![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
দেওয়ানবাগীর মেঝ ছেলে যখন আরবের কারাগারে, তার জন্য আল্লাহ পাকের সাথে যোগাযোগ করে সাহায্য চাইলেন। তারপর দেখলেন তার ছেলের জন্য আল্লাহ পাক নিজেই চিন্তিত!! এভাই তিনি তার ভক্তদের সামনে নিজেকে এই যুগের এক শ্রেষ্ঠ অলৌকিক ব্যক্তিত্ব বলে দাবী করতে করতে নিজেকেই খোদা বলে দাবি করে বসলেন।
ভন্ড পীর দেওয়ান বাগীর বক্তৃতা হুবাহু আপনাদের মাঝে তুলে ধরা হলঃ
==================================
ছেলে সৌদী কারাগারে থাকার সময়ঃ
---------
আমারা ছিলাম পেরেশন, চিন্তিত ছিলাম। রব্বুল আলামীনের সাহায্য চাইলাম। আসলে রব্বুল আলামীনের সাহায্য চাইলে, তখন দেখা গেল রব্বুল আলামীন নিজেই চিন্তিত!!!! বার বার বলার পরে সম্ভবত আমি ফতুল আফতাবকে নির্দেশ করছিলাম ব্যবস্থা করার জন্য। বর্তমান ফতুল আফতাব পর পর পাঁচ বার ব্যবস্থা করে ফিরে আসছে, রব্বুল আলামিন কিছু বলে না। নিরব; পাঁচদিন পর্যন্ত আমরা আমাদের লাইনে যোগাযোগ করি দেখা যাচ্ছে রব্বুল আলামিন নিরব, কথা বলছে না। রব্বুল আলামীন কোন সাড়া দিচ্ছেন না; নিরব। আমি একটু জোর খাটাইয়া বললাম আমার রেফারেন্স দিয়া বল, আমি বলছি ব্যবস্থা নিতে। তখন ফুতুল আফতব আবার যখন (অস্পষ্ট শব্দ, সম্বভত বারবার যেতে যেত অসুস্থ হয়ে পড়া টাইপের কিছু) সে নিজে অসুস্থ হয়ে পড়ছে। তখন রহমাতাল্লিল আলামীন একটু হাসলেন, রব্বুল আলামীন কথা বললেন। কথা বললেন, এর পরে বলছে তোমরা অস্থির হয়ো না। তোমার ভাই তোমাদের কাছে ফিরে আসবে।
-----------------------------============---------------------------
মা ফাতিমা দেওয়ানবাগী পীরের স্ত্রী ছিলেন!! নাউযুবিল্লাহ!!!
====------========
আপনাদের বিশ্বাস হয়?
আমার স্ত্রী যে রাসূলের মেয়ে ছিল; বিশ্বাস হয় না? (বলে একবার মাথা নাড়াল)
---জ্বি হয়, অবশ্যই হয়, হয়...হয় (ভক্তদের জোর গলায় সম্মিলিত ভাবে)
উনিই মা ফাতেমা ছিলেন, আবার রাত্রে দেহানবাগ হইছেন, পরিস্কাং?
-- জ্বি, হুজুর জ্বি..........(সম্মিলিত কন্ঠে)
সুতরাং ভাগ্যগুনে, তকদিরের কারনে, আপনারা সুযোগ পেয়েছেন। জাকেরদের মধ্যে অনেকে স্বপ্নে আমাকে রাসূলের বেশে দেখে। দেখে আমি রাসূল। সেই রাসূলের বশে দেখার কারন? ওই যে আমার ভিতরে প্রবেশ করেছেন অস্ফাকজাতুন, সেই রোগটা দেখে। পরিষ্কার? না পরিষ্কার না?
-- জ্বি হয় (সম্মিলিতভাবে)
আবার মদীনায় যান রাসূলের রওজা জেয়রতে, গিয়া এই রূপই দেখবেন। আমার ছেলেকে এবং আমার মেয়েকে, আমাদের সাইদির মেয়েকে, নাতিদেরকে মদীনায় পাঠাইয়া, রাসূলের জেয়ারতে, সরাসরি লাইন হয়ে গেছে। মা ফাতেমা জড়ায়ে ধরছিল আমার মেয়েকে, অনেক কন্নাকাটি করছে। এবং ওনাদের সবাই আপনাদের মুহম্মদ ইসলামের জন্য দোয়া করতেছে। পরিষ্কার বলছে, আমরা আছি তোমাদের সাথে। মা ফাতেমা বলছে তোমার বাবার সাথে আমি আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব। পরিষ্কার;
-- জ্বি হুজুর
দ্বীনের নবী মুস্তফা বলছেন, তোমার বাবার সাথে আগেও ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকব।
আল্লাহ এবং দেওয়ানবাগীর একই রূপ!! আস্তাগ ফিরুল্লাহ
========-------===============
সম্মানিত আশেকে রাসূলিয়া, নাফসির মুকামে (আল্লাহর আরশে) যদি যান যেখানে আল্লাহ থাকে, মজার ব্যাপার হইল যে মোর্শেদের কদম্বিরে গেলেন গিয়া দেখবেন ঐখানে মোর্শেদই বসা! !!!!!!!!!!!!!!!!!!!!!!
-- হোওওওওওও (উচ্চস্বরে সম্মিলি চিৎকার) বাবা বাবা (ক্রন্দনরত এক ভক্তের আকুতি)
পরিষ্কার?
-- জি বাবা, জি বাবা........
দেখবেন হাসতাছে আর আপনাকে ডাকতাছে
-- বাবা; বাবা; বাব: (ভীত সন্ত্রস্ত হয়ে এক ভক্তের ক্রন্দনরত আত্মচিৎকার)
তাইলে মোরশেদতো দুইজন হয়ে গেল, এক মোর্শেদ আপনাকে নিয়ে গেল আর আরেকজন নাফসির মধ্যে বইসা আপনার জন্য অপেক্ষা করতাছে।
নাফসির মুকামে বলে যিনি অপেক্ষা করছেন নিতি রব্বুলালামিন।
মোর্শেদের সিনাই থাকি বলে মোর্শেদ রূপেই তার রূপ। পরিষ্কার?
-- জি বাবা, জি বাবা.......
যার প্রমান আপনার পাইলেন পূর্ণিমার চাঁদে। পূর্ণিমার চঁদেতো মোর্শদের রূপেই আল্লাহকে দেখতেছেন। পরিষ্কার?
-- জি বাবা, জি বাবা (সম্মিলিত কোলাহল)
নাফসির মোকামে গিয়াসারলেন, মোর্শেদ নিয়া গিয়া সেখানে দেখলেন দুইজন; আজকের মোর্শেদ একজন আবার সিংহাসনে বসে রইছে আরেকজন।
এ যে বড় প্রেমের খেলা!!
-- জি বাবা, জি বাবা...
পরিষ্কার?
=====================================
আপনার ভিডিওটা এই লিংকে থেকে ডাউনলোড করে শুনে নিতে পারেন।http://www.facebook.com/photo.php?v=506345562753258
বর্তমান যুগের ভয়াভয় যালিম এই দেওয়ানবাগীর দোয়া না নিয়ে আমাদের দেশের সরকার দলীয়, বিরোধী দলীয় ব্যক্তিবর্গ সহ অনেক খ্যাতনামা ব্যাক্তিত্বগণও হুমড়ি খেয়ে পড়েন তার কদমে, পরকালে নাজাতের আশায়। এই দেওয়ানবাগী ঈদে মিলাদুন্নবীর জন্য সরকারী ছুটি ঘোষনার মূল উদ্যোক্তা। যে ব্যক্তি নিজেকে খোদা দাবী করা সহ নিজের রূপ এবং খোদার রূপকে একই বলে চরম সীমালংঘন করে দিব্যি এই দেশের মাটিতে বহুল তাবিয়তে ঘোরা ফেরা করে আর দেশের সরকার তাকে মৃত্যুদন্ড না দিয়ে তার দোয়া চাইতে যায় সেই দেশের নাগরিক হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভাল।
সময় এসেছে এই সকল ভন্ড পীরদের দেশ থেকে উৎখাত করার। আসুন আমরা সম্মিলিত ভাবে এর তীব্র প্রতিবাদ জানাই।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৩
সুচিন্তিত মতবাদ বলেছেন: আমরা কি পারিনা তাকে এই দেশ থেকে উচ্ছেদ করতে?
২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৬
স্বপ্নবাজ অভি বলেছেন: নাউজুবিল্লাহ ! কঠিন শাস্তি দরকার !
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: কে কাকে শাস্তি দিবে। স্বয়ং সরকারের মদদে সে যে আস্তানা গড়ে তুলেছেন ওখানে একটা স্টেডিয়াম গড়ে তোলা যায়।
৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৭
মুহাম্মদ ফজলে রাব্বী বলেছেন: ধর্মদ্রোহী নাস্তিক, ভণ্ডপীর ও নামধারী মুসলিম মুক্ত বাংলাদেশ চাই।
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৭
সুচিন্তিত মতবাদ বলেছেন: আমরা কি পারি না, শাহাবাদের মত এক জাগরণ তৈরী করতে এই ভন্ডের বিরূদ্ধে?
৪| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৯
গ্রামের মানুষ বলেছেন:
ইসলামী হুকুমাত থাকলে এই খাঙ্কির পোলারে ক্রেনের সাথে লটকাইয়া প্রকাশ্য দিবালোকে জনসম্মখে ফাসিঁ দেয়া হইতো
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:২৮
সুচিন্তিত মতবাদ বলেছেন: পারলে এই পোষ্টটি ছড়িয়ে দিন গোটা বিশ্বের দরবারে।
৫| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৩৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
দেওয়ানবাগ পীর বিশেষজ্ঞ ব্লগার আলতামাশ কোথায়???
এই পোষ্টের বিষয়বস্তু তার চোখ/নজর এড়ালো কীভাবে???
যাই হোক, লেখককে এই পোষ্টের জন্য -
++++++++++++
ধন্যবাদ।
৬| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪০
নতুন বলেছেন: Click This Link আমার লেখাতে আরো কিছু ভিডিও আছে... সেই গুলি আপনর লেখায়ও এড করে দেন...
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩২
সুচিন্তিত মতবাদ বলেছেন: ভাই ভিডিও কিভাবে সামুতে পোষ্ট করে? জানালে উপকৃত হব।
পোষ্টের জন্য ধন্যবাদ, অনেক অজানা তথ্য জানলাম। আমাদের উচিত ঈমানী দায়িত্ব পালন স্বরূপ এর তীব্র প্রতিবাদ করা রাস্তায় নেমে। আমি কখনো রাজনৈতিক মিছিলে যোগ দেইনি তবে এই জালিমকে উৎখাত করার জন্য আমি আমার জীবন দিতেও প্রস্তুত।
৭| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪২
বিলাল বলেছেন: এই হারামজাদারেতো জুতো পিটা করা উচিত।
কিন্ত, একটা ব্যাপার বুঝলাম না।
এতো ক্ষমতবান হলো কেমন করে। আর যে সাধারণ জিনিস আমরা বুঝি, তা অন্যেরা বুঝে না কেন? রহস্য কি????
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৪
সুচিন্তিত মতবাদ বলেছেন: সে তার বশকৃত জিনের মাধ্যমে বিভিন্ন কেরামতি দেখায়, যা সাধারণ মানুষের গোচরে আসে না। আমি চাই তার জন্য শাহাবাগে আরেকটা মঞ্চ তৈরী করতে। যেখানে একমাত্র স্লেগান হবে, "দেওয়ানবাগীর ফাসীঁ চাই"
গোটা বিশ্বের মুসলমানকে একত্রিত করতে হবে যারা এই খোদা দাবীদারকে মৃত্যুদন্ড না দেওয়া পর্যন্ত ঘরে ফিরবে না।
৮| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৬
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: ওরা ইসলামের প্রধান শত্রু। মানবতার মহান ধর্ম ইসলামকে কলঙ্কিত করতে এদের জুড়ি নায় ।
এই সব ভন্ডদের নিন্দা জানানোর ভাষা নায়
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
সুচিন্তিত মতবাদ বলেছেন: রাজাকার গণ ছিল দেশের শত্রু বাঙ্গালী জাতীর শত্রু, তাদের ফাঁসীর দাবীতে লক্ষ লোক শাহাবগে জমায়েত হয়েছিল।
আর এই কুলঙ্গার গোটা মুসলমান জাতীর শত্রু, নবী (সাঃ) কে অপমানকারী এবং মা ফাতিমাকে তার স্ত্রী দাবী করার মতো দুঃসাহসী। শুধু তাই নয় আল্লাহ চেহারা তার মতই বলার মত ধৃষ্টতা নিয়ে যে ব্যক্তি মতিঝিলে মত জায়গায় কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন তার বিরুদ্ধে কি আমরা শাহাবাগে আরেকটি মঞ্চ তৈরী করতে পারি না?
আমি ফাইনান্স করব এবং গোটা মুসলমান তাতে শরীক হবে। আসুন আমরা ব্লগাররা একে দেশ থেকে উৎখাত করি।
৯| ২৯ শে জুন, ২০১৩ রাত ১০:৪৮
নতুন বলেছেন: এই সব ভন্ডের ভক্তদের দেখলে খুবই খারাপ লাগে...
মানুষ কিভাবে নিচের চিন্তা চেতনা বাদ দিয়ে এই সব ভন্ডের পেছনে অথ`+সময় ব্যয় করে...
১০| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১০
পরিবেশ বন্ধু বলেছেন: ঐ সব ভণ্ডদের জুতা পেটা করা উচিৎ
কলাগাছ ধংশ করে জিরে
আর মানুষের ঈমান নষ্ট করে ভণ্ড পীরে
উল্ল্যক্ষ্য যারা ভাল তাদের জন্য শুভকামনা
পোস্টে ধন্যবাদ
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৮
সুচিন্তিত মতবাদ বলেছেন: রাজাকার গণ ছিল দেশের শত্রু বাঙ্গালী জাতীর শত্রু, তাদের ফাঁসীর দাবীতে লক্ষ লোক শাহাবগে জমায়েত হয়েছিল।
আর এই কুলঙ্গার গোটা মুসলমান জাতীর শত্রু, নবী (সাঃ) কে অপমানকারী এবং মা ফাতিমাকে তার স্ত্রী দাবী করার মতো দুঃসাহসী। শুধু তাই নয় আল্লাহ চেহারা তার মতই বলার মত ধৃষ্টতা নিয়ে যে ব্যক্তি মতিঝিলে মত জায়গায় কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন তার বিরুদ্ধে কি আমরা শাহাবাগে আরেকটি মঞ্চ তৈরী করতে পারি না?
আমি ফাইনান্স করব এবং গোটা মুসলমান তাতে শরীক হবে। আসুন আমরা ব্লগাররা একে দেশ থেকে উৎখাত করি।
১১| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২২
সোহাগ সকাল বলেছেন: এই হাতিটাকে নিয়ে গতবছর একটা লেখা লিখেছিলাম।
এইটা পড়ে দেখেন হারামজাদার আরও কাজকর্ম।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৩৯
সুচিন্তিত মতবাদ বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য। আরো কিছু জানলাম।
এই কুলঙ্গার গোটা মুসলমান জাতীর শত্রু, নবী (সাঃ) কে অপমানকারী এবং মা ফাতিমাকে তার স্ত্রী দাবী করার মতো দুঃসাহসী। শুধু তাই নয় আল্লাহ চেহারা তার মতই বলার মত ধৃষ্টতা নিয়ে যে ব্যক্তি মতিঝিলে মত জায়গায় কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন তার বিরুদ্ধে কি আমরা শাহাবাগে আরেকটি মঞ্চ তৈরী করতে পারি না?
আমি ফাইনান্স করব এবং গোটা মুসলমান তাতে শরীক হবে। আসুন আমরা ব্লগাররা একে দেশ থেকে উৎখাত করি।
১২| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:২২
মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন:
দেওয়ানবাগী পীর এর আস্তানায় আমি একবার গেছিলাম ৫ বছর আগে এক জুম্মায়। তখনই দেখছি বিরাট অবস্থা। তার পায়ে অনেক মুরিদ সেজদা দিয়া বা পদচুম্বন দিচ্ছে। এর পর আর যাই নাই। বিশাল উটের খামার আছে। খোদ রাজধানীর মধ্যে এতবড় আস্তানা কিভাবে করলো তা প্রশ্নাতীত।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১
সুচিন্তিত মতবাদ বলেছেন: দেশের মানুষ এতই ধর্মপ্রাণ এবং অন্ধ যে, স্বয়ং খোদা দাবীকারী এই পাঠাকেও সবাই ভক্তিশ্রদ্ধা করে। এমনকি দেশের বরেণ্য ব্যক্তিবর্গ গণও!!
আমি একে উৎখাতের আন্দোলন করতে চাই। আপনারা প্রস্তুত তো?
১৩| ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:৪৪
অগ্নি সারথি বলেছেন: কুত্তা দিয়া চোদানো দরকার খানকীর পোলারে।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪২
সুচিন্তিত মতবাদ বলেছেন: গালি না দিয়ে আসুন দুর্বার আন্দোলন গড়ে তুলি। তার আস্তানা ভেঙ্গে সকল দখলকৃত সম্পত্তি গরীবদের মাঝে বিলিয়ে দেই।
১৪| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:১৬
বটের ফল বলেছেন: প্রার্থনা- এইসব ভন্ডদের কবল থেকে সাধারন মানুষ যেন মুক্ত থাকতে পারি।
দরকার শুধু সচেতনতা ও প্রতিবাদী মনোভাব।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৩
সুচিন্তিত মতবাদ বলেছেন: গায়ে আগুন জ্বলতেছে, শুধু দরকার সহযোগিতা।
১৫| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৩
ববিজী বলেছেন: যুগে যুগে এসব ধান্ধাবাজ শয়তানরা সক্রিয় ছিল। তাদের ব্যাপারে যত আলোচনা করবেন তার তত বেশী সক্রিয় হবে। মুরিদ বাড়বে। তাই এসব মানুষরুপি জিবন্ত শয়তানদের পাত্তা না দিলেই ভাল। তবে সুযোগ পেলে তাদের প্রতিহত করা দরকার।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৫
সুচিন্তিত মতবাদ বলেছেন: আমরা শাহাবাগে তার বিরুদ্ধে আন্দোলন করতে পারি না? শুধু বলেন কি করতে হইবে। আমি সর্বদা প্রস্তুত। এরা হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী, এদের উৎখাত করার মধ্যে সোয়াব আছে। আল্লাহর রাসূল (সাঃ) বেঁচে থাকলে হয়তো তাকে শুলে চড়িয়ে মৃত্যুদন্ড প্রদান করতেন। কিন্তু আমাদের দেশে এর কোন বিচার হবে না। তাই আমাদের কঠিন হস্তে তার বিচার করতে হবে।
১৬| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:২৮
এস এইচ খান বলেছেন: হোগারবাগীর গেলমানগুলারে দেখছি না যে
পোষ্টে +
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: এই গোলামগুলো অন্ধ, বধির। তাদের অন্তরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। তারা ফিরবে না। তাদের চোখে ওর ভন্ডামীই সুশোভন করে দেখানো হয়েছে।
১৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
বাঘ মামা বলেছেন: একজন দেওয়ানবাগী এক কোটি নাস্তিকের চেয়ে কি ভয়াবহ নয়?
কেন নীরব তারা যারা ব্লগার নিয়ে বিচলিত হয়ে আছেন?
কি করেছেন তারা যারা গতবার ক্ষমতার আংশিক হলেও ক্ষমতায় ছিলেন?
একজন নাস্তিক শুধু নিজের ক্ষতি করতে পারে,কিন্তু একজন দেওয়ানবাগী যেই রোগ মানুষের মনে প্রবেশ করাচ্ছে তা কতটা মরণ ব্যাধি তারা কি দেখেনা যারা আজকে ফতোয়া দেয়,নিজেদের ইসলামের রক্ষক হিসেবে পরিচয় দেয়,মায়া কান্না করে?
আল্লাহ আমামদের হেফাজত করুক,সকল মুখোশধারিদের হাত থেকে।
ধন্যবাদ
শুভ কামনা
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২
সুচিন্তিত মতবাদ বলেছেন: নাস্তিক হচ্ছে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার কারী। তার বিষয়টা সম্পূর্ণ আলাদা। আর দেওয়ানবাগী হচ্ছে নিজেকে খোদা দাবীকারী। যেখানে রাজাকার গণ ছিল দেশের শত্রু, বাঙ্গালী জাতীর শত্রু, তাদের ফাঁসীর দাবীতে লক্ষ লোক শাহাবগে জমায়েত হয়েছিল।
আর এই কুলঙ্গার গোটা মুসলমান জাতীর শত্রু, নবী (সাঃ) কে অপমানকারী এবং মা ফাতিমাকে তার স্ত্রী দাবী করার মতো দুঃসাহসী। শুধু তাই নয় আল্লাহ চেহারা তার মতই বলার মত ধৃষ্টতা নিয়ে যে ব্যক্তি মতিঝিলে মত জায়গায় কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন তার বিরুদ্ধে কি আমরা শাহাবাগে আরেকটি মঞ্চ তৈরী করতে পারি না?
আমি ফাইনান্স করব এবং গোটা মুসলমান তাতে শরীক হবে। আসুন আমরা ব্লগাররা একে দেশ থেকে উৎখাত করি।
১৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮
বিশ্ব চিন্তাবিদ বলেছেন: মাগী, বাগী, পুরী, খাজা হালা, গাজা হালা, কোনটারেই দুই চোক্ষে দেখতে পারি না। আমি যদি কোনদিন সরকার গঠন করতে পারি তাহলে প্রথম দিনের আমার কাজ হবে ঐ সব ভন্ড শালাদের আস্তানা ভেঙ্গে চুরমার করা। তারপর প্রকাশ্যে রাজপথে ওগোর হুগার মাঝে আইক্যাওয়ালা বাশঁ দিয়ে রোদে শুকাতে দিমু।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৪
সুচিন্তিত মতবাদ বলেছেন: আমরা তাকে এখনো উৎখাত করতে পারি যদি সদিচ্ছা থাকে। জনগণ পারে না এমন কাজ নাই। আমরা তাকে উৎখাত করতে পারলে হয়তো আল্লাহ পাক এই নেক কাজের বিনিময়ে আমাদের জান্নাত দান করবেন। আসুন নেমে পড়ি, যার যেমন সার্কেল আছে দাওয়াত দিয়ে শুরু করি। এর পর একটা দিন তারিখ ঠিক করে দুর্বার আন্দোলন গড়ে তুলি।
১৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ১২:৫৮
নিয়েল হিমু বলেছেন: এই ক্যাটাগরির ভন্ডগুলারে নিয়া গেঞ্জাম করতে আর ভাল লাগে না ভাই । তবে চালিয়ে যান । ইনশাআল্লাহ ।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৫
সুচিন্তিত মতবাদ বলেছেন: সকলের সহযোগিতা দরকার।
২০| ৩০ শে জুন, ২০১৩ রাত ১:৩৮
নিষ্কর্মা বলেছেন: এদের কি আখেরাতের ভয় নাই?
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: সর্বকালের সবশ্রেষ্ঠ মুনাফেক কাফির এই দেওয়ানবাগী। তাকে মৃত্যুদন্ডে দন্ডিত না করলে আল্লাহ পাক দেশের সরকারের উপর এবং জনগনের উপর গজব নাযিল করবেন।
২১| ৩০ শে জুন, ২০১৩ রাত ২:৫৮
মতিউর রহমান মিঠু বলেছেন: এই কুত্তার জন্মের ঠিক নাই। ওর বাবা-মাকে জিগান দরকার সত্যি এই হাড়ীর জন্মবৃত্তান্ত কি??
শুয়োরের বাচ্চাকে ঝাটা পেটা করতে পারলে শান্তি পেতাম।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
সুচিন্তিত মতবাদ বলেছেন: সে টিভিতে অনুষ্ঠান করে। তার পোলাপান টিভিতে বক্তৃতা দেয় যে, ইহুদী নাসারা গণ তাদের নবীর জন্মদিন কি সুন্দর জাঁকজমক ভাবে পালন করে আর আমারা আমাদের নবীর জন্য যদি তার থেকেও জাঁকজমক ভাবে পালন করতে না পারি তাহরে আমারা কিসের উম্মত?
এসকল ভন্ড প্রতারক কে অবশ্যই উৎখাত করা উচিত।
২২| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৪:৪৬
বাংলাদেশী দালাল বলেছেন:
হেফাজতের আন্দোলন কোথায় এখন এগুলা তাদের চোখে পরে না? হিসাব দিতে হবে একদিন সবাইকে। আল্লাপাক আমাদের অক্ষমতাকে ক্ষমা করুণ।
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: হেফাজত থাকে শিরক বিদআদের আখড়ার মধ্যে, এগুলো দোষ তাদের চোখে কোনদিনই পড়বে না। কারন তারাই এসব ভন্ডদের প্রশ্রয়দাতা।
২৩| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৮
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: একজন দেওয়ানবাগী এক কোটি নাস্তিকের চেয়ে কি ভয়াবহ নয়?
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১৯
সুচিন্তিত মতবাদ বলেছেন: অবশ্যই ভয়াবহ। খোদ বাংলার মাটিতে কোন এক ভন্ড নিজেকে আল্লাহর সমতুল্য দাবী করে বসবে কোনদিন স্বপ্নেও ভাবিনি। আমাদের উচিত গোটা বিশ্বো মুসলমানদের কাছে এই ম্যাসেজ পৌঁছে দেওয়া।
২৪| ৩০ শে জুন, ২০১৩ ভোর ৬:৩৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: **বাঘ মামার এই মন্তব্যের সাথে পূর্ন সহমত
২৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানুষের ঈমান নিয়ে বিভ্রান্তি সৃষ্টিকারীরা হত্যাকারীর চেয়ে ভয়াবহ।
মাথা কতটুকুন খারাপ হলে এইরকম ভাবতে পারে????? চিন্তা করা যায়?
৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:২২
সুচিন্তিত মতবাদ বলেছেন: মুফতী কাজী ইব্রাহীমের কাছে প্রশ্ন করা হয়েছিল।
পীর ধরা যাবে কি?
উত্তরে উনি বলেছিলেন: অবশ্যই ধরা যাবে
--প্রশ্ন কর্তা বলেছিলেন, কিভাবে?
উত্তরে বলেছিলেনঃ আপনার ঘরে যদি চোর আসে আপনি কি তাকে না ধরে ছেড়ে দিবেন?
--প্রশ্ন কর্তা বলেছিলেন, না; অবশ্যই তাকে ধরে ফেলব
যদি ঘরের মাল জিনিস টাকা পয়সা কেউ চুরি করতে আসে তাহলে তাকে ধরে ফেলবেন আর যে আপনার ঈমান চুরি করতে আসল তাকে ধরবেন না?
এরা হচ্ছে ঈমান চোর। এদের শুধু ধরেই ক্ষ্যান্ত হবেন না, সাথে সাথে শুলে চড়ানো ঈমানী দায়িত্ব।
২৬| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:৪৮
নতুন বলেছেন: বাঘ মামা বলেছেন: একজন দেওয়ানবাগী এক কোটি নাস্তিকের চেয়ে কি ভয়াবহ নয়?
কেন নীরব তারা যারা ব্লগার নিয়ে বিচলিত হয়ে আছেন?
কি করেছেন তারা যারা গতবার ক্ষমতার আংশিক হলেও ক্ষমতায় ছিলেন?
একজন নাস্তিক শুধু নিজের ক্ষতি করতে পারে,কিন্তু একজন দেওয়ানবাগী যেই রোগ মানুষের মনে প্রবেশ করাচ্ছে তা কতটা মরণ ব্যাধি তারা কি দেখেনা যারা আজকে ফতোয়া দেয়,নিজেদের ইসলামের রক্ষক হিসেবে পরিচয় দেয়,মায়া কান্না করে?
আল্লাহ আমামদের হেফাজত করুক,সকল মুখোশধারিদের হাত থেকে।
ধন্যবাদ
শুভ কামনা
২৭| ২২ শে নভেম্বর, ২০১৪ সকাল ১০:১৫
বলেছেন:
২৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাউজুবিল্লাহ ! কঠিন শাস্তি দরকার !
©somewhere in net ltd.
১|
২৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৫
টি- ৭২ ট্যাঙ্ক বলেছেন: এই খোদার খাসিটারে এই কুরবানিতে জবাই দিমু