নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

মানুষের চিন্তা শক্তি এতো নীচে নেমে গেছে?

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪০

গতকাল একটা পোষ্ট দিয়েছিলাম। এখানে Click This Link



দুর্ভাগ্য হলেও সত্য যে সেই বদ লোকটা সকালেই আমাকে নক করে বলছে আমি না-কি তাকে এভোয়েড করছি!! আমি মোটামুটি কনফার্ম এটা কোন বেশ্যা আর না হয় ছাইয়া। তা না হলে এইভাবে কেউ ফেসবুকে চ্যাট করে না। অন্তত কোন ভদ্র মেয়ে না। একটু চালাকি করে তার আসল চেহারা বের করে ফেললাম। দেখুন তার আসল চরিত্র।



আমি আমাদের নবী (সাঃ) এর তরিকায় তার সাথে কোন খারাপ ব্যবহার করি নাই। কারন আমি জানি কেউ যদি আমার সাথে খারাপ ব্যবহার করে প্রতিদানে আমি যদি ভাল ব্যবহার করি তাহলে সে অনুতপ্ত হবে। পক্ষান্তরে যদি আমিও তাকে যদি গালি দেই তাহলে ওর আর আমার মধ্যে পার্থক্য রইল কোথায়?





মন্তব্য ২২ টি রেটিং +০/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৯

মোমের মানুষ বলেছেন: ফেক আইডির সাথে চ্যাট কইরা মজা পান?

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৬

সুচিন্তিত মতবাদ বলেছেন: না মজার প্রশ্নই ওঠে না। আমি ফেসবুকটাকেই ফেক মনে করি। অনেকে এখানে অনেক মজা পায়। আমি শুধু কিছু নিউজ আপডেট পড়ি।

২| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুকরিয়া আদায় করেন এক ছাইয়ার হাত থেকে বাইচ্যা গেছেন :)

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৭

সুচিন্তিত মতবাদ বলেছেন: কোন সুন্দরী নারী আমাকে ফাঁদে ফেলতে পারবে না এ ব্যপারে আমি নিশ্চিত। আমার ঈমান আমাকে বাঁধা দিবে।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১০

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: "আমি মোটামুটি কনফার্ম এটা কোন বেশ্যা আর না হয় ছাইয়া। তা না হলে এইভাবে কেউ ফেসবুকে চ্যাট করে না। অন্তত কোন ভদ্র মেয়ে না। একটু চালাকি করে তার আসল চেহারা বের করে ফেললাম। দেখুন তার আসল চরিত্র।"

ভাই শোনেন, আপনি আসলে মনে অনেক কষ্ট নিয়া পোস্ট তা দিসেন বোঝা যাচ্ছে। আসলে ভাবসিলেন যে সত্যি কোনো মেয়ে আপনাকে হাই দিসে, যখন বুজলেন যে না তখন ব্যাপক কষ্ট পেয়ে এখন ব্লগ এ পোস্ট দিচ্ছেন।

কাওকে "বেশ্যা আর না হয় ছাইয়া" বলার আগে নিজের সম্পর্কে ভাববেন যে আপনি কতটা সূফী। আপনার ভালো ইচ্ছা থাকলে তো আপনি শুরুতেই চ্যাট করা বন্ধ করে দিতেন। ছবি দেখে বোঝা যাচ্ছে যে আপনার ও অনেক কৌতহল মেয়েটির পরিচয় জানার ব্যাপারে।

এবার প্রশ্ন করি, মেয়েটি বেশ্যা, বা ছাইয়া, কিন্তু আপনি কি?

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৫

সুচিন্তিত মতবাদ বলেছেন: ভাই, ভালই বলেছেন। ধন্যবাদ আপনাকে। কেউ হাই দিলে আপনি উত্তর দিবেন না? এখানে কৌতুহলের প্রশ্ন না, সে সরা সরি হাই জান বলে মন্তব্য করেছে। আমি জানি সে মেয়ে না। আমার কোন মেয়েদের সাথে চ্যাট করার ইচ্ছা নাই এবং কখনো ছিলো না। যদি থাকতো আমি শুরুতেই রোমান্টিক কথা বলতাম। আমি কখনো কোন মেয়েকে বা অপরিচিত ছেলেকে ফেসবুকে হাই মারি না। আপনি ঝগড়া করতে চাইলেও আমি করব না।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:১৮

সুচিন্তিত মতবাদ বলেছেন: আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: @ আমার মনে হচ্ছে এই ফেক নিকটা আপনার, তা না হলে এতো চ্যাতলেন কেন? পাঠকগণ একটু বিষয়টা ভেবে দেখুনতো;

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:২৪

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: সুচিন্তিত মতবাদ বলেছেন: আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: @ আমার মনে হচ্ছে এই ফেক নিকটা আপনার, তা না হলে এতো চ্যাতলেন কেন? পাঠকগণ একটু বিষয়টা ভেবে দেখুনতো;[/sb

সমস্যাটা এই খানে, সত্যি কথা বল্লে ঠিক এই রকম করে কারো কারো গায়ে নুন-মরিচ পড়ে। তখন যা মন চায় তাই বলতে থাকে। সুচিন্তিত মতবাদ আপনাকে বলছি, আমার কথা গুলো পড়ে দেখেন আমি কোথাও মেজাজ খারাপ করে কিছু বলি নাই, সাধারন যুক্তি যা বলে আমি তাই বলেছি। মাথায় যদি ঘিলু কিছু থাকে তো বুজবেন তা না হলে আর কোনো উপায় নাই

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

সুচিন্তিত মতবাদ বলেছেন: ভাই রেগে কথা বলেন না। আমার চ্যাট করা কথাগুলো পড়ুন। আপনি নিশ্চই আমাকে বলে দেন নাই নিকটা ফেক? আমি নিজের বুদ্ধিই যথেষ্ট বোঝার জন্য। আপনার বিহ্যাভিয়ার আক্রমানত্বক। আপনি লিখেছেন আমাকে "আপনি কি?" আমাকে এটা বলার সাহস আপনি কোথায় পেলেন? আমিকি মেয়েটাকে নক করেছি? আমি কি ওকে জান বলেছি? না-কি আমি ওর সাথে কোন পিরিতের আলাপ করেছি? রাতের বেলা ফেসবুক চষে জান খুজে বেড়ায় কারা? যদি মেয়ে হয় তাহরে বেশ্যা আর যগি পুরুষ হয় তাহলে সাইয়া। সোজা হিসাব, এখানে আপনি আমাকে জড়ালেন কেন? এই নিকটা যে আপনি অথবা আপনারা যে এই ধরনের কাজ করে বেড়ান তা স্পষ্ট বুঝে গেছি। এজন্যই আপনার আঁতে ঘা লেগেছে।

৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৩৪

শিশু বিড়াল বলেছেন: এটা বেশ্যা না ..এটা একটা উন্মাদ বেটা... এরকম কত পাবলিক যে ফেসবুকে আসে। ভাই সোজা ব্লক মারেন, আর কিছু না। কি আজব!!

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪৯

সুচিন্তিত মতবাদ বলেছেন: অলরেডি ব্লকড। ধন্যবাদ

৭| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৩

মাথা নষ্ট সিপাহি বলেছেন: মন্তব্য না করে পারলাম না, আপনি অন্য কে বেশ্যা বলার আগে নিজের দিকে তাকান! আপনি কেন একটা অপরিচিত মেয়ে কে লিস্টে এড করলেন, আপনিই বড় বেশ্যা। কারন এখন বেশ্যা রা ছারা অপরিচিত কাউকে এড করে না বর্তমান যুগে।

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৪

সুচিন্তিত মতবাদ বলেছেন: আল্লাহ আপনাকে হেদায়েত করুন।

৮| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:১০

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: মাথা নষ্ট সিপাহি বলেছেন: মন্তব্য না করে পারলাম না, আপনি অন্য কে বেশ্যা বলার আগে নিজের দিকে তাকান! আপনি কেন একটা অপরিচিত মেয়ে কে লিস্টে এড করলেন, আপনিই বড় বেশ্যা। কারন এখন বেশ্যা রা ছারা অপরিচিত কাউকে এড করে না বর্তমান যুগে।

<<<<<সোজা কথা>>>>>

২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:২২

সুচিন্তিত মতবাদ বলেছেন: জোট বেধে আক্রমন? ভালই দেখি শুরু করেছেন। আল্লাহ আপনাকে হেদায়েত করুন।

৯| ২৩ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: আল্লাহর দোহাই দিয়ে বাঁচতে পারবেন না। আল্লাহ ধর্ম নিয়ে খেলা কারি দের ক্ষমা করবেন না। আপরিচিত মেয়েদের অ্যাড করেন ফেসবুক এ। আবার তারা কষ্ট দিলে পোস্ট দেন ব্লগ এ। আবার কেও সত্যি কথা বল্লে, বিচার দেন আল্লার কাছে। বাহ বাহ বাহ !!! আপনার তো ভাই মজা ই মজা। সব ই আপনার। আল্লাহকে নিয়ে কথা বলার সময় ভেবে বলবেন যদি পরকাল নিয়ে আসলেই কোনো ভয় থেকে থাকে।

২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৫

সুচিন্তিত মতবাদ বলেছেন: আল্লাহ পাক আপনাকে হেদায়েত করুন।

১০| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

দিশার বলেছেন: :D বেপক বিনোদন, কিন্তু এখানে আল্লাহ রাসুল আনলেন কেন বুঝলাম না !

১১| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

আমি শুধুই পাঠক বলেছেন: সামু মানেই বিনোদন। B-)) B-)) B-))

১২| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

এক্স ফ্যাক্টর বলেছেন: আমি শুধুই পাঠক বলেছেন: সামু মানেই বিনোদন। B-)) B-)) B-))

১৩| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

সুচিন্তিত মতবাদ বলেছেন: হ্যা এখানে বিনোদন আছে। যেখানে নাদিম হাসানের মতো অসভ্য নাস্তিক আছে সেখানে বিনোদনের কোন অভাব নাই। আল্লাহ রাসুলের নাম শুনলে এই নাস্তিক তেলে বেগুনে জ্বলে ওঠে। তার প্রমান এখানে পেলাম। কোন মেয়ে বিবাহিত পুরুষকে জেনে শুনে প্রথমেই যদি জান বলে ডাকে তাকে কি বলবেন? আমার জানা নাই, শুধু জানি ইসলামে এটা হারাম নিষিদ্ধ। ফেসবুকে পরিচিত অপিরচিত অনেক বন্ধুই আমার আছে, কই কেউতো এমন অসভ্য না; এরা মানুষের সংসার ভাঙার কাজে নিয়োজিত এক শ্রেনীর বেশ্যা। যদি কোন দুর্বল পুরুষ ওদের খপ্পরে পড়ে তাহলে তার জীবন শেষ। হয় একসময় ব্লাক মেইলের স্বীকার হতে হবে অন্যথায় আপনাকে ভুলিয়ে ভালিয়ে শয্যা সঙ্গী করবে। এমন ঘটনা অহরহ, এই শ্রেণীর নারীদের কি বলে সম্বোধন করব আমার জানা নাই। তারা প্রতারনা করে নিজের ইজ্জত বিক্রি করে। এটাই সত্য, এদের থেকে সাবধান হবার জন্য পোষ্ট দিয়েছিলাম। পরিতাপের বিষয় হলো এখানে একই শ্রেনীর লোক বাস করে জানতাম না। আমার লেখা তার আঁতে ঘা লেগে থাকলে দুঃখিত।

১৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৬

দিশার বলেছেন: এখানে অপরিচিত মেয়ের "যান" ডাক শুনে যদি আল্লাহ রাসুল এর বাণী ভুলে যান তাইলে তো দেখা যায় আপনের "ইমান" খুবই দুর্বল . ছাইয়া নিক এর ফেড পড়তে পড়তে বেছে গেসেন ভালো কথা, আল্লাহ রাসুল কেন আসল ঘটনায় ইটা বুজলাম না।

আপনে এত আল্লাহ রাসুল প্রেমী হলে তো ফেসবুক যে নিজের ছবি ও দিতেন না, বা কোন "বেগানা" "বেপর্দা " মহিলা আড্ড করতেন না। বা করলেও "যান" ডাক শোনার পর ব্লক ডিলিট করতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.