নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
বাংলাদেশের জাতীয় টিমের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা তার ভিডিও বার্তায় সুরঞ্জিত সেনগুপ্তকে তুলো ধুনো করেছে বলে খবর ভেসে বেড়াচ্ছে। খবরটা সত্যতা জানার জন্য এই লেখা। খবরে প্রকাশঃ
বাংলা জাতীয় টিমের অধিনায়ক ক্রিকেটার মাশরাফি ভিডিও বার্তায় বলেন দেশের সব ধর্ম বর্ণ গোত্রের মানুষদের মধ্যে শান্তি বজায় রাখতে দেয়ার কথা জানিয়ে মাশরাফি সুরঞ্জিতের উদ্দেশ্যে বলেন, মিস্টার সুরঞ্জিত সাহেব আপনি একের পর এক ধর্মবিরোধী মন্তব্য করে
এপর্যন্ত বেশ সমালোচিত হয়েছেন । এবার ঢাকায় ব্লগার ও প্রকাশক খুনের ঘটনায় আবারো ধর্ম অবমাননাকর মন্তব্য করলেন আপনি সুরঞ্জিত। দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আপনি বললেন “উগ্রাবদীরাই এসব খুন খারাপি করে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তাই সর্বপ্রথম দেশের সব মসজিদ মাদ্রাসায় তালা ঝুলিয়ে দিতে হবে। যতদিন পর্যন্ত দেশে ধার্মিকতা থাকবে, ততদিন পর্যন্ত অরাজকতা থামানো যাবেনা।” মিস্টার বাবু, একবার নিজেকে আয়নার সামনে রেখে দেখুন, হ্যা একমাত্র আপনাদের মত কট্টরপন্থীদের কারনে গোটা হিন্দু সমাজকে “মালাউন” নামক গাল শুনতে হচ্ছে। আপনাকে বলছি, গায়ে বৈধ রক্ত থাকলে উত্তর দিন, কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ে ছাত্রলীগের অর্ন্তদ্বন্দে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে, এরূপ আগেও অনেক উদ্ধার হয়েছে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নয় দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ে এবং এইসব অস্ত্রের ধারক বাহক শুধু ছাত্রলীগ নয়,অনেক ছাত্র সংগোঠনই আছে- এখন বলুন আপনি কয়বার বিবৃতি দিয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বন্ধ করতে হবে, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তালা ঝুলাতে হবে? কয়বার বলেছেন ? বাংলাদেশে যতদিন থেকে মসজিদ- মাদ্রাসা আছে ততদিন থেকে এইসব যায়গায় কয়টা অস্ত্র উদ্ধার করা হয়েছে ? কিন্তু চ্যালেঞ্জ রইলো গত এক বছরে বিশ্ববিদ্যালয়গুলো থেকে যতগুলো অস্ত্র ও বোমা উদ্ধার হয়েছে মসজিদ মাদ্রাসায় সারাজীবনে তার এক কোনাও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী- তবুও কি শুধু মসজিদ-মাদ্রাসায় তালা দিতে হবে? বাপের রাজত্ব পাইছেন? যখন বিশ্ববিদ্যালয়গুলোতে অহরোহ ধর্ষনের মত ঘটনা ঘটছে, ধর্ষনের সেঞ্চুরী উদযাপন করা হচ্ছে তখন টকমারানী কোথায় যায় আপনাদের? তখনতো কেউ বলে না যে বিশ্ববিদ্যালয়ে তালা লাগাও? অথচ ইসলামে যখন কিছু অপব্যাখ্যাকারীর কারনে ব্যতিক্রম ঘটে তখন হাউমাউ শুরু হয়ে যায় আপনাদের, মিডিয়া ও আপনার মত কুতসিৎ ব্যক্তিরা সব দোষ ইসলামকে দিয়ে, সব দোষ মসজিদ মাদ্রাসাকে দিয়ে মাসের পর মাস টকমারানী করেন। একটু দেশের মানুষের সাথে মিশে দেখেছেন যে আপনাদের এই দ্বিমুখী আচরন আপনাদের কোন তলানীতে নিয়ে গেছে?? তলানীতে গেছে বলেইতো আজ উগ্রবাদীদের হাতে যখন কোন ব্লগার মারা যাচ্ছে তখন দেশের বেশিভাগ মানুষকে আফসোস করতে দেখা যাচ্ছে না, কিন্তু কেন? তা কি একটু ভাববেন না আপনরা, আপনাদের এই দ্বিমুখী আচরনে যদি ভবিষ্যতেও কোন উগ্রবাদীর হাতে কেউ মারা যায় তবুও দেখবেন আপনার জনসমর্থনের অভাব নামক খরা রোগেই ভুগবেন। সুরঞ্জিত সেন গুপ্ত জ্বি হ্যা আপনাকেই বলছি, আর ইসলাম নিয়ে বাজে মন্তব্য করে নিজেই নিজেকে সমর্থনহারা করবেন না। এর আগেও অনেকবার আপনি এরুপ বিরুপ মন্তব্য করেছন, এর আগে ৯০% মুসলমানদের বসবাস আমাদের বাংলাদেশে উগ্রবাদীর দোহাই দিয়ে মুসলমনাদের সৌদি আরবে পাঠানোর কথা বলেছেন। আজ আপনার মত কুলাংগারদের কারনে কিছু উগ্রবাদীরা হিন্দু সমাজকে “মালাউন” বলার সাহস পাচ্ছে, হ্যা আপনাদের মতই মানুষের কারনেই। দয়া করে অসাম্প্রদায়িক আমাদের বাংলাদেশকে ভারত মনে করে একে গুজরাট বানানোর পায়তারা করেন না। কারন দেশের মানুষের চুপ থাকারও একটা সীমা আছে, তাই দেশের স্বার্থে, দেশের অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির স্বার্থে একচোখা নীতি পরিহার করে আবল তাবল মন্তব্য হতে বিরত থাকুন।
এমন একটা কথা মাশরাফির মুখ থেকে বের হবে তা আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য লাগছে। শেষ মেষ জাতীয় দল থেকে তাকে বহিষ্কার করা না হয়।
২| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০৭
প্রতিবিম্ব প্রতিচ্ছায়া বলেছেন: উপযুক্ত প্রমাণ আছে আপনার কাছে? অহেতুক মাশরাফিকে নিয়ে খেলবেন না
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪০
সুচিন্তিত মতবাদ বলেছেন: সত্যতা জানার জন্যইতো এই লেখা। উপরেই উল্লেখ করেছি। সম্ভবত সত্য
৩| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১০
রক্তিম দিগন্ত বলেছেন: এইটার কোন ভিডিও লিঙ্ক আছে?
যদি সত্যিই মাশরাফি বলে থাকে - তাহলে কাজের কাজই করেছে। বাঘের বাচ্চা একটা।
৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:১৫
নাবিক সিনবাদ বলেছেন: এইটা ভুয়া নিউজ
৫| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২০
গেম চেঞ্জার বলেছেন: ফাও নিউজ। সোর্স থাকলে দেন নাইলে রিপোর্টের উপ্রে রিপোর্ট পড়বো,
৬| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩২
মুদ্দাকির বলেছেন: তাইলে মাসরাফির ক্যারিয়ার শেষ!
৭| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৭
মুহাম্মদ তারেক্ব আব্দুল্লাহ বলেছেন: কালা বিড়ালের মাথায় গোবর ছাড়া আর কিছু নেই ।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৫
গোধুলী রঙ বলেছেন: হেহ পাগলেও নিজের ভালো বোঝে, মাশরাফি খ্যাপা বাঙাল হলেও অতটা পাগল হবে না। পারলে ভিডিও লিংক দেন।
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
সুচিন্তিত মতবাদ বলেছেন: বিডি নিউজ ২৪ ডট কমে খুজতেছি। সংবাদটা ফেসবুকে ফলাও করে প্রচার হচ্ছে। সত্যতা আমিও জানতে চাই। আমার বিশ্বাস সঠিক সংবাদ খুব দ্রুত বের হয়ে আসবে।
৯| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৭
ইসলামের ইলম বলেছেন: একজন মুসলমান যা বলে তার উপর সন্দেহ করা অন্য মুসলমানের উচিত নয়। যদি না এতে বড় কোন ক্ষতির আশংখা না থাকে। তাই বলছি, যদি এটি মাশরাফি বলে থাকেন তবে তার জন্য মোবারকবাদ। আর যদি নাও বলে থাকে তবে কমপক্ষে এটা তো জানা গেল যে লেখক তার নিজের কথাই বলেছেন। আর যদি তিনি নিজে একথা বলে থাকেন এবং সাহস করে পোস্ট করে থাকেন, তবে লেখক আপনাকে আমার সালাম। আমরা যারা ইসলামের অপমান মুখ বুঝে সহ্য করে চলছি, আপনি তাদের ভীতু মনের কথা গুলো বলেছেন। আল্লাহ আপনার এই হিযবাহ (প্রতিবাদ) কবুল করুন। আমিন।
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৫৩
সুচিন্তিত মতবাদ বলেছেন: নিউজটা ফেসবুকে এসেছে। ছবি সহ পোষ্ট তাই শেয়ার করলাম সত্যতা জানার জন্য। আমি ভাই এত সাহসী না।
১০| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:০৮
ভারসাম্য বলেছেন: সুরঞ্জিতের বক্তব্য এবং মাশারাফীর প্রতিবাদ হিসেবে প্রচারিত সব কিছুই সম্ভবতঃ বানোয়াট, তবে দুজনের মনোভাব সম্ভবতঃ ভুয়া খবরে বলা কথাগুলোর মতই।
০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৯
সুচিন্তিত মতবাদ বলেছেন: উৎস নাকি ক্রিকেট বিডি। ফেসবুকে অনেক প্রচার হচ্ছে নিউজটা ছবি সহ।
১১| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:২১
বিচার মানি তালগাছ আমার বলেছেন: আমার মনে হয়না মাশরাফি এটা বলেছে। কারণ, এ দেশে মুশফিক যেখানে কোরবানীর ছবি দিয়ে পরে তা আবার সরিয়ে নেয়, সেখানে মাশরাফি এরকম রাজনৈতিক বক্তব্য দিবে না। আর এটা বিসিবি কোড অব কন্ডাক্ট-এর বাইরে। যারা করেছে তারা মুসলমানদের সস্তা সেন্টিমেন্ট নিতে চাইছে যেটা ঠিক নয়।
১২| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১০
ঢাকাবাসী বলেছেন: আরে দুর মাশরাফির অত সাহসই হবেনা। জান টাকা সব যাবে। পাগল!
১৩| ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭
সাবলীল মনির বলেছেন: এরকম কথা বলে থাকলে অধিনায়ক সাহেবকে সত্যিই খাঁটি দেশ প্রেমিক বলা যায় ।
১৪| ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
রুদ্র জাহেদ বলেছেন: ফাও একদম ফাও মনে হইতাছে।সোর্স দেন থাকলে।এত্ত কথা বলা হইছে! কখন???
১৫| ২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
বাংলার ফেসবুক বলেছেন: এমন একটা কথা মাশরাফির মুখ থেকে বের হবে তা আমার কাছে কেমন যেন অবিশ্বাস্য লাগছে। শেষ মেষ জাতীয় দল থেকে তাকে বহিষ্কার করা না হয়।
১৬| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৩৪
মাহমুদুল হাসান তমাল বলেছেন: সেই ২০০১ সালেমাশরাফি যখন বাংলাদেশ ক্রিকেট দলে খেলা শুরু করে তখন থেকেই আমি মাশরাফির খেলার ভক্ত। বাংলাদেশ দলে তখন সেই ছিল সবচেয়ে দ্রুত গতির বোলার, নড়াইল এক্সপ্রেস। এখন পর্যন্ত তাঁর খেলা পছন্দ করি এবং টেলিভিশনে, ইউটিউবে তাঁর কথাগুলোও শুনি।
এই খবরটা পড়ে আমার কাছে ভূয়া বলেই মনে হচ্ছে। বিশ্বাসযোগ্য সূত্র উল্লেখ করুন, গুজব ছড়াবেন না।
©somewhere in net ltd.
১| ০৫ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:০২
নাহিনরানা বলেছেন: চমৎকার মাশরাফি, সাবাস।