![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
১৮ বছরের এক টিনএজ তরুণী তার পিতাকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পাপুয়া নিউগিনির একটি গ্রামে। পিতার কাছে ধর্ষিত হবার পর মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ওই তরুণী এ লোমহর্ষক ঘটনা ঘটায়। ওই এলাকার নেতা ও বাসিন্দারা মনে করছেন, বর্বর ওই পিতার জন্য মৃত্যুই ছিল প্রাপ্য।
তারা ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা তাকে সুরক্ষা দেয়ার প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন। । গত মঙ্গলবার রাতে নিহত চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি তার নিজের মেয়েকে উপুর্যপরি বেশ কয়েকবার ধর্ষণ করে। ওই তরুণীরা মোট ৪ ভাই-বোন। ঘটনার দিন তার মা বাকি ৩ ভাই-বোনকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।
এ সময় বাড়িতে ছিল শুধু তার পিতা। কিন্তু ওই তরুণী স্বপ্নেও ভাবতে পারেনি তাকে একা পেয়ে নিজের পিতা এ ধরনের ঘটনা ঘটাবে। সকালে আবারও মেয়ের ওপর পাশবিক হামলা চালাতে গেলে, মেয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে পিতাকে হত্যা করে। সহিংস অপরাধ, জাদুটোনা, নারীদের বিরুদ্ধে নিষ্ঠুর ও বর্বর আচরণ, পারিবারিক সহিংসতা ও ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত পাপুয়া নিউগিনি। হিন্দুস্তান টাইমস।
১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: ধন্যবাদ। ভুলটা নিউজ পেপারই করেছে।
২| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪
অক্টোপাস বলেছেন: jotha jotho bicher hoisa ..
৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
রাতুল রেজা বলেছেন: সঠিক বিচার
৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫
পিচ্চি পোলা বলেছেন: ফাউল মাইয়া! মাথা না কেটে ওই জিনিসটাই কেটে ফেললে তো সবচে বড় শাস্তি হতো! শিরোশ্ছেদের চেয়ে শিশ্নচ্ছেদ কী বড় সাজা নয়?
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
রাসেল মাহদুদ বলেছেন: দুঃখজনক খবর।
মনে কষ্ট না নিলে একটা কথা বলতে চাই... 'শিরোচ্ছেদ' শব্দটা 'শিরোশ্ছেদ' হবে।