নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শৈশব কেটেছে ডাকাতিয়া পাড়ের নিজগ্রামের মাটি আর ধূলাতে। কৈশরেই (১৯৯৩ খ্রীস্টাব্দে) চ’লে আসেন বাবার কর্মস্থল কুমিল্লা শহরে। মফস্বলের আলো হাওয়ায় অতিক্রান্ত হয় প্রথম যৌবন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন।\n\nছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন ১৯৯৯ খ্রীস্টাব্দে।

আলতাফ শেহাব

শৈশব কেটেছে ডাকাতিয়া পাড়ের নিজগ্রামের মাটি আর ধূলাতে। কৈশরেই (১৯৯৩ খ্রীস্টাব্দে) চ’লে আসেন বাবার কর্মস্থল কুমিল্লা শহরে। মফস্বলের আলো হাওয়ায় অতিক্রান্ত হয় প্রথম যৌবন। বর্তমানে ঢাকায় বসবাস করছেন। ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত হন ১৯৯৯ খ্রীস্টাব্দে। বিপ্লবী ধারার প্রগতিশীল ছাত্র আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন ২০০৭ খ্রীস্টাব্দ পর্যন্ত। সম্পাদনা করেছেন ছাত্র আন্দোলনের কাগজ ‘প্রেক্ষণ’। লেখালেখির শুরু তারও আগে, প্রথম কবিতা প্রকাশিত হয় সাহিত্যপত্রিকা ‘প্রভাত’-এ ১৯৯৭ খ্রীস্টাব্দে। কবিতা ও কথাকাগজ ‘কবিতাপত্র’ সম্পাদনা করেছেন ২০০০ খ্রীস্টাব্দ হতে ২০০৭ খ্রীস্টাব্দ পর্যন্ত মোট সাত সংখ্যা। ২০১০ সালে প্রকাশিত হয় প্রথম কবিতার বই ’নুন আগুনের সংসার’।

আলতাফ শেহাব › বিস্তারিত পোস্টঃ

হিসাব চাই

০৪ ঠা আগস্ট, ২০২৪ সকাল ১০:৩৫

প্রজাতন্ত্রের সেবক আপনারা
প্রতিটি বুলেটের হিসাব রাখছেন, ভালো
জনতার বুকে ক’টা খরচ করলেন, হিসাব রাখুন তারও।

ক’খানা দালান, ইট-কাঠ-বালি ও মেট্রোস্টেশন
ছাই হলো নাকি অন্তর্জালের তার ও তথ্যভান্ডার
হিসাব রাখছেন, সাবাস বেশ।

ছাত্র-জনতা, শ্রমিক, পুলিশ, পথচারী
ব্যাংকার, সাংবাদিক ও চাকুরিজীবী
ছোট্ট শিশুরা, অসহায় বৃদ্ধ, ভ্যানচালক
সদ্য মা হয়েছিলেন যে নারী, অন্তঃসত্ত্বা নারীর স্বামী-
কিশোর ফেরিওয়ালা ও শারিরীক প্রতিবন্ধী দোকানি
কারা কারা খুন হলেন, কতোজন?
দুইশত ছেষট্টি নাকি কমবেশি আরও
কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিন, হিসাব চাইছি তারও।

মর্গে জমা আছে যতো অজ্ঞাত লাশ, হতে পারত আমারও
আমাদের শ্রমে কেনা প্রতিটি বুলেট, আমাকেই যদি মারো
প্রতিরোধ হবে তুমুল এবার, আছে লাখো সহোদর আমারও
স্বজন হত্যার শোধ নিব একদিন, ক্ষমা নাই কোন দানবেরও
আমার পতাকায় রক্তে লিখবে, অধিকার নেই কারও
বিনা বিচারে খুনিও যদি মরে, হিসাব চাইছি তারও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.