|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
এমন আধার নিশীতে ওগো
এ কোন সুরে বাজলো সানাই
বুকের মাঝেও বেঁজে উঠে 
তবুও আছি পড়ে শূন্যতায়।
এদিক সেদিক কতোই তাকাই 
কতো সুরই কানে বাজে
তুমিই কেনো হেসে উঠো
এমন করে সবার মাঝে?
কতোটা দিন দেখিনা তোমায় 
দিয়েছো জানি পর করে 
আবার যদি দেখা মিলে
দেখবো তবে নয়ন ভরে। 
এই জীবনে লক্ষ হাজার 
করেছি কতো ভুল
স্বান্তনা দিই ভবিষ্যৎ এ
দিবো নাহয় মাশুল। 
সেই সে দিনটা আসবে কিগো
কখনো আমার কাছে?
যেদিনটাতে তোমার প্রেমটাও 
হয়ে যাবে মিছে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.