নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

আমারে কেমনে বাঁচাবেন বাঁচান, বউয়ের হাতে ধরা খাইছি!!

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৫

ফেসবুকে আগত বিভিন্ন পোষ্টে চোখ বুলাচ্ছিলাম। হাঠাৎ এক সুন্দরী "হাই" দিলো। চেহারাটা বেশ সুন্দর দেখে প্রথমেই ভড়কে গেলাম। কারন সে শুধু "হাই" কথাটা না বলে শুরুতেই সম্বোধন করল "হাই জান"। আমি তীর্যক দৃষ্টি দিয়ে তাকে একবার দেখলাম। বেশ মজা করে জিজ্ঞেসা করলাম, শুরুতেই জান? সে বলল "হ্যা"

আপনি মেয়ে না ছেলে? জানতে চাইলাম

-মেয়ে

পেশা কি?

-স্টুডেন্ট

কলেজ না ভার্সিটি?

-না; স্কুল

কোন ক্লাশ

-টেন

তো নিজের নিক বাদ দিয়ে ছাইয়া নিক কেন?

- না



মনে মনে ভাবছি একটা কড়া ধমক দিব। হঠাৎ দেখি পিছনে আমার বউ চুপচাপ দাড়িয়ে আমাদের কথপোকথন গুলো মনযোগ সহকারে পড়ছে!!!!! এতো রাতে ফেসবুকে চ্যাট করছি, তা-ও আবার একটা মেয়ের সাথে? এতেও সমস্যা হয়তো হওয়ার কথা না, কারন মেয়েটে হতে পারে পরিচিত কেউ। কিন্তু "জান" সম্বোধন করা মেয়ের সাথে তার জামাই চ্যাট করছে দেখলে বউদের মনের অবস্থা কি হয় আপনারা হয়তো বুঝতে পারছেন ভাল ভাবে।



আমি জানি রাতে আমার বিছানা ৩ গজ দুরে সরে যাবে। সেই সাথে কড়া কড়া কথা শুনতে হবে। আজ থেকে মনে হয় নজরদারির মধ্যে পড়ে গেলাম সন্দেহাতীত ভাবে।



মনে মনে ভাবছি, এই সকল মেয়ে বা ছেলে যাই হোক "বদের আড্ডি" তা না হলে সরাসরি কাউকে "জান" বলে সম্বোধন করে? হয়তো ছাইয়া নিক, ঘোল খাওয়ানোর জন্যই কাহিনী করছে। আমিও মজা নিতেছি, কারন একটা পর্যায়ে ওকে এমন একটা হাচাড় দিব যে ভ্যাবাচেকা খেয়ে যাবে। রাতে শুয়ে শুয়ে ভাববে "রং নম্বরে ডায়াল করেছিরে:::::::"



এদের থেকে সাবধান থাকবেন, মানুষের সংসার ভাঙতে এদের ছড়ানো একটু বিষই যথেষ্ট।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:০৯

অদ্ভুত স্বপ্ন বলেছেন: হাহাহাহা :P :D B-)) :#) =p~

বউ কে বিষয়টা খুলে বলেন। সমস্যা মিটে যাবে আশা করি।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

সুচিন্তিত মতবাদ বলেছেন: বুঝানোর আগেই রেগে মেগে বেগুন হয়ে গেছে

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:০১

সুলাইমান হাসান বলেছেন: আন্তরিকভাবে বউকে বুঝিয়ে বলেন। সমস্যা মিটে যাবে।

:| :|

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১১

সুচিন্তিত মতবাদ বলেছেন: মিটতে তো হবেই.......

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:১২

শায়মা বলেছেন: আহারে ভাইয়া


ভাবীজিকে বেলীফুলের মালা কিনে দাও আজকেই।:P

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১

রিভানুলো বলেছেন: ভাবিকে বইলেন "আমার কুন দোষ নাই । আমি মেয়েটিকে জান বলি নাই , মেয়েটা আমাকে বলছে" :-B

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: শায়মা বলেছেন: আহারে ভাইয়া


ভাবীজিকে বেলীফুলের মালা কিনে দাও আজকেই........ঠিক!! এখুনি দিন!!:):)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.