নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

পিতার কাছে ধর্ষিত হওয়ার পর পিতার শিরোচ্ছেদ করলো নিজ মেয়ে!!

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫

১৮ বছরের এক টিনএজ তরুণী তার পিতাকে শিরোচ্ছেদ করে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে পাপুয়া নিউগিনির একটি গ্রামে। পিতার কাছে ধর্ষিত হবার পর মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ওই তরুণী এ লোমহর্ষক ঘটনা ঘটায়। ওই এলাকার নেতা ও বাসিন্দারা মনে করছেন, বর্বর ওই পিতার জন্য মৃত্যুই ছিল প্রাপ্য।



তারা ওই তরুণীকে পুলিশের হাতে তুলে দেয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তারা তাকে সুরক্ষা দেয়ার প্রতিজ্ঞার কথাও জানিয়েছেন। । গত মঙ্গলবার রাতে নিহত চল্লিশোর্ধ্ব ওই ব্যক্তি তার নিজের মেয়েকে উপুর্যপরি বেশ কয়েকবার ধর্ষণ করে। ওই তরুণীরা মোট ৪ ভাই-বোন। ঘটনার দিন তার মা বাকি ৩ ভাই-বোনকে নিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।



এ সময় বাড়িতে ছিল শুধু তার পিতা। কিন্তু ওই তরুণী স্বপ্নেও ভাবতে পারেনি তাকে একা পেয়ে নিজের পিতা এ ধরনের ঘটনা ঘটাবে। সকালে আবারও মেয়ের ওপর পাশবিক হামলা চালাতে গেলে, মেয়ে তার হাতে থাকা ছুরি দিয়ে পিতাকে হত্যা করে। সহিংস অপরাধ, জাদুটোনা, নারীদের বিরুদ্ধে নিষ্ঠুর ও বর্বর আচরণ, পারিবারিক সহিংসতা ও ধর্ষণের ঘটনায় বিপর্যস্ত পাপুয়া নিউগিনি। হিন্দুস্তান টাইমস।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৭

রাসেল মাহদুদ বলেছেন: দুঃখজনক খবর।

মনে কষ্ট না নিলে একটা কথা বলতে চাই... 'শিরোচ্ছেদ' শব্দটা 'শিরোশ্ছেদ' হবে।

১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

সুচিন্তিত মতবাদ বলেছেন: ধন্যবাদ। ভুলটা নিউজ পেপারই করেছে।

২| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

অক্টোপাস বলেছেন: jotha jotho bicher hoisa ..

৩| ১৭ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

রাতুল রেজা বলেছেন: সঠিক বিচার

৪| ১৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৫

পিচ্চি পোলা বলেছেন: ফাউল মাইয়া! মাথা না কেটে ওই জিনিসটাই কেটে ফেললে তো সবচে বড় শাস্তি হতো! শিরোশ্ছেদের চেয়ে শিশ্নচ্ছেদ কী বড় সাজা নয়? /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.