![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকা, যেখানে বড় দুটি হাসপাতাল অবস্থিত। সারা দিন শত শত রোগীকে সেখানে যেতে হয়।
‘জনদুর্ভোগের বিষয়টি চিন্তা করে আমরা অনেক আগেই পুলিশকে বলেছি আশপাশের সড়কগুলো খুলে দিন"।
কোনো কর্মসূচি না থাকলেও এমন একটি এলাকার সড়কগুলো কেন বন্ধ রাখা হচ্ছে—জানতে চাইলে মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, সড়ক স্থায়ীভাবে বন্ধ রাখা হচ্ছে না। তবে কোনো কোনো সময় নিরাপত্তার কারণে চলাচল সীমিত করা হচ্ছে।
২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৬
একজন ঘূণপোকা বলেছেন: হায় রে মতি কাকু তো রাজাকার
৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০১
বোকা_ছেলে বলেছেন: প্রয়জনে সারা দেশের সব হাসপাতাল এ তালা লাগাই দিব তাও রাজাকারের ফাসি হইবে। জয় বাংলা। জয় ভারত মাতা।
৪| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৭
মরণের আগে বলেছেন: পরথম আলু হল একটি তৈলাক্ত পত্রিকা ,আজকে তেল দিবে বিরোধী দলকে তো কালদিবে শরকারকে আর পরশু দিবে জোনগণকে
৫| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন:
কিছু অপশক্তি এই স্থানটিতে বড় ধরনের নাশকতা চালাতে বদ্ধ পরিকর।
এটা মোটামুটি সবাই জানে।
পুলিশও বদ্ধ পরিকর যে কোন নাশকতা বানচাল করাতে।
৬| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৪
আশিকুর রহমান ১ বলেছেন: ভাই ভিতরের খবর হলো নির্লজ্জ ভাবে মিথ্যা সংবাদ প্রচার এবং হলুদ সাংবাদিকতার কারনে প্রথম আলু সহ প্রায় সবকয়টি দালাল পত্রিকার সার্কুলেশন অস্বাভাবিক হারে কমে গেছে! আর অন্যদিগে জাগরন মঞ্চ থেকে আমারদেশ পত্রিকা বর্জনের আহব্বান জানানোর পর থেইকা তাদের সার্কুলেশন বহুগুন বেড়ে গেছে! এবং কি ঐটাই এখন বাজারের সবচাইতে বেশি মূল্যে বিক্রিত এবং সর্বোচ্চ সার্কুলেশন পাওয়া পত্রিকা! তাই হলুদ আলু অবশেষে বুঝতে পারছে অতি মাত্রায় দালালি করলে অতিশীঘ্রই তাদেরকে দেউলিয়া হয়ে যেতে হতে পারে! তাই এখন তারা নিরপক্ষের ভাব দরার চেষ্টা করতাছে!
৭| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
আমরা তোমাদের ভুলব না বলেছেন: তানজিদ_রূপক বলেছেন: মতি মনে হয় রাস্তা ব্যবহার করতে পারে নাই তাই আরকি একটু লেখালেখি হল।
জয় ভারত মাতা।
৮| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৩
প্যাপিলন বলেছেন: একটু ব্যালেন্স করল আর কি
৯| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৮
এ সামাদ বলেছেন: আশিকুর রহমান ১ এর সাথে সহমত।
১০| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:০৪
দেশপ্রেমিক পোলা বলেছেন: শাহবাগ আর আস্তিক-নাস্তিক নিয়ে প্রথম আলোর একপেশে লেখার কারণে মানুষ এই পত্রিকা পড়া কমিয়ে দিয়েছে। কারণ বাংলাদেশের ৯০% মানুষ জানে আসলে কে নাস্তিক আর কে শহীদ। স্বাভাবিক ভাবেই জনপ্রিয়তা কমে গেছে। এজন্য রিভার্স খেলছে যদি আবার মানুষকে ফিরিয়ে আনা যায়। সব ব্যবসার জন্য।
১১| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৬
যক্ষা_রোগী বলেছেন: আলুর দাম বাড়ানর চেষ্টা!
১২| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩১
স্বপ্ন অপূর্ণ বলেছেন: হলুদ খবর মানুষ খায় না, তাই সত্য প্রকাশ করলো
১৩| ১৮ ই মার্চ, ২০১৩ সকাল ১১:২৮
সোজা সাপটা বলেছেন: আমার জানা মতে , যে কোনো কারনেই হোক তাদের সার্কুলেশন কমে গেছে। তাই এই তরিকা।
১৪| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৫
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: সার্কুলেশন - সার্কুলেশনের কথা বিবেচনায় এতদিন পরে এসে কালের কণ্ঠ পাল্টি খাইছে, মানবজমিন দোনমনো ছেড়ে লাইনে আসছে - প্রথম আলো কখনও লাইনে আসবে না, কিন্তু লাগাতার হলুদ চালায়া গেলে জঘন্যকণ্ঠে পরিণত হবে, এই বোধ ও বিবেচনা তাদের আছে.
১৫| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১১
তিক্তভাষী বলেছেন: ব্যবসার জন্য একটু রিভার্স খেললো আরকি।
১৬| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
গ্রীনমাইল বলেছেন: প্রথম আলো একটা বাইঞ্চো*
১৭| ১৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১:০৫
গ্রীনমাইল বলেছেন: প্রথম আলো একটা বাইঞ্চো*
১৮| ১৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১
শিক্ষানবিস বলেছেন: ফাসি চাই ফাসি চাই আর তুই রাজাকার তুই রাজাকার বলার জন্য সারা দেশের সড়ক বন্ধ করে দেব। তাতে মতির কি?
জয় বাংলা।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৩৩
তানজিদ_রূপক বলেছেন: মতি মনে হয় রাস্তা ব্যবহার করতে পারে নাই তাই আরকি একটু লেখালেখি হল।