নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

সতর্কমূলক পোষ্ট, পড়ার পর নিজের বুদ্ধি এবং বিবেচনা হয়তো আপনার চোখ খুলে দিবে

২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫২

আল্লাহর আন্দাজ নাই! (চরমোনাই এর বয়ান)
(নাউযুবিল্লাহ!)... তাই তো আল্লাহর
কাছ থেকে জোর করে রুহ ছিড়িয়ে
এনেছি... [ভেদে মারেফাত, পৃষ্ঠা
১৫]
■ পীরগণ কেয়ামতের দিন
মুরিদগণকে সাহায্য করবে। [ভেদে
মারেফত" পৃঃ২৫-২৬ এবং"আশেক
মাশুক" পৃঃ ৬৬,৮১]
■ আখেরাতে পীরগণ মুরিদের জন্য
সুপারিশ করবে। [ভেদে মারেফতঃ
৬০পৃঃ ]
■ পীরের হাতে মুরিদের হাত
পড়লে পীরসাহেব মুরিদকে
পুলসিরাত পার করিয়ে নিয়ে
যাবেন। [ভেদে মারেফতঃ ২৭-২৮
পৃঃ]
■ আখেরাতে ওলীদের
ক্ষমতারসীমা থাকবে না। তারা
নাকি অনেক গুনাহগার মানুষকে
ক্ষমা করিয়ে নিবে। [আশেকমাশুক
পৃঃ ৮১ ]
■ যদি কারো দুইজন পীর হয় তবে দুই
পীর তোমার দুই ডানা ধরে
বেহেশতে নিয়ে যাবেন, কোনই
ক্ষতি নেই।
[মাওয়াযেজ এসহাকিয়া, ৫৫-৫৬পৃ:]
►► পীরেরা নাউযুবিল্লাহ আল্লাহর
আন্দাজ নাই সেটা বুঝতে পারে,
কিন্তু সৌদি পুলিশেরও যে আন্দাজ
নাই সেটা বুঝতে পারে না?
►► পীরেরা আল্লাহর কাছে থেকে
জোর করে রুহ ছিনিয়ে আনতে
পারে, অথচ জোর করে তাদের
পীরকে জেল থেকে ছিনিয়ে আনতে
পারে না।
►► আল্লাহর আদালতে পীরের এত এত
ক্ষমতা, দুনিয়ার আদালতে তারা
কেন ব্যার্থ? দুনিয়ার আদালতে
পীরেরা নিজেকেই রক্ষা করতে
পারেন না, কেয়ামতের দিন তারা
কিভাবে মুরীদকে রক্ষা করবে?
সাবধান, হে মুসলীম জাতি!
দেখুন, পীর মুরিদের নামে
কিভাবে শিরক ছড়াচ্ছে, কুফর
ছড়াচ্ছে, বিদ’আত ছড়াচ্ছে!
হে পীরের মুরিদেরা!
আল্লাহর আন্দাজ নাই বললে ইমান
থাকবে?
আজকে আমাদের বুঝতে হবে এরা লা
ইলাহাও পড়ছে, আবার শিরক-
বিদ’আতেরও শিক্ষা দিচ্ছে!
আর কতকাল অন্ধের মতো পীর-তন্ত্রকে
আকড়ে ধরে থাকবেন?
আর কতকাল?
কতকাল?

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৫

নাবিক সিনবাদ বলেছেন: পীর নিয়া উল্টা পাল্টা কইতাসেন। আফনার কিন্তু খবর আছে, আমার ফীরের ব্যাফক ক্ষ্যামতা।

হে গাছের উপর জায়নামাজ বিছায়ে নামাছ পড়ে! :P বেশি তেরি-ব্যারি করলে এক ফুঁয়ে আফনারে দিল্লি পাঠায়া দিবে। :D :D

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০১

সুচিন্তিত মতবাদ বলেছেন: এখানে কতজন আছে পীরের মুরীদ জানার জন্য পোষ্ট দিলাম। দেখি কতজন পাই।

২| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯

নতুন বলেছেন: শিক্ষা না থাকলে সবাই মাথায় কাঠাল ভেঙ্গে খাবে এটাই সাভাবিক...

এরা ধামিক ধান্দাবাজ... আমাদের দেশের ধম`ভীরু মানুষের অনুভিতি নিয়ে খেলেই করে কেটে খায়।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০২

সুচিন্তিত মতবাদ বলেছেন: পরবর্তী লেখা পড়ার জন্য অগ্রীম অনুরোধ রইল। এটাও বড় পীর আব্দুল কাদের জীবনী নিয়ে লেখা তাদের মুরীদগণদের মুখ থেকে সরাসরি শুনে তা হুবাহু লিখব আপনাদের খেদমতে ইনশা আল্লাহ।

৩| ২৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৫৫

গ্রিন জোন বলেছেন: ভণ্ড তো ভণ্ডই। তা পীর হোক আর কামেল হোক। এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এরা মুসলমানের শত্রু।

২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

সুচিন্তিত মতবাদ বলেছেন: বাংলার মাটিতে হক্কানী পীর বলে কিছু নাই। ইসলামে পীরতন্ত্র হারাম। এটা হিন্দু ধর্ম থেকে ফিল্টার হয়ে বাংলায় প্রবেশ করেছে। ওদের যেমন পুরোহিত আছে ভগবানের সাথে কথা বলার জন্য আমাদের আছে পীর।

৪| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:১৭

এরিক ফ্লেমিং বলেছেন: পীর শব্দরে মর্মার্থ হলো শিক্ষক গুরুজন জ্ঞানী প্রাজ্ঞব্যাক্তি। পীর শব্দকে আমরা পচিয়ে ফেলেছি ভন্ড বিকারগ্রস্থ কিছু ধর্ম ব্যবসায়ীকে পীর মর্যাদা দিয়। এখন পীর শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে কিছু ভ্রান্ত কর্মকান্ড। অথচ প্রকৃত পীর কখনো তার ছাত্রদের ভ্রান্ত আকিদার শিক্ষা দেন না। তিনি কখনই অলৌকীকতার দাবী করেন না। তিনি এমন কিছু বলতে বা লিখতে পারেন না যা ঈমান-আকীদার ভিত্তিমূলে আঘাত হানে।
অনেক বছর আগেই আশরাফ আলী থানভী (রহ) বলেছিলেন- আগের জামানায় মুরিদ পীর ধরতো দুনিয়ার অাশায় আর পীর মুরিদ ধরতো আখেরাতের আশায়। এই জামানায় মুরিদ পীর ধরে আখেরাতের অাশায় আর পীর মুরিদ ধরে দুনিয়ার অাশায়।
আমাদের সবারই ধর্মবাজ এবং ধর্ম ব্যবসায়ীদের থেকে সাবধান হওয়া প্রয়োজন।

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: ভালই বলেছেন। একজন ওলী কখনো তার কেরামতি প্রচার করে না। বরং ভন্ড ওলী তার কেরামতি প্রচার করেন এই ভেবে যে তার মুরীদগণ বৃদ্ধি পাবে এবং ইনকামও ভাল হবে। এরা হলেন ঈমান চোর, ঈমান চোর টাকা পয়সা ধন দৌলত চোরদের থেকেও ভয়ংকর।

৫| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমি তো ভেবেছিলাম চরমোনাইর পীর মোটামুটি 'হক' লাইনের। মানে আটরশি, রাজারবাগী, দেওয়ানবাগীদের মত না। এখন তো দেখছি....

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১১

সুচিন্তিত মতবাদ বলেছেন: প্রত্যেক পীরের যে তরিকা আছে এবং পীরদের যে সকল কেরামতির কথা তাদের বইয়ে রচিত হয়েছে তা রীতি মতো নবী রাসূলদের কেরামতিকেও টেক্কা মারে। চেষ্টা করব তাদের বই থেকে কিছু লিখে আপনাদের সতর্ক করতে।

৬| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২৭

এরিক ফ্লেমিং বলেছেন: দরকার কি কথিত পীরদের পুস্তক পাঠ করে সময় ক্ষেপন করার। আমাদের ধর্মগ্রন্থ কি পর্যাপ্ত নয় জীবন চলার সঠিক দিক নির্দেশনা প্রাপ্তির জন্য?

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৪৮

সুচিন্তিত মতবাদ বলেছেন: অবশ্যই যথেষ্ট । মুমিনগণ অবশ্যই তাদের মিথ্যা প্রতারণা ধরতে পারবেন। যাদের ঈমান দুর্বল এবং দ্বীন সম্পর্কে একেবারেই অজ্ঞ তারা অন্ধের মতো ছুটতে থাকবে পীরের মুরীদ হবার জন্য। তাদের সতর্ক করার জন্য এই পোষ্ট।

৭| ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৩৪

নতুন বলেছেন: দেশে পীর/মাজারের থেকে ধান্দাবাজি ছাড়া আর কি হয়?

মানলাম পীর শিক্ষক... কিন্তু একজন পীর তার মুরিদকে কি শেখায়? কতটুকু সময় দেয় একজনের পেছেন?

কারন এই গিয়ান তো গোপন তাই ওয়ান টু ওয়ান সেসনে কতজন মুরিদ পীরের কাছ থেকে শিক্ষা পায়??

সকল ভন্ডামীর বিনাশ হোক...

৩০ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:৫০

সুচিন্তিত মতবাদ বলেছেন: এই দেশে তাওহীদের বীজ মানুষের মাঝে বপন অলরেডি শুরু হয়ে গেছে। এখন সময়ের ব্যাপার মাত্র। পীরদের পায়ের নীচে অলরেডি মাটি গরম হয়ে গেছে। তাদের অস্তিত্ব টিটিয়ে রাখার জন্য চলছে চরম মহড়া। কিন্তু সত্যের বিজয় হবেই। মিথ্যা বিলুপ্ত হবার জন্যই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.