নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি
হযরত আদম (আঃ) এর পায়ের চিহ্ন শ্রীলঙ্কায় আছে বলে বিভিন্ন প্রতিবেদন ও লেখা পাওয়া যায়। শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে নাম "আদম পাহাড়" সত্য মিথ্যা আল্লাহ পাকই ভাল জানেন।
হযরত বিবি হাওয়া শায়িত আছে জেদ্দাহ শরীফে। তার কবরের ছবি নীচে দেওয়া হল।
আদম (আঃ) এর প্রথম পূত্র হযরত হাবিল (আঃ) ঘুমিয়ে আছেন সিরিয়ায়।
হযরত সালেহ (আঃ) এর সমাধিস্থল লেবানন।
হযরত নূহ (আঃ) ও ঘুমিয়ে আছেন লোবাননে।
হযরত লূত (আঃ) শায়িত আছেন ইরাকে।
হযরত হূদ (আঃ) এর কবর দামস্কে।
হযরত মরিয়ম (আঃ) এর কবর জেরুজালেম।
হযরত ইব্রাহীম (আঃ) ঘুমিয়ে আছেন ইসরাঈলে। যে ইসরাঈলের সংগে আমাদের কোন সম্পর্ক নাই অথচ হযরত ইব্রাহীম (আঃ) এর নাম না নিয়ে সালাত আদায় করতে পারি না। পৃথিবীর কোন পন্ডিত দরুদের মধ্য থেকে কাল কেয়ামত পর্যন্ত হযরত ইব্রাহীম (আঃ) নাম কেটে বাদ দিতে পারবে না।
সম্ভবত জায়গার স্বল্পতার দরুন আমি বেশী ছবি আপলোড দিতে পারছি না। ইনশা আল্লাহ পরবর্তী পোষ্টে ছবি সহ পোষ্ট দিব।
২| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৮
জাহিদ হাসান মিঠু বলেছেন:
সুন্দর পোস্ট। ধন্যবাদ
৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
বিপরীত বাক বলেছেন: দারুণ লাগলো। অাগে জানা ছিল না।
৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৪১
আম আদমি বলেছেন: খুবই ভাল লাগলো। ধন্যবাদ।
৫| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২০
সুচিন্তিত মতবাদ বলেছেন: আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ।
৬| ১১ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:২৩
উইশবার্ড বলেছেন: ভালো শেয়ার।
©somewhere in net ltd.
১| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:০৬
কল্লোল পথিক বলেছেন: চমৎকার তথ্যমূলক পোস্ট