নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একমাত্র বিরোধী পক্ষ!!

*কুনোব্যাঙ*

তফাত যাও সব ঝুঁট হ্যাঁয়!

*কুনোব্যাঙ* › বিস্তারিত পোস্টঃ

বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৪

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩১





কালের পরিক্রমায় সামহোয়্যার ইন... ব্লগ আরো একটি বছর অতিক্রম করলো, সেই সাথে বাংলা কম্যুনিটি ব্লগেরও অতিক্রান্ত হলো ৯টি বছর। রাজনৈতিক অস্থিরতা দিয়ে বছরটি শুরু হলেও ২০১৪ সালটি সামহোয়্যার ইন... ব্লগ ছিলো অনেকটাই নিরুত্তাপ। তবে বরাবরের মতোই বিষয় ভিত্তিক আলোচনা তর্ক বিতর্ক সচেতনতা সাহিত্য নাগরিক সাংবাদিকতা এবং লেখালেখির বিভিন্ন ধারা ছিলো আলোচনা সমালোচনায় মুখর। যাইহোক, আমরা দেখে নেই বছর জুড়ে কেমন ছিলো আমাদের প্রিয় সামহোয়্যাইন... ব্লগ।





রাজনৈতিক অস্থিরতা দিয়ে বছর শুরুঃ

নবম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বছরের শুরু হয়েছে দেশব্যাপী এক অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে। বাংলা ভাষাভাষীর প্ল্যাটফর্ম হিসেবে সামহোয়্যারইন...ব্লগের ব্লগারাও নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিজেদের মতামত জানিয়েছে। এসেছে নির্বাচন বিরোধী মতামত , নির্বাচনের সাংবিধানিক গ্রহনযোগ্যতা , আবার এসেছে বর্তমান সরকারের পুনরায় ক্ষমতায় আসার প্রয়োজনীতা আবার এসেছে নতুন বছরের প্রত্যাশার কথা।





বিকল্প গণমাধ্যমঃ

ইন্টারনেটের ব্যবহার যেমন বাড়ছে তেমনি বিকল্প গণমাধ্যম হিসেবে ইন্টারনেট এগিয়ে যাচ্ছে অবিশ্বাস্য গতিতে। বিশেষ করে কম্যুনিটি ব্লগসমূহ নাগরিক সাংবাদিকতার সে পথকে করেছে আরো প্রশস্থতর। ২০১৪তে সামহোয়্যারইন...ব্লগ ছিলো নাগরিক সাংবাদিকতার এক অনন্য উদাহরণ, যেখানে তৈরী পোষাক খাতে শ্রমিক শোষণের কথা যেমন উঠে এসেছে তেমনি উঠে এসেছে বহুজাতিক কোম্পানির জেনেটিক্যালী মডিফাইড (জিএম) ধান গোল্ডেন রাইস বা বিটি বেগুনের এর ক্ষতিকর দিক নিয়ে, একই সাথে এসেছে শস্য বীজ নিয়ে বহুজাতিক প্রতিষ্ঠানের আগ্রাসনের চিত্র। উঠে এসেছে বাজারে বিক্রীত পরিচ্ছন্ন সেমাইয়ের নামে এবং চকবাজারের ইফতারির নামে আমরা কি খাচ্ছি বা রূপচর্চায় প্রসাধনীর ব্যবহারের নামে বা ফেয়ারনেস ক্রিম ব্যবহারের নামে আমরা আসলে কি ব্যবহার করছি বা গরু মোটাতাজা করণের বিষাক্ত প্রক্রিয়া । এছাড়াও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার নিয়ে ব্লগাররা যেমন সোচ্চার ছিলো তেমনি ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের ছাত্রীদের উপর নির্যাতনের খবর অথবা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী নির্যাতনের খবর। একই সাথে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় সমূহে ছাত্র রাজনীতির নামে আসলে কি হচ্ছে।



প্রশ্নপত্র ফাঁস ছিলো বছরের অন্যতম আলোচিত বিষয়। শিক্ষা বিধ্বংসী এই প্রক্রিয়া বন্ধের জোর দাবী এসেছে ব্লগারদের থেকে। একই সাথে এসেছে হলুদ সাংবাদিকতা বা মুক্তমতের প্রতিবন্ধক ৫৭ ধারা নিয়ে আলোচনা অথবা আইসিটি আইনের ৫৭ ধারার বিরুদ্ধে নাগরিক বন্ধনের ডাক।



নাগরিক সাংবাদিকতার অনন্য নিদর্শন হিসেবে ব্লগারদের হাত ধরে যেমন উঠে এসেছে প্রত্যন্ত অঞ্চলের বন্যা কবলিত মানুষের দুর্দশা তেমনি এসেছে নাগরিক জীবনে রাস্তার কাজের দীর্ঘসুত্রিতায় বেহাল নাগরিক জীবনের গল্প এবং বন লুটের সার্বিক চিত্র। আবার একই সাথে প্রত্যক্ষদর্শী ব্লগারের হাত ধরে উঠে এসেছে শিক্ষা বঞ্চিত প্রত্যন্ত হাওড়ে ভেসে থাকা শিক্ষা তরীর চিত্র।



আন্তর্জাতিক পরিমন্ডলের বিভিন্ন ঘটনাপ্রবাহের বিশ্লেষণধর্মী লেখাও ছিলো উল্লেখযোগ্য পরিমাণে। ফিলিস্তিনীদের উপর ইজরায়েলীদের বর্বর হামলা , বিশ্বরাজনীতির বর্তমান চিত্র , স্কটল্যান্ডের গণভোট । একই সাথে পশ্চিমবঙ্গ নিবাসী ব্লগার তুলে ধরেছেন বর্ধমান সন্ত্রাসের চিত্র।





সামাজিক আন্দোলন, সচেতনতা, যাপিত জীবন, দেশ ভাবনা ও তর্ক বিতর্কঃ

নাগরিক সাংবাদিকতার পাশাপাশি অন্যান্য বছরের মতো ২০১৪তেও আমরা বেশ কিছু সামাজিক আন্দোলন দেখতে পাই। সেখানে যেমন রয়েছে দেশের উচ্চশিক্ষার বেহাল দশা নিয়ে লেখা তেমনি রয়েছে এন্টিবায়োটিকের যথেচ্ছা ব্যবহারের কথা। রয়েছে ক্যান্সার সচেতনতা , ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি। বাংলাদেশ প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপুর্ণ কিন্তু সচেতনতা তৈরীর ক্ষেত্রে উপেক্ষিত কয়েকটি বিষয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপুর্ণ পোষ্ট। বলা হয়ে থাকে ভবিষ্যৎ পৃথিবীর সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে সুপেয় পানির সমস্যা ও করনীয় বিষয়ে পোষ্ট। বিস্মৃত সেই নীমতলী ট্র্যাজেডি এবং অগ্নি সচেতনতায় করনীয় । ভয়াবহ ভুমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ ব্লগারদের হাত ধরে এসেছে সেই ভুমিকম্পের প্রস্তুতির কথা এবং উপেক্ষিত কিন্তু প্রতিবছর মৃত্যুহার উল্লেখযোগ্য পরিমাণে বেশী একটি ব্যাপার হচ্ছে বজ্রপাত, ব্লগারদের লেখায় সেখানে এসেছে বজ্রপাতের সচেতনতা নিয়ে বিস্তারিত পোষ্ট।



যাপিত জীবনে এবার ব্লগার শোভন শামস আফ্রিকা থেকে ঘুরে চলেছেন এশিয়াতে, বরাবরের মতো মধুমিতা লিখে গেছেন আরব ডায়েরী, রেজওয়ানা আলী তনিমা বিলেতকে দেখেছেন পাখির চোখে, আইমান জাছিম জানিয়েছেন অরেগনের পথের খবর, ব্লগার সাইফুল আজীম ঘুরেছেন দিল্লীর পথে, কর্মসুত্রে ইরান অবস্থান করা ব্লগার মুহাম্মদ জহিরুল ইসলাম ঘুরেছেন ইরান জুড়ে, ব্লগার ইচ্ছের ঘুড়ি বলেছেন ভেনিসের গল্প, ব্লগার সেলিম আনোয়ার লিখেছেন মালয়েশিয়া ভ্রমণ, ব্লগার অন্যমনস্ক শরৎ লিখেছেন বার্লিনের ডায়েরী আরো রয়েছে ব্লগার বাকি বিল্লাহর কলকাতা আগ্রা ভ্রমণ। এদিকে ব্লগার বোকা মানুষ বলতে চায় দেশব্যাপি ঘুরে তুলে এনেছেন অপরূপ বাংলার চিত্র।



আরেকটি কথা আলাদা করে না বললেই নয়, এবার মানসিক রোগ সচেততনতা নিয়ে পোষ্ট এসেছে উল্লেখযোগ্য পরিমাণে। লেশ-নাইহান সিনড্রোম , অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার , সিজোফ্রেনিয়া সহ আরো অনেক বিষয়ের পাশাপাশি মানসিক রোগ বিশেষজ্ঞের ব্লগে উঠে এসেছে অটিজম নিয়ে বিস্তারিত আলোচনা





বিশ্বকাপ ফুটবল এবং খেলা পাগল ব্লগারঃ

২০১৪তে ছিলো বিশ্বকাপ ফুটবলের মূল পর্বের খেলা। সারা বিশ্বের সাথে সাথে সামহোয়্যার ইন... ব্লগ এর ব্লগাররাও ছিলো এই উন্মাদনার অংশীদার। খেলা চলাকালীন সময়ে ব্লগারদের তৈরী বিভিন্ন ব্যানার দিয়ে সাজানো থাকে ব্লগের প্রচ্ছদ । খেলা পাগল ব্লগাররা বিশ্বকাপ নিয়ে পোষ্ট দিয়ে , আড্ডার আয়োজন করে , নিজের পছন্দের দলকে সমর্থন জানিয়ে পোষ্ট দেয়। সারা দেশের মতো এখানেও ছিলো আর্জেন্টিনাব্রাজিল দলের সমর্থকদের আধিক্য। তাইবলে থেমে থাকেনি দেশীয় খেলাধুলার বিষয়। দেশের ক্রিকেটফুটবল বা তার ইতিহাস নিয়েও লেখা আসে।





সাহিত্য ও অনুবাদঃ

নাগরিক সাংবাদিকতা ভ্রমণ যাপিত জীবন ইত্যাদির পাশাপাশি বাংলা ব্লগ বর্তমান সাহিত্য চর্চার অন্যতম প্রধান একটি মাধ্যম। এবারের অন্যতম গুরুত্বপুর্ণ একটি বিষয় ছিলো বিভিন্ন অনুবাদ ধর্মী লেখা। সেখানে সক্রেটিসের এপোলজির অনুবাদ যেমন রয়েছে তেমনি রয়েছে কাহলিল জিবরানের গল্পের অনুবাদআরো রয়েছে ফরাসী কবিদের কবিতার অনুবাদ , ব্রিটিশ ঔপন্যাসিক Roald Dahl এর থ্রিলার অনুবাদ , প্রখ্যাত উর্দু সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের লেখা গল্পের অনুবাদ , আরো রয়েছে ল্যাটিন আমেরিকার গল্প , কৃষাণ চন্দরের অনুবাদ এবং আফ্রিকার রূপকথা । একই সাথে বরাবরের মতোই এসেছে নিয়মিত গল্প , কবিতা এবং ফিচার।



ছবিব্লগঃ

একটি ছবি হাজার কথা বলে। সামহোয়্যার ইন... ব্লগ এর ব্লগারদের ক্যামেরায় ধরা পড়েছে বিভিন্ন অসংগতি থেকে শুরু করে নৈসর্গিক দৃশ্য। ছবি বলেছে তুরাগ নদীর জীর্ণতার কথা , দুষ্ট চোর কাঠবেড়ালীর খেজুর রস চুরির গল্প , নয়নাভিরাম ইনানী সমুদ্র সৈকত , তিনবিঘা করিডোর , ব্লগার সাজিদ ঢাকার ক্যামেরায় বাংলার পথে, ব্লগার সাদা মনের মানুষের ক্যামেরায় অপরূপ বাংলা। আবার মাত্র পাঁচটি ছবি মিলেই হয়ে উঠেছে অসাধারণ এক গল্প।



ধর্ম ও জীবনঃ

মানবিক বোধের অন্যতম একটি দিক হচ্ছে ধর্ম। বিগত বছরগুলোর ন্যায় এবারও এসেছে অনেক ধর্ম ভিত্তিক পোষ্ট। এসেছে ইসলামী জীবন দর্শন , আল্লাহ্‌র গুণাবলী , মুহাম্মদ (সাঃ) এর জীবনের লুকানো বেদনা । এদিকে বরাবরের মতোই ব্লগার দীপান্বিতা লিখে গেছেন সনাতন ধর্ম ভিত্তিক পুরাণ মহাভারতের সহজবোধ্য গল্প, শারদীয় উৎসব দূর্গা পূজার স্মৃতিচারণ । আরো এসেছে বৌদ্ধ ধর্মের প্রকারভেদ এবং চীনাদের লাফিং বুদ্ধের পরিচিতি সহ আরো অনেক কিছু।







হাত বাড়িয়ে দাওঃ

মানুষ মানুষের জন্য। বিগত বছরগুলোর মতোই ছিলো বিভিন্ন সময়ে মানবিক সাহায্যে ব্লগারদের সম্মিলিত অংশগ্রহন। সাহায্যের হাত বাড়িয়েছেন উত্তরবঙ্গের শীত পীড়িত বা বন্যা কবলিত মানুষদের প্রতি, শীতবস্ত্র সংগ্রহে ছুটেছেন এখান থেকে সেখানে । একই সাথে সহব্লগারের চিকিৎসা সহযোগীতা এবং গোবিন্দ হালদারের চিকিৎসার দাবী । এছাড়াও শারীরিক প্রতিবন্ধী শিশুদের হুইল চেয়ার প্রকল্প , বিশ্বকাপ ফুটবলের সময় তৈরী বিভিন্ন দলের পতাকা দিয়ে শীতের কাঁথা তৈরীর উদ্যেগ, পথশিশুদের ঈদের জামা , অল্প অল্প টাকা জমিয়ে দরিদ্র পরিবারদের ঈদের বাজারে সহযোগীতা এবং এসেছে সহজে সেবামূলক কাজের পদ্ধতি ও পরামর্শ



অভ্যন্তরীণ অভিযোগ অনুযোগঃ

বছর জুড়ে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা ব্লগারদের একটি ভোগান্তির কারণ হয়েছিলো। ব্লগ ব্যবহারে অনাকাংখিত সাময়িক সমস্যা এবং সেগুলোর সমাধানের চেষ্টা আবার কখনও বা ব্লগারদের নিজ উদ্যেগে বিভিন্ন বিকল্প সমাধান বের করার চেষ্টা ছিলো লক্ষ্যনীয়। সমস্যার সমাধান লক্ষ্যে কখনও সাময়িক সময়ের জন্য সার্ভার বন্ধ রাখতে হয়েছে।



এছাড়াও নির্বাচিত পাতা এবং মডারেশনের বিরুদ্ধে নানা অভিযোগ অনুযোগ ছিলো বিগত বছরগুলোর মতোই এবং ছিলো নির্বাচিত পাতার উন্নয়ন নিয়ে ব্লগারদের নিজস্ব মতামত





ভালোবাসার সামহোহ্যার ইন... ব্লগঃ

বিভিন্ন অভিযোগ অনুযোগ থাকলেও সকলের প্রিয় সামু এবং সামু ব্লগারদের নিয়ে গঠনমূলক বিভিন্ন আলোচনায় হয়েছে। ব্লগের সম্ভাবনা , সংকলিত ব্লগ লেখার কৌশল কিংবা ব্লগিং এর গুরুত্ব নিয়ে এসেছে গুরুত্বপুর্ণ লেখা। এছাড়াও বছর জুড়ে এসেছে নানাবিধ সংকলন । এসেছেন ব্লগারদের প্রিয় সামুর প্রতি চাওয়া পাওয়ার কথা।





পুরষ্কার, সম্মাননা, বই প্রকাশ এবং মূলধারার গণমাধ্যমে ব্লগাররাঃ

এবারের বইমেলাতে প্রকাশিত হয়েছে ব্লগারদের বেশ কয়েকটি বই । এছাড়াও দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিয়মিত ছাপা হয়েছে ব্লগারদের লেখা।এবারের হরলিক্স-প্রথম আলো গল্প লেখা প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছেন ব্লগার সুমাইয়া বরকতউল্লাহ





নতুন ব্লগার এবং নতুন রূপে সামহোয়্যার ইন... ব্লগঃ

বছড় জুড়ে তুলনামূলক নতুন ব্লগারদের সরব উপস্থিতি ছিলো উল্লেখ করার মতো । একই সাথে পরীক্ষামূলক ভাবে গত ১৫ ডিসেম্বর সামহোয়্যার ইন... ব্লগের জন্মদিন উপলক্ষে ছাড়া হয়েছে পরীক্ষামূলক নতুন ভার্সন





বিজয় দিবস র‍্যালি, ব্লগ দিবস ও ব্লগার আড্ডাঃ

প্রতি বছরের মতো চলতি বছরের ১৬ই ডিসেম্বর এবারও সামহোয়্যারইনের উদ্যেগে বিজয় দিবস র‍্যালি উদযাপিত হয়। "যোগাযোগে সামাজিক মাধ্যম এবং আমাদের দায়বদ্ধতা" এই স্লোগানকে সামনে রেখে ১৯শে ডিসেম্বর উদযাপিত হয় ষষ্ঠ বাংলা ব্লগ দিবস । ব্লগ দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে সামহোয়্যারইন ব্লগ ঘুড়ি ব্লগ সহ বেশ কয়েকটি ব্লগ যৌথ ভাবে আয়োজন করে আলোচনা অনুষ্ঠানের । এছাড়াও বিভাগীয় শহর চট্টগ্রাম , সিলেট , বরিশাল সহ বেশ কয়েকটি জেলায় ব্লগ দিবস পালিত হয়। বিগত বছরের মতো এবারও ব্লগারদের নিজ উদ্যেগে চলে সাহিত্য আড্ডা





চলে যাওয়া মানে প্রস্থান নয়ঃ

২০১৪তে আমাদের থেকে চির বিদায় নিয়েছেন ব্লগার সেতু আশরাফুল হক ব্লগার ও কবি ওবায়দুল গনি চন্দন ও প্রবীণ ব্লগার বাংলার ভূমিপুত্র । তাঁদের আত্নার মাগফেরাত কামনা করি।





বর্ষপরিক্রমা সংশ্লিষ্ট পোষ্ট সমূহঃ

২০১৪ সালের সকল স্টিকি পোষ্ট নিয়ে কথা। - মৃদুল শ্রাবন

ফিরে দেখা ২০১৪ঃ বছর জুড়ে সামহোয়্যারইন ব্লগে স্টিকি হওয়া পোস্ট সমূহের সংকলন - অপু তানভীর

ফিরে দেখা ২০১৪ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া পোস্টসমূহ - ইমিনা

♣সামহোয়্যারইন ব্লগের নারী পোস্ট সমগ্র ২০১৪♣ - আরজুপনি

সামহোয়্যার ইন ব্লগ সালতামামি ২০১৪ - জেরিফ



বিগত বছরগুলোতে আসা বর্ষ পরিক্রমার কয়েকটি পোষ্টের লিংকঃ



ফিরে দেখা ২০০৯ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ

ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...

ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...

ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন

বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩





সকলের আরো দায়িত্বশীল ব্লগিং এবং মডারেশন প্যানেলের আরো পেশাদারিত্ব মিলিয়ে ভালোবাসার সামহোয়্যারইন... ব্লগ পেরিয়ে যাক আরো সুদীর্ঘ পথ। সবাইকে ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।





ফুটনোটঃ এটি কোনভাবেই সংকলন পোষ্ট নয়। বছড় জুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহের একটি সারমর্ম মাত্র। খুব স্বাভাবিক ভাবেই একজনের পক্ষে সব গুরুত্বপুর্ণ বিষয় তুলে আনতে পারা অনেক কঠিন একটি কাজ। তাই অনুরোধ জানাচ্ছি অজ্ঞাতে বা ভুলে বাদ পড়ে যাওয়া বিষয়গুলো মন্তব্যের ঘরে তুলে ধরার জন্য। পোষ্ট এবং সহব্লগারদের মন্তব্য মিলিয়েই ব্লগের পরিপুর্ণতা।



মন্তব্য ১৩৪ টি রেটিং +২৪/-০

মন্তব্য (১৩৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: হ্যাপি নিউ ইয়ার!!!
পোস্ট নিয়ে পরে আসছি :)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: পইড়েন আর কিছু বাদ পড়ে গেলে জানিয়েন :)


হ্যাপি নববর্ষ !!! !:#P !:#P

২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৩৭

ডি মুন বলেছেন:
প্রথম প্লাস +++

হ্যাপি নিউ ইয়ার কুনোব্যাঙ ভাই

দারুণ পোস্ট। প্রিয়তে নিলাম।

একটি সালতামামি পোস্ট

:)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও ইংরেজী নববর্ষের শুভেচ্ছা সুপ্রিয় মুন ভাই :)


প্লাসে কৃতজ্ঞতা :)

৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪১

সচেতনহ্যাপী বলেছেন: শুভভ নববর্ষ। নূতন বছরে আপনার সব কামনাই পূর্ণ হোক এই কামনায়।।

০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা :)

৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শুভ নববর্ষ। সুন্দর বর্ষপরিক্রমা। শ্রম দিয়েছেন অনেক। অভিনন্দন।

০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ সোনাবীজ ভাই।


আপনাকেও নববর্ষের শুভেচ্ছা :)

৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৪৯

সুমন কর বলেছেন: এক পোস্টে পুরো বছরের ইতিহাস।

০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২২

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ সুমনদা, যদি গুরুত্বপুর্ণ কিছু বাদ পড়ে যায় যা আমার চোখ বা স্মৃতি এড়িয়ে গেছে তাহলে জানাতে দ্বিধা করবেন না প্লিজ ।

৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৩:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন:





বরাবরের মত গত বছরেও ফাঁকিবাজ থাকাতে আমার চোখে তেমন কিছু বাদ পড়েনি বলেই মনে হয়েছে। বরং পোস্ট থেকে বেশি কিছুই জানতে পারলাম।

এত পরিশ্রমী পোষ্টের জন্য শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। :)


তবে এ বছর ব্লগে ব্লগার ও ভিজিটর দুটোর উপস্থিতি তুলনামূলক ভাবে বেশি কম ছিল।

তাই আপনার সাথে মিলিয়ে বলছি,
সকলের আরো দায়িত্বশীল ব্লগিং এবং মডারেশন প্যানেলের আরো পেশাদারিত্ব মিলিয়ে ভালোবাসার সামহোয়্যারইন... ব্লগ পেরিয়ে যাক আরো সুদীর্ঘ পথ।




পোস্ট প্রিয়তে......

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগ ব্যবহারের বেশ কিছু প্রযুক্তিগত অসুবিধাও ব্লগার ও ভিজিটরের উপস্থিতি কমের অন্যতম একটি কারণ বলে ব্যক্তিগত ধারণা। তবে উল্লেখযোগ্য পরিমাণের নতুন ব্লগার এবং বিভিন্ন ক্যাটাগরিতে দারুণ সব পোষ্ট আসার ক্ষেত্রে কিন্তু ব্লগ বলতে গেলে আগের মতোই ছিলো। আশাকরি সমস্যাগুলো কাটিয়ে সামহোয়্যার ইন... ব্লগ আবার প্রাণবন্ত হবে।

৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০২

বিদ্রোহী বাঙালি বলেছেন:

শ্রমসাধ্য পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ। দারুণ বর্ষ পরিক্রমা সাজিয়েছেন ভাই। প্রিয়তে তুলে রাখলাম। শুভ ইংরেজি নববর্ষ।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও ইংরেজী নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা :)

৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:০৫

প্রবাসী পাঠক বলেছেন: এক পোস্টেই বিগত বছরের উল্লেখযোগ্য প্রায় সব কিছুই উঠে এসেছে।

কয়েক জায়গায় ২০১৪ এর বদলে ২০১৩ চলে এসেছে। এডিট করে নিবেন।


ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক করে দিয়েছি :)


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা

৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৪:২০

ফারিয়া বলেছেন: সংকলন পোস্ট বরাবর ভয় পাই; এত পরিশ্রম করতে হয় লেখক ও পাঠক উভয়কে। তবে একটা ধন্যবাদ পাওনা রইল। ব্লগ যদি আবার আগের মত ফিরতে হয়, আমাদের সবাইকে একটু করে এগিয়ে আসতে হবে। এবছরের কোন ব্লগ ই পড়া হয়নি তেমন, আশা করি আবার নিয়মিত হবো! :#>

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০০

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যস্ততা গুছিয়ে আবার নিয়মিত হয়ে যাও। লেখালেখি বা নিজের ভাবনা সৃষ্টিশীলতা প্রকাশে ব্লগের বিকল্প এখনও তৈরী হয়নি।

নতুন বছরের শুভেচ্ছা রইলো অনেক অনেক :)

১০| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০১

সেলিম আনোয়ার বলেছেন: হ্যাপি নিউ ইয়ার । দারুন সংকলন করেছেন । আপনার মেধাদীপ্ত ও পরিশ্রমী পোস্টে অনেক ভাল লাগা ।+

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০১

*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাপি নিউ ইয়ার সেলিম ভাই। দেশে আসবেন কবে?

১১| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:০৩

অপু তানভীর বলেছেন: আফসুস সামনের বছর কুনো ভাই বিবাহ করিয়া ফেলিবে তখন সংকলন করার মত এতো পরিশ্রম আর করিবে না ! তখনই কি হইবে ?;););)


ভাই এতো তাড়াতাড়ি বিবাহ করিবেন না ! প্রতিবছর এরকম একটা করিয়া পোস্ট চাই কিন্তু :)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: অবশ্যই, এ বছরের বিয়ে কয়েক বছর পরেও করা যাবে কিন্তু এ বছরের রিভিউ তো আর পরে লেখা যাবেনা। অতএব.... . .

১২| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৩৩

পরিবেশ বন্ধু বলেছেন: হ্যাপি নিউ ইয়ার B-)

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ ভোর ৫:৪২

খেলাঘর বলেছেন:


হ্যাপী নিউইয়ার, ব্লগ ক্রমেই শান্ত হয়ে যাবে।

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক সময় শান্ত অবস্থাই ভালো, প্রাচীন বৌদ্ধ বিহারগুলোর মতো পরিচ্ছন্ন শান্ত। অযথা কোলাহল সরিয়ে শান্ত পরিবেশে জ্ঞান বিজ্ঞান রাজনীতি দর্শন এবং নিজের সৃষ্টিশীলতার চর্চা যেখানে থাকবে শুধুই সৃষ্টিশীলদের পদচারণা।


আপনাকেও ইংরেজী নববর্ষের শুভেচ্ছে :)

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫২

জিরো ডাইমেনশন বলেছেন: ইদানিং এই ব্লগটাকে আসলেই অনেক নিরুত্তাপ মনে হয়। একটা সময় এই ব্লগে আসতাম শুধু ব্লগ পড়ার জন্য। তখনকার সেই আমেজ আর পাই না। আবার সামু তার আসল রুপে ফিরে আসুক। সেই শুভকামনায়।

হ্যাপি নিউ ইয়ার

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: অশ্লীল ভাষা এবং অযাচিত ট্যাগিং এই দুটো বাদ দিয়ে বাকী সব দিকে সামু তার আগের রুপে ফিরে আসুক এটা আমাদের সবার প্রত্যাশা।

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা :)

১৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




ইহা একটি কুনোব্যাঙীয় পরিবেশনা............... B-) ;)

ইহা কি বার্ষিক ভ্রাতঃ?




অনেক ধন্যবাদ, প্রিয় কুনোব্যাঙ......... অনবদ্য!

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: এখন পর্যন্ত বার্ষিক আছে তবে আগামী বছরের ভরসা নাই :P


হ্যাপি নিউ ইয়ার সুপ্রিয় মইনুল ভাই :)

১৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:০৭

অপূর্ণ রায়হান বলেছেন: ৫ম ভালোলাগা ভ্রাতা +++++++

আপনার কাছে থেকে অনেকদিন পরে বহুল আকাঙ্খিত একটা পোস্ট পাওয়া গেলো। ভাবছিলাম, কুনোভাই পরিক্রমা পোস্ট দেয় না কেন! অনলাইনে তো দেখা যায়! :)

যাই হোক, কেমন আছেন?

শুভ নববর্ষ ভ্রাতা !:#P

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রাতা। আলসেমি করতে করলে দেরী হয়ে গেছে পোষ্ট দিতে :P


শুভ নববর্ষ ভ্রাতা :)

১৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৭

তুষার কাব্য বলেছেন: হ্যাপি নিউ ইয়ার কুনোব্যাঙ ভাই

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: হ্যাপি নিউ ইয়ার :)

১৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১০

কলাবাগান১ বলেছেন: যাপিত জীবনে উনার লিখা টা আসা উচিত- মহান অতন্দ্র

http://www.somewhereinblog.net/blog/mohan_otondro

০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ কলাবাগান১ ভাই। যাপিত জীবনে আপনার দেয়া ব্লগ লিংক এবং দেশ ভাবনায় মুনির হাসানের ব্লগ লিংক না আসায় আন্তরিক দুঃখিত।

১৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৫

মৃদুল শ্রাবন বলেছেন: একটা বছরের সারমর্ম তৈরি করা এক জিনিস আর সংকলন করা আর এক জিনিস। গুনে দেখলাম ১১৬ টি লিঙ্ক আছে এখানে। একটা বছরকে আয়নায় মতো সামনে ধরেছেন আপনি এই পোষ্টের মাধ্যমে। ঘটনাপ্রবাহ তৈরি করতে এবং তার সাথে প্রয়োজনীয় লিঙ্ক যুক্ত করতে যে কি পরিশ্রমের দরকার তার স্বীকৃতি দেয়া আমার পক্ষে সম্ভব নয়। তবে এটা বলতে পারি পোষ্টটি স্টিকি হবার জোরালো দাবী রাখে।

নতুন বছরের শুভেচ্ছা কুনো ভাই।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার স্টিকি পোষ্টের সংকলন পোষ্টটা আমার কাজ বেশ অনেকটা সহজ করে দিয়েছে। এত ভালো ভালো বিষয়ে এত ভালো ভালো পোষ্ট সত্যি বলতে ভাই ১১৬টা লিংক দিয়ে সেটিকে পুর্ণ সারমর্ম বলাও সম্ভব নয়।


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

২০| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪২

ইছামতির তী্রে বলেছেন: অসাধারণ!
কোন সন্দেহ নেই এটি অনেক কস্টসাধ্য কাজ। খুব ভাল লেগেছে।

নতুন বছরের অনেক শুভেচ্ছা রইল।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাবাদ ভাই


আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

২১| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:০০

চটপট ক বলেছেন: প্রচুর পরিশ্রমী পোস্ট !

ভালো লাগা রেখে গেলাম, কুনোভাই :)

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ভালোলাগা রাখার জন্য :)

২২| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২০

শায়মা বলেছেন: আরেকটি কথা আলাদা করে না বললেই নয়, এবার মানসিক রোগ সচেততনতা নিয়ে পোষ্ট এসেছে উল্লেখযোগ্য পরিমাণে। লেশ-নাইহান সিনড্রোম , অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার , সিজোফ্রেনিয়া সহ আরো অনেক বিষয়ের পাশাপাশি মানসিক রোগ বিশেষজ্ঞের ব্লগে উঠে এসেছে অটিজম নিয়ে বিস্তারিত আলোচনা ।


এটা আসলে সবচেয়ে বেশী দরকার। বিশেষ করে বর্তমানকালের মানুষের সামাজিক অসামাজিক সর্বোপরি নেতিবাচক কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে মানষিক উন্নয়ন সবচেয়ে দরকারী আর তার কোনো কোনো ক্ষেত্রে চিকিৎসা প্রযোজ্য কিন্তু হায় আমাদের দেশে খুব কম মানুষেরই সে ধারনা আছে।

অনেক অনেক শুভেচ্ছা কুনোব্যাঙ ভাইয়া। ভালো থেকো অনেক অনেক!!!!!

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আমাদের সমস্যা হচ্ছে মানসিক রোগটাকে আমরা এখনও একটি অসুখ হিসেবে মেনে নিতে পারিনি। বেশী বেশী আলোচনা হলে তাহলে এটিকে রোগ হিসেবে সকলের মেনে নেয়ার একটা অবস্থা হয়তো তৈরী হবে। রাগ ক্রোধেরও নিশ্চই অন্যতম একটি কারণ এই মানসিক রোগ।

আপনিও ভালো থাকুন আপু অনেক অনেক :)

২৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৪১

মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট । সবচেয়ে বেশি ভালো লেগেছে পোস্টের ধারাবাহিকতা ।


মাইনুদ্দিন মইনুল ভাইয়ের মত এখন বলাই যায়, ইহা একটি 'কুনোব্যাঙীয় পরিবেশনা' ।

+++

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ মামুন ভাই। সত্যি বলতে ইহা একটি ফাঁকিবাজি পরিবেশনা :P

২৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫০

হাসান মাহবুব বলেছেন: ও আচ্ছা আপনি সারাবছরের বেশিরভাগ সময় ঘাঁপটি মেরে থেকে এতকিছু করে ফেলসেন! বিশাল ব্যাপার। শুভেচ্ছা।

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: নতুন পুরানো সবাই ঘাপটি মেরে থাকে কখনও অনলাইনে কখনও অফলাইনে। ভালোবাসা খারাপ জিনিষ, একবার পড়ে গেলে পুরোপুরি আর মনেহয় ছেড়ে যাওয়া যায়না।

আপনাকেও নববর্ষের শুভেচ্ছা হামা ভাই

২৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৪

আমি তুমি আমরা বলেছেন: একাদশ ভাললাগা :)

০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

২৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৮

ইমতিয়াজ ১৩ বলেছেন: ১২তম ভাল লাগা। প্রিয়তে রাখলাম।

পরে বিস্তারিত মন্তব্য করছি।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২২

*কুনোব্যাঙ* বলেছেন: আপনার না ফেরার দেশে চলে যাওয়া ব্লগার বন্ধুরা পোষ্টটি আবার বেশ কাজে দিয়েছে। এক পোষ্টেই সব লিংক পেয়েছি। পোষ্টটির জন্য অনেক ধন্যাবাদ আপনাকে :)

২৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

আলম দীপ্র বলেছেন: হাসান মাহবুব বলেছেন: ও আচ্ছা আপনি সারাবছরের বেশিরভাগ সময় ঘাঁপটি মেরে থেকে এতকিছু করে ফেলসেন! বিশাল ব্যাপার। শুভেচ্ছা।
দারুন বলেছেন হামা ভাই । চমৎকার পোস্ট ! অসাধারণ !

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগও অনেকটা জীবন প্রবাহের মতো, নিক বৃদ্ধ হতে থাকলে সে চলে যায় সেখানে আবার নতুন নিক জায়গা করে নেয়। কিছুদিন পর হয়তো কুনোব্যাঙরাও একেবারে আড়ালে চলে যাবে এবং অফলাইনে বসে আলম দীপ্রদের বাৎসরিক রিভিউ পড়বে।

শুভ কামনা এবং শুভ নববর্ষ :)

২৮| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
শুভ নববর্ষ ভাই।


দারুণ কাজ করছেন। +++

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা :)

২৯| ০১ লা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৪

অঘটনঘটনপটীয়সী বলেছেন: এক পোস্টে সামুর ২০১৪ পুরোটাই প্রায় উঠে এসেছে। বেশ ভাল লাগলো।

হ্যাপি নিউ ইয়ার ভাইয়া। :)


ভাল থাকবেন।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মিস অঘটন। পুরোটা উঠে এসেছে বললে একটু ভ্রান্তি থেকে যায়, চেষ্টা করেছি গুরুত্বপুর্ণ বিষয়গুলোর অংশবিশেষ উপস্থাপন করার এবং বলা যায় সেখানে সফলতার চাইতে ব্যর্থতাই বেশী


হ্যাপি নিউ ইয়ার :)

৩০| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:১৯

ইমতিয়াজ ১৩ বলেছেন: অনেক কষ্ট করেছেন এ পোষ্টের জন্য। কালে গর্ভে হারিয়ে যাওয়া নির্দিষ্ট বছরের গুরুপূর্ণ ঘটনার উপর ভিত্তি করে প্রদত্ত পোষ্ট গুলোকে একটি ফ্রেমে এনে ছোট গল্পের মতো করে প্রকাশ করেছেন।

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য আবারো অনেক ধন্যবাদ :)

৩১| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১০:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: মহাকাঙ্খিত পোষ্ট !!!
এক পোষ্টেই পুরো বছর !

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪২

*কুনোব্যাঙ* বলেছেন: এই পোষ্টে পুরো বছরের কিছু অংশ, নাই নাই করেও কিন্তু বিভিন্ন বিষয়ে মৌলিক পোষ্টের সংখ্যা নেহায়েত কম না। এত এত ভালো পোষ্ট যে অনেক ভালো পোষ্ট পাঠক খরায় রীতিমতো জীর্ণ

৩২| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ওয়াউ ;)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কু ;)



অঃটঃ আমাকে একটা ইনফো দেন, আপনার প্রোপিকের ছবিটা কি জর্জ লুকাসের(স্টার ওয়ার্স, ইন্ডিয়ানা জোন্স) জ্ঞাতি বা রক্ত সম্পর্কীয় কেউ?

৩৩| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৬

জেরিফ বলেছেন: অনেক অনেক কষ্টের কাজ ।যারা করে তারাই বুঝে ।

অনেক অনেক শুভ কামনা সবার জন্য ।

হ্যাপী নিউ ইয়ার :)

০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: তোমার সংকলন পোষ্টটাও কিন্তু কম পরিশ্রমের না।


হ্যাপি নিউ ইয়ার :)

৩৪| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৪৫

হামিদ আহসান বলেছেন: হ্যাপি নিউ ইয়ার

পোস্টটির জন্য সাধুবাদ জানাই ................

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১২

*কুনোব্যাঙ* বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকেও

৩৫| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৫

জাফরুল মবীন বলেছেন: পোস্টটির জন্য আপনার শ্রম ও একাগ্রতা,পোস্টের গুরুত্ব ও সর্বোপরি এর উপাস্থপনা দারুণ মুগ্ধ করল।অভিনন্দন আপনাকে।

নতুন বছরে আপনার জন্য অনেক শুভকামনা রইলো।

HAPPY NEW YEAR :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: প্রতিটি ব্লগ লেখায় মবীন ভাইয়ের শ্রম এবং একাগ্রতার সামনে নিশ্চই এটা তেমন কিছুই না।

আপনাকেও নববর্ষের শুভ কামনা জানাই, দীর্ঘায়ু হোন এবং সুদীর্ঘ কাল ধরে আমাদের জন্য নতুন নতুন তথ্য নির্ভর লেখা নিয়ে আসুন এই কামনা করি :)

৩৬| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:
ইংরেজী নববর্ষের শুভেচ্ছা রইল। পাশাপাশি আপনাকে আন্তরিক ধন্যবাদ এই পোষ্টটির জন্য। এই ধরনের একটি পোষ্ট নিঃসন্দেহে কঠিন পরিশ্রম এবং সারা বছর ধরে চলমান পর্যবেক্ষনেরই ফসল। আপনার এই পোষ্টের মাধ্যমে আমাদের সামনে আবারও উঠে এল, সারা বছরে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয়ে ব্লগারদের আলোচনা, সমালোচনা, নাগরিক সাংবাদিকতার মত বিষয়ে এবং সর্বপরি সৃজনশীল লেখালেখির চর্চায় সরব অংশগ্রহনের ব্যাপারটি।

সোশ্যাল মিডিয়ার অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ন মাধ্যম হলো ব্লগ। বাংলা আমাদের মাতৃভাষা। আর এই মাতৃভাষায় নিজেদের মুক্ত ও স্বাধীন মতামত প্রকাশ করার যে সুযোগ তাকে সঠিক এবং দৃষ্টান্তমূলকভাবে ব্যবহার করে ব্লগাররা ইতিমধ্যেই একটি দায়িত্বশীল অবস্থান তৈরী করতে সক্ষম হয়েছে। ফলে স্বাভাবিক আগ্রহের কারনে বিগত বেশ কিছু সময় ধরে আমরা অনেক ব্যবহারকারীকে এই মাধ্যমটির প্রতি আগ্রহ প্রকাশ করতে দেখছি। এই নতুন ব্যবহারকারী বা ব্লগারদের সামনে এই পোষ্টের মাধ্যমে উপস্থাপিত বিভিন্ন বিষয়ে অন্যান্য সহ ব্লগারদের অংশগ্রহন, নিজস্ব মতামত ও বিশ্লেষন প্রকাশ করার প্রক্রিয়াটি একটি চমৎকার উদহারন হিসেবে কাজ বলেই আমি বিশ্বাস করি।


ব্লগার আরজুপনি বছর ব্যাপী প্রকাশিত নারী নিয়ে সকল পোস্টগুলোকে একত্রিত করেছেন। ব্যতিক্রমধর্মী ও কষ্টসাধ্য সেই পোষ্টটির লিংক সকলের দেখার সুবিধার্থে আপনার পোষ্টে সংযুক্ত করার অনুরোধ রইল।

ধন্যবাদ। :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৩৮

*কুনোব্যাঙ* বলেছেন: পনি আপুর পোষ্টের লিংক যোগ করে দিয়েছি :)

গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ কা_ভা ভাই। সকলের দায়িত্বশীল অবস্থান মিলিয়ে আশারাখি বাংলা কম্যুনিটি ব্লগ পাড়ি দেবে সুদীর্ঘ কাল, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনলাইনে তৈরী হবে মাতৃ ভাষার বিশালতর এক ভান্ডার। উঠে আসবে আমাদের হাজার বছরের ঐতিহ্য এবং ভবিষ্যৎ নির্দেশনা।

৩৭| ০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

আবু শাকিল বলেছেন: হ্যাপি নিউ ইয়ার কুনো ভাই।

অনেক রাতে লগইন করলাম।পোস্ট পড়া হয় নাই।
কালকে পড়মু।

কিরাম আছেন ভাই ?

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৪০

*কুনোব্যাঙ* বলেছেন: ঠিক আছে ভাই, সময় করে পড়ে নিয়েন।


আমি ভালো আছি, আপনি কেমন আছেন শাকিল ভাই?

হ্যাপি নিউ ইয়ার :)

৩৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৭

কলমের কালি শেষ বলেছেন: স্বল্প পরিসরে অনেক সুন্দর বর্ষ পরিক্রমা । ++++++

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন ।।
কিছু ইতিহাস ভুলে গিয়েছিলাম ...

কিছু লেখা কিছু স্মৃতি ...।

++++++++++ এবং প্রিয়তে

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৪

*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস আপু :)

৪০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১:৪৩

অপ্রতীয়মান বলেছেন: বছরের আলোচিত সমালোচিত সকল ঘটনাই একটা পোষ্টের মাঝে নিয়ে আসা সত্যিই দুরূহ একটা কাজ।
আর সেই কাজটিই চমৎকার ভাবে করে ফেলেছেন আপনি।

শুভ কামনা জানবেন :)

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ ও শুভ কামনা আপনাকেও :)

৪১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

আরজু মুন জারিন বলেছেন: কাজ তো করেছেন বিশাল।নামটা কেন কুনোব্যাঙ।এত বড় চমৎকার কাজ করতে সক্ষম এরকম একজন মানুষকে কুনোব্যাঙ সম্বোধন করব ভাবতে মন খারাপ হয়ে যায়। :-P :-P :-P

লজ্জা লাগছে আপনাকে কুনোব্যাঙ ভাই/বোন বলতে।তার চেয়ে শার্ক বা অক্টোপাস রাখুন প্লিজ। B:-) B:-) B:-)

যাই হোক মজা আর না।অসাধারন পোষ্ট।একটা পোষ্টে সব কিছু এত সুন্দর করে ম্যানেজ করলেন বিস্মিত হতে হয়।এইজন্য তো বলছি কুনোব্যাঙ নাম আপনাকে মানায় না ।যে কোন গোত্রের রাজার নাম আপনাকে মানাবে।

বাঘ ,সিংহ হাতি ঘোড়া ...

অনেক ধন্যবাদ শ্রমসাধ্য পরিশ্রমী পোষ্টটির জন্য।অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য আমার হৃদয় থেকে।ভাল থাকুন ।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: কুনোব্যাঙ অলওয়েজ কুনোব্যাঙ, এটার কোন পরিবর্তন মানিনা মানবোনা :-P :-P

ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার একটি পোষ্ট না আনার জন্য। হঠাৎ খেয়াল করি একটি বিভাগ লিখে রেখেছি কিন্তু কোন লিংক যোগ করা হয়নি। পরে নিজের সাথে নিজেই প্রতারণা করে ফাঁকি দিয়েছি :P

সুন্দর সুন্দর গল্প উপহার দেয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা :)

৪২| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১০

রিফাত ২০১০ বলেছেন: ২০১৪ সালে আই সি টি এর ৫৭ ধারার রক্ত চক্ষুকে উপেক্ষা করে যে সব সাহসী কী-বোর্ড যুদ্ধরা আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে লিখে গিয়েছে তাদের অভিনন্দন।২০১৪সালে আওয়ামী দুঃশাসনের মধ্যে শিক্ষাঙ্গনে সন্ত্রাস , ছাত্রলীগের যথারীতি নোংরামি , প্রশ্ন পত্র ফাঁস এর সাথে আরো একটি বিষয় নিয়ে এই মুহূর্তে ব্লগারদের আলোচনা করা বাধ্যতা মূলক হয়ে গেছে আর তা হলো গণহারে এ+ বা গোল্ডেন এ + এমন কি পরীক্ষা না দিয়েও এ + পাওয়ার নিন্দনীয় নজিরবিহীন ঘটনা এর আগে পৃথিবীর কোথাও ঘটেছে বলে আমার জানা নেই।

রাজনৈতিক ফায়দা লুটার জন্য ভারতের ইশারায় আওয়ামীলীগ দেশের কোমল-মতি তরুণ মেধাবী শিক্ষার্থীদের তথা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার যে পায়তারা করছে তার বিরুদ্ধে লিখার জন্য আপনার পোস্টের মাধ্যমে আমি সামহোয়্যার ইনের সকল ব্লগারদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪১

*কুনোব্যাঙ* বলেছেন: নিঃসন্দেহ আসিটি এর ৫৭ ধারা একটি কালো আইন, শাসক যন্ত্রের যথেষ্ট ইচ্ছামাফিক ব্যবহারের সুযোগ রেখেই এই ধারা করা হয়েছে। আবার এদিকে বাক স্বাধীনতার সুযোগে নিজেদের অদায়িত্বশীল আচরণ এবং অপব্যবহার সরকারকে সুযোগ করে দিয়েছে এই আইন তৈরীতে।


প্রশ্নপত্র ফাঁস করে এবং গণহারে সবাইকে এ+ দিয়ে সরকারের আদতে লাভটা কোথায় এটা এক রহস্য। যদি তারা ভেবে থাকে এর সাথে সরকারের ভাবমুর্তি উজ্জ্বলের সম্পর্ক রয়েছে তাহলে বলতে হয় তারা বোকার স্বর্গে বসবাস করছে। এর ফলে কোন লাভ তো হবেই না বরং জাতির মেরুদন্ড ভেঙ্গে পড়বে।

৪৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পরিশ্রমী পোস্ট । পুরো মাস স্টিকি রাখার অনুরোধ করছি ।
লিরিক্স, কবিতা , রম্য নিয়ে কোন আলোচনা হয়নি । X(( X(( X((

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৮

*কুনোব্যাঙ* বলেছেন: ভাই, রম্যের কথা বলে আমাকে লজ্জায় ফেলে দিলেন। রম্য নিয়ে আলাদা একটি অংশ করেছিলাম কিন্তু শেষে এসে দেখি সেখানে এখনও লিংকই যোগ করিনি। পরে ফাঁকি দিয়েছি :P

রম্য শুধু রম্য নয়, পরিবর্তনের হাতিয়ার, অসংগতির বিরুদ্ধে এক শক্তিশালী অস্ত্র।

৪৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:২৭

আরজু পনি বলেছেন:

অনেক পরিশ্রমের দারুন কাজ !

পুরো বছরের উল্লেখযোগ্য অংশ একসাথে...
এমন কাজটি দেখে ফিউশনকে মনে পড়ে গেল ।

নতুন বছরে অনেক শুভকামনা রইল আপনার জন্যে ।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৯

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আপু। আর একই সাথে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই পোষ্টটি সাজানোর ব্যস্ততায় কোন ফাঁকে আপনার নারী পোষ্ট সংকলন আমার চোখ এড়িয়ে গিয়েছিলো।

৪৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:৩৬

*কুনোব্যাঙ* বলেছেন:
সংযুক্তিঃ
♣সামহোয়্যারইন ব্লগের নারী পোস্ট সমগ্র ২০১৪♣ - আরজুপনি
সামহোয়্যার ইন ব্লগ সালতামামি ২০১৪ - জেরিফ

৪৬| ০২ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১২

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: অনেক ধন্যবাদ এমন চমৎকার একটি পোষ্ট উপহার দেবার জন্য। নিজের নামটা এত অসাধারন নাম ও কাজগুলার সাথে দেখে বিশেষ সম্মানিত বোধ করছি। নতুন বছরের শুভেচ্ছা রইলো।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৩

*কুনোব্যাঙ* বলেছেন: ব্যক্তিগত ভাবে আমার মত হচ্ছে পাখির চোখে আপনার বিলেত দেখা সামহোয়্যারইন...ব্লগ এর অন্যতম সেরা একটি সিরিজ

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

৪৭| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

নীলসাধু বলেছেন: অসাধারণ। এমন একটি পোষ্ট লেখা চাইলেই সম্ভব না, সবাইকে দিয়ে সম্ভবও না।
জাষ্ট গ্রেট!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৬

*কুনোব্যাঙ* বলেছেন: একজন সিনিয়র এবং দায়িত্বশীল ব্লগারের থেকে এমন মন্তব্য পাওয়া অনেক অনুপ্রেরণার।

অনেক কৃতজ্ঞতা শ্রদ্ধেয় নীলসাধু ভাই

৪৮| ০২ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

ডানাভাঙ্গা চিল বলেছেন: এমন পোষ্টে বলার কিছু থাকে না। জাস্ট ব্রাভো।


আমার নিকের প্রথম পাতায় এক্সেস থাকা সত্ত্বেও গুরুত্বপূর্ণ একটি পোস্ট প্রথম পাতায় গেল না। সুনির্দিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করছি।

স্টিকি পোষ্টে সবাই দেখবে বলে প্লট টা ব্যবহার করে সাময়িক সমস্যা সৃষ্টি করায় ক্ষমাপ্রার্থী কুনোব্যাঙ। শুভেচ্ছা রইল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: প্রথম পাতায় আপনার পোষ্ট না যাওয়ার অভিযোগটি মডারেশন প্যানেল নিশ্চই লক্ষ্য করে থাকবে। যদি কোন সমস্যার কারণে এটা হয়ে থাকে তাহলে আশাকরি উনারা সমস্যাটির সমাধান করবেন। তবে আপনার শেষ পোষ্ট ব্লগার কান্ডারি অথর্বের পোষ্ট নিয়ে যে অভিযোগটি করেছেন তার প্রেক্ষিতে বলতে চাই, আসলে যেকোন কম্যুনিটিতেই দায়িত্বশীলতার প্রধান ভূমিকা পালন করতে হয়ে কম্যুনিটির সদস্যদের। কম্যুনিটির সদস্যরাই যদি অদায়িত্বশীল হয়ে যায় তবে সেখানে বিশৃঙ্খলা অব্যবস্থাপনা হবেই। প্রতিদিন শত শত পোষ্ট শুধুমাত্র মডারেশনের দায়িত্বে সেগুলোর সঠিক মূল্যায়ন অনেক কঠিন একটি ব্যাপার। বিশেষ করে প্রতিটি লেখা খুঁজে পেতে দেখতে যাওয়া একই সাতে অনেক সময় সাপেক্ষ একটি ব্যাপারও। তাই সবার আগে প্রয়োজন ব্লগারদের দায়িত্বশীলতা। তবে হ্যাঁ, কান্ডারী অথর্ব সহ আরো যাদের অন্য লেখা কপিপেস্টের পুর্ব ইতিহাস রয়েছে তাদের পোষ্টের ব্যাপারে মডারেশন প্যানেলের সতর্কতার সাথে সিদ্ধান্ত নেয়া উচিত।

৪৯| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২

তাহসিনুল ইসলাম বলেছেন: আমি ব্লগে নতুন যোগ দিয়েছি। চলে যাওয়া বছরে ব্লগের লেখালেখির বিবরণটা দারুণ লাগলো। অনেক সুন্দর ও সমৃদ্ধ একটা বছর কেটেছে ব্লগটি :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: ব্লগে আপনার পথ চলা শুভ হোক এই কামনা করি।


শুভ নববর্ষ :)

৫০| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:০২

মোঃ ছিদ্দিকুর রহমান বলেছেন: গননার দিন গুলো শেস হয়ে গেল মনের অজানতেই। আমার শুরু হলো দিন গুনা। আপনাকে সহ সকল ব্লগারকে আমার আন্তরিক শুভেচ্ছা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৪

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা :)

৫১| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
কুনোব্যাঙের দৃষ্টি যে ঈগলের চেয়েও প্রখর
তাহা এই দারুণ পোস্টেই প্রতীয়মান হইল!


অনেক ধন্যবাদ আর শুভকামনা রইল ভ্রাতা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৫

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও শুভ কামনা :)

৫২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

পার্থ তালুকদার বলেছেন: অনেক পরিশ্রমের কাজ.....

পুরো ২০১৪ যেন এই একটা পোষ্টেই !!

শুভকামনা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৬

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ।

শুভ কামনা আপনাকেও :)

৫৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:১৫

নেবুলা মোর্শেদ বলেছেন: দারুন পোস্ট।



০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:০৯

*কুনোব্যাঙ* বলেছেন: মহাকাশ বিজ্ঞানের সাম্প্রতিক বিষয়গুলো আপনার পোষ্টগুলো অনেক উৎসাহ ব্যাঞ্জক। রাষ্ট্রীয় ভাবে এদেশে মহাকাশ বিজ্ঞানের উপর কৌতুহল তৈরীর যেখানে তেমন কোন উদ্যেগ নেই সেখানে আপনার পোষ্টগুলো অন্তত ব্লগ পাঠকদের মহাকাশ বিজ্ঞানের ব্যাপারে আগ্রহী করবে।

৫৪| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৪

In2the Dark বলেছেন: অনেক কষ্ট করেছেন। ধন্যবাদ দিয়ে ছোট করব না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১০

*কুনোব্যাঙ* বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপনাকে :)

৫৫| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ১১:০৩

ইমিনা বলেছেন: এই ধরনের অসাধারন পোস্ট পাবার নিশ্চয়তা পেলে আমি সারা বছর অনলাইন মিডিয়া এবং পিন্ট মিডিয়া থেকে স্বেচ্ছায় চোখ সরিয়ে রাখতে রাজী :)

পরিশ্রমী এবং মেধাবী পোস্ট হিসেবে এটি অনন্য ও অদ্বিতীয়।
নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানবেন।
শুভকামনা।।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: সর্বাধিক মন্তব্য পাওয়া পোষ্টগুলো একত্রিত করার কাজটি অবশ্যই আরো অনেক বেশী পরিশ্রমী এবং বুদ্ধিদীপ্ত কাজ।

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

অঃটঃ আন্টির শারীরিক অবস্থা এখন কেমন? হসপিটাল থেকে কবে রিলিজ দিচ্ছে?

৫৬| ০৩ রা জানুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭

এক নিরুদ্দেশ পথিক বলেছেন: শুভেচ্ছা

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৩

*কুনোব্যাঙ* বলেছেন: শুভেচ্ছা আপনাকেও :)

৫৭| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:২৭

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার প্রোফাইল পিকচার হল জশ লুকাসের। কিন্তু জর্জ লুকার আর জশ লুকার রিলেটেড না।

আপনার এই প্রশ্ন কেন?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: আস্ক ওনলি, কোন কারণ নেই। নামের সাথে লুকাস দেখে ভেবেছিলাম লুকাস পরিবারের কেউ কিনা।

৫৮| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:১২

আবু শাকিল বলেছেন: পুরো বছরের উল্লেখযোগ্য পোষ্ট একসাথে পেলাম।
অনেক পরিশ্রমী কাজ।

পোষ্ট ঘেটে দেখলাম অনেক কিছই পড়া হয়নি।
ধন্যবাদ পোষ্টের জন্য।
অলস অবসরে আপনার ব্লগ বাড়িতে এসে পড়ব :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৬

*কুনোব্যাঙ* বলেছেন: মন্তব্যের জন্য আপনাকেও ধন্যবাদ শাকিল ভাই। অবসের আরেকবার আমার ব্লগ বাড়ীতে আসার আমন্ত্রণ রইলো :)

৫৯| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৩৬

চিরতার রস বলেছেন: জুনিয়র ফিউশন ফাইভ ;)
চরম পোস্ট।

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: হাহাহা, ফিফার তুলনা একমাত্র ফিফাই। আমরা শুধু উনার অনুকরণের চেষ্টা করতে পারি।

অঃটঃ ঈশপের গল্পের আধুনিক ভার্সন আপনার থেকে আশাকরি নিয়মিত পাবো।

৬০| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৬

বৃতি বলেছেন: ব্লগের পুরো বছর একসাথে- চমৎকার ! নতুন বছরের শুভেচ্ছা, কুনোব্যাঙ :)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৭

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৬১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:২৭

রিবেল মনোয়ার বলেছেন: এগিয়ে যাক বিকল্প মিডিয়া। আমরা আছি । আমরা জেগে আছি...

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:১৯

*কুনোব্যাঙ* বলেছেন: সকলে দায়িত্বশীল বাক প্রকাশের মাধ্যমটি এগিয়ে যাক সুদীর্ঘ পথ এই প্রত্যাশ করি

৬২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১১

জাহাজী পোলা বলেছেন: নতুন বছরের অনেক শুভেচ্ছা। B-)

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২০

*কুনোব্যাঙ* বলেছেন: খ্যাতিমান ব্লগারদের পুনরাগমন নতুনদের উৎসাহিত করে ।

নতুন বছরের শুভেচ্ছা আপনাকেও :)

৬৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৫৯

ইখতামিন বলেছেন:
নতুন বছরের শুভেচ্ছা নিবেন..

০৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১:২১

*কুনোব্যাঙ* বলেছেন: আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা :)

৬৪| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৩

জুন বলেছেন: অসম্ভব পরিশ্রমী পোষ্ট। সারা বছরের সালতামামী এক পাতায় দেয়া এক কষ্টসাধ্য ব্যাপার তাও আবার এক নতুন আঙ্গিকে ।
অনেক অনেক শুভকামনা রইলো কুনো গর্ত থেকে শীত নিদ্রা ছেড়ে এত সুন্দর এবং প্রিয়তে রাখার মত একটি পোষ্ট দেয়ার জন্য ।
+

৬৫| ০৬ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৪৬

খাটাস বলেছেন: এত পোস্ট চোখ এড়িয়ে যায় আগে ভাবি নি।
ধন্যবাদ এস্থলে বৃথা।
অনেক শুভেচ্ছা।

৬৬| ১১ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫৮

জুন বলেছেন: X(( X((

৬৭| ১৬ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: . ব্যতিক্রমী সুসজ্জিত সংকলন । ।দেখার এবং সবার মাঝে পরিবেশন ক্ষমতা প্রসংশা র দাবিদার । ।

হলুদ তারা :)

৬৮| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০৮

ভূতাত্মা বলেছেন: দারুণ সালতামামী, তবে হ্যাকিং -এর করুণ কাহিনী মিস করেছি বোধহয়!! :P :P

৬৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৩:১৫

আহসানের ব্লগ বলেছেন: আবার পড়লাম ।

৭০| ০৫ ই মার্চ, ২০১৫ রাত ২:২৯

চাঁদগাজী বলেছেন:



ভালো সারমর্ম

৭১| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৪৭

সচেতনহ্যাপী বলেছেন: হঠাৎ করেই আমার বাড়িতে দেখে এসে দেখি অনেক নামকরা ব্লগারদের জমপেষ জমায়েত।। সবার মিলিত মন্তব্য পড়লাম।। আর দেরী দেখে চুপ করে পালিয়ে গেলাম।।
তবে প্রিয়তে নিয়ে রাখলাম।। অবসর মুহূর্তে চেখে দেখবো এক এক করে।।

৭২| ০১ লা জুন, ২০১৫ রাত ১২:৫৮

শতদ্রু একটি নদী... বলেছেন: বাহ, এই পোস্টের সুত্র ধরে অনেক জায়গা ঘুরে এলাম। কস্টসাধ্য কাজ করছেন অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.