![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দোস্ত কি খবর কেবা আছস?এই তো, খারাপ না। দোস্ত খবর শুনছস? কি খবর?শুক্রবারে হরতাল।কি কস,এই জানোয়ার গুলা শুক্রবার হরতাল দিছে।
দোস্ত থাম আমি।।আরে রাখ তোর কথা, কিসের থামাথামি এই শুয়ারগুলা,শালা রাজাকারের বাচ্চা,পাকিস্তানের দালাল আমার মা-বুনের ইজ্জত নষ্টকারি কুত্তা গুলান শুক্রবারেও হরতাল দিছে। দোস্ত আমার কথা গুলা একটু শুনবি ,কি কবি তুই,তোক না আমি কইছিলাম,এই কুত্তাগুলান ধর্ম নিয়ে ব্যবসা করে,অরা নাকি দেশে ইসলাম চায়।
আল্লাহ,নবীকে গালি দিছে অগোর নাকি পরান কামরায় শালা কুত্তারা।এই শালারা আছে দেইখাই আমি রাস্তায় নামিনা নবীর জন্য প্রতিবাদ করতে,আমার কি নবী মুহাম্মাদ কে গালি দিলে কষ্ট হয়না, নবী কে খালি অগোর একলাই?শুক্রবার হরতাল দিছে,এহন তুই ক এই শুওর গুলার সাহস কি,শালারা ভণ্ড,জুমার দিন,একটা পবিত্র দিন,এইদিন হরতাল দিছে।
দোস্ত তরে কইছিনা,এই জারজ গুলান মানুষের রগ কাটে,পুলিশ মারে এগোর সব হরতাল,মিছিল মিটিং এই এই ৭১ এর জানয়ারগুলান রে বাঁচানের জন্য। এরা ধর্মনিয়ে ব্যাবসা করে।শালারা মুখে ধর্মের কথা কয় আর করে কি? হে হে ,দেখছস অগোর আসল চরিত্র বারাইয়া গেছে।
দোস্ত,আমারে একটা কথা কইবার দে। মেজাজ মুজাজ তো আমারও খারাপ। দোস্ত হুন,তোরে একটা ঠাণ্ডা দিই তুই এইডা খাইয়া আগে মাথাঠাণ্ডা কর।এই দোস্তরে একটা ঠাণ্ডা দে।
দোস্ত এখন হওন,এই হরতাল জামাতিরা দেই নাই? কি কস তয় কারা দিছে,খালেদা, এই তো কবি? আরে তুই ত আমারে কইতে দিবি নাকি?খালেদা এই হরতাল দেইনাই।তয় কি সরকার দিছে, তুই কি এটা কইবার চাস,আমার কিন্তু মাথা-মুথা গরম হইয়া জাইতাছে,কি কবি তাড়াতাড়ি ক?
দোস্ত,আরে রাখ তোর দোস্ত।কস না ক্যা?দোস্ত এই হারতাল তো অই শাহবাগিরা,মুক্তিজুদ্ধারা,আর বাম দল মিল্লা দিছে।কি কস তুই?দোস্ত এহন গালি গুলান কারে দিবি? অই কে কই আছস ,দোস্তের জন্য এক ট্রাক ঠাণ্ডা নিয়ে আয়?
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৫
মুহাম্মদ ফয়সল বলেছেন: স্যাটায়ার টা ভালো হয়েছে! তবে জুমার দিন না, রাতে দিছে হরতাল। সংশোধন করলাম, যদিও আমি এই হরতালকে মানি না! কোন বৈধ গণতান্ত্রিক কর্মকান্ডে বাধাদানকারি হরতাল সমর্থন করি না।
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৪৩
মাহমুদুর রাহমান বলেছেন:
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সাব্বির শওকত শাওন বলেছেন: এই হরতাল এর প্রয়োজন ছিল। হেফাজত নামের মুখোশধারী গুলার জন্য।হেফাজতে জামাত এর চট্টগ্রামের সমাবেশে আজকে শিবির নেতাদের দেখা গেসে।এখন কি একটু টিউব লাইট জলসে? নাকি জ্বলে নাই।মাত্র কয়েক হাজার শিবির কর্মী ঢাকায় আতঙ্ক সৃষ্টি করতে যথেষ্ট।আর এখানে লাখ লাখ মোল্লার মাঝখানে এদের চেনাও যাবেনা।এদের হঠকারীতার আর চাটুকারিতার তুলনা নাই।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
বোকা_ছেলে বলেছেন: নাস্তিক বামদের হরতালে সমর্থন দেছে এম্রান সরকার।
সেদিন আবার আলু তে দেকেসিলাম হেতে নাকি বেপুক নমাজী। ধর্মপেরান।
শুধু বিনুদুন আর বিনুদুন
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
মুন্তাসীর আর রাহী বলেছেন: গাড়ি ভাঙ্গা, মানুষ মারা আর ককটেল ফুটানোর পরিসংখ্যান টা কালকে একটু মিলিয়ে নিলে ভাল হত।