নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

সাবেক প্রেমিকার কাছে একটি ব্লগীয় চরমপত্র!!!

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪২



দুইদিন আগেও শয়নে স্বপনের ঘুমে জাগরণে তোমার প্রোপিকই খালি চক্ষে ভাসত। এখনও ভাসে মাগার সেই প্রোপিক যে আমার কাছে দুঃস্বপ্নে পরিণত হইব সেটা কি ভাবতে পারছিলাম। লুতুপুতু পোষ্ট আর কমেন্টের পিছনে যে এতবড় একটা মিচকা শয়তান সাক্ষাৎ শাকচুন্নির মত ফোকলা দাঁত বাইর কইরা হাসতেছে সেইটা বুঝা কার সাধ্যি! তুমি আমার নিষ্পাপ ভালোবাসার নতুন ঘায়ে এইভাবে নুনের ছিটা দিবা সেইটা যদি কস্মিন কালেও টের পাইতাম তাইলে কি আর চুটকা পাতারে পাতাবাহার ভাইবা ভুল করি। আটচল্লিশটা প্রেম কইরা আসছি মাগার তোমার মত এমন হাড় বদ আর দ্বিতীয়টা পাই নাই।



কত সময় গেছে খালি তোমার পোষ্টই খুঁজতাম। সাম্প্রতিক মন্তব্যের ঘরে তোমার নিক দেখলেই কাজ কাম নাওয়া খাওয়া বাদ দিয়া ঐদিকে ছুটতাম। তোমার টাইপ করা একেকটা অক্ষর দেইখা মনে হইত ঐগুলা থিকা গোলাপের আভা বাইর হইতেছে। তখন আর কেডায় জানত যে ঐগুলা আসলে ধুতুরা পাতার উপরে গোলাপের রঙ। শুনছি একটা গাছ আছে নিজেগো রূপ গন্ধ দিয়া পোকামাকড় টাইনা নিয়া সেইগুলারে আস্ত গিলা খায়। খুব জানতে ইচ্ছা করে পুর্ব জনমে কি তুমি ঐ ধরনের কোন গাছ আছিলা কিনা।



আইজ মনেপড়ে তোমার সেই প্রথম পোষ্টের কথা। কি সুন্দর মধুভরা ভাষায় লেখছিলা, তুমি ব্লগে নতুন আইছ। সবার সহযোগীতা চাও। নিক প্রোপিক দেইখাই সেই যে দিলমে চাক্কু বইসা গেল আর আইজ সেই চাক্কু আমার অন্তর থিকা হাড্ডি কলিজা সব খোঁচাইয়া খোঁচাইয়া বাইর করতেছে। ঢাকা শহরের কাউয়ার সংখ্যাও হয়তো গুইন্যা শেষ যাইব মাগার তোমার ফাইজলামি গুইন্যা শেষ করা যাইব না।



ইংরেজীতে একটা কথা আছে, লাভ এট ফার্স্ট পোষ্ট। আমার দশা হইছিল সেইটা। আমার সেই লাভে লাভের গুর পিঁপড়ায় খাওয়ার দশা হইব সেইটা কেডায় জানত। ভালোবাসা মোরে ভিখারি করেছে এখন আর আমার হারানোর কিছু নাই। এইবার আমি তোমারে দেইখা ছাড়ুম। ইভা রহমান দেখছ ইভা রহমানের গান দেখ নাই। এইবার তোমারে আমি ইভা রহমানের গান দেখামু। এলা বুঝবা হাউ মেনি পোষ্টে হাউ মেনি কমেন্ট। মাল্টি দিয়া একের পর এক কমেন্ট কইরা তোমার পোষ্টে হিট বাড়াইছি আর অক্ষণ সেই মাল্টিগুলা দিয়াই তোমার নিকরে আমি ছ্যাড়াবেড়া বানাইয়া দিমু। আমারে ছাইড়া আক্কেল আলীর মত বেক্কেলের নিকের লগে তোমার লুলামীর ইহকাল পরকাল আলাদা কইরা ছাড়ুম।



শোন ডার্লিং, আইজকাইল আক্কেল আলীর মত নয়া সেলিব্রিটির লগে তোমার ভাব চালাচালি খুব ভালোই দেখি। আক্কেল আলীর নতুন পোষ্ট আসলেই আগেভাগে গিয়ে অখাদ্য পোষ্টরে যেইভাবে প্রশংসায় ভাসাইয়া দেও সেইটা দেখলেই আমার বুকের মইধ্যে ঢেঁকির পাড় পরে। আমি কাউরে ছাড়ুম না, উনিশ দুগুনে বেয়াল্লিশ টুকরা কইরা ছাড়ুম। মডুগো লগে খাতির জমাইতেছি দরকার পড়লে আরো চাইরশ মাল্টি সেফ করামু। আমি এখন ডেঙ্গু মশা, যতই মশারির ভিতরে ঢুইক্যা বইসা থাকো পার পাইবা না। একবার না একবার তোমার মশারির থিকা বাইর হইতেই হইব।



মনে করছ তোমার নয়া ডার্লিং আক্কেল আলী সেলিব্রিটি তোমারে বাঁচাইব। কোন রাস্তা নাইগো প্রিয়তমে। দরকার হইলে মডুগো কইয়া তোমার নয়া ডার্লিং আক্কেল আলীর নিকও ব্যান করাইয়া ছাড়ুম। পরে আর হাজার মাল্টি খুললেও সেইগুলা সেফ করাইতে পারব না। আক্কেল আলী এখনও জানেনা যে ভীমরুলে চাকে মধু হয়না যার জন্যে তোমার মিচকা শয়তানের লতুপুতু কমেন্টের ফান্দে পইড়া আমার মতই ছ্যাক খাওয়ার জন্যে দিন গুনতেছে।



ভাবছ এতকিছুর পরেও পার পাইয়া যাইবা। নো ওয়ে ডার্লিং, আমি এখন জ্বলন্ত আগুন। ভীমরুলের চাক বাসার সাক্ষাত যম। সব ছারখার কইরা দিমু। নয়া পুরান কোন সিন্ডিকেটই তোমারে বাঁচাইতে পারব না। তোমার বিরহে কাতর হইয়া কানে হেডফোন লাগাইয়া বিরহের গান শুনুম না, এখন আমি বিদ্রোহী। তোমার পোষ্টে পোষ্টে সিরিয়া আফগানিস্তানের যুদ্ধ লাগাইয়া দিমু। মাল্টি দিয়া গণ রিপোর্ট কইরা তোমার নিক ব্যান করামু।



তাই বলতেছি এখনও সময় আছে সব ধরনের মিচকামি বাদ দিয়া ভালা হইয়া যাও। নইলে খালি তোমার আক্কেল আলী ক্যান অনন্ত জলিল শাকিব খান আইলেও তোমারে ভার্চুয়াল সমাধি রুখতে পারবনা।



ইতি,

তোমার সাবেক প্রেমিক





মন্তব্য ১০৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (১০৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

কে সে প্রেমিকা? B:-)

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: সেটা বলা যাবেনা!! সিক্রেট ;) :P

২| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫০

ইমরাজ কবির মুন বলেছেন:
নিশ্চুপ নীরবতা 8-| ||

২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: আর নীরবতা নয় এখন বিদ্রোহের সময়!!

৩| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

নীল-দর্পণ বলেছেন: =p~ =p~

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০০

*কুনোব্যাঙ* বলেছেন: B:-) B:-)

৪| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫১

কালোপরী বলেছেন: :| :| :|

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০১

*কুনোব্যাঙ* বলেছেন: :| :| :|

৫| ২০ শে জুন, ২০১৩ রাত ৯:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: :P :P :P

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০২

*কুনোব্যাঙ* বলেছেন: ;) ;) :P

৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:০০

দেহঘড়ির মিস্তিরি বলেছেন: যৌবন যার বিদ্রোহের সময় তার =p~ =p~ =p~ =p~

২০ শে জুন, ২০১৩ রাত ১০:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: দুনিয়ার নিপীড়িত এক হও ;)

৭| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:০৭

ইমরাজ কবির মুন বলেছেন:
বিদ্রোহে যাওয়াটা তো রিস্কি মনে করেন।আমার কেসে আক্কেল আলী যদি আপনি হন??

২০ শে জুন, ২০১৩ রাত ১০:১২

*কুনোব্যাঙ* বলেছেন: সেটাও তো একটা চিন্তার কথা!! :|

৮| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২১

রহস্যময়ী কন্যা বলেছেন: ব্যাঙ ভাইয়ার প্রেমিকা কে জাতি জানতে চায় ;) ;) B-)

২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: জাতি রহস্যে থাকুক ;) B-) :-P

৯| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:২৩

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনি একটা বোকা, নাম বলেন। সবাই কনফিউসড হয়ে যাচ্ছে =p~ =p~ =p~

২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: বলবো না :-0 B-)

১০| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: আহা !

২০ শে জুন, ২০১৩ রাত ১১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: :| :|

১১| ২০ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩

রেজোওয়ানা বলেছেন: ইশরে আপনার অবস্থাতো একেবারেই বেড়াছেড়া :-*

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: আর বলবেন না আপু একেবারেই বেড়াছেড়া :( :(

১২| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:০৪

হাসান মাহবুব বলেছেন: অপি আক্তার নাকি?

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে অপি আক্তাররা কি কম আছে!! কত্ত কত্ত অপি আক্তার :P

১৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:১৬

ঢাকাবাসী বলেছেন: আটচল্লিশটা প্রেম..! ভাল।

২০ শে জুন, ২০১৩ রাত ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: ;) ;)

১৪| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪১

বাটাগোর বাস্কা বলেছেন: হে বিদ্রোহী কুনোব্যাঙ,,জানিয়া রাখ, প্রেম হইল বিপ্লবের ন্যায় , যেকোনো সময় যেকোনো স্থানে যেকোন পরিস্থিতি উহা ঘটিতে পারে। সাবধান, বিদ্রোহ করিয়া প্রেম কে ঠেকানো যায় না ,, মনের ওপর জোর করা চলিবে না।আমি আক্কেল আলীর জন্য মাঠে নামিতে প্রস্তুত....তাই বিপ্লবকে বিদ্রোহ দিয়া দমন করা যাইবে না..

২১ শে জুন, ২০১৩ রাত ১২:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: কোন হুমকি ধামকি ষড়যন্ত্রই ছ্যাকা খাওয়া বিদ্রোহীদের দমন করতে পারবেনা X(

১৫| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৪৭

মাহবু১৫৪ বলেছেন: =p~ =p~

২১ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P

১৬| ২০ শে জুন, ২০১৩ রাত ১১:৫৭

অপর্ণা মম্ময় বলেছেন: প্রেমিক যখন ভিলেন ! আহারে ! লুতুপুতু পোষ্ট আর প্রপিক দেখে প্রেমে পড়া ! আজব দুনিয়া !!! :P

২১ শে জুন, ২০১৩ রাত ১২:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: ভার্চুয়াল প্ল্যাটফর্মে এমন প্রেমিকের মনেহয় অভাব নাই!! ;) :P

১৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১২:২৬

মনিরা সুলতানা বলেছেন: আল্লাহি জানে কোন আক্কেল আলী এইবার ধরা খাইল :>

২১ শে জুন, ২০১৩ রাত ২:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: কিছুদিন পর যাকে দেখবেন এমন একটি চরমপত্র লিখছে সেই ;) :P

১৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১:০৩

আরজু পনি বলেছেন:

আয় হায়! আমিও তো অপি ম্যাডামের কথা ভাবতাছিলাম :P

২১ শে জুন, ২০১৩ রাত ২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: কত জনেই কত কিছু করে আর দোষ হয় খালি অপি ম্যাডামের /:) :-P

১৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৪২

একজন আরমান বলেছেন:
লাভ এট ফার্স্ট পোষ্ট =p~ =p~ =p~

মাইরালা আম্রে কেউ মাইরালা।

২১ শে জুন, ২০১৩ রাত ২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: ইহা একটি সাধারণ ঘটনা ;)

২০| ২১ শে জুন, ২০১৩ রাত ১:৪৮

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আটচল্লিশটা B:-) B:-) B:-) B:-)

২১ শে জুন, ২০১৩ রাত ২:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: মাত্র :| :|

২১| ২১ শে জুন, ২০১৩ রাত ২:২৩

মায়াবতী নীলকন্ঠি বলেছেন: এ ভাইডি এগুলাইন কি কইন??ডর লাগে তও

২১ শে জুন, ২০১৩ রাত ৩:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: কবি বলেছেন, মায়াজালে পড়েছ তো মরেছ ;) :P

২২| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:০৬

বৈরাম খাঁ বলেছেন: মাননীয় আক্কেল আলী আমিতো বেক্কল হইয়া গেলাম ;)

২১ শে জুন, ২০১৩ রাত ৩:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: ;) ;)

২৩| ২১ শে জুন, ২০১৩ রাত ৩:৩৭

বোকামানুষ বলেছেন: খাইছে B:-) B:-) :| :P

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: কি হৈল :|| :|| ;)

২৪| ২১ শে জুন, ২০১৩ সকাল ৭:০০

সেলিম আনোয়ার বলেছেন: আক্কেল আলী । নাম শুনে ভয় পেলাম। সুপ্রিয় ব্লগার আমি আক্কেল আলীর পরবর্তী গল্প লিখা দিব ভাবছিলাম এখন তো ঘাবড়ালাম। প্রথম পোস্টে প্রেমে পড়াটা ঠিক হয়নি।সে জন্য বোধ করি টেকসই হয়নি প্রেম। যাইহোক আত্ন ঘাতি কিছু করিয়েন না। কচু গাছের সংখ্যা যথেস্ট বাড়িয়াছে। আপনাকে নিয়া ভয় হয়তেছে্ ।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: ভয়ের সঙ্গত কারণ রহিয়াছে! আমিও বারান্দার টবে কচুগাছ বড় বড় করিতেছি। তবে তাহা আমার জন্য নহে।

২৫| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:১৪

জুন বলেছেন: এমন করে থ্রেট করছে কুনো :-* ভয়ংকর অবস্থা :-& :-&

জলদি থানায় একটা জিডি করে আসো তোমার আর তোমার নিকের নিরাপত্তা চেয়ে =p~ =p~
+

২২ শে জুন, ২০১৩ রাত ১২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: নিরাপত্তার পরোয়া করিনা। একজন প্রকৃত বিদ্রোহী কখনও পুর্ণ নিরপত্তা বলয়ে থেকে বিদ্রোহ করেনা /:)

২৬| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৩২

মামুন রশিদ বলেছেন: চরমপত্র পাঠ করলাম । এবার এ্যাকশান দেখুম, এ্যাকশান :P

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: বড় ভাইয়ের কথা শিরধার্য। এবার হবে ডাইরেক্ট একশন /:)

২৭| ২১ শে জুন, ২০১৩ সকাল ১০:৫৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

২৮| ২১ শে জুন, ২০১৩ সকাল ১১:৫৫

সায়েম মুন বলেছেন: ঘরে ঘরে থুক্কু ব্লগে পোস্টে পোস্টে আন্দোলন গড়ে তোলো। কোথায় সেই প্রেমিকা এখনই ব্যাঙের সামনে ঘ্যাতঘ্যোত করে হাজির হোক। #:-S

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: সহমর্মিতা জানানোর জন্য ধন্যবাদ। এবারের সংগ্রাম প্রেমিকাকে শায়েস্তা করার সংগ্রাম (মুষ্ঠিবদ্ধ হাতের ইমো)

২৯| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:২১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: :| :| :| মাইয়াটা কে নাম্টা কন খালি মাল্টি দিয়া ছ্যাড়ারো কইরাই ছাড়ুম! :P :P

২২ শে জুন, ২০১৩ রাত ১:১১

*কুনোব্যাঙ* বলেছেন: সাথে থাকার জন্য ধন্যবাদ! :P

৩০| ২১ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৯

গ্রাম্যবালিকা বলেছেন: কঠিন অবস্থা দেখি!!!!! B:-) :|| :-/

কুনোর সাবেক প্রেমিকা এবং আক্কেল আলী, সা-ব-ধা-ন =p~ =p~ =p~ :P

২২ শে জুন, ২০১৩ রাত ১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: সাবেক প্রেমিকা এবং আক্কেল আলী, সা-ব-ধা-ন :P

৩১| ২১ শে জুন, ২০১৩ দুপুর ২:২৯

আরমিন বলেছেন: =p~ =p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৩ রাত ১:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: হাসে ক্যা :||

৩২| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১

সোহাগ সকাল বলেছেন: খাইছে! =p~

২২ শে জুন, ২০১৩ রাত ১:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: B:-) B:-)

৩৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৫৬

হাসান মুহিব বলেছেন: কে গো

২২ শে জুন, ২০১৩ রাত ১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ধুতুরা পাতা ;)

৩৪| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫৫

শাহরিয়ার পলক বলেছেন: ব্যাঙ ভাই আপনে তো সস্তা কম না। এক কমেন্টেই কাইত হইয়া গেলেন।

আমিতো জানতাম ব্যাঙ এর কখনো সর্দি হয় না।

যাই হোক বলগের আফা রা সাবধান!! বলা যায় না কখন কার উরফে গিয়া ব্যাঙ এর বিষ দাত কামর বসায়...

২২ শে জুন, ২০১৩ রাত ১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: বলগের আফা রা সাবধান!!

৩৫| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:১০

অপূর্ণ রায়হান বলেছেন:


+++++

২২ শে জুন, ২০১৩ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৩৬| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:২০

মাক্স বলেছেন: আহারে কি পুলাডারে ব্লগে খাইল ;)

২২ শে জুন, ২০১৩ রাত ১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আর কইয়েন্না স্যার। (ভেউ ভেউ কইরা কান্নার ইমো হইব)

৩৭| ২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪

কান্ডারি অথর্ব বলেছেন:
হাউ রোম্যান্টিক !!!

২২ শে জুন, ২০১৩ রাত ১:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: ইটস নট রোম্যান্টিক। ভেরি স্যাড ওনলি :( :P

৩৮| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:১০

বৃতি বলেছেন: লাভ এট ফার্স্ট পোষ্ট !:#P =p~
ভার্চুয়াল লাভার, ভার্চুয়াল শহীদ । রম্য রাইটার হিসেবে আপনি সার্থক। আর যদি সত্যি কিছু হয়, আমার গভীর সমবেদনা /:)

২২ শে জুন, ২০১৩ রাত ১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: ইহা নিছকই একটি রম্য লেখার অপচেষ্টা মাত্র :) কুনো কোলা গেছো যে কারো সাথে যদি মিলে যায় তবে তা অনভিপ্রেত কাকতাল মাত্র ;) :P

৩৯| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৩

অচিন.... বলেছেন: আমি কিন্তু চিনি তারে। কইয়া দিমু সবাইরে? ;)

২২ শে জুন, ২০১৩ রাত ১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: ;) ;) ;) :-P

৪০| ২১ শে জুন, ২০১৩ রাত ১১:২৯

তারছেড়া লিমন বলেছেন: ঝাতি জানতি চায় সিডা কিডা??????????????

২২ শে জুন, ২০১৩ রাত ১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: অচিন.... দ্রষ্টব্য :-P

৪১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৬

আমি তুমি আমরা বলেছেন: তোমার টাইপ করা একেকটা অক্ষর দেইখা মনে হইত ঐগুলা থিকা গোলাপের আভা বাইর হইতেছে। তখন আর কেডায় জানত যে ঐগুলা আসলে ধুতুরা পাতার উপরে গোলাপের রঙ।

=p~ =p~ =p~

২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: ধুতুরাকে গোলাপ ভেবে ভুল করবেন না /:) :P

৪২| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৪

ব্যান্ড পার্টি বলেছেন: অপি আক্তারের লগে ব্যাপুক মিল পাই :D

২২ শে জুন, ২০১৩ রাত ২:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: কত জনেই কত কিছু করে আর দোষ হয় খালি অপি আক্তারের /:) :-P

৪৩| ২২ শে জুন, ২০১৩ ভোর ৪:১২

মুশাসি বলেছেন: চেনা চেনা লাগে :P

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P

৪৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৭

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হাইসতে হাইসতে কাহিল দশা =p~


আমি জানি আপ্নের পেরেমিকা কেডি, কাউরে কমুনা ;) B-))

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: ঘরের কথা পরে জানল ক্যাম্নে :|| :|| :-P

৪৫| ২২ শে জুন, ২০১৩ দুপুর ২:১৭

তামিম ইবনে আমান বলেছেন: পিলাস

২২ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: ধইন্যা

৪৬| ২৩ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: হাইসতে হাইসতে কাহিল দশা =p~


আমি জানি আপ্নের পেরেমিকা কেডি, কাউরে কমুনা ;)

দারুণ অবস্থা দেখি।

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: :P :P :P

৪৭| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

চিরতার রস বলেছেন: পইড়া কিছুই বুঝলাম নাহ।।। :( :-* :-* :-<
দিন দিন ভোদাই হৈয়া যাইতেছি। আপনেগোর মার প্যাচ বুঝিনা। =p~

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: ইহা নিতান্তই ফানপোষ্ট লেখার অপচেষ্টা মাত্র। অন্য কোন বিশেষত্ব খোঁজা বাহুল্য মাত্র :D


ধন্যবাদ চিরতার রস :)

৪৮| ২৪ শে জুন, ২০১৩ রাত ১:৩৯

বাংলার হাসান বলেছেন: আহারে বেচারা।

২৪ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: সমবেদনার জন্য ধন্যবাদ হাসান ভাই :(

৪৯| ২৮ শে জুন, ২০১৩ বিকাল ৩:১০

শ্রাবণ জল বলেছেন: =p~ =p~ =p~

২৯ শে জুন, ২০১৩ রাত ২:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: :D :D

৫০| ২৯ শে জুন, ২০১৩ দুপুর ১:২২

দোলাভাই বলেছেন: ওইটা আমার কোন শালী? ;)


=p~

৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: ;) ;)

৫১| ০৬ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

গৃহ বন্দিনী বলেছেন: পোষ্ট অর্ধেক পইড়াই ডরাইলাম :|| :|| :||

আপনের জন্য এত্ত গুলা সমবেদনা ।। বুঝিয়া লন

০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: সমবেদনা বুঝিয়া পাইলাম :P


অনেক ধন্যবাদ আপনাকে :)

৫২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ২:২৫

বৃতি বলেছেন: জ্বলন্ত আগুনের চরমপত্র আবার পড়লাম । হি হি ।

০৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: এবার নিশ্চই বুঝেছেন যে ইহা একটি রম্য লেখার অপচেষ্টা মাত্র :P


পুনর্বার পাঠে অনেক কৃতজ্ঞতা :)

৫৩| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১০:৫১

গরম কফি বলেছেন: পোষ্টে ভালো লাগা

১৫ ই জুলাই, ২০১৩ রাত ১২:২০

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু গরম কফি :)

৫৪| ০৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১২:২৩

নীল জোসনা বলেছেন: হাসতে হাসতে মাথা ব্যাথা হয়ে গেল তো ।
:P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P :P

০৭ ই এপ্রিল, ২০১৪ সকাল ৯:১১

*কুনোব্যাঙ* বলেছেন: এই নেন প্যারাসিটামল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.