![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
বিয়ে করার কৌশল বিয়ের বয়স হয়েছে, বাবা-মা বুঝেও না বোঝার ভান করছে, নিচের কৌশলগুলো অবলম্বন করে তাদের বুঝিয়ে দিতে পারেন
১. আপনার শোয়ার খাটটা যদি বড় হয় কেটে অর্ধেক করে ফেলুন। কেন কাটছেন এমন প্রশ্ন এলে বলবেন একজন মানুষ এত বড় খাট দিয়ে কী হবে। অথবা সিঙ্গেল খাট হলে একজন মিস্ত্রি এনে ডাবল বানানোর পরামর্শ করুন যেন বাবা মা বুঝতে পারে কেন সিঙ্গেল খাট ডাবলের চিন্তা ভাবনা করছেন।
২. তরকারিতে ঝাল বেশি লবণ কম এ জাতীয় অজুহাত দিয়ে দু এক বেলা না খেয়ে থাকার অভ্যাস করুন।
৩. মাঝে মাঝে কয়েকটা রাত যাযাবর স্টাইলে বাইরে কাটিয়ে দিন।
৪. তুমি আর কত কাজ করবে, তোমার এবার বিশ্রামের প্রয়োজন এ জাতীয় কথা বলে মাকে বুঝিয়ে দিন। একটা পরের মেয়ে ঘরে এলে তোমার কাজগুলো করে দিত।
৫. পাড়ার মেয়েগুলোকে টিজ করা শুরু করে দিন। বাবা-মার কাছে বিচার যাবে তাতে হয়তো উনাদের টনক নড়তে পারে।
৬. পাশের বাসার ভাবির কাছে বার বার নিজের একাকিত্বের কথাও বলতে পারেন, বড় বড় নিঃশ্বাস ছেড়ে !!
তাতেও যদি কাজ না হয় তাহলে বুঝবেন, আপনার বাবা-মা এত তারাতারি আপনার অধঃপতন চান না .
২| ০৮ ই জুলাই, ২০১৩ রাত ১০:২২
মোমেরমানুষ৭১ বলেছেন: আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হল পকেটে কনডমের প্যাকেট রাখা। কাজের মহিলা/ভাবী/মা রা কাপড় ধোয়ার সময় এটা আপনার পকেট থেকে আবিষ্কার করবে।বাসার মুরুব্বীরা কানাকানী করবে। দেখবেন মান সম্মান বাচাইতে হইলেও সিরিয়াল ছাড়াই আমনের পালা এসে পড়ব.
০৯ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪৩
সুচিন্তিত মতবাদ বলেছেন: ঢেমনা খেতাবে ভুষিত হতেও দেরী লাগবেনা।
৩| ০৯ ই জুলাই, ২০১৩ রাত ১:০০
খলিলুর রহমান ফয়সাল বলেছেন: মোমেরমানুষের বুদ্ধিটা চরম
৪| ০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫২
বিভ্রান্ত মানুষ বলেছেন: পাশের বাসার ভাবির কাছে বার বার নিজের একাকিত্বের কথাও বলতে পারেন, বড় বড় নিঃশ্বাস ছেড়ে !!
ভাবি যদি পরকিয়া এর offer দ্যায়????
৫| ০৯ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:২২
ইয়াংেমন বলেছেন: সব পুরান কথা নতুন কিছু থাকলে বলেন।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তবুও ভাল কোলবালিশ ছেড়ার বুদ্ধি দেন নাই