নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

অন্তর্বাসই ঠেকিয়ে দেবে যৌন নিপীড়ন

২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৮

নারীরা এখন অর্ন্তবাস পরিধানের মাধ্যমে নির্যাতন বন্ধ করতে যাচ্ছে। কেন আল্লাহর আইন কি অকার্যকর? সকল ধর্ষকদের ধরে প্রকাশ্যে মৃত্যুদন্ড দিলেই তো মেয়েদের সর্বক্ষণ অন্তর্বাস পরে থাকতে হয় না। তাছাড়া এত দামী অন্তর্বাস কয়জনে কিনে পরবে? কে কখন কোথায় ধর্ষনের স্বীকার হবে তার কি কোন গ্যারান্টি আছে? এসব ফালতু প্রোডাক্ট কেউ কিনবে না। বরং আল্লাহর আইন বাস্তবায়ন অতি সহজ এবং কল্যানকর ও সস্তা।

=======================================

নারীরা এবার যৌন নিপীড়ন রোধ করবে অন্তর্বাসের মাধ্যমে। আর এ ব্যাপারে এবার এগিয়ে এসেছেন চেন্নাইয়ের তিন অটোমোবাইল প্রকৌশলী। জিপিএস সংযুক্ত একটি অন্তর্বাসের মাধ্যমেই নারীদের বিরুদ্ধে যৌন হয়রানি এবং নিপীড়ন বন্ধ করা সম্ভৃব। এ বিশেষ অন্তর্বাস হামলাকারীকে বৈদ্যুতিক শক দেয়ার সঙ্গে সঙ্গে আক্রান্ত নারীর পিতামাতা এবং পুলিশের কাছে সতর্ক বার্তা পাঠিয়ে দেবে বলে তারা দাবি করছেন।



সোসাইটি হ্যারাসিং ইকুইপমেন্ট (শি) নামের এ অভিনব অন্তর্বাসের সহউন্নয়নকারী মনিষা মোহন বলেছেন, এ বিশেষ অন্তর্বাসে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস), গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন্স (জিএসএম) এবং একটি প্রেসার সেন্সর রয়েছে।



এ প্রেসার সেন্সরের মাধ্যমে ৩৮০০ কেভির শক ওয়েভ এবং একই সঙ্গে আক্রান্ত নারীর পিতামাতা এবং পুলিশের কাছে সতর্ক বার্তা পৌঁছে দেয়ার ব্যবস্থা রয়েছে যা ৮২ বার পর্যন্ত শক ওয়েভটি কাজ করবে। আধুনিক এ অন্তর্বাসের কল্যাণে নারীরা বাস এবং জনসমাগমের স্থানে বেশ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন।



তিনি বলেন, কেউ যদি কোন নারীকে নিপীড়ন কিংবা হয়রানী করতে চেষ্টা করেন তখন প্রেসার সেন্সরে চাপ পড়লেই মারাত্মকভাবে বৈদ্যুতিক শক খাবে এবং জিপিএস এবং জিএসম মডুলের কল্যাণে সঙ্গে সঙ্গেই পুলিশ এবং আক্রান্ত নারীর মা বাবার কাছে একটি সতর্ক বার্তা পৌঁছে যাবে।



চেন্নাইয়ের শ্রী রামস্বামী মোমোরিয়াল ইউনিভার্সিটির প্রকৌশলী বিভাগের শিক্ষার্থী মনিষা এবং তার দুই সহযোগী রিম্পি ত্রিপাঠি ও নীলাদ্রি বসু পাল মিলে শি’র উন্নয়নে কাজ করেছেন। এখন তারা এ মাসেই এটি বাজারে ছাড়ার উদ্দেশ্যে শেষ পর্যায়ের কাজ করছেন। এ বিশেষ অন্তর্বাসটি ইতিমধ্যেই গান্ধীয়ান ইয়ং টেকনোলজি অ্যাওয়ার্ড ২০১৩ করেছে

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬

চিকন আলি বলেছেন: =p~ =p~ =p~

কয়দিন পর দেখবেন আমেরিকা পোলাগো লাইগা এমন একটা জিনিস বাইর করবো....... যে সামনে যাই থাকুক না কেন সব....।.......... থাক আর কইলাম না।

এইসব রং ঢং বাদ দে .....। মাইরাগোরে ব্রা পেন্টি না পরাইয়ে নিজেগোরে আগে ঠিক কর। হালার বলদা ভারত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.