![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
একদিন যে আশরাফুল দুর্দান্ত প্রতাপে মাঠ কাঁপাতেন সেই আশরাফুল আজ শুরু করেছে ইসলামের খেদমত। মানুষকে আল্লাহপাক ভুলের মাঝে অনেক কিছু শিখিয়ে থাকে। সে ভুল করেছিল এবং তা বুঝতে পেরে সকলের সম্মুখে সে ভুল স্বীকার করে অঝোরে বাচ্চা ছেলের মত কেঁদেছিল। আল্লাহ পাক হয়তো তার এই চোখের পানির মূল্য অন্যভাবে দিবেন। আমরা পাকিস্তানি প্লেয়ার সাঈদ আনোয়ারকে কখনো ভুলব না। তার মাঝে পরিবর্তন এসেছিল তার সন্তানের মৃত্যুর পর। আমার খালাতভাই মুকুল ভাই, বর্তমানে একটা প্রাইমারি স্কুলের হেড মাষ্টার। একসাথে চষে বেড়াতাম মাঠ, ঘাট, নদ-নদী। খেলার মাঠে এতই ব্যস্ত থাকতাম যে নামাজের সময় কই?
হঠাৎ আমার খালুর মৃত্যুর খবর পেলাম, তিনি ছিলেন অসম্ভব ব্যক্তিত্ববান এবং আমাদের হেড স্যার। চেঞ্জ হয়ে গেল মুকুল ভাই, স্টাইলিষ্ট জীবন ছেড়ে ইয়া লম্বা দাড়ি। সকল খেলাধুলায় তিনি ছিলেন আমার এলাকার চ্যাম্পিয়ান। বর্তমানে তার হাতে শোভা পায় হাদিসের বই কিতাব। তাওহীদের অমীয় বানী তার অন্তরকে দখল করে নিয়েছে। এমন ঈমান নিয়ে চলে যারা তাদের দৈন্যতার কোন শেষ নাই।
আশরাফূল এবার হজ্বে যাচ্ছেন, দোয়া চাইতে এসেছেন মাদারটেক আহলে হাদীস জামে মসজিদের খতীব এবং পিস টিভি বাংলার বিখ্যাত বক্তা শাইখ আমানুল্লাহ মাদানীর এবং সকল মুসল্লীর। আমরা দোয়া করি সে যেন তাওহীদের পথে ফিরে আসেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেন তাকে ক্ষমা করে দেয়। তাকে আমরা আবার মাঠ কাঁপানো অবস্থায় দেখতে চাই।
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯
অভি৯১৭৫ বলেছেন: বেশ মজা পেলাম পড়ে এবং সাথে মনে পড়ে গেল আমাদের এলাকার এক কাকার কথা। আজীবন ঘুষ খেয়ে টাকার পাহাড় বানিয়েছিলেন যিনি। কেয়ারটেকার আমলে ধরা পড়ে ইজ্জত বাঁচানোর জন্য "ভালো" হয়ে যান। ৫ ওয়াক্ত নামায, হজ কিছুই বাদ পড়ে না। এই চার- পাঁচ বছরে সবাই ভূলে গেছে তার আগের কর্ম। এক্ষণ তিনি তব্লিগের বয়ান দেন। ইমান আমলের কথা বলেন। সবাই বলে আহা আহা কি ভালো লোক!!
আর আমি বলি "চুতিয়া বাঙালি মানুষ হইল না! "
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫২
সুচিন্তিত মতবাদ বলেছেন: সে যদি সত্যিকারের তওবা করে আল্লাহর কাছে। আল্লাহ পাক ইচ্ছা করলে তাকে ক্ষমা করেও দিতে পারেন। এ ব্যাপারে আমাদের উচিৎ তাকে সহয়তা করা যেন সে ঐ বেপথে আর না পা রাখে।
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩০
মোমেরমানুষ৭১ বলেছেন: ইয়ার শরীফ বলেছেন: আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুন ।
৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬
আহলান বলেছেন: আহ ...
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কেউ সত্য পথে চলা শুরু করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন। মানুষরা অমানুষ হয়ে গেছে এখন। কারো ভাল হয়ে যাওয়াকেও টিপ্পনি কাটে শেমফুল। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নিজের আত্নশুদ্ধি হবে কিভাবে সে ই প্রচেষ্টায় আছি।
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৫
ইয়ার শরীফ বলেছেন: আল্লাহ্ আমাদের সকলকে ক্ষমা করুন ।