![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ কে কখন কোথায় বিপদে পড়বে সেটা বলা মুশকিল। এতো বছর চাকরি করার পরে এমন বিপদে পড়বো কখনো ভাবিনি। নিজস্ব মন্ত্রনালয়ে থাকতে এমন কখনো মনে হয়নি। কিন্তু সরকারী চাকরীর কারণে এমন অবস্থা হবে কখনো বুঝিনি। সরকার প্রতিরক্ষা মন্ত্রনালয় থেকে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে পাঠিয়েছে। গত কয়েক মাস থেকে প্রেষণে আছি। কিন্তু এখানে চারিদিকে বিপদ আর বিপদ। নিজের মন করতে না চাইলেও বা নিজের কাছে অন্যায় মনে হয় এমন কাজ করতে না চাইলেও সেটা করতে হচ্ছে। জানি না কবে এসব অন্যায় থেকে আল্লাহ মুক্তি দিবে।
তবে যদি কোন সহৃয়বান ব্যক্তি একটু সাহায্য করেন তবে ,আল্লাহ রহমতে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি।
প্রেষণ বাতিল অথবা বদলীর ব্যাপারে, তবে প্রেষণ বাতিল হলে ভাল হয়। আবার প্রতিরক্ষা মন্ত্রনালয়ে ফিরে যেতে চাই।
কারো ঘনিষ্ঠ বা কাছের কোন আত্মীয় যদি সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা বা কোন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা থাকে , তবে একটু সাহায্য করলে অনেক উপকার হবে।
তাহলে অনেক অন্যায় কাজ থেকে নিজেকে বাচিঁয়ে রাখতে পারবো।
কোন ব্যক্তি যদি সাহায্য করতে পারেন। তাহলে দয়া করে , একটু ইনবক্স করবেন।
২| ০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১৭
আলমাস১৭ বলেছেন: এটা আমি ইচ্ছা করে আসিনি। সরকারী আদেশে এসেছি। কিন্তু আমি নিজে চেষ্টা করছি। তবে কোন উচ্চপদস্থ কর্মকর্তা ফোন দিলে সহজে প্রেষণ বাতিল হয়।
৩| ০৭ ই নভেম্বর, ২০১৪ দুপুর ১২:১২
সরদার হারুন বলেছেন: নিয়ম হলো জনস্বার্থে যেকোন খানে বদলী করতে পারে।আপনাকে যদি বেতন না দেয় তাহলে সমস্যা হতে পারে ।
আমি তো কোন সমস্যা দেখিনা ।
৪| ০৭ ই নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
দীঘল গঁাােয়র েছেল বলেছেন: যেখানেই থাকুন নিজের বিবেচনাবোধ জাগ্রত রেখে কাজ করুন। অন্যায় করবেন না। কোন অন্যায় প্রশ্রয় দেবেন না। আল্লাহ আপনার সহায় হোন।
৫| ০৮ ই নভেম্বর, ২০১৪ রাত ১০:৫৫
আলমাস১৭ বলেছেন: ভাই সবই ঠিক আছে। কিন্তু আপনি / আমি আমার উচ্চ পদস্থ কর্মকর্তার আদেশ পালন করতে বাধ্য।আমি য়থা সম্ভব চেষ্টা করছি। কিন্তু কতখানি পারবো জানি না।
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:১০
নাসরীন খান বলেছেন: apni jevabe preshone ashechen shevabei preshon theke nizer chacrite ferot jete parben chestha korun