নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

আমাদের রুমানা ম্যাডাম এখন দেখতে পাচ্ছেন !!

২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৩

সুত্র: Click This Link



পরকীয়া যে কতবড় জঘন্য এবং সীমা লংঘন কারী পাপ তা এক মাত্র সে-ই অনুধাবন করে যে আল্লাহর ভয়ে ভীত। যার মধ্যে ঈমান আছে। এক সময় মিডিয়া যাকে উচ্চ আসনে বসিয়েছিল সেই মিডিয়া এখন কি লিখছে? আমার দৃষ্টিতে মিডিয়া সব থেকে বড় সন্ত্রাসী। তারা ভালকে খারাপ আর খারাপ কে ভাল করতে ইন্ধন যোগায়। দেশকে আজ গৃহ যুদ্ধের দিকে ঠেলে দেবার জন্য এই মিডিয়াই ১০০% দায়ী।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৫

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: ১০০% না হলেও কাছাকাছি ।

২| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১০

আহলান বলেছেন: এটাই হওয়ার কথা ছিলো , এটাই হয়েছে ...

৩| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ভালো খবর ।

৪| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৬

লেখাজোকা শামীম বলেছেন: আমরা এখনো ব্লগ, মাইক্রো ব্লগ, সোস্যাল মিডিয়া, স্যাটেলাইটের সঙ্গে এডজাস্ট করতে পারি নি। আমরা খুব দ্রুতই উত্তেজিত হয়ে পড়ি।

৫| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪১

আহমেদ রশীদ বলেছেন: এখনতো দেখতে পাবেই, এখন দেখে দেখে কলা খাবে।

৬| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

নিজাম বলেছেন: এখন মানবাধিকার কর্মীরা কই গেলো? সমান অধিকারের প্রবক্তারা কই গেলো?? রুমানাকে নিয়ে যারা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে তারা কী জবাব দেবেন??? একজন মেধাবী বুয়েট ইঞ্জিনিয়রকে হত্যার দায় কার উপর বর্তাবে???? এসব শত প্রশ্নের জবাব দেবার কেউ আছে?????

৭| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২২

রবিনহুড বলেছেন:
সাঈদ মরিয়া প্রমান করিল, রুমানা চরিত্রহীনা ছিল। :(




৮| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৩

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: দেশকে আজ গৃহ যুদ্ধের দিকে ঠেলে দেবার জন্য এই মিডিয়াই ১০০% দায়ী।

৯| ২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৩

পথহারা সৈকত বলেছেন: এটাই হওয়ার কথা ছিলো , এটাই হয়েছে ..

রুমানা চরিত্রহীনা ছিল। ........ :D :D :D :D

১০| ২১ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:২৬

তৌিহদ মাহমুদ বলেছেন: হায়রে পরকিয়া । মিডিয়ার জন্য আজ এই অবস্থা। তারা উঠে পড়ে লেগেছিল রুমানার জন্য।

১১| ২১ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মতিউর রহমান১০০ বলেছেন: দেশকে আজ গৃহ যুদ্ধের দিকে ঠেলে দেবার জন্য এই মিডিয়াই ১০০% দায়ী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.