![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ল্যাপটপের জন্য টিভি কার্ড কিনতে চাই। কিন্তু কিছু সমস্যার কারণে একটু বিপদে আছি। বাজারে সাধারনত যেসব টিভি কার্ড পাওয়া যায়, তার সবটাই জানালা বা ম্যাকের জন্য সাপোর্ট থাকে। কিন্তু লিনাক্সের জন্য সাপোর্ট আছে এমন টিভি কার্ড পেলাম না। আবার ইউএসবি টিভি কার্ড কেনার পক্ষে আমি না। কারন এতো রেজুলোশনের ভিন্নতা দেখা যায়। এই কারণে ইউএবি টিভি কার্ড কেনার পক্ষপাতি আমি না।
নেটে এক জায়গা লেখা দেখলাম এক্সটার্নাল টিভি কার্ড কিনে নাকি ল্যাপিতে ব্যবহার করা যায়। সেক্ষেত্রে নাকি শুধু ভিজিএ টু ইউএসবি কনভার্টার কেবল কিনে ল্যাপিতে লাগালে কাজ করে। এক্ষেত্রে নাকি ওএস এর উপর নির্ভর করতে হয় না। এব্যাপারে কি কারো কোন অভিজ্ঞতা আছে? থাকলে একটু সাহায্য করবেন আশা করি।
২| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:১৮
বদিউজ্জামান মিলন বলেছেন: এই যুগে কি কেউ টিভি কার্ড ইউজ করে? আপনি একটি থ্রি জি ইন্টারনেট প্যাক ইউজ করেন। আর টিভির ইন্টারনেট ওয়েবসাইট লিঙ্ক দিয়ে টিভি দেখুন। খেলা দেখতে ব্লগে চোখ রাখবেন। দেখবেন কেউ না কেউ লিঙ্ক পোস্ট করেছে। আর জাগো বিডি ডট কমে দেশের যে কোনো চ্যানেল অ্যাভেলেবেল পাবেন। কী দরকার খামোখা টিভি কার্ডের। পরামর্শ পছন্দ হলে আমাকে রিপ্লাই দিয়েন।
৩| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:২২
আলমাস১৭ বলেছেন: ভাই চায়ের দামে শরবত পেলে কেউ কি চা খাইতে চাই। সুনার বাংলাদেশে থ্রিজির যে অবুস্থা তাতে করে এইটা দিয়ে খেলা দেখতে হলে আপনাকে ফকির হয়ে রাস্তায় বসতে হবে। আর টিভি কার্ডের খরচ এককালীন। একবার কিনলে আর কোন খরচ নেই।
৪| ২৬ শে মার্চ, ২০১৪ রাত ১০:৩৯
বদিউজ্জামান মিলন বলেছেন: আমি তো এভাবেই টিভি দেখি। আমার জুম আলট্রার স্পিড ৫১২ এমবি। মোটামুটি চলে। তবে পেশাদারিত্বের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় ওয়াইফাই পাই। অফিসের বাইরে বসে কাজ করতে হয় বলে এভাবেই খেলাটেলা দেখি। টিভিও দেখি। তবে গুড...কেনেন একটা টিভি কার্ড। আইডিবি ভবনে সময় নিয়ে যান ঘুরে ফিরে কিনে ফেলেন একটা..
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:২৯
আলমাস১৭ বলেছেন: কি ব্যাপার কেউ নেই নাকি। একটু হেল্প করার মত।