নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১





কালের পরিক্রমায় সামহোয়্যার ইন... ব্লগ তার ৮ম বর্ষ অতিক্রম করলো, সেই সাথে বাংলা কম্যুনিটি ব্লগেরও অতিক্রান্ত হলো ৮টি বছর। নানাবিধ কারণে ২০১৩ সালটি বাংলা ব্লগ পরিমন্ডলের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ। বিশেষ করে ৫ই ফেব্রুয়ারী থেকে ব্লগারদের ব্যানারে শাহবাগ আন্দোলনের প্রেক্ষিতে বাংলা ব্লগ পরিমন্ডল সাধারণ মানুষের দৃষ্টিগোচরে আসে এবং একই সাথে নন্দিত ও নিন্দিত হয়। যাইহোক, আমরা দেখে নেই বছর জুড়ে কেমন ছিলো আমাদের প্রিয় সামহোয়্যাইন... ব্লগ।





শোক দিয়ে বছরের শুরুঃ

ইংরেজী নববর্ষের আনন্দের রেশ কাটতে না কাটতেই সর্বজন শ্রদ্ধেয় ব্লগার নগর ঋষি ইমন জুবায়ের ভাইয়ের আকস্মিক মৃত্যুতে সামহোয়্যারইন পরিবারের নেমে আসে শোকের ছায়া। উল্লেখযোগ্য সংখ্যক ব্লগার পোষ্ট দিয়ে এবং মন্তব্যের মাধ্যমে জানায় শোক ও শ্রদ্ধাঞ্জলি





শাহবাগ আন্দোলনঃ

বাংলা ব্লগিং বিষয়ক কোন আলোচনা যদি হয় তাহলে নিঃসন্দেহে সে আলোচনার একটি ভিত্তি থাকবে আলোচনার বিষয়বস্তু কি ৫ ফেব্রুয়ারির আগে নাকি পরে। দীর্ঘদিন ধরে ব্লগ পরিমন্ডলে রাজাকার যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সাধারণ ব্লগারদের জমে থাকা ক্ষোভের বিষ্ফোরণ ঘটে যখন মানবতা বিরোধী বিচার ট্র্যাইবুন্যাল কাদের মোল্লাকে ফাঁসির বদলে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে। যাবজ্জীবন কারাদন্ডের আদেশের পরপরই ব্লগাররা একের পর এক পোষ্ট দিয়ে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটায় এবং সেই ক্ষোভ অনলাইন থেকে অফলাইনে চলে যায় এবং সুত্রপাত হয় শাহবাগ আন্দোলনের। প্রথমে প্রেসক্লাবের সামনে জমায়েত হওয়ার আহ্বান জনানো হলেও পরবর্তীতে তা স্থান নেয় শাহবাগে । একই সাথে আন্দোলনের ডাক দেয়া হয় চট্টগ্রামঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে । অধিকাংশ ব্লগারের প্রাণের দাবীর সাথে একাত্না প্রকাশ করে সামহোয়্যারইন ব্লগ পরিবার। আন্দোলনে অংশগ্রহনের ডাকের সাথে সাথে আন্দোলন চলাকালীন একটি পোষ্ট স্টিকি রেখে ব্লগারদের নিয়মিত আপডেট জানানো হয়। একই সাথে আসে শাহবাগে আন্দোলনকারীদের নিয়ে গঠনমূলক পোষ্ট অথবা সমালোচনা





রাহুর কবলে সামহোয়্যারইনঃ

পরিস্থিতির ডামাডোলে বিভিন্ন গণমাধ্যম ও কিছু ওয়েব সাইটে শুরু হয় সামহোয়্যারইন নিয়ে নানা ধরনের বিষোদ্যগার । যার পরিপ্রেক্ষিতে সামহোয়্যারইন প্রধান সৈয়দা গুলশান আরা ফেরদৌস জানা ঢাকা রিপোর্টার্স ইউটিনিটিতে সংবাদ সম্মেলন করে সামহোহ্যার ইন... ব্লগের অবস্থান পরিষ্কার করেন।





ব্লগারদের উপর আক্রমণ, গ্রেফতার ও ব্লগার বিরোধী আন্দোলনঃ

বছরের শুরুতেই ব্লগার আসিফ মহিউদ্দিনের উপর কে বা কারা আক্রমণ চালায় । গুরুতর আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন থাকে বেশ কিছুদিন । কোন প্রকার কারণ দর্শানো ছাড়াই ১লা এপ্রিল গ্রেফতার হোন তিনজন ব্লগার এবং পরবর্তীতে গ্রেফতার হোন আসিফ মহিউদ্দিন । এদিকে ২/১টি গণমাধ্যমের একপাক্ষিক লেখালেখির সুবাদে একটি অংশের কাছে ব্লগ পরিমন্ডল পরিচিত লাভ করে শুধুমাত্র ইসলাম বিদ্বেষী প্ল্যাটফর্ম হিসেবে । হেফাজতে ইসলাম নামে একটি সংগঠনের হাত ধরে ব্লগার বিরোধী আন্দোলন শেষ পর্যায়ে সরকার পতন আন্দোলনে পরিণত হয়। যা নিয়ে সামহোয়্যারইনেও আসে আন্দোলনের পক্ষেবিপক্ষে পোষ্ট।





বিকল্প গণমাধ্যমঃ

মূল ধারার গণমাধ্যমের বাইরে এসে বিকল্প গণমাধ্যম হিসেবে যে কারণে ব্লগ বিশেষ ভাবে পরিচিত হচ্ছিলো সেই নাগরিক সাংবাদিকতা অন্যান্য বছরের চাইতে ২০১৩ সালে ছিলো অনেকটাই উপেক্ষিত। বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে গল্প কবিতা উপন্যাস কে নানাভাবে উৎসাহিত করা হলেও বলা যায় বছরের অর্ধেক অংশ জুড়েই নাগরিক সাংবাদিকতা এবং বিষয় ভিত্তিক লেখাগুলো অনেকটাই উপেক্ষিত হয়েছে। তথাপি থেমে থাকেনি নাগরিক সাংবাদিকতার যাত্রা। রামপাল কয়লা বিদ্যুত প্রকল্প নিয়ে ব্লগার দিনমজুরের দুই পর্বের (প্রথম পর্ব দ্বিতীয় পর্ব ) অনুসন্ধানী প্রতিবেদনে মূল ধারার গণমাধ্যমের অনেক আগেই রামপাল কয়লা বিদ্যুত প্রকল্পের ক্ষতিকর দিকগুলো তুলে ধরা হয়। আবার একই সাথে আসে রামপাল কয়লা বিদ্যুত প্রকল্পের পক্ষের পোষ্টও। এছাড়াও মূল ধারার গণমাধ্যমে বরাবর উপেক্ষিত সীমান্তে গরু চোরাচালের উপর ব্লগার দিনমজুরের আরেকটি অনুসন্ধানী প্রতিবেদেনে উঠে আসে অজানা অনেক তথ্য। সীমান্ত সমস্যা নিয়েও নানাবিধ লেখার সাথে সাথে সীমান্তের সত্যিকার বাস্তব চিত্রও উঠে আসে প্রত্যক্ষদর্শী ব্লগারের মাধ্যমে । একই সাথে ব্লাসফেমি আইন , তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধিত) আইন ২০১৩ , টিকফা চুক্তি কিংবা মূল ধারার গণমাধ্যমে অনেকটাই আলোচনায় না আসা এফবিআই এর বাংলাদেশে স্থায়ী অফিস এবং টিকফা চুক্তির ভবিষ্যৎ সম্পর্কে সর্বপ্রথম পোষ্ট আসে সম্ভবত সামহোয়্যারইন ব্লগেই। এছাড়াও ৫ থেকে ৭ লক্ষ টাকায় ক্যান্সারের চিকিৎসা , খাদ্য ঘাটতি মোকাবেলায় ব্রিটিশ বিজ্ঞানীদের উদ্ভাবিত আলু টমোটোর সম্মিলিত চাষের পদ্ধতির বা সস্তা মূল্যে ৩জি লাইসেন্স বিক্রির উপর খুব সম্ভব সামহোয়্যারইনের কল্যাণেই সর্বপ্রথম সকলের দৃষ্টিগোচর হয়। এছাড়াও বীরাঙ্গনা রমা চৌধুরীর নিজের লেখা বই বিক্রি করে জীবন যাপনের করুণ কাহিনী বা তার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের প্রচেষ্টা কিংবা যুদ্ধশিশু কোহিনুরের গল্প । তবে এবছর লাইভ ব্লগিং নেই বললেই চলে। শুধু ব্লগার মাহমুদুল হাসান কায়রোর মিশর পরিস্থিতির লাইভ আপডেটমিরপুর ব্লগ আড্ডার লাইভ আপডেট, ঘুর্ণিঝড় মহাসেনের গতিপথের লাইভ আপডেট ছাড়া তেমন উল্লেখযোগ্য লাইভ আপডেট চলতি বছর আমরা দেখতে পাইনি। আবার বছর শেষ কক্সবাজারের পর্যটন শিল্পে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাব আমরা দেখতে পাই একজন ব্লগারের সাম্প্রতিক কক্সবাজার ভ্রমণ ব্লগ থেকে । আরো দেখতে পাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে গুগল ডুডলের জন্য সকলের অংশগ্রহনের প্রচেষ্টা । রোহিঙ্গা সমস্যার কিছু বাস্তব চিত্র । সিরিয়ার সংঘাতের উপর ইতিহাস নির্ভর বিশ্লেষণ এবং তেল গ্যাস বাণিজ্যের সাথে সিরিয়ার গৃহযুদ্ধের সম্পর্ক নির্ভর লেখাও আমরা পাই বছরটিতে। এছাড়াও দেশের এক প্রান্তিক জনগোষ্ঠী শব্দকরদের উপর প্রতিবেদন। বছর তিনেক আগে শব্দকরদের নিয়ে পোষ্ট আসলেও পরবর্তীতে আড়ালে চলে যাওয়া এই প্রান্তিক অবহেলিত জনগোষ্ঠী এই প্রতিবেদনের সুবাদে ২০১৩তে নতুন করে আলোচনায় আসে এবং প্রয়াস চালানো হয় শব্দকরদের সহযোগীতা প্রদানেরও । কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে অবহেলিত এই জনগোষ্ঠীর ব্যাপারে উদ্যেগ পরবর্তীতে স্থিমিত হয়ে পড়ে।





সামাজিক আন্দোলন, সচেতনতা, যাপিত জীবন, দেশ ভাবনা ও তর্ক বিতর্কঃ

নাগরিক সাংবাদিকতার পাশাপাশি অন্যান্য বছরের মতো ২০১৩তেও আমরা বেশ কিছু সামাজিক আন্দোলন দেখতে পাই। বছরের শুরুতেই দেশব্যাপী ধর্ষণের বিরুদ্ধে মানব বন্ধন , এছাড়াও আত্নহত্যা , শিশু যৌন নিপীড়ন, রক্তদান , স্কুল কলেজগামী মেয়েদের সচেতনতা বা দেশের রাজনৈতিক সংকটের সমাধানে শীর্ষস্থানীয় রাজনীতিবিদদের নিকট প্রত্যাশার কথা এবং সংঘাত পরিহারে নাগরিক বন্ধনে যাওয়ার অনুরোধ কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধিত) আইনের বিশ্লেষণ এবং দেশের একটি শীর্ষস্থানীয় পত্রিকা আয়োজিত গোলটেবিল বৈঠকে সৈয়দা গুলশান আরা ফেরদৌস এই আইনের সাথে সংবিধানের কিছু সাংঘর্ষিক দিক তুলে ধরেন এবং এই আইনের ৫৭ ধারার সম্পুর্ণ বিপক্ষে অবস্থান নেন যা অধিকাংশ ব্লগারের মতামতেরই প্রতিচ্ছবি। এছাড়াও যাপিত জীবনে সুদূর আমেরিকায় বাংলাদেশী মধ্যবিত্ত ছাত্রের জীবনযাপন , আফ্রিকার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ছবি গল্প , রাশিয়ার জীবনচরিত কিংবা ৫৪তম ইন্টারন্যাশনাল ম্যাথম্যাথিক্যাল অলিম্পিয়াড বা আইএমও-২০১৩ তে অংশগ্রহনকারী বাংলাদেশ দলের একজন সদস্যের চোখে কলম্বিয়া ভ্রমণের গল্প । একই সাথে থেমে থাকেনি বিজ্ঞান ভিত্তিক শিক্ষামূলক পোষ্ট , আধুনিক বিজ্ঞান , ভিন্ন ধারার শিক্ষা পদ্ধতির কথা। কিংবা শিশু একাডেমি রক্ষার আকুল আবেদন





হাত বাড়িয়ে দাওঃ

মানুষ মানুষের জন্য। বিভিন্ন সময়ে মানবিক সাহায্যে ব্লগারদের সম্মিলিত অংশগ্রহন ছিলো লক্ষ্যনীয়। সাভার ট্র্যাজেডিতে উদ্ধারের জন্য বিভিন্ন রসদ সরবরাহ , কায়িক পরিশ্রম বা প্রয়োজনীয় উপকরণের চাহিদা জানিয়ে সংবাদ এবং ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগীতা প্রদানের জন্য ফান্ড তৈরী পুনর্বাসনের চেষ্টা এর সবই আমরা দেখতে পারি সামহোয়্যারইন ব্লগে। এছাড়াও উত্তরবঙ্গে মঙ্গা পীড়িত অঞ্চলে বা রাজশাহীতে একটি সংগঠনের ব্যানারে শীতবস্ত্র বিতরণের প্রয়াস। মহান মুক্তিযুদ্ধের সময় বীভৎসতার শিকার মমতাজের জন্য একটু মমতার আবেদন । ক্যান্সারে আক্রান্ত সপ্তম শ্রেণীর ছাত্রী মনিরার চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ





অভ্যন্তরীণ অভিযোগ অনুযোগঃ

অন্যান্য বছরের ন্যায় বছর জুড়েই নির্বাচক বা মডারেশন প্যানেলের বিরুদ্ধে ব্লগারদের অভিযোগ অনুযোগ ছিলো উল্লেখযোগ্য পরিমাণে। বিশেষ করে নির্বাচিত পাতা নিয়ে সারা বছর জুড়েই হয়েছে বিরক্তি প্রকাশ , অভিযোগ , তর্ক বিতর্ক । তাছাড়া নিক ব্যান বা সেফ করা নিয়েও মডারেশন প্যানেলের বিরুদ্ধে ছিলো অভিযোগ । বরাবরের মতোই ২০১৩তেও সিন্ডিকেটিং এর অভিযোগ এসেছে ।





ভালোবাসার সামহোহ্যার ইন... ব্লগঃ

বিভিন্ন অভিযোগ অনুযোগ থাকলেও সকলের প্রিয় সামু এবং সামু ব্লগারদের নিয়ে গঠনমূলক বিভিন্ন আলোচনায় হয়েছে। অন্যের পোষ্টে মন্তব্য , ব্লগে করণীয় , ব্লগিয় আচরণ কিংবা সমস্যা সমূহের গঠমূলক আলোচনা , সামহোয়্যারইনের অতীত থেকে বর্তমান পর্যন্ত পোষ্টের সংকলন কিংবা পুরাতন ব্লগারদের ফিরিয়ে আনার প্রয়াস





পুরষ্কার ও সম্মাননাঃ

ব্লগার সাদাত হোসেন “জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০১৩” তে কালচালার এ্যাচিভমেন্ট ক্যাটাগরীতে তিনি TEN OUTSTANDING YOUNG PERSONS হিসেবে পুরষ্কার লাভ করেন । এছাড়া ব্লগার সুমাইয়া বরকতুল্লাহ জিতে নেন মীনা মিডিয়া এওয়ার্ড ২০১৩ । ডয়েচ ভেলের Best of Online Activism Award - The Bobs 2013: Best Person to Follow Bengali বিজয়ী হোন ব্লগার সাইফ সামির । তথ্যকল্যাণী জিতে নেয় গ্লোবাল মিডিয়ার ফোরামের দ্যা ববস এর জুড়ি এওয়ার্ড । এছাড়াও ব্লগার রাগিব হাসানের শিক্ষক ডট কম ইনফর্মেশন সোসাইটি ইনোভেশন এওয়ার্ড লাভ করে।





উল্লেখযোগ্য সংখ্যক নতুন ব্লগারে উপস্থিতিঃ

চলতি বছর উল্লেখযোগ্য সংখ্যক তুলনামূলক নতুন ব্লগারদের উত্থান একটি গুরুত্বপুর্ণ বিষয়। পুরাতন কে পেছনে ফেলে যা একটি নতুন ব্লগীয় প্রজন্মের আভাস দেয়। যা অত্যন্ত্য ইতিবাচক একটি দিক। নতুন ধাঁচের গল্প কবিতার ভারে মুখরিত ছিলো সারাটি বছর বিশেষ করে বছরের মধ্যভাগ থেকে। গল্প , কবিতা , ফিচার ধর্মী লেখায় ছিলো নতুনত্বের মাত্রা।





নতুন ফিচার সংযোজনঃ

২০১৩তে নতুন যুক্ত হয় নোটিফিকেশন সিস্টেম এবং মন্তব্যে ভালোলাগা জানানোর সুযোগ। নতুন ২/১টি ফিচার সংযুক্ত হলেও সারা বছর জুড়ে টেকনিক্যাল সমস্যা যেমন সার্ভার ব্যস্ত, লগিন সমস্যা এসব বেশ ভুগিয়েছে ব্লগারদের। সার্ভার আপগ্রেডেশনের কাজের জন্য কয়দিন ব্লগ বন্ধ রেখে কাজ করার পরও পরবর্তীতে এই সমস্যার পুর্ণাঙ্গ সমাধান এখন পর্যন্ত হয়নি।





বিজয় দিবস র‍্যালি, ব্লগ দিবস ও ব্লগার আড্ডাঃ

প্রতি বছরের মতো চলতি বছরের ১৬ই ডিসেম্বর এবারও সামহোয়্যারইনের উদ্যেগে বিজয় দিবস র‍্যালি উদযাপিত হয়। [র‍্যালির ছবিব্লগ] তবে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাতিল করা হয় ১৯শে ডিসেম্বরের ৫ম বাংলা ব্লগ দিবস । তবে মিরপুর , সিলেট , লন্ডন , যশোরের ব্লগাররা স্থানীয় ভাবে নিজেদের মতো করে ব্লগ দিবস উদযাপন করে এছাড়াও আয়োজন করা হয় অনলাইন আড্ডার [ব্লগ দিবস আড্ডার পোষ্টসমূহ সমূহ [ , , , , , , , ৮ ] । এছাড়াও ব্লগারদের নিজ উদ্যেগে মাসিক ভিত্তিতে আয়োজতি হয় ব্লগারদের সাহিত্য আড্ডা



গণমাধ্যমে বাংলা ব্লগ দিবস- ইত্তেফাক , ডেইলি স্টার , বিডিনিউজ২৪





প্রত্যাশা প্রাপ্তি সমস্যা সম্ভাবনা সব মিলিয়ে বাংলা কম্যুনিটি ব্লগ সামহোয়্যারইন পেরিয়ে গেলো আরো একটি বছর। যে বছরে সামহোয়্যারইন ব্লগের অ্যালেক্সা র‍্যাঙ্কিং এ জনপ্রিয়তার দিক থেকে বাংলাদেশে অবস্থান ছিলো ৩৫ এবং সারা বিশ্বে ৭৫২৯ এছাড়া গুগল পেজে সামহোয়্যারইনের রেটিং ছিলো ৪।





বিগত বছরগুলোতে আসা বর্ষ পরিক্রমার কয়েকটি পোষ্টের লিংক,



ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ



ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...



ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...



ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন





সকলের আরো দায়িত্বশীল ব্লগিং এবং মডারেশন প্যানেলের আরো পেশাদারিত্ব মিলিয়ে ভালোবাসার সামহোয়্যারইন... ব্লগ পেরিয়ে যাক আরো সুদীর্ঘ পথ। সবাইকে ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।



মন্তব্য ২৫৮ টি রেটিং +২৩/-০

মন্তব্য (২৫৮) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
পড়ার আগেঃ আজকে তো ৩০ তারিখ। আরো একদিন তো বাকি আছে B:-)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, একদিন বাকী আছে। আগের বর্ষ পরিক্রমাগুলোও বছরের শেষ মুহুর্তে দেয়া দেখে ধরে নিয়েছি এটাই রেওয়াজ।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৪

খেয়া ঘাট বলেছেন: বেশ ভালো পোস্ট। পোস্টটা স্টিকি হবে।
নব বর্ষের আগাম শুভেচ্ছা। ২০১৪ সাল ব্লগারদের জন্য আরো প্রানবন্ত হয়ে ওঠুক।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নবর্ষের আগাম শুভেচ্ছা। প্রাণবন্ত হয়ে উঠুক ২০১৪ সাল।

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পোস্ট। তথ্যবহুল পোস্ট। ভাল লেগেছে। :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাই :)

৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:

আমি তো অনেক পুরষ্কার পেয়েছি। আমার নাম কোথায়? X(( :-P :#>


আপনি দেখি ব্লগের নতুন ফিউশন ফাইভ B:-)



৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: আপ্নার নাম নাই :-P



ফিউশন ফাইভ তো ফিউশন ফাইভই। তবে পোষ্টটিতে ফিউশন ফাইভের ফিরে দেখার ছায়া আছে :P

৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ২০১৩ অবরোধের বছর !!!!!!!!!

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: হয়তো ২০১৪ এর শুরুটাও এমন হবে। আশা করি এমনটা না হোক।

৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মোঃ আনারুল ইসলাম বলেছেন: চমৎকার পোস্ট। তথ্যবহুল পোস্ট।খুবই ভাল লেগেছে।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫২

মামুন হতভাগা বলেছেন: বাহ , সুন্দর।অনেক পরিশ্রমের জন্য অনেক ধন্যবাদ।
শুভ হোক নতুন বছর।
নতুন বছরের শুভেচ্ছা রইল :)

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ও নতুন বছরের শুভেচ্ছা মামুন ভাই :)

৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

হাসান মাহবুব বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনি দেখি ব্লগের নতুন ফিউশন ফাইভ :-B

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: হামা ভাইও এটা বললে লজ্জা পেয়ে যাবো। ফিউশন ফাইভের মতো গুণী শক্তিশালী ব্লগার হওয়া আমার মতো মানুষের পক্ষে প্রায় অসম্ভব একটি ব্যাপার।

৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

আমি নিন্দুক বলেছেন: উরি বাবা.......

সেইরাম পোস্ট...

লাইক..

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: নিন্দুকের থেকে প্রশংসা অবশ্যই আনন্দের।



অনেক ধন্যবাদ আপনাকে :)

১০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

ইমরাজ কবির মুন বলেছেন:
অসাম, ওয়েল ডান ||

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস মুন ভাই :)

১১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০০

অপু তানভীর বলেছেন: খাইছে .......।

হাসান মাহবুব বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনি দেখি ব্লগের নতুন ফিউশন ফাইভ :-B

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: ফিফা ফিফাই, তাই বিকল্প হয়না। আর এই পোষ্টও ফিফার ছায়াতেই লেখা

১২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

একজন আরমান বলেছেন:
দারুন পোস্ট। প্রিয়তে রাইখা নেই আগে।
এরপর আস্তে আস্তে বাকি পোস্ট পড়বো আর লিংকের পোস্টগুলিও।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু একজন আরমান

১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৫

খন্দকার আরাফাত বলেছেন: দারুণ পোস্ট প্রিয়তে নিয়ে রাখলাম। ২০১৩ সালের উল্লেখযোগ্য সব কিছুই উঠে এসেছে পোস্টে।

পোস্ট স্টিকি করা যায় কিনা কতৃপক্ষকে ভেবে দেখার অনুরোধ জানাই।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ খন্দকার আরাফাত

১৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব সংক্ষেপে ২০১৩ তুলে এনেছেন !
পোষ্ট ভালো লেগেছে , সময়ে সময়ে গুরুত্বপুর্ণ ইস্যুতে সামু সব সময় সোচ্চার বলে আমার মনে হয়েছে , সেই সময় গুলোতে নাগরিক সাংবাদিকতার দিক টি ফোকাসে আসে বেশী !
তবে অস্বীকার করার উপায় নেই এই বছর বিশেষ ধরনের কিছু পোষ্টের ক্ষেত্রে একটি শূন্যতা দেখা গেছে !

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ অভি। আসলে সিটিজেন জার্নালিজমটা মনেহয় ঠিক ইস্যু ভিত্তিক নয়। চলতি পথে দেখা ঘটনাপ্রবাহ যেগুলো অনেক সময়ই মূল ধারার সংবাদ মাধ্যমে আসেনা কিন্তু ব্লগ পরিমন্ডল যেখানে সবার লেখা বা মতামত জানানোর জন্য উন্মুক্ত সেখানে এসে তার উপস্থাপনকেই আমরা সিটিজেন জার্নালিজম বলতে পারি।

আর ২/১ ধরনের পোষ্টের ক্ষেত্রে শুন্যতার একটি কারণ হতে পারে দেশের রাজনৈতিক অবস্থা, বিভক্তি, ভিন্নমত গ্রহনে অনীহা বা সংশোধিত আইনের জন্য একটি ভয় ভয় আবহ।

১৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: এই ধরনের একটি পোষ্ট তৈরী করা নিঃসন্দেহে অত্যন্ত কঠিন একটি কাজ এবং যথেষ্ট ধৈর্য্যের ব্যাপারও বটে। আমার জানা মতে এবং বিবেচনায় আপনি সেরা বিষয়গুলোই তুলে এনেছেন। ধন্যবাদ এবং অভিনন্দন। :)

আমি একবার চেষ্টা করেছিলাম নববর্ষ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরীতে আমার দৃষ্টিতে এই বছরের সেরা কিছু পোষ্ট নিয়ে কাজ করতে। কিন্তু বুঝতেই পারছেন এত ধৈর্য ও কষ্ট করতে পারি নি বিধায় তা আপাতত বাদ দিয়েছি। আবারও আপনাকে অভিনন্দন জানাই।

পাশাপাশি এটাও বলার লোভ সামলাতে পারছি না, আপনার পোষ্টে কমেন্টের মাধ্যমে আমি আমার ১০,০০০ তম মন্তব্যটি করলাম। B-) :) ভালো থাকবেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাদের উচ্ছাসিত প্রশংসা আমার সামান্য কাজের চাইতে প্রাপ্তির ঝুলি অনেক অনেক বড় করে দিচ্ছে। স্মৃতির উপর ভর করে লেখা আর সার্চিং এ আমার দুর্বলতার কারণে অনেক কিছুই হয়তো তুলে আনতে পারিনি। তবুও আন্তরিক প্রশংসাটুকুর জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনিও ভালো থাকুক অনেক অনেক :)

১৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

সুমন কর বলেছেন: চমৎকার ও দারুণ পোস্ট। অনেক কষ্ট করে এই পোস্টটি দেবার জন্য ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ সুমন দা :)

১৭| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২২

পুরানো আমি বলেছেন: চমৎকার একটি পোস্ট। ভালো লাগলো। আপনি ডেডিকেটেড ব্লগার বুঝাই যাচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: আমি মোটেই ডেডিকেটেড ব্লগার নই, তবে এটা সত্য যে ২০১৩তে তুলনামূলক অনেক বেশী সময় ব্লগে কাটিয়েছি।


প্রশংসায় আন্তরিক ধন্যবাদ পুরানো আমি।

১৮| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২৮

লেখোয়াড় বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ কুনো এমন কষ্টসাধ্য একটি পোস্ট দেওয়ার জন্য।
আপনাদের এমন উৎসাহ ব্যঞ্জক কাজের জন্য আমিও ব্লগিং-এ থাকার উৎসাহ পাই।

সামুর জয় হোক, সুস্থ ব্লগিং বেঁচে থাকুক।
আপনি ভাল থাকেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

*কুনোব্যাঙ* বলেছেন: সুস্থ ব্লগিং বেঁচে থাকুক, বিশ্বায়নের যুগে আমাদের মাতৃভাষায় যুক্তি তর্ক লেখনির চর্চার মাধ্যমে বাংলা ভাষার তথ্য ভান্ডার হোক সমৃদ্ধ।

অনেক ধন্যবাদ লেখোয়াড় ভাই, আপনিও ভালো থাকুন অনেক অনেক।

১৯| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মামুন রশিদ বলেছেন: আরে ব্বাস! এক পোস্টেই পুরো সামহোয়্যারইন ২০১৩ সাল! :| :-B


আসলে ব্লগ কারো জন্যই থেমে থাকেনা, নতুন এসে জায়গা নেয় পুরাতনের ।

নতুন বছরের আগাম শুভেচ্ছা কুনো B-) B-)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: ২০১৩তে বেশ অনেকটা সময়ই ব্লগে কাটিয়েছি তাই ভাবলাম অন্তত নিজের জন্য হলেও সারা বছরে কি দেখলাম না দেখলাম তার একটা সারমর্ম লিখে রাখি।

আপনাকেও নতুন বছরের আগাম শুভেচ্ছা প্রিয় মামুন ভাই। :)

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

মোহাম্মদ মজিবর রহমান বলেছেন: এককথায় দারুন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: প্রশংসায় অনেক কৃতজ্ঞতা জানাই :)

২১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৭

আমিনুর রহমান বলেছেন:




নিঃসন্দেহে বছরের সেরা পোষ্টের একটা পোষ্ট।


পোষ্টের মধ্যে দারুন কিছু বিষয় তুলে এনেছো। বিষয়গুলো নিয়ে আলোচনা সুযোগ আছে এবং প্রয়োজন আছে। একে একে চেষ্টা করব বিষয়গুলো যেন সবার দৃষ্টিগোচর করা যায়। ধন্যবাদ মামুন।


প্রথমত শব্দকরদের নিয়ে আমরা ব্লগাররা চেষ্টা করেছিলাম কিছু করার জন্য। ২০১০ এ প্রথম কুঙ্গ থাঙ শব্দকরদের বাঁচাতে এগিয়ে আসুন প্রথম ব্লগে উদ্যোগ নিয়েছিলেন কিন্তু সেই সময় ব্যাপার তেমন সাড়া ফেলতে পারেনি। পরবর্তীতে কাজী মামুনহোসেন তার শব্দকরদের করুন অসহায়ত্বের গল্প : আমরা কি মমতার হাত বাড়াতে পারিনা ? এই পোষ্টের মাধ্যমে আবারও ব্লগে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছিলেন এবং তাতে অনেক ব্লগার সারাও দিয়েছিলেন। তার প্রেক্ষিতে জীবনানন্দদাশের ছায়া "শব্দকর" প্রসংগে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো এবং একটি পাইলট প্রকল্পের প্রস্তাবনা এই পোষ্টের মাধ্যমে একটা প্রস্তাবনাও এনেছিলেন। কিন্তু পরবর্তীতে আবার এই উদ্যোগটা হঠাৎ করেই থেমে গেলো। এই পোষ্টের মাধ্যমে আমি আবারও সকলকে এই অবেহেলিত সমাজের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: শব্দকরদের অবর্ণনীয় দুঃখগাঁথা আর শব্দকরদের নিয়ে সকলের উন্নাসিকতা সত্যিকার অর্থেই এই একবিংশ শতাব্দীতে এক আশ্চর্য গল্প। ব্লগের মতো বিকল্প গণমাধ্যমের পাশাপাশি মূল ধারার গণ মাধ্যমেও শব্দকরদের নিয়ে প্রতিবেদন ও আলোচনা বোধহয় জরুরী।


আপনাকেও অনেক ধন্যবাদ আমিনুর ভাই। বিভিন্ন সামাজিক কার্যক্রমে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহন আশাকরি অনেককেই অনুপ্রাণিত করবে।

২২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩৮

এহসান সাবির বলেছেন: চমৎকার পোস্ট কুনো ভাই। ছোট পোস্টে তথ্য ভান্ডার। খুব ভালো পোস্ট।
ভাললাগা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: চেষ্টা করেছি খুব অল্প পরিসরে স্মৃতিতে জমে থাকা বিষয়াবলী নিয়ে সারা বছরের সারাংশটা তুলে ধরার।


আন্তরিক প্রশংসাটুকুর জন্য অনেক কৃতজ্ঞতা সাবির ভাই :)

২৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৬

আরজু পনি বলেছেন:

পড়তে পড়তে যদিও ফিউশন ফাইভের পোস্টের গন্ধই পাচ্ছিলাম...তারপরও বেশ লাগলো ফিউশনের মিনি ভার্সন ।

শোকেসে নিলাম ।।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: ফিউশন ফাইভের মিনি ভার্সন বলতে পারেন আপু। ফিফার ফিরে দেখার ছায়া ধরেই এই পোষ্ট :P

২৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

মামুন রশিদ বলেছেন: শব্দকরদের নিয়ে উদ্যোগ হঠাৎ থামে নি । আমরা মৌলভীবাজারের কমলগঞ্জে শব্দকর পল্লীতে যোগাযোগ করেছিলাম । একটা মেডিকেল ক্যাম্প করার ইচ্ছে পোষণ করেছিলাম । কিন্তু শব্দকরেরা বাইরের মানুষকে খুব সন্দেহের চোখে দেখে । কারণ ইতিমধ্যে কিছু ব্যক্তি এবং এনজিও তাদের নাম ব্যবহার করে দেশ-বিদেশ থেকে সাহায্য এনে এদের ঠকিয়েছে । তাই তারা আমাদের আহবানে সাড়া দেয় নি । আরেকটি সমস্যা ছিল- এলাকা ভিত্তিক রাজনীতি । বাইরের কেউ এদের সাহায্য করতে এলে এই রাজনীতিকেরা সন্দেহের চোখে দেখে । এই রাজনীতিকদের ম্যানেজ করার মত স্থানীয় কোন মানুষ আমরা পাইনি ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: সুযোগ সন্ধানী মানুষের অপকর্ম অনেক সুন্দর উদ্যেগকে ধ্বংস করে দেয়। আর তাতে ভুক্তভোগীরা সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। আর স্থানীয় রাজনীতি এই সমস্যাটা বোধহয় বাংলাদেশের প্রতিটা কোনায়। বৃহৎ পরিসরে কিছু করতে হলে বোধহয় সবার আগে দরকার সামাজিক সচেতনতা আর প্রয়োজন মূল ও বিকল্প গণমাধ্যমে শব্দকরদের সমস্যাগুলো তুলে ধরা তাও নিয়মিত ভাবে। কারণ এটি দীর্ঘদিনের একটি সামাজিক বৈষম্য।

২৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৪

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: আ শর্ট নোট অফ ২০১৩ :) ব্লগের প্রতি ভালোবাসা না থাকলে এধরণের পোস্ট লেখা অলমোস্ট ইম্পসিবল। এ পোস্ট এর মধ্যে বছরের উল্লেখযোগ্য সবকিছুই উঠে এসেছে।

আমিনুর ভাইয়া বলেছেন নিঃসন্দেহে বছরের সেরা পোষ্টের একটা পোষ্ট :)

পোস্ট প্রিয়তে :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১২

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস এ লট :)

২৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:০৫

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অনেকেই সমালোচনা করে বলে যে, সামুর মান আর আগের মতো নাই , সামু পড়ে গেছে , আগের মতো আর লেখা আসেনা ।

সামুতে আমার বয়স খুব একটা বেশী হয় নাই , তাই খুব ভালোভাবে বলতে পারবো না সামুতে আগে ঠিক কি ধরণের পোস্ট আসতো । তবে আপনার এই পোস্টটি দেখিয়ে আমি সমালোচকদের বলতে পারবো যে, "সামুর মান কমে নাই , সামু এখনো বাংলাদেশের এক নাম্বার কমিউনিটি ব্লগ । গত বছর(২০১৩ এর) কন্টেন্ট দেখেই সেটা বুঝতে পারা যায় । "

ধন্যবাদ কুনো ভাই ।

পোস্টটি স্টিকি করা হোক ।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: এখানে তো পোষ্ট নেই ই বলা চলে। একই বিষয়ের উপর অনেকগুলো পোষ্টে থেকে ২/১টি নিয়ে একটি পরিক্রমা সাজিয়েছি মাত্র। তবুও অনেক বিষয় আমার অগোচরে থেকে গেছে স্বাভাবিক ভাবেই। খুজলে এমন অনেক অনেক চমৎকার সব পোষ্ট পাওয়া যাবে যেগুলো পাঠকের অভাবে ধুঁকেছে। আর এটা অবশ্যই লেখকদের দীনতা নয় দীনতা পাঠকদের।


সুন্দর মন্তব্যের জন্য তোমাকেও অনেক ধন্যবাদ রুপম।

২৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১১

মশিকুর বলেছেন:
কষ্ট সাধ্য পোস্ট। লিংকের সমাহার। ২০১৩র প্রায় সকল গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। স্টিকি হওয়ার মত পোস্ট। সবকিছু মিলিয়ে একটা ঘটনা বহুল বছর কাটলো। নতুন বছরের আগাম শুভেচ্ছা।

****************
স্বপ্নবাজ অভি এবং আমিনুর রহমান ভাইয়ের 'মা' নিয়ে লেখা দুটি অ্যাড করতে পারেনঃ
"মা" নিয়ে লিখা সুন্দর আর্টিকেল (নোংরা পেজগুলোকে পেছনে ফেলে ) গুগলের প্রথম পাতায় নিয়ে আসার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ।

মা নিয়ে নোংরা লিখা ব্লগস্পটসমুহ রিপোর্ট করে কিভাবে বন্ধ করা যায় আসুন দেখে নেই।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্ট দু'টির জন্য ধন্যবাদ। সভ্যতা বিবর্জিত অসুস্থ মানসিকতার কিছু লোকের কৃতকর্মের জন্য নোংরা হয়ে যাওয়া মাতৃভাষাকে পরিচ্ছন্ন করার জন্য পোষ্ট দুটি অত্যন্ত গুরুত্বপুর্ণ।

২৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১২

এক্স রে বলেছেন: দারুন পোস্ট! অনেক তথ্যই অজানা ছিল। ইমন জুবায়ের ভাইয়া অবশ্যই মিস করব

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ :)

২৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:





আপনি আপনার পোষ্টে লিখেছেন,

মূল ধারার গণমাধ্যমের বাইরে এসে বিকল্প গণমাধ্যম হিসেবে যে কারণে ব্লগ বিশেষ ভাবে পরিচিত হচ্ছিলো সেই নাগরিক সাংবাদিকতা অন্যান্য বছরের চাইতে ২০১৩ সালে ছিলো অনেকটাই উপেক্ষিত। বিশেষ করে বছরের মাঝামাঝি থেকে গল্প কবিতা উপন্যাস কে নানাভাবে উৎসাহিত করা হলেও বলা যায় বছরের অর্ধেক অংশ জুড়েই নাগরিক সাংবাদিকতা এবং বিষয় ভিত্তিক লেখাগুলো অনেকটাই উপেক্ষিত হয়েছে। তথাপি থেমে থাকেনি নাগরিক সাংবাদিকতার যাত্রা।


আপনার এই কথাগুলো পড়ে যা বুঝলাম আমি নিজেও গল্প কবিতা ব্লগে প্রকাশ করি এমনকি একটি কবিতা সংকলন করেছিলাম কিন্তু আসলে পরিপূর্ণ ব্লগিং বলতে যা বোঝায় তার থেকে অনেক পিছিয়ে রয়েছি। তাহলে দাঁড়াচ্ছে এই যে ব্লগ সাহিত্য চর্চার জায়গা নয়। ব্লগে যারা গল্প কবিতা লেখে তারা প্রকৃত ব্লগার নয়।

তবে যাই হোক পোস্ট দুর্দান্ত। ২০১৩ সালের সেরা পোস্ট এটিই। ব্লগের নতুন ফিউশন ফাইভ কে স্বাগতম শ্রদ্ধা ভরে। এবং পোস্ট অবশ্যই প্রিয়তে। পোস্টের জন্য আমার টুপি খোলা সালাম রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার ওয়েব লগ আপনার খোলা খাতা, নীতিমালা মেনে আপনি লিখবেন যত খুশি, খাতা ফুরাবে না। গল্প, কবিতা, চলচিত্র ইত্যাদির সবই থাকবে একজন ব্লগার যা লিখতে পছন্দ করে, আমি নিজেও আলোচ্য বছরেই গল্প লিখেছি, কবিতা লিখেছি।

এখানে আমি আসলে বলতে চেয়েছি যে সাধারণের কাছে ব্লগ পরিমন্ডলের পরিচিতিটা অনেকাংশেই সমসাময়িক ঘটনাবলীর উপর আলোচনা সমালোচনা বা নাগরিক সাংবাদিকতা। মূল ধারার গণমাধ্যমে যেখানে সবার অংশগ্রহনের সুযোগ থাকেনা সেখানে ব্লগ সবার জন্য উন্মুক্ত একটি স্থান। যে কেউ চাইলেই এখানে এসে সুস্থ আলোচনায় অংশগ্রহন করতে পারে। এই দিকটা বর্তমান পরিস্থিতির কারণেই হোক বা অন্য কোন কারণেই হোক বিগত বছরগুলোর তুলনায় নাগরিক সাংবাদিকতা পাঠক লেখক সকলের কাছেই তুলনামূলক উপেক্ষিত হয়েছে।

তবে এই সময়ের প্রেক্ষাপটে বলা যায় ব্লগ বা অনলাইন একটিভিজম বর্তমানে সাধারণ মানুষের অংশগ্রহনে একটি সামাজিক আন্দোলন বা পরিবর্তনের নতুন ধারা তাই আমরা একে হয়তো কিছুটা দৈনিক পত্রিকার সাথে তুলনা করতে পারি যেখানে পাঠকই লেখক বা লেখকই পাঠক। সেই ক্ষেত্রে শুধুমাত্র গল্প সাহিত্য কবিতা এগুলোর চাইতে বিভিন্ন সংবাদ বা ইস্যু ভিত্তিক আলোচনা বা একজন ব্লগারের চোখে দেখা আজকের দিনের ঘটনা তুলে আনা যেগুলো মূল ধারার গণমাধ্যমের চোখ এড়িয়ে যায় সেগুলো কিছুটা হলেও তুলনামূলক বেশী গুরুত্বপুর্ণ।

আর একটি পরিবর্তন বা সামাজিক আন্দোলনে যেমন থাকে তেমনই থাকে গল্প সাহিত্য কবিতা গানের মাধ্যমে সেই আন্দোলনকে করে বেগবান বা আনে নতুন ভাবনার খোরাক। যেমন ইংরেজ বিরোধী আন্দোলনের সময় মুকুন্দ দাসের একটি কবিতা মনে পড়ছে,

দশ হাজার প্রাণ আমি যদি পেতাম
তবে ফিরিঙ্গী বণিকের গৌরব-রবি
অতল জলে ডুবিয়ে দিতাম।।

শোন ভাই সব স্বদেশী,
হিন্দু মোছলেম ভারতবাসী
পারি কিনা ধরতে অসি,
জগৎ কে তা দেখাইতাম।।


আবার দেখুন আপনার বায়োনিক গল্পের ভেতরেও কি কিছু বক্তব্য পাইনা! :)

মন্তব্যে অনেক ধন্যবাদ প্রিয় কান্ডারি ভাই :)

৩০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৩

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: চমৎকার! ফিউশনের অভাব কিছুটা হলেও ঘুচেছে :) আমি সত্যি ভাবছিলাম এ বছর কাজটা কে করবে :|

শব্দকর বিষয়ে কাজ করাটা বেশ জটিল বলে আমার মনে হয়েছে। তবু যদি দেশের অবস্থা স্বাভাবিক হয়ে আসে তাহলে সিলেট স্বশরীরে একবার গিয়ে সবার সাথে একবার বসতে হবে।

ধন্যবাদ চমৎকার পোস্টের জন্য।

আপনাকে স্টিকি... ও স্যরি পোস্টটিকে লটকানোর অনুরোধ জানিয়ে গেলাম ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: শব্দকরদের নিয়ে বোধহয় মূল সমস্যাটা সামাজিক বৈষম্যে। তাদের আজকের যে মানবেতর জীবন তার মূল কারণটা দেখুন সামাজিক বৈষম্য বা এক ধরনের বর্ণবাদ বলা যায়, যার শেকড়টা সমাজের গভীরে আর যেখানে শব্দকররা যেমন জড়িত তার চাইতে বেশী জড়িত তাদের আশেপাশের অন্য মানুষগুলো। তাই এই বৈষম্যের ব্যাপারে সার্বিক সচেতনা না আসলে হয়তো মূল পরিবর্তনটা আসবেনা। আর তার জন্য প্রয়োজন সব মাধ্যমে শব্দকরদের নিয়ে নিয়মিত আলোচনা ও সচেতনতা তৈরী। আর একই সাথে শব্দকরদের ভেতরেও যে হাসি কান্না ভালোবাসা আনন্দ পারিবারিক বন্ধন বা জীবনের বোধ যে আমাদেরই মতো সেটা বৈষম্যপ্রিয় মানুষদের চোখে আংগুল দিয়ে দেখিয়ে দেয়া।


মাত্রই ব্লগে এসে দেখলাম পোষ্ট লটকানো, ভাগ্যিস আমি ব্লগে ছিলাম না নইলে কে জানে পোষ্টের সাথে আমিও যদি লটে যেতাম :P

আর ফিফা তো ফিফাই, উনার অভাব কি আর পুরণ হয়। আশাকরি ফিফা আবার ব্লগে নিয়মিত হবেন।

৩১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৫

তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩ সব ব্লগারের নজরে আসার জন্য পোস্টটি স্টিকি করার জন্য মডারেটরকে অনুরোধ জানাচ্ছি

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে এসে দেখি অনুরোধ গৃহীত হয়েছে :)

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: তথ্যবহুল পোষ্ট। কষ্টসাধ্য এক কাজ করেছেন।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ রেজওয়ানা আলী তনিমা :)

৩৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৮

মশিকুর বলেছেন:
"শিশু একাডেমি রক্ষার আকুল আবেদন" এর সাথে "সামহোয়্যার ইন... ব্লগঃ শিশুদের জন্য পোষ্ট সমগ্র" রাখতে পারেন।

সামহোয়্যারইন... ব্লগ এর ব্লগারদের উদ্যোগে শীতবস্ত্র বিতরন কার্যক্রম'১৩ ও স্থান পেতে পারে।

পোস্ট পুরো ফিফা স্টাইলের হইছে। স্টিকি করা হোক।

শুভকামনা।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

*কুনোব্যাঙ* বলেছেন: লিংকের জন্য আবারো ধন্যবাদ আপনাকে। আসলে আমার এই পোষ্টটিকে সেভাবে সংকলন পোষ্ট বলা যায়না। যেগুলো লিখেছে তার মধ্য থেকে স্মৃতিতে ছিলো বা সার্চ করে সেই ঘটনাবলীর ভেতর একটি পোষ্টের লিংক যোগ করে দিয়েছি মাত্র। সাবির ভাইয়ের পোষ্টটি নেইনি তার কারণ ছিলো সংকলনে ২০১৩এর সাথে অন্যান্য বছরে আসা সব পোষ্ট মিলিয়ে সংকলন আর শীতবস্ত্রের উপর আলাদা দুটি পোষ্টের লিংক দিয়ে দেয়ায় আমিনুর ভাইয়ের এই পোষ্টটি নেয়া হয়নি। যাইহোক, গুরুত্বপুর্ণ বিষয়ের উপর আপনার পর্যবেক্ষণ সত্যি মুগ্ধ হওয়ার মতো। সুস্থ ও দায়িত্বশীল ব্লগিং চর্চায় যেটা অনেক বেশী প্রয়োজন।

আপনাকেও অনেক অনেক শুভকামনা

৩৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

আমিনুর রহমান বলেছেন:





পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: আবারো অনেক ধন্যবাদ আমিনুর ভাই

৩৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

একজন আরমান বলেছেন:
পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ একজন আরমান :)

৩৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

এহসান সাবির বলেছেন:
পোষ্ট স্টিকি করার জন্য সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা সাবির ভাই :)

৩৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:১৯

এম মশিউর বলেছেন: এ বছরের সেরা পোস্ট! এতো কিছু ইনফরমেশন কিভাবে আনলেন? B:-)





পোস্ট টি অবশ্যই স্টিকি হবে। ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: মূলতঃ স্মৃতি এবং সামহোয়্যারের সার্চ অপশনই এই পোষ্টের পেছনে কাজ করেছে। এছাড়াও ব্যক্তিগত ওয়ার্ড ফাইলে এমনিতেই কিছু লিংক সংরক্ষণ করে রেখেছিলাম। আর পোষ্ট গঠনে বিগত বছরগুলোতে আসা বর্ষ পরিক্রমার ছায়া মিলিয়ে এই পোষ্ট। তবে বিগত বছরগুলোতে আসা বর্ষ পরিক্রমার অনুপাতে এই পোষ্ট নেহায়েতই শিশু :প

৩৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১:২৩

সোজা কথা বলেছেন: তথ্যবহুল লেখা।না পড়া লেখাগুলা পড়ে নেয়া যাবে।পড়ে অনেক ভালো লাগল।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: মোটামুটি সারা বছরের ঘটনা প্রবাহের একটি ধারণা পাবেন আশাকরি।


মন্তব্যে অনেক ধন্যবাদ :)

৩৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৮

দিবা স্বপ্ন বলেছেন: পোস্টটি শোকেসে নিলাম। ধীরে সুস্হে পড়তে হবে। এত সুন্দর তথ্যবহুল পোস্টের জন্য অসংখ্য ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এটা কি ফিফার মাল্টি নিক নাকি। ;)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: নাহ এটা *কুনোব্যাঙ* এর মাল্টি :P


অনেক ধন্যবাদ পোষ্টটি শোকেসে নেয়ার জন্য :)

৪০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

আমিই মিসিরআলি বলেছেন:
অনেক ভালো লাগল :) :)
১৪ নাম্বার

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: বড় প্লাসে অনেক কৃতজ্ঞতা :)


৪১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪০

শরৎ চৌধুরী বলেছেন: বাহ, অনবদ্য দারুণ পোষ্ট। +।

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ শরৎ ভাই। সময় ধরে সার্চ করার একটি পদ্ধতির কথা একবার আপনি বলেছিলেন। পদ্ধতিটি এই পোষ্টের জন্য অনেক কাজে লেগেছে। সেজন্য আরেকটি বিশেষ ধন্যবাদ। :)

৪২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৪৯

অপরাজিতা নীল বলেছেন: দুর্দান্ত পোষ্ট !!!!!!!!!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৪৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:২৪

লাবনী আক্তার বলেছেন: চমৎকার পোস্ট। অনেক পরিশ্রম করেছেন। পোস্টে +++++++++++++++++

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: পরিশ্রমের স্বার্থকতা সহ-ব্লগারদের আন্তরিক ভালোলাগা পেয়ে যেটা বুঝে পেলাম :)


৪৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩

জনাব মাহাবুব বলেছেন: তথ্যবহুল পোষ্ট। কষ্টসাধ্য এক কাজ করেছেন।


পোস্টে ++++++++++++++++++++++++++++++++্

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: বিশাল প্লাসে অনেক ধন্যবাদ মাহাবুব ভাই :)

৪৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১০

মুদ্‌দাকির বলেছেন: কাজের পোষ্ট !! এই রকম সংকলন পোষ্ট ই খুজিতে ছিলাম !!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ !!!!

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৫

*কুনোব্যাঙ* বলেছেন: এটাকে ঠিক সংকলন পোষ্ট বলা যায়না বোধহয়। লিংকগুলোকে বলতে পারেন পোষ্টের লেখাগুলোর এক প্রকার প্রমাণ পত্র। যেখানে পুরো লেখাটাই মুখ্য লিংকগুলো নয়।


মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ :)



৪৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

জেরিফ বলেছেন: অনেক তথ্যবহুল সমৃদ্ধ পোস্ট


প্রিয়তে নিলাম ।

অনেক অনেক ধন্যবাদ :)

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আন্তরিক ভালোলাগা বুঝে পেলাম :)

৪৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩

সাইবার অভিযত্রী বলেছেন: জনাব মাহাবুব বলেছেন: তথ্যবহুল পোষ্ট। কষ্টসাধ্য এক কাজ করেছেন।


পোস্টে ++++++++++++++++++++++++++++++++
--------------------------------------------------------------------
আমি অধম সাইবারের দৃষ্টিতে ব্লগের মুল ( এবং দেশেরও) ইসু ছিল ২টি :

১. যুদ্ধাপরাধীদের বিচার
২. ধর্ম অবমাননার বিচার বা প্রতিকার

দুটি বিষয়েই সামুতে উঠে এসেছে, হাজার হাজার পোষ্টে, শত শত ব্লগার সোচ্চার ছিল এদুটি বিষয়ে ।


৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: এটি পুর্ণাঙ্গ কোন রিভিউ নয়। পরিপুর্ণ একটি রিভিউ করতে হলে সকলের অংশগ্রহন প্রয়োজন। যেমন আপনার মতামত।

৪৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৭

সাইবার অভিযত্রী বলেছেন: সারা বছর যে মনোভাব ব্লগারদের লেখায় ( পোষ্টে + কমেন্টে ) প্রতিফলিত হয়েছে, তা আমার দৃষ্টিতে এরকম :

দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: মতামতের জন্য অনেক ধন্যবাদ :)

৪৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৯

পরিবেশ বন্ধু বলেছেন: ৮ম বর্ষ ফুর্তি শুভেচ্ছা
সবার তরে
সুখ দুখ মিশ্রতায়
আমাদের যাত্রা চলবেই যুগ যুগান্তরে ।।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: সুখ দুখ মিশ্রতায়
আমাদের যাত্রা চলবেই যুগ যুগান্তরে ।।


অনেক ধন্যবাদ পরিবেশ বন্ধু :)

৫০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:২১

আমি সাজিদ বলেছেন: অসাধারণ রিভিউ পোস্ট কুনো দা।

প্রিয়তে।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৯

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ সাজিদ। আন্তরিক ভালোলাগা টুকু বুঝে পেলাম :)

৫১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩

আমি সাজিদ বলেছেন: স্টিকি মোবারক কুনো দা

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: :P

৫২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৯

সায়েম মুন বলেছেন: পোস্টে ভাললাগা!
নতুন ফিফাকে স্বাগতম। ;)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: ফিফা অত্যন্ত প্রতিভাবান বহুমুখী একজন ব্লগার, উনার সাথে কারো তুলনা চলেনা :P

৫৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৫

ড্রাকুলার রক্ত বলেছেন: ব্লগে আমি নতুন আপনার লেখাটি পড়ে অনেক কিছু জানা হল। বাই দা ওয়ে আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এ্কটা লেখা উপহার দেওয়ার জন্য।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: আশাকরি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এখন থেকে।


মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ :)

৫৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫

বৃতি বলেছেন: চমৎকার পোস্ট!! নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা থাকল।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৫৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৪৩

টেস্টিং সল্ট বলেছেন: প্রচুর শ্রমসাধ্য পোস্ট। নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

৫৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

ইখতামিন বলেছেন:
অনেক পরিশ্রমী একটা পোস্ট। দুর্দান্ত

অপু তানভীর বলেছেন: খাইছে .......। হাসান মাহবুব বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: আপনি দেখি ব্লগের নতুন ফিউশন ফাইভ :-B

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:২৯

*কুনোব্যাঙ* বলেছেন: ফিউশন ফাইভ ওয়ান এন্ড ওনলি, ওনার কোন বিকল্প নাই :P

৫৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

মামুনূর রহমান বলেছেন: অসাধারন পোষ্ট। সামুতে তিনমাস হলেও পুরো বছরের রিভিউ পেয়ে গেলাম। প্রিয়তে নিলা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: লেখক বলেছেন: আশাকরি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন এখন থেকে।


মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ :)

৫৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

হাসান কালবৈশাখী বলেছেন:
বছর শেষে এরকম একটা রিভিউ পোস্ট খারাপ না।

সারা বছর জুড়ে টেকনিক্যাল সমস্যা যেমন পিক টাইমে সার্ভার ব্যস্ত!
মুলত এই কারনেই পাঠক কমে যাওয়া

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: হুমমম, টেকনিক্যাল সমস্যাটা মাঝে মাঝে বেশ বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।

৫৯| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: চমৎকার বিশ্লেষণী পোস্ট। এ জন্যে পোস্ট দাতাকে ধন্যবাদ আর শুভেচ্ছা অফুরান।


কান্ডারি অথর্ব বলেছেন: ...আপনার এই কথাগুলো পড়ে যা বুঝলাম আমি নিজেও গল্প কবিতা ব্লগে প্রকাশ করি এমনকি একটি কবিতা সংকলন করেছিলাম কিন্তু আসলে পরিপূর্ণ ব্লগিং বলতে যা বোঝায় তার থেকে অনেক পিছিয়ে রয়েছি। তাহলে দাঁড়াচ্ছে এই যে ব্লগ সাহিত্য চর্চার জায়গা নয়। ব্লগে যারা গল্প কবিতা লেখে তারা প্রকৃত ব্লগার নয়।

-তার মানে যে বাড়িতে ডায়নিং রুম আছে সে বাড়ির ড্রয়িংরুমে বসে খেলে তা খাওয়া বলে গণ্য হবে না? অদ্ভুত এক ভাবনা আচ্ছন্ন করে রেখেছে আমাদের । বড্ড আপচুচ! ব্লগ একটি খোলা মঞ্চ - এখানে সবই চলতে পারে। ব্লগ যদি নির্দিষ্ট বিষয়ের জন্য হয় তাহলে বলবো ব্লগের ব্যাপকতাকে সীমাবদ্ধ করা হয়। ব্লগ সাহিত্য-চর্চার জায়গাও বটে, কিন্তু সাহিত্য চর্চার জায়গা যে নয় তা এক সময় স্বীকার করলেও মনে করি প্রতিবাদেরও সময় হয়েছে। আমি প্রতিবাদ করলাম। ব্লগ সাহিত্য-চর্চারও মুক্ত মাধ্যম অবশ্যই। এবং তাকে ব্যাপক ভাবেই উপযুক্ত স্থান বলে মনে হয় আমার কাছে। সেই সঙ্গে আজকাকার সীমাহীন আঞ্চলিকতা আর স্বজনপ্রীতির কালি-মাখা সাহিত্য-সংস্কৃতির অন্ধকার জগতের বাইরে নিজের সামর্থ্য প্রদর্শনের উপযুক্ত আর উৎকৃষ্ট জায়গা হচ্ছে ব্লগ।

ব্লগে সাহিত্য চর্চায় যারা নিরুৎসাহীত করেন তারা আসলেই জানেন না সাহিত্য চর্চার উপযুক্ত মাধ্যম ব্যক্তিস্বার্থাধীন সাহিত্য মাধ্যম কিছুতেই নয়।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: সম্পুর্ণ সহমত জুলিয়ান ভাই। কান্ডারী ভাইয়ের মন্তব্যের জবাবে প্রথম প্যারায় বলেছিলাম,

আপনার ওয়েব লগ আপনার খোলা খাতা, নীতিমালা মেনে আপনি লিখবেন যত খুশি, খাতা ফুরাবে না। গল্প, কবিতা, চলচিত্র ইত্যাদির সবই থাকবে একজন ব্লগার যা লিখতে পছন্দ করে, আমি নিজেও আলোচ্য বছরেই গল্প লিখেছি, কবিতা লিখেছি।

মূল পোষ্টে আমি শুধু বলতে চেয়েছি একটির আধিক্যে আরেকটি গুরুত্বপুর্ণ দিক যাতে আড়াল হয়ে না যায়।


ব্লগ একটি খোলা মঞ্চ - এখানে সবই চলতে পারে।

৬০| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

পাঠক১৯৭১ বলেছেন: @লেখক,

আপনার প্রোফাইল এলাকায় লিখেছেন,

"সব ঝুঁট হ্যায়।
বুদ্ধিমত্তা একটি আপেক্ষিক ব্যাপার। আপনি তখনই বুদ্ধিমান যখন আপনার পাশের লোক বোকা !!"

আসলে বুদ্ধিমানের ডেফিনেশন হওয়া দরকার: "আপনি তখনই বুদ্ধিমান যখন আপনি পরিবেশের সাথে তাল মিলাতে পারেন, ও আপনার পাশের লোকটিকে আপবার ভাবনা দ্বারা সাহায্য করতে পারেন"

প্রশ্ন: "সব ঝুট হ্যায়", কোন ভাষায়, সে ভাষার প্রতি কি দুর্বলতা আছে?



০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: দুর্বলতা নেই আবার বিদ্বেষও নেই। দুনিয়ার সকল ভাষা ও সংস্কৃতির প্রতি আমার পুর্ণ শ্রদ্ধা রয়েছে। আর "সব ঝুঁট হ্যায়" বাক্যটি নিয়েছি রবীন্দ্রনাথের ক্ষুধিত পাষাণ গল্প থেকে।


৬১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১১

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: নতুন বছরের শুভেচ্ছা! :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: তোমাকেও নতুন বছরের শুভেচ্ছা বর্ষণ :)

৬২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:১৩

কালীদাস বলেছেন: সংকলনের ভাইরাস বছরের মাঝে আবার ছড়িয়ে পড়ছিল, ইদানিং আবার কমেছে আল্লাহপাকের অশেষ রহমতে।

রিপোস্টাররা মনে হয় খানিকটা সাইজ হচ্ছে, তারপরও এখনও মাঝে মাঝে দুয়েকটাকে দেখি।

বাইরের কথা যদি বলি, আমব্লগারদের একটা আন্তরিক আন্দোলনকে কিছু পলিটিকাল পারসনের জন্য প্রশ্নবিদ্ধ করাটাকে মানতে কষ্ট হয়েছে খুব। সামহ্যোয়ারইন সেখানে একাত্মতা প্রকাশ করেনি, সামহ্যোয়ারইনেরই অনেক ব্লগার এটা শুরু করেছিল।

আর আমার চোখে, নতুন প্রতিভাবান ব্লগারের উপস্হিতি আগের চেয়ে আরো কমেছে। সিন্ডিকেটিং আছে কিনা সে বিতর্কে আমি যাব না, তবে বাইরের ভাল রিলেশন এখনও ব্লগে পরিচিতি পাওয়ার বড় প্যারামিটার হিসেবে কাজ করছে। এটা সামনে ব্লগের লোয়ালিটি আরও খারাপ করতে পারে।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যক্তিগত ভাবে সংকলন পোষ্ট আমার কাছে অতটা খারাপ লাগেনা কেননা প্রায় সব সংকলনেই এমন কিছু পোষ্ট পেয়েছি যেগুলো সংকলনে না আসলে আমার চোখের আড়ালেই থেকে যেতো। যেহেতু পুরো সময়টা ব্লগে কাটানো সম্ভব নয় সেহেতু সংকলন পোষ্টগুলোকে আমার নিতান্তই নিরীহ আর কিছুটা উপকারীই মনে হয়েছে। যেমন এই পোষ্টটিকেও একপ্রকার সংকলনই বলতে পারেন যার অনেক কিছুই অনেক ব্লগার হয়তো আগে জানতোনা। আবার আমি আর বিথি মিলে একবার সংকলনের চেষ্টা করেছিলাম তাতে দেখেছি আর কিছু না হলেও ব্যক্তিগত একটা লাভ হয়েছে আর সেটা হলো অনেক পেছনে পড়ে যাওয়া দারুণ সব পোষ্ট পড়া হয়ে গেছে।

আর নতুনদের প্রতিভার কথা যদি বলি তাহলে, যেমন আমি যখন প্রথম ব্লগ চিনি বা পরে ব্লগে আইডি খুলি তখন কল্পনাও করতে পারিনি আমি লিখলে সেটা কেউ প্রশংসা করবে বা ২/৪ জন পোষ্ট প্রিয়তে নিবে। এবং সত্যি বলছি ব্যপারটা তাই ছিলো। কিন্তু ধীরে ধীরে সকলের উৎসাহ সহ ব্লগারদের আন্তরিকতা দেখে চেষ্টা করেছি আরেকটু ভালো কিভাবে লিখতে পারি বা ভালো লেখকদের লেখার ধরণ ফলো করে নিজেকে কিছুটা সংশোধন করেছি। আজ আমার একটি পোষ্ট স্টিকি। বিশ্বাস করুন যখন ব্লগে আসি তখন এই স্টিকি হবে তো দূরের কথা আমার লেখা ২/৪ জন প্রিয়তে নিবে সেটাও ছিলো আমার কল্পনার বাইরে। নতুনদের সময় সুযোগ ও উৎসাহ দিতে হবে কেননা ব্লগাররা কেউ প্রতিষ্ঠিত লেখক নয়।

বাইরের ভালো রিলেশন শুধু ব্লগে নয় সবখানেই পরিচিত পাওয়ার একটি ভালো প্যারামিটার। তবে শুধু মাত্র বাইরের ভালো রিলেশন দিয়ে ব্লগে মনে হয়না একটা স্বল্প সময়ের বেশী নিজেকে পরিচিত রাখা যায়। ব্লগ লেখালেখি মতামত প্রকাশের জায়গা এখনে একজন ব্লগার হিসেবে পরিচিত বা সম্মান পেতে হলে তার লেখনির যোগ্যতা বা মতামত প্রদানে স্বচ্ছতার উপরই পরিচিত হতে হবে আর নইলে সেটা হবে ক্ষণস্থায়ী।

৬৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৪

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল,একটা তথ্যসমৃদ্ধ পোষ্ট পড়লুম।

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী :)

৬৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৪

জুন বলেছেন: অনেক পরিশ্রম করে আমাদের জন্য এই তথ্যসমৃদ্ধ পোষ্টটি দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ কুনো ।
শুভ হোক নতুন বছর।সাথে আমার আঁকা নববর্ষ উপলক্ষে একটি কার্ড উপহার দিলাম 8-|

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: উপহারের জন্য অনেক ধন্যবাদ আপু। আমার তরফ থেকেও আপনাকে এই হাতে আঁকা কার্ডটি উপহার দিলাম :D

৬৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: পোষ্ট ভালো লেগেছে :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ তানভীর ভাই :)

৬৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

ঐতিহাসিক ব্লগ পোস্ট। ব্লগ সম্পর্কে ইতিবাচক ধারণার সৃষ্টি হবে।

পোস্টদাতাকে অভিনন্দন :)

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: ইতিবাচক ব্লগিং কে উৎসাহিত করার জন্য আপনাকেও আন্তরিক অভিনন্দন মইনুল ভাই।

৬৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২০

তন্দ্রা বিলাস বলেছেন: সুন্দর ভাবে সারাবছরের ব্লগ সামারি তুলে ধরেছেন।

অসংখ্য ধন্যবাদ ভাই।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ :)

৬৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩০

পরিবেশ বন্ধু বলেছেন: ৮ম বর্ষ ফুর্তি শুভেচ্ছা
সবার তরে
সুখ দুখ মিশ্রতায়
আমাদের যাত্রা চলবেই যুগ যুগান্তরে

শুভ নববর্ষ সবার তরে
ভাল দিন চাই
শুভেচ্ছা তাই
আরও ভাল দিন আসুক মনের মুকুরে

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের যাত্রা চলবেই যুগ যুগান্তরে

৬৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

লিংকন১১৫ বলেছেন: ধইন্না

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও ধইন্যা :)

৭০| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৮

অন্তরন্তর বলেছেন:
ছোট্ট পরিসরে খুব সুন্দরভাবে ২০১৩ সামু
ব্লগ তুলে ধরেছেন।
শুভ কামনা এবং নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক শুভ কামনার সাথে নতুন বছরের শুভেচ্ছা :)

৭১| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:২০

বিডি আইডল বলেছেন: বাংলাদেশে যখন প্রহসনের নির্বাচন হচ্ছে--সামু সে সময় স্টিকি পোষ্ট গল্প ঝুলিয়ে রাখে। জানাপাকে নোংরা গালী দেয়া বেঈমান আমির নিক সেফ করা হয় আর আমাকে জেনারেল করে রাখা হয় মাসের পর মাস।

ব্লগে নতুন নিক এসেছে অনেক--এটা ইতিবাচক যেমন তেমনি পুরাতন সবাই যে ব্লগ ছেড়ে গেছে এবং কেন গেছে সেটা বছর শেষের সালতামামীতে আসলে ভালো হত।

আত্মসমালোচনায় গ্লানি নেই।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ বিডি ভাই। ব্যাপারগুলো মডারেশন টিম ভালো বলতে পারবে। ব্যক্তিগত ভাবে যেটা বলতে পারি, সামহোয়্যারইনে একাধিক আইডি খোলা বৈধ এবং যে কেউ চাইলেই নতুন আইডি খুলে নতুন করে ব্লগিং করতে পারে।

আর আত্নসমালোচনা যদি আমাদের মধ্যে থাকতোই তাহলে কি আর এক জাতি হয়েও আজ আমরা এভাবে দ্বিধা বিভক্ত হই!

৭২| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:৩৩

আকিব আরিয়ান বলেছেন: পোস্টে ভালোলাগা, অনেক পরিশ্রমী ও তথ্যবহুল পোস্ট তাই প্রিয়তে

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

৭৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: এক নজরে সারা বছরকে দেখে নিলাম। অসম্ভব পরিশ্রমী পোস্টের জন্য ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৭

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ কামাল ভাই :)

৭৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৯

একজন আরমান বলেছেন:
কাণ্ডারি ভাইয়ের মন্তব্যের বিপরীতে আপনার যে জবাব তাতে লাইকটা আমি দিয়েছি। দারুনভাবে বুঝিয়ে বলেছেন। জুলিয়ান ভাইয়ের কমেন্টের লাইকটাও আমারই দেওয়া। ;) তার উদাহরণটাও দারুণ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: লাইকের জন্য একরাশ ধইন্যা :D

৭৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

ইউরো-বাংলা বলেছেন: শাহবাগে যারা ব্লগার পরিচয় দিচ্ছে , যেমন : মূখপাত্র ইমরান এইচ সরকার তাকে কেউ কি কখনো ব্লগে দেখেছেন ? যদি দেখে থাকেন, তার ব্লগের লিন্কটি দিবে প্লিজ।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে তাহলে যতদূর মনে করতে পারি ব্লগ প্রধান সৈয়দা গুলশান আরা ফেরদৌস বেশ অনেক আগেই বিষয়টি পরিষ্কার করেছেন। উনি বলেছেন এই নামে কোন ব্লগার এই ব্লগে ব্লগিং করে এমনটি উনার জানা নেই তবে নিজের পরিচয় গোপন রেখে কোন আইডিতে ব্লগিং করতেও পারেন।

৭৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

ৎঁৎঁৎঁ বলেছেন: চমৎকার একটা পোস্ট! আপনার উদ্যোগকে সাধুবাদ জানি! সারা বছরের অসংখ্য ঘটনা ও পোস্ট থেকে নানা ক্ষেত্রে গুরুত্বপূর্নগুলোকে এক জায়গায় উপস্থাপন অত্যন্ত পরিশ্রম ও ধৈর্যের ব্যপার, আপনি দারুনভাবে কাজটা করেছেন! ব্লগে সাহিত্যচর্চা নিয়ে আমি যেটা বলতে চেয়েছি সেইটা জুলিয়ান দা বলে দিয়েছেন।

ব্লগ একটা খোলা খাতা, যার যেটা খুশী আঁকবে, নিঃসংকোচ আত্মপ্রকাশ এর এক চমৎকার মাধ্যম ব্লগ, যার যেটা ভালোলাগবে সে সেইটাই করুক!

নতুন বছরের শুভেচ্ছা রইলো!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগ একটা খোলা খাতা, যার যেটা খুশী আঁকবে, নিঃসংকোচ আত্মপ্রকাশ এর এক চমৎকার মাধ্যম ব্লগ, যার যেটা ভালোলাগবে সে সেইটাই করুক!

সাথে আমরা দায়িত্বশীল ও পরিচ্ছন্ন ব্লগিংকে উৎসাহিত করি।



আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা।

৭৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪২

স্বপ্নবাজ অভি বলেছেন: ব্লগ একটি খোলা মঞ্চ - এখানে সবই চলতে পারে।
গল্পে , কবিতায় কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলা যায় , যেটা অনেক বেশী ছুঁয়ে যাবার মত হয় , উদাহরণ তো আপনি নিজেই দিয়েছিলেন , কান্ডারী ভাইয়ের বায়োনিক , হামা ভাইয়ের কয়েকটা গল্প আছে যেগুলো সামাজিক সচেতনতা তৈরি করার ক্ষমতা রাখে!
আপনার সাথে সহমতঃ
একটির আধিক্যে আরেকটি গুরুত্বপুর্ণ দিক যাতে আড়াল হয়ে না যায়।
এর জন্য লেখকদের এবং পাঠকদের সামাজিক হয়ে উঠাটা গুরুত্বপূর্ণ কিছুটা ! আমার কাছে মনে হয় আর কি :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার সাথে সহমত। ব্লগ যেহেতু লেখা এবং অন্যের লেখায় অংশগ্রহন দুটোই সমান ভাবে গুরুত্বপুর্ণ সেহেতু শুধুমাত্র নিজের লেখালেখি প্রকাশটাকেই খুব সম্ভব ব্লগিং বলা যায়না। আর কম্যুনিটি ব্লগে সামাজিকতা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপুর্ণ। অনেক চমৎকার চমৎকার লেখা দ্রুত দৃষ্টির আড়ালে চলে যায় শুধুমাত্র ব্লগীয় সম্পর্কের অভাবে। অবশ্য মডারেশন প্যানেলের আরেকটু সচেতনতা এমন কিছু লেখাকে আরেকটু সময় আড়াল হওয়া থেকে রক্ষা করতে পারে।

৭৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১০

তন্ময় ফেরদৌস বলেছেন: ++++++++++++++

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ফেরদৌস ভাই

৭৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৬

যুবায়ের বলেছেন: চমৎকার একটি পোষ্ট....
পুরো একটি বছরের ঘটনা নিয়ে.......
ভালোলাগা রইলো....

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ যুবায়ের ভাই :)

৮০| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:০৭

ভুং ভাং বলেছেন: ব্যাপক ঘাম ঝরানো ও তথ্যবহুল পোস্ট ।২০১৩ পুরোটাই আছে এতে। পোস্টে প্রচুর ++++সাথে নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৮১| ০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪২

মুরাদ-ইচছামানুষ বলেছেন: ফিফাবাজি :D

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যাঙবাজি :P

৮২| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

শুঁটকি মাছ বলেছেন: উরিমা!!!!!!!বিশাল কাম করছেন দেখি ভাই!!!!!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: আরে ধুর, আগের বছরগুলার বর্ষচক্র এর চাইতেও মেলা মেলা বিশাল

৮৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৪

রহস্যময়ী কন্যা বলেছেন: এত্ত বড় পোষ্ট B:-) B:-)
তবে সারা বছরের সবকিছু জেনে গেলাম একপোষ্টেই

চমৎকার পোষ্ট ভাইয়া।
পোষ্ট স্টিকিও হইসে দেখি!!!!! B:-)
মুবারক হো !:#P

এবং সবশেষে নতুন বছরের শুভেচ্ছা রইলো ভাইয়া :)
এত্তওওওওওওগুলো :)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১

*কুনোব্যাঙ* বলেছেন: তোমাকেও এত্তওওওওওও গুলো নতুন বছরের শুভেচ্ছা :)

৮৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১২

বোধহীন স্বপ্ন বলেছেন: এরকম একটি পোস্ট আশা করেছিলাম আজকে। অসংখ্য লিঙ্কু দেখেই বুঝা যায় কি পরিমাণ অমানষিক পরিশ্রম করতে হয়েছে এটা লিখতে।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: যতটুকু পরিশ্রম হয়েছে তার চাইতে প্রশংসার পাল্লা অনেক অনেক ভারী।

অনেক ধন্যবাদ :)

৮৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৩

নীলসাধু বলেছেন: স্যালুট ভ্রাতা! নাইস এফোর্ট।
সকল ব্লগারদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

ভালোবাসা সহ ধন্যবাদ জানবেন।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ নীল দা।

৮৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৬

বটবৃক্ষ~ বলেছেন: হ্যাপি নিউ ইয়ার কুনো ভাইয়া!!!!!! :) :) :)

পোস্ট অসাধারন!! মুল্যবান পোস্ট টি প্রিয়তে রাখলাম!!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও হ্যাপি নিউ ইয়ার সাথে টিংকুকেও :)

৮৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৬

চাঙ্কু বলেছেন: খাইছে!! এই পোষ্ট লেখতে আপনার কত সময় লাগছে ? লিঙ্কে ক্লিক করতে করতেইতো হাত ব্যাথা হয়ে গেছে :-*

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: বেশ অনেকদিন থেকেই ধীরে ধীরে সাজাচ্ছিলাম। সময়ের হিসেব করিনি তবে একেবারে কম সময়ও যায়নি :|

৮৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৪৮

পথ-হারা এক পথিক বলেছেন: বহুদিন পর ব্লগে, বহুদিন পর সামুর সেরা পোস্ট ;) ;) নিয়মিত না হলেও বছরের একটা সংকলন পেয়ে ভালো লাগলো। পরিশ্রমী পোস্টটির জন্য ধন্যবাদ। নববর্ষের শুভেচ্ছা। :) :) :)

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: উচ্ছাসিত প্রশংসা অবশ্যই অনুপ্রেরণা জোগায়। আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৮৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১:৫২

পথ-হারা এক পথিক বলেছেন: আরেকবার চোখ বুলালাম। প্রিয়তে না নিলেই নয়। :-B :-B

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা :)

৯০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ২:১২

নিশাত তাসনিম বলেছেন: পোস্ট অফলাইনেই পড়েছিলাম। পোস্টে ভালোলাগা । হ্যাপি নিউ ইয়ার

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)




অঃটঃ আপনি কি মুমু?

৯১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৯

ইয়াংেমন বলেছেন: সোজা প্রিয়তে।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৯২| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৪

নাহিদ রুদ্রনীল বলেছেন: দারুন পোষ্ট +++++

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা :)

৯৩| ০২ রা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

আফতাব আরিফ অবচেতন বলেছেন: জানলাম ।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ :)

৯৪| ০২ রা জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:২১

জানা বলেছেন:

অশেষ কৃতজ্ঞতা ও আন্তিরিক ধন্যবাদ প্রিয় কুনোব্যাঙ।
অনেক শ্রম, সময়, ধৈর্য্য আর ভালবাসা নিয়োগে দারুণ একটি বছর রিভিউ পোস্ট। আগে এই কাজটি নিয়মিত করতেন ফিউশন ফাইভ। ইদানিং অজানা কারণে ব্লগে ওনার দেখা পাওয়া যায় না। তবে খুব ভাল লাগছে দেখে যে, পুরনো গুনী ব্লগারদের কাছে নতুনরা ভাল কিছু শিখেছেন। আমি নিজেও প্রতিদিনই শিখছি পুরনো এবং নতুনদের কাছে। মানুষের যে কত বিচিত্র গুন রয়েছে তার অনেক কিছুই এখানে দেখার সৌভাগ্য হয় আমার। বছরের পর বছর আমার পাবার পাল্লা ভারী করে চলেছেন ব্লগাররা। এর মূল্য অনেক।

নতুন বছর আমাদের সকলের জীবনে আনন্দ আর সাফল্য আনুক, আমাদের প্রতিটি দিন শান্তিতে আর নিরাপদে কাটুক। আমাদের সবার মানবিক গুনাবলী প্রকাশিত হোক সূর্য্যের মত শক্তি আর উজ্জলতা নিয়ে।

সবার জন্য ভালবাসা আর মঙ্গল প্রার্থনা।

০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: পোষ্টটি স্টিকি করায় আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপু। প্রকৃতি যেমন শুন্যস্থান পছন্দ করেনা ঠিক তেমনি আবার কারো কারো অভাব কখনও পূরণ হয়না। আশাকরি গুণী ব্লগার ফিউশন ফাইভ আবার নিয়মিত হয়ে আমাদের পজেটিভ ব্লগিংকে আবারো উৎসাহিত করবেন। খুব সম্ভব আমরা সবাই প্রত্যাশা করি পুরাতন গুণী ব্লগারগণ অন্তত পক্ষে মাঝে মাঝে এসে নতুনদের পজেটিভ ব্লগিং এর দিক নির্দেশনা দিবেন একই সাথে ধরিয়ে দিবেন নতুনদের বিভিন্ন সমস্যা বা সম্ভাবনা যা বাংলা ব্লগ পরিমন্ডলকে আরো দ্রুততায় সুন্দর পথে চালিত করবে।


তীব্র ভীতি নিয়ে শুরু হওয়া বছরটিতে আশংকার আঁধার কেটে গিয়ে আনন্দলোকের মঙ্গলালোকের সত্য সুন্দর শুভ একটি ভোরের প্রত্যাশায় আমরা সকলে।


সবার প্রিয় জানাপুকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা :)

৯৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৫

মামুজান বলেছেন:  পোস্ট অসাধারন

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৯৬| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার রিভিউ , অমানুষিক পরিশ্রমী পোস্ট । পোস্টে প্লাস ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: আন্তরিক প্রশংসার পাল্লা পরিশ্রমের চাইতে অনেক অনেক বেশী :)


অনেক ধন্যবাদ লিটন ভাই

৯৭| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

আমি লিখতে চাই না বলেছেন: কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো এর ভাষা খুঁজে পাচ্ছি না। অনেক দিন পর ব্লগে ফিরে এমন একটি পোস্ট স্টিকি পাবো এরকমটা আশা করিনি। শেষ কথা শুধু এতটুকুই বলতে চাই; আপাদের মত ব্লগারদের পোস্টই বলে দেয় সামু এখনো ভেসে যায়নি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: সকলের সম্মিলিত অংশগ্রহনেই সকলে প্রিয় সামু আশাকরি প্রাণবন্ত থাকবে আরো সুদীর্ঘ কাল।


মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ :)

৯৮| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৯

অদিতি মৃণ্ময়ী বলেছেন: অনেক ভালোলাগা পোষ্ট টার জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ অনেক অনেক :)

৯৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৮

কাব্যপ্রেমী রিফাত বলেছেন: সুন্দর পোস্ট ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০০| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৮

শিপন মোল্লা বলেছেন: অসাধারন পোস্ট।
নতুন বছরের শুভেচ্ছা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

০৭ ই জুন, ২০১৪ রাত ১:০৮

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ আবুশিথি ভাই :)

১০১| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৮

Sohelhossen বলেছেন: পোস্ট কেমন হয়েছে সেই বিষয় বাদ । শুধু বলব আপনাদের মত ব্লগারগন নিয়মিত লিখলে সামু তার হারানো অতীত অচিরেই ফিরে পাবে :)

ব্যাস্ততার কারনে লগইন করতে পারি না , তাই দেরিতে নতুন বছরের শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: সামহোয়্যারকে প্রাণবন্ত রাখতে হলে লাগবে সকলের সম্মিলিত প্রয়াস। কারণ ব্লগাররাই একটি ব্লগ প্ল্যাটফর্মের প্রাণ।



আপনাকেও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা :)

১০২| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৪

সঞ্জয় মুখার্জী বলেছেন: চমৎকার পোষ্ট....

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০৩| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৩

রবিন একা বলেছেন: পোস্ট টা থেকে আমি নবীন হিসেবে অনেক তখ্য পেলাম । লেখক কে ধন্যবাদ এবং খোলা গলায় বলতে চাই ভালবাসি সামু এবং এর সকল ব্লগারদের ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: পারষ্পরিক শ্রদ্ধা ও ভালোবাসার বন্ধন থাকুক প্রতিটি সহব্লগারের মাঝে।


শুভ কামনা ও হ্যাপি ব্লগিং :)

১০৪| ০৩ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

মন্নুবেগ বলেছেন: তথ্যবহুল লেখা । প্রিয়তে রাখলাম । লেখককে ধন্যবাদ ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

১০৫| ০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৫

নিউক্লিয়াসে অবস্থানরত ইলেক্ট্রন বলেছেন: পোস্ট প্রিয়তে

০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা :)

১০৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১১

কসমিক- ট্রাভেলার বলেছেন:



চমৎকার তথ্যসমৃদ্ধ লেখা।
ভালো লাগলো।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

১০৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩০

ব্লকড বলেছেন: এক নজরে সাড়া বছরটাকেই ধরে নিয়ে এলেন এক পোস্টে চমৎকার লেখা। :) ভালো লাগা রইল।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

১০৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৭

তোমোদাচি বলেছেন: সামুর সকল তোমোদাচি (বন্ধু) কে নতুন বছরের শুভেচ্ছা

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা প্রিয় তোমাদাচি ভাই :)

১০৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: চমৎকার পোষ্ট ভ্রাতা। প্রিয়তে___

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা ভ্রাতা :)

১১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ২:০৬

জনৈক রুয়েটিয়ানের ব্লগ বলেছেন: অতি উত্তম পোস্টB-)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৪

*কুনোব্যাঙ* বলেছেন: ছবিতে পিলাস, আসলেই অনেক পছন্দ হইসে ছবিটা। আমার সাথে আইলামিতে মিল আছে :P


থ্যাঙ্কস :)

১১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৮

মোঃ ইসহাক খান বলেছেন: এক পোস্টে অনেক কিছু উঠে এসেছে। সাধুবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৭

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় গল্পকার :)

১১২| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২২

স্বপ্নীল. বলেছেন: ব্যাং ভাজা দাদা ভালানি?:)

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: শীতনিদ্রায় যেতে পারিনি এখনও :(

১১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৫

একটু স্বপ্ন বলেছেন:
গবেষণাধর্মী এ লেখাটির জন্য তোমাকে সাধুবাদ ভাইয়া। লেখাটি প্রিয়তে রাখলে রেফারেন্স ডকুমেন্ট হিসেবে কাজে লাগবে।

মনে হচ্ছে আলসেমী কাটিয়ে উঠতে না পারলে অনেক কিছু থেকে বঞ্চিত হতে হবে।

ভাল হোক।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেকদিন পর আপনাকে ব্লগে পেলাম। আশাকরি ভালো আছেন। প্রশংসাসূচক মন্তব্যে অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় মোর্শেদ ভাই :)

১১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

আমি তুমি আমরা বলেছেন: তথ্যবহুল লেখা। বহুত কষ্ট করছেন দেখা যায়।

০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আমি তুমি আমরা :)

১১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৪

কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: ভালোই কষ্ট হইছে আপনার

অনেক কিছু আছে এই পোস্টে

ভালো লাগলো

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

১১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২১

নিরপেক্ষ মানুষ বলেছেন: এক পোস্টেই অনেক কিছু।সোজা প্রিয়তে

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:১০

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ নিরপেক্ষ মানুষ :)

১১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৭

ইফতেখার ভূইয়া বলেছেন: আর সামুতে আমারও ৭ বছর ৬ মাস হলো। প্রিয়তে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: বাংলা ব্লগিং এর পথিকৃৎগণের মাঝে আপনি একজন :)

১১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৪৮

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার!! এক পোস্টে পুরো বছরটাকেই তুলে এনেছেন। ভাল লাগা রইল।



নতুন বছরের শুভেচ্ছা :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মহামহোপাধ্যায়।



নতুন বছরের শুভেচ্ছা :)

১১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৩

জাহিদ ২০১০ বলেছেন: খুবই মচৎকার পুষ্ট

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:০০

*কুনোব্যাঙ* বলেছেন: ধইন্যা আপনাকে :)

১২০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৬:৪৭

সাকী শওকত বলেছেন: ব্যাঙ ভাই, ব্লগারদের উপর হামলায়, ব্লগার স্থপতি রাজিব হত্যা শাহবাগ আন্দোলনকে আরও প্রানবন্ত, আন্দোলনের রূপ দিয়েছে।রাজিব এর নামটি এডিট করে দিলে আপনার কষ্টের সফলতা আসবে। পোষ্টটির জন্য ধন্নবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: স্থপতি রাজিব হত্যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আশাকরি মাননীয় আদালত দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করবেন।


মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।

১২১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫০

এসএমফারুক৮৮ বলেছেন: চমৎকার পোষ্ট।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে :)

১২২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৮

একলা ফড়িং বলেছেন: এক সাথে পুরো বছরটা পেয়ে অনেক ভালো হলো। মিস হয়ে যাওয়া লেখাগুলো পড়তে পারছি :)

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ একলা ফড়িং :)

১২৩| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:০৭

শিপু ভাই বলেছেন:
শেষ পর্যন্ত আপ্নেও রেসিডেন্ট হইয়া গেলেন!!! :/

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:৩৩

*কুনোব্যাঙ* বলেছেন: ফিফার অনুসরণে পোষ্ট যেহেতু ফিফার নামে অপবাদের কিছু শুনতেই হবে। আত্নপক্ষ সমর্থনের সুযোগ নাই। তবে কুনোব্যাঙ যে আসলেই একমাত্র বিরোধী পক্ষ সেটা কুনোব্যাঙের সাথে অল্প বিস্তর কথা যাদের হয়েছে তারা সবাই সেটা জানে আশাকরি।

১২৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:১২

পরিবেশ বন্ধু বলেছেন: বেশ তথ্য সম্রিদ্ধ

৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: আবারো ধন্যবাদ পরিবেশ বন্ধু

১২৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১৩

সাদমান সাদিক বলেছেন: প্রিয়তে :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কৃতজ্ঞতা :)

১২৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: মামুন ভাই চলে আসেন বই মেলায় ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৫

*কুনোব্যাঙ* বলেছেন: আমি একটু ঢাকার বাইরে আছি সেলিম ভাই তাই আজকে আর পারছিনা। সামনের শুক্রবার যাওয়ার ইচ্ছা রাখলাম। আশাকরি দেখা হবে ।

১২৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৬

শামস৭১ বলেছেন: দারুন লাগলো । এগিয়ে চলুক পথ চলা ।

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:০১

*কুনোব্যাঙ* বলেছেন: সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে

১২৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৪

রাসেলহাসান বলেছেন: খুব সুন্দর ভাবে সব কিছু তুলে ধরেছেন। দারুন! :)

০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ২:০২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

১২৯| ০৪ ঠা জুন, ২০১৪ রাত ১১:০৬

আমার আমিত্ব বলেছেন: পোস্ট টি প্রিয়তে নেবার মত মনে হয়েছিল, নিয়ে রেখেছি।

খুবই পছন্দের একটি পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.