নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৈশব কেটেছে ডাকাতিয়া পাড়ের নিজগ্রামের মাটি আর ধূলাতে। কৈশরেই (১৯৯৩ খ্রীস্টাব্দে) চ’লে আসেন বাবার কর্মস্থল কুমিল্লা শহরে। মফস্বলের আলো হাওয়ায় অতিক্রান্ত হয় প্রথম যৌবন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।\n\nছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন ১৯৯৯ খ্রীস্টাব্দে।

আলতাফ শেহাব

শৈশব কেটেছে ডাকাতিয়া পাড়ের নিজগ্রামের মাটি আর ধূলাতে। কৈশরেই (১৯৯৩ খ্রীস্টাব্দে) চ’লে আসেন বাবার কর্মস্থল কুমিল্লা শহরে। মফস্বলের আলো হাওয়ায় অতিক্রান্ত হয় প্রথম যৌবন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন ১৯৯৯ খ্রীস্টাব্দে। বিপ্লবী ধারার প্রগতিশীল ছাত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন ২০০৭ খ্রীস্টাব্দ পর্যন্ত। সম্পাদনা করেছেন ছাত্র আন্দোলনের কাগজ ‘প্রেক্ষণ’। লেখালেখির শুরু তারও আগে, প্রথম কবিতা প্রকাশিত হয় সাহিত্যপত্রিকা ‘প্রভাত’-এ ১৯৯৭ খ্রীস্টাব্দে। কবিতা ও কথাকাগজ ‘কবিতাপত্র’ সম্পাদনা করেছেন ২০০০ খ্রীস্টাব্দ হতে ২০০৭ খ্রীস্টাব্দ পর্যন্ত মোট সাত সংখ্যা। ২০১০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ’নুন আগুনের সংসার’।

আলতাফ শেহাব › বিস্তারিত পোস্টঃ

স্বৈরাচারের টুাঁট চেপে ধর

১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:২৩

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৩:৪৮

ধুলো মেঘ বলেছেন: কার এত হ্যাডোম হয়েছে? হাসিনার মুখোমুখি দাঁড়ানোর সাহস কারো আছে?

২| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৩৮

পুরানমানব বলেছেন: ''লীগ'' হচ্ছে সকল বেজন্মার সমষ্টিগত নাম।
টুটি চাপিয়া ধরিয়া লাভ নাই। সময় হইয়াছে পাছায় সজোরে লাত্থি দিয়া এদেরকে বিতাড়িত করার।

৩| ১৭ ই জুলাই, ২০২৪ বিকাল ৪:৫০

মিথমেকার বলেছেন: ধুলো মেঘ বলেছেন: কার এত হ্যাডোম হয়েছে? হাসিনার মুখোমুখি দাঁড়ানোর সাহস কারো আছে?

@ধুলো মেঘ, শহীদ আবু সাঈদ দেখিয়ে গিয়েছে কিভাবে স্বৈরাচার বিরুদ্ধের বুকচিতিয়ে দাঁড়াতে হয়। সে দেখিয়ে গিয়েছেন এখনও এদেশের সকল তরুণ ডাইনি রানীর পালতু হায়নার পালে পরিণীত হয়নি।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.