নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তোমাদের কথিত ভদ্র সমাজের কেউ নই, কালের বিপরীতে হেটে যাওয়া \'বিকৃত মস্তিষ্কে\'র এক \'রবোমানব\'!

আল-তাকবীর মাহিম

আল-তাকবীর মাহিম › বিস্তারিত পোস্টঃ

নিলামে ওঠাবো ভালোবাসা।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৫২

পৃথিবীতে এমন একটা জায়গা রাখার দরকার ছিল,
যেখানে অন্য সব কিছুর মত, ভালোবাসাও বিক্রি হবে!
চড়া দামে বিক্রি হবে!
যদি সত্যি ই এমন ভালোবাসা কেনা বেচার কোন জায়গা থাকতো।
তবে, তোমার প্রতি আমার ভালোবাসা নিলামে উঠতো।
জানো?
দিয়ে দিতাম অন্য কাউকে।
নিজের কাছে রেখে কি হতো সে ভালোবাসা?
তার চেয়ে নিলামে উঠালে, কেউ নিশ্চয়ি ভালো থাকতো!
আমি তো ভালো থাকছি ই না!
যে আমাকে ভালো রাখে না, তার নিজের কাছে রাখা তো বিষের মত!
নিজে কি নিজেকে বিষ দিয়ে মারতে পারি বল?
তাই নিলামে উঠাতাম আমার ভালোবাসা।
যে সবচেয়ে বেশী মূল্য দিতো, তাকেই দিয়ে দিতাম।
তুমি তো মূল্য টা বুঝলেই না।
কিন্তু, অনুভূতি কি আর দাম দিয়ে কেনা যায় ?
তাই তোমাকে আজব্দি ভালোবেসেই গেলাম।
আমার ভালোবাসাটা নিলামে ওঠানো গেল না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.