নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

এবার পীর ধর্ষণ করলো শিষ্যের কন্যাকে

১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৩৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নয়াবাড়ি রাণীনগর গ্রামে শনিবার ভোরে পুলিশ শিষ্যর শিশু কন্যা (১২) ধষর্ণের অভিযোগে শামসুল হক কাদ্বরী (৩২) নামে এক পীরকে গ্রেপ্তার করেছে। এ সময় পুলিশ ওই পীরের বাড়ি থেকে শিশুটিকেও উদ্ধার করে।



সামসুল হক ওই গ্রামের মৃত কুসাই শেখের ছেলে। তিনি নিজেকে দীর্ঘদিন ধরে পীরে কামেল হযরত শাহ সুফী, আল-কাদ্বরী, আল-চিশতী, আল-নকশা বন্দী ও আল-মোজাদ্দেদী পরিচয় দিয়ে আসছেন।



শিশুটির পিতা জানায়, তিনি প্রায় আট বছর আগে ওই শামসুল হকের কাছে শিষ্যত্ব গ্রহণ করেন। এ কারণে তার নিয়মিত পীরের বাড়ি স্ত্রী-কন্যা নিয়ে যাতায়াত ছিল।



তার ষষ্ঠ শ্রেণি পড়ুয়া কন্যাকে ওই পীর আধ্যাত্বিক গানের শিল্পী বানানোর প্রলোভনে ক’মাস যাবৎ আটকে রেখে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে।



এ ঘটনা জানার পর তিনি পীরের সাথে যোগাযোগ করেন। কিন্তু পীর এসব বিষয়ে কাউকে কিছু না বলতে নিষেধ করেন। জানাজানি হলে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে শিশুটিকে আটকে রাখেন।



এরপর শুক্রবার শিশুটির পিতা পীরের বিরুদ্ধে শিবালয় থানায় এ ঘটনায় মামলা করেন। পুলিশ সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার নিজ বাড়ি থেকে ওই পীরকে গ্রেপ্তার ও শিশু কন্যাকে উদ্ধার করে।



শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওই শামসুলকে গ্রেপ্তারের পর কোর্টে চালান দেয়ার প্রস্তুতি চলছে।



এদিকে, এলাকাবাসী জানিয়েছেন, ওই ব্যক্তি আধ্যাত্বিক পীর পরিচয়ে এরআগেও বিভিন্ন সময়ে নারী কেলেঙ্কারির ঘটনা ঘটিয়েছে।



এলাকায় বার্ষিক ওরশ ও আধ্যাত্বিক গান-বাজনা এবং এলাকার সরলমনা বিভিন্ন বয়সের মানুষকে তিনি ধর্মের নামে বিভিন্নভাবে প্রলুব্ধ করে শিষ্যত্ব গ্রহণ করান।



কতিপয় রাজনৈতিক দলের নেতা ও সস্ত্রাসীদের ছত্রছায়ায় তিনি নির্বিঘ্নে এসব অপকর্ম চালান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৪

গন্ধহীন দুর্গন্ধ বলেছেন: ্কিছু একটা কর্তন করা হোক।

২| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৪৫

পরিবেশ বন্ধু বলেছেন: ভুল তথ্য সে পীর নয় সে একজন প্রতারক
তার উচিৎ শাস্তি হোক

৩| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: পীর নয় প্রতারক।এদের জুতো পিটা করে দেশ ছাড়া করাউচিৎ। লম্পট যখন পীর!!

৪| ১৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯

নতুন বলেছেন: কামেল হযরত শাহ সুফী, আল-কাদ্বরী, আল-চিশতী, আল-নকশা বন্দী ও আল-মোজাদ্দেদী পরিচয় দিয়ে আসছেন। >>

সব পীরই তো এই দাবি করে...

৫| ১৫ ই জুন, ২০১৩ রাত ১১:০৭

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সে পীরতো মোটেই না!!!! তারে জুতা পেটা না ধর্ষকের শাস্তি হওয়া উচিত ফাসি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.