![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
সম্মানিত সকল ব্লগার বৃন্দ ও সামুর মর্ডারেটর,
বাংলাদেশ পেট ফ্লেক্স ম্যানুফ্যাকচারার এন্ড এক্সপোটার্স এসোসিয়েশন ( বি পি এফ এম ই এ) এর সম্মানিত সদস্য এবং ইডেন প্লাষ্টিক এর স্বত্ত্বাধিকারী জনাব মোঃ ইকবাল হোসেন এর ছেলে
রায়হান আহম্মেদ (ইমন) গত ২৬-০৮-২০১৩ইং স্কুল হইতে আর বাসায় ফিরে আসেনি ।
সে ধানমন্ডি অক্সফোড স্কুলে স্ট্যান্ডার্ড VI এর ছাত্র ।
একজন সচেতন ব্লগার এবং ইকবাল ভাইয়ের ব্যবসায়িক কলিগ হিসাবে আমি সামহয়ার ইন ব্লগের মর্ডারেটদের দৃষ্টি আকর্ষন করছি যেন, মানবিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে ইকবাল হোসেনের এক মাত্র ছেলে "ইমনের" ছবিটি কয়েকদিনের জন্য স্টিকি পোষ্ট হিসাবে রাখা হোক। যেন একজন অসহায় পিতার হারানো রত্নের কেউ সন্ধান দিতে পারে। উক্ত পরিবার শোকে কাতর, তাদের শান্তনা দেবার মত ভাষা আমাদের জানা নাই। আমার এই সামান্য অনুরোধটুকু রাখলে সামুর মর্ডারেটর উপর চির কৃতজ্ঞ হব।
কেউ সন্ধান দিতে পারলে নিম্ন লিখিত ঠিকানায় যোগাযোগের জন্য অনুরোধ করা হলঃ
Md. Iqbal Hossain
597, Doniya Bazar Road, Kadamtoly, Dhaka.
Mobile: 01713-040707
Email: [email protected]
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
সুচিন্তিত মতবাদ বলেছেন: ধন্যবাদ ভাই।
২| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনার/আপনাদের জন্য সহানুভূতি রইলো।
তবে এ কাজে ব্লগ ব্যবহার না-করে মাইক দিয়ে আশেপাশের এলাকায় এনাউন্স করুন। নিকটস্থ থানায় জি.ডি. করুন।
ব্লগের পাবলিক এক্সপোজার খুব বেশী নয়। এবং এ সব ব্যাপারে খুব বেশী কার্যকরীও নয়। তাই মাইক ব্যবহার করুন বিরতিহীনভাবে।
ধন্যবাদ।
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
সুচিন্তিত মতবাদ বলেছেন: জিডি নং ১৩৩৩, কদমতলী থানা। একজন ব্লগারও তাকে রাস্তায় দেখতে পারেন, তাই জানালাম। এটা একটা সামাজিক দায়িত্ববোধ মনে করেই দিয়েছি।
৩| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
মোমেরমানুষ৭১ বলেছেন: এই নিখোজ সংবাদটি কয়েকদিনের জন্য স্টিকি পোস্ট হিসাবে ঝুলানোর অনুরোধ করছি
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
সুচিন্তিত মতবাদ বলেছেন: ধন্যবাদ
৪| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
খাটাস বলেছেন: আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
আপনার/আপনাদের জন্য সহানুভূতি রইলো।
তবে এ কাজে ব্লগ ব্যবহার না-করে মাইক দিয়ে আশেপাশের এলাকায় এনাউন্স করুন। নিকটস্থ থানায় জি.ডি. করুন।
ব্লগের পাবলিক এক্সপোজার খুব বেশী নয়। এবং এ সব ব্যাপারে খুব বেশী কার্যকরীও নয়। তাই মাইক ব্যবহার করুন বিরতিহীনভাবে।
ধন্যবাদ।
৫| ২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
প্রায় ১৬ কোটি মানুষের ব্যক্তিগত সমস্যা ব্লগে প্রচার করলে ব্লগ আর ব্লগ থাকবে না।
ব্লগ গুরুত্বপূর্ণ দেশীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক ঘটনাবলী, অর্থনৈতিক বিষয়াদি, সাহিত্য ও জ্ঞান চর্চার স্থান।
আপনাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী আশেপাশের যতদূর সম্ভব টানা কয়েকদিন ধরে মাইক দিয়ে এনাউন্স করুন। এটাই বেশী ইফেকটিভ।
Please no hard feelings.
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
সুচিন্তিত মতবাদ বলেছেন: এখানে কি আর্থিক সহযোগিতা চাওয়া হয়েছে?
কোন রাজনৈতিক ব্যক্তিত্ব গুম হলে তা প্রচার হয়, কোন ব্লগার মারা গেলেও স্টিকি হয়। অথচ আমার আপনার সন্তান নিখোঁজ হয়ে গেল তা প্রচার হলে ব্লগ আর ব্লগ থাকবে না? আশ্চার্য !!
সন্তানের বাবা হলে হয়তো মুখ দিয়ে এই কথাটা বের হত না।
৬| ২৭ শে আগস্ট, ২০১৩ রাত ১০:১১
মাহিরাহি বলেছেন: ষ্টিকি করা হোক।
৭| ২৮ শে আগস্ট, ২০১৩ সকাল ১০:৫১
সুচিন্তিত মতবাদ বলেছেন: এখনো কোন সন্ধান মেলেনি ইমনের। অনুরোধ করে পরিবর্তন অনলাইন নিউপ পেপারে একটা খবর ছাপিয়েছিলাম।
Click This Link
৮| ২৮ শে আগস্ট, ২০১৩ রাত ৯:২৬
খাটাস বলেছেন: ভাই কোন জাতীয় দৈনিক এ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে?
খোঁজ পেলে জানাবেন। দোয়া করি শিশুটি সুস্থ ভাবে ঘরে ফিরে আসুক।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২২
বিপুল কুমার বিশ্বাস বলেছেন: একটি নিখোঁজ সংবাদ স্টিকি করার জন্য সামুর মর্ডারেটর এর নিকট অনুরোধ।