নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

ভাবীর সহায়তায় কিশোরীকে ধর্ষণ:

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯

মানুষ যখন অমানুষ হয়ে যায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। ঘটে গেল আমার এলাকায় আরেক অঘটন।



ভাইয়ের বাসায় থাকে ১৫ বছরের এক কিশোরী। ভাই চাকরী করে পুলিশের পোরক্ষা বিভাগে। দেশের বাড়ি কুমিল্লার বাগমারায়। ভাই অফিসের কাজে ব্যস্ত থাকে, তাই বাসায় ভাবী আর ননদ এর অলস সময় কেটে যায়। কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ভাইয়ের অনুপস্থিতিতে ভাবির সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে এক ব্যক্তি। ননদের চোখে ফাঁকি দিয়ে তারা মিলিত হয় গোপন অভিসারে। কথায় আছে চোরের দশদিন গৃহস্তের একদিন। সোমবার রাতে অফিসের কাজে তার ভাই বাসায় ছিলেন না। হঠাৎ ধরা খায় ননদের চোখে আপত্তিকর অবস্থায়। আর এটাই কাল হয় ননদের জন্য।

কিশোরী পুলিশকে জানায়, এদিন রাতে তার ভাবী দুধের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে। পরে ওই লোক এসে তাকে ধর্ষণ করে।

তবে ওই ধর্ষকের পরিচয় জানাতে পারেনি সে।

মঙ্গলবার ভোরে কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে হাসপাতালের কর্তব্যরত চিকৎসকও ধর্ষণের আলামত পাওয়ার কথা স্বীকার করেছেন।

নারীজাতীকে সম্মান করি, তার পরেও ভাবতে অবাক লাগে যে তুই নিজেতো নষ্টা হয়েই আছিস সেই সাথে তোর কাছে রক্ষিত আমানত তোর ননদকে কিভাবে পর পুরুষের হাতে তুলে দিতে পারিস? তোদের মত নারীদের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নাই।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬

সাদা রং- বলেছেন: পরিবারের আপনজন যদি এরকম হয় তো মেয়ে মানুষ কোথায় নিরাপদ?

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: মেয়েরাই মেয়েদের সব থেকে বড় শত্রু।

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৮

মোমেরমানুষ৭১ বলেছেন: একটা দীর্ঘ নিশ্বাস ছাড়া আর কিছুই বলার নেই

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৫

সুচিন্তিত মতবাদ বলেছেন: ভাবীকি পেরেছে নিজেকে লুকাতে? এখন সে ডাবল দোষে দোষী। তাকে ১০০ দোররা মারা উচিত।

৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫

ম্যাংগো পিপল বলেছেন: X( X( X( X( X(

৪| ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাবতে অবাক লাগে যে তুই নিজেতো নষ্টা হয়েই আছিস সেই সাথে তোর কাছে রক্ষিত আমানত তোর ননদকে কিভাবে পর পুরুষের হাতে তুলে দিতে পারিস? তোদের মত নারীদের জন্য ঘৃণা ছাড়া আর কিছুই নাই। !!!!!!!!!!!!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.