নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

অবশেষে ফাঁস হয়ে গেল "রেশমা" উদ্ধারের নাটক!!

২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

প্রথমেই অনেকে সন্দেহ করেছিলেন এটা একটা নাটক ভেবে কিন্তু প্রকাশ করেননি কারন যদি সত্য হয় তাহলে মানুষ তাকে ভুল বুঝবে। আমিও ভেবে নিয়েছিলাম সত্য হলেও হতে পারে। কিন্তু সন্দেহের দানাটা তখন বাঁধতে শুরু করে যখন মিডিয়ার সামনে তাকে বিভিন্ন শর্ত সাপেক্ষে আনা হয়। এমনকি এখন রেশমাকে একা ছাড়া হয় না। সে চলে কঠোর নিরাপত্তার মধ্যে।

দেশের মানুষকে বোকা বানিয়ে সরকার কি প্রমান করতে চায় জানি না। শুধু জানি দেশের কিছু সংখ্যক মানুষ দলকানা হলেও তাদের ভোটে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে না। ক্ষমতায় আনি আমরা যারা দলকানা নই। চার সিটি কর্পোরেশনের নির্বাচন যে মানুষের ক্ষোভের কতটা বহিঃপ্রকাশ তা সরকার হয়ত বুঝতে পেরেছে কিছুটা হলেও। বাকিটা পাবে আগামী সংসদ নির্বাচনের পরে।

Click This Link

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তাদের কাহিনী দেখে মনে পড়ে লালন গুরুর গান

নিজে কানা পথ চেনে না...

তারা নিজে কাকের মতো চোখ বুজে ভাবছে কেউ দেখে নাই। কেউ বোঝে নাই.....

=p~ =p~ =p~ =p~

২| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ হারুন বলেছেন: অপেক্ষা করুন এক দিন ফাঁস হবে এই আমার দেশ নামক পর্ণ পত্রিকার ভন্ডামী আর মিথ্যা নিউজ প্রকাশনা।


ইতি মধ্যে সেই মহাচুদুর রহমানের অনেক ভন্ডামী আর পাগলামী প্রকাশ পেয়েছে , এখন সেই ভন্ডামীতে ধরা খেয়ে জেলে বসে বসে আপসোস করতেছে,

খালেদা জিয়া নিজে সেই ভন্ড মহাচুদুর রহমানের মুক্তি দাবী করেছিল , এখন সবাই নিশ্চুপ, কেউ আর সেই ভন্ড মানুষের খবর রাখেনা,

৩| ২৩ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

আদরসারািদন বলেছেন: রেভাসৃ রে মামু রিভাস :-P

৪| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:২১

রওশন জমির বলেছেন: আহারে বেচারী!!!

৫| ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৫১

রাখালছেলে বলেছেন: আমার দেশের কোন কথাই এখন আর বিশ্বাস হয় না । উণ্টা পাল্টা কথা বলতে তারা পটু ।

৬| ২৩ শে জুন, ২০১৩ রাত ১১:২২

রিওমারে বলেছেন: বাংলাদেশের সাধারন মানুষ মনে করে সেনা বাহিনী মহান দেশ প্রেমিক এবং জনতার রক্ষক কিন্তু রেশমার সাজানো নাটকে প্রমানিত হল সেনা বাহিনীও মাদারচোদ।সরকারের চা চাটা কুত্তা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.