবে কবিতার ভবিষ্যত নিয়ে কিঞ্চিত শংকায় আছি।
আমাকে তুমি করে বলবেন প্লিজ। আমি আপনার থেকে অনেক অনেক ছোট
১৮| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
শ্রাবণ জল বলেছেন: শুভ আত্মা বলেছেন: পূরো কবিতাটি পড়ার পর মনে হতে থাকে পূরোন কোন নামজাদা কবির লেখা পড়লাম। কবিতায় আপনার লেগে থাকাটি অনেক ফলদায়ক হবে মনে হচ্ছে।
সহমত
আপনি এই প্রতিভা লুকায়ে কেন রাখলেন এতদিন??
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: আপু, আমিতো নিজেই জানতামনা যে আমার এমন কবিতা লেখার প্রতিভা আছে!!!
১৯| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৪৩
মামুন রশিদ বলেছেন: ঠাকুর এসে প্রথম দু'লাইন শুধু লিখেই দেননি, পুরো কবিতা জুড়ে তার আশীর্বাদও দিয়ে গেছেন । খুব ভালো লিখেছেন, নিয়মিত লিখে যান ।
আমার প্রিয় লাইন,
ইচ্ছা ছিল বিনা পণে আপনাকে দিই পায়ে,
নাই-বা তোমার থাকল প্রয়োজন ॥
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫৪
*কুনোব্যাঙ* বলেছেন: তারাশংকরের এক প্রবন্ধে পড়েছিলাম, ঠাকুরকে ছাড়া সাহিত্য তো সাহিত্যই বাংগালীর ব্যবসা বাণিজ্যেও নাকি উন্নতি নাই
কবিতাটা আমারও ভীষণ প্রিয়।
আর আমি মনেহয় আপনার থেকে অনেক অনেক জুনিয়র ব্যাচের
২০| ১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
আমি তুমি আমরা বলেছেন: বাহ, আপনি দেখি কবিতাও লেখেন।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০২
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ, কবিতা লেখিনা। কোত্থেকে কে জানি হুট করে লিখিয়ে নিল! ভবিষ্যতে এভাবে আর হবে কিনা জানিনা
২১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১০:২১
বোকামন বলেছেন: ১৩তম ভালোলাগা
বেশ ভালো লাগলো ..... আরো লিখবেন আশা করি
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০৪
*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ ভালোলাগা জানানোর জন্য
দোয়া করবেন আরো যাতে লিখতে পারি।
শুভ কামনা
২২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫০
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনি কবিতা কেন লিখেন না ?
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:০৫
*কুনোব্যাঙ* বলেছেন: আমি কবিতা লিখতে পারিনা কান্ডারী ভাই। এর আগে কোনদিন লিখিনি।
২৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:০৫
আবিদ ফয়সাল বলেছেন: মামুন৬৫৩ বলেছেন: ঠাকুর এসে প্রথম দু'লাইন শুধু লিখেই দেননি, পুরো কবিতা জুড়ে তার আশীর্বাদও দিয়ে গেছেন । খুব ভালো লিখেছেন, নিয়মিত লিখে যান ।
১৮ ই মার্চ, ২০১৩ ভোর ৫:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।
ভালো থাকবেন। শুভ কামনা
২৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৮:১৪
সায়েদা সোহেলী বলেছেন: কবিতা একটি বিশেষ প্রতিভা
আপনি তখনি কবি ., যখন আপনার আসেপাশের কেউ কবি নহে
চকিত নয়ন হারায় জীবন নবধারা জল নেয়ে .
আমার আসে পাসে সবাই কেন কবি! !!!
. এই অসময়ে ব্যাঙ্এর ডাক !! মন্দ নয়
১৯ শে মার্চ, ২০১৩ রাত ১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক একদম ঠিক। তবে আমার ধারণা বাঙ্গালী মাত্রই একেকজন কবি। আমি অবশ্য নব্য কবি। হতেও পারে এই কবিতাই শেষ কবিতা
আপনাকে অনেক দিন পর দেখলাম। ব্যাক্তিগত কাজে ব্যাস্ত বুঝি?
২৫| ১৯ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১০
সায়েদা সোহেলী বলেছেন: নব্য কবিকে শুভেচ্ছা
। নারে ভাই এতো সবে শুরু
থামবে না জানি ।
হয়ত কেউ জানবে ,হয়তো না
তবে লেখা ঠিক ই চলেবে
খুব বেশি ব্যস্ত ছিলাম বললে ভুল বলা হবে । নানা কারনে আসতে ইচ্ছে হয়নি
১৯ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে আসবেন। প্রিয় মানুষদের নিয়মিত উপস্থিতি দেখলে অনেক ভালো লাগে।
হয়তো থামবে হয়তো থামবেনা। যদি চলে তবে তো ভালোই। কবিতার চাইতে সুন্দর লেখনি আর কি আছে।
ভালো থাকবেন সদা
২৬| ১৯ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৩
শুভ আত্মা বলেছেন: আমাদের দেশে উল্টো ঘটনা বেশী, ভুল প্রশংসায় অকর্মন্যরা লজ্জা পায়না অথচ সঠিক প্রশংসায় প্রতিভাবানরা লজ্জায় কুকড়ে যান। বেশীর ভাগ প্রশংসা কিন্তু পেয়েছেন কবিতায় আপনার প্রতিভার জন্য।
আর ছন্দ? সবাইকে সত্যেন্দ্রনাথ হতে হবে কেন? শামসুর রহমান হলে ক্ষতি কি.. মনে পড়ে.. 'কালো মেয়ের জন্য পঙতিমালা..' !!!
২১ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: শব্দের শ্রেষ্ঠ গাঁথুনি কবিতা তাই লিখতে শংকা হয়। তার মধ্যে রয়েছে বাংলা বানানের দীনতা, সহসা সাহস করে উঠতে পারিনা।
প্রশংসার জন্য আবারো অনেক কৃতজ্ঞতা
২৭| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
দেশের_কথা বলেছেন: বাহ! আপনি কবিও ? সুন্দর ++
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
*কুনোব্যাঙ* বলেছেন: নাহ ভাই আমি কবি না। এটাই প্রথম
আপনাকে তো ব্লগে এখন দেখাই যায়না
শুভ কামনা ভাই
২৮| ২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩৭
মাহমুদা সোনিয়া বলেছেন: ভালো তো।
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯
*কুনোব্যাঙ* বলেছেন:
থ্যঙ্কস আপু
২৯| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৫
নেক্সাস বলেছেন: কুনোব্যাঙ দারুন কবিতা লিখে....
২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২১
*কুনোব্যাঙ* বলেছেন: নেক্সাস ভাইয়ের থেকে এমন কমপ্লিমেন্ট আমি এখন কোথায় রাখি
অনেক অনেক ধন্যবাদ নেক্সাস ভাই
৩০| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:২৫
বাংলার হাসান বলেছেন: দারুন ++++++++
২৪ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস হাসান ভাই
৩১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৫
ভিয়েনাস বলেছেন: খুব চমৎকার প্রান্জল একটি কবিতা....
পড়তে ভীষণ ভালো লাগলো
২৬ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১৩
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা
৩২| ২৮ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪৬
ফালতু বালক বলেছেন: ak kothay mugdho, beng vai.... amon kabbo aro chai...
২৮ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০
*কুনোব্যাঙ* বলেছেন: এই সারছে, , , , বালক কবির এমন কমেন্ট পেয়ে পা তো আমার মাটি থেকে ২ হাত উপরে উঠে গেল!!! এখন কি হবে!!
বালক কবিকে অনেক অনেক থ্যাঙ্কস
৩৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:০২
নিয়েল ( হিমু ) বলেছেন: রবিদার গুন মুগ্ধ ২ চরণ পাঠে কৃতজ্ঞ করিলাম আপনাকে
বাকি চরণ গুলিও পাঠে কৃতজ্ঞ করিলুম
ভাল লাগা জানিবেন নিরন্তনে
০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: আনন্দ চিত্তে কৃতজ্ঞতা গ্রহন করিয়া কৃতজ্ঞতা প্রকাশ করিলাম
৩৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১
ফারজানা শিরিন বলেছেন: কবিতায় অনেক ছন্দ !!!
আমি কথাকে এইভাবে ছন্দে বাঁধতে পারিনা !!!
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: আমারও প্রায় একই অবস্থা। এতটুকু লিখতেই আমার ঘাম ঝড়ে গেছে।
অনেক ধন্যবাদ আপনাকে
৩৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
শ্রাবণ জল বলেছেন: আগে পড়েছি। একজন আরমান'র কবিতা সংকলনে লিঙ্ক পেয়ে আরেকবার পড়ে নিলাম।
ভাল থাকুন।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩২
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস আপু
কেমন আছেন এখন আপু? আশাকরি পুরোপুরি সুস্থ?
৩৬| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৫
শ্রাবণ জল বলেছেন: পুরোপুরি সুস্থ, ভাই।
ভাল থাকবেন।
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: শুনে অনেক ভালো লাগল আপু।
সুস্থ থাকুন সদা
৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৯
বোকামানুষ বলেছেন: আমি কাব্য রাঙা ভোর দেখতে কেমন ভাইয়া
০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
*কুনোব্যাঙ* বলেছেন: আর বলবেন না, শব্দগুলো কেমন জানি আগে পিছে বসে গেছে
শুভ কামনা
৩৮| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৯
এক আলোকবর্ষ দূরে বলেছেন: তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন
নাই বা তোমার থাকল প্রয়োজন...
তারপরও নববর্ষের শুভেচ্ছা জানানোর প্রয়োজন বোধ করছি।
শুভ নববর্ষ
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৫
*কুনোব্যাঙ* বলেছেন: অত্যন্ত দুঃখিত। কিভাবে যে এই পোষ্টের কমেন্ট আমার চোখ এড়িয়ে গেছিল
অনেক শুভ কামনা এক আলোকবর্ষ দূরে
৩৯| ১৪ ই মে, ২০১৩ রাত ৮:১৮
রহস্যময়ী কন্যা বলেছেন: আরেহ!!!!!!এই কবিতা কুনোব্যাঙ ভাইয়া লিখসে???
অনেক সুন্দর কবিতা ভাইয়া
পাইরেটস অফ দি কুনোবিয়ানের জন্য শুভকামনা
২০ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬
*কুনোব্যাঙ* বলেছেন: পিচ্চি রহস্যময়ী কবির জন্যও অনেক অনেক অনেক শুভকামনা
৪০| ২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১
রাইসুল নয়ন বলেছেন:
প্রথম দুই লাইন বাদে বাকী সবগুলো লাইনই অসাধারণ মায়ামময়!!
চঞ্চল মন শুধু উচাটন তাকায় আঁখির পানে,
চকিত নয়ন হারায় জীবন নবধারা জলে নেয়ে।
আশা করি পরবর্তী পোস্টে কবিতা দিচ্ছেন!!
আশায় রইলাম।
শুভকামনা রইলো।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:০০
*কুনোব্যাঙ* বলেছেন: এটাই আমার জীবনের প্রথম কবিতা। আবার এটাই শেষ কবিতা কিনা সেটাও বুঝতে পারছিনা। আসলে কবিতা জিনিষটা আমার কেন জানি আসেই না।
দেখি ঝোঁকে পড়ে সবার কবিতা দেখে দেখি আরেকটা লিখেও ফেলতে পারি।
আপনার প্রতিও শুভ কামনা।
৪১| ২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৩৪
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: সুন্দর হয়েছে
২৯ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৪
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু
©somewhere in net ltd.
১|
১৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:৫১
পরিবেশ বন্ধু বলেছেন: রবির কুবতে জুড়া তালি
সেলাই কোত্থেকে এলি