![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা যারা আবেগের চোখ দিয়ে ১৯৭১ দেখেন,তারা তো ২০১৪ দেখলেন ২০১৫ দেখছেন।আপনি একদিন নানু হবেন,দাদুভাই হবেন।তখন আপনার চোখে চশমা থাকবে,আপনার আচরণ হবে শিশুদের মত,দিনের একটা বড় সময় কাটবে মৃত্যুর কথা স্মরণ করে।আপনার নাতী-নাতনীরা আপনার কাছে গল্প শুনতে বায়না ধরবে।যদি পারেন,সেদিন আপনার নাতী-নাতনীদের বলবেন,
" জানো,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নামে তোমরা যে ছাত্র সংগঠনকে এখন দেখছো,তাদের নিয়ে এখন যেমন সবসময় আলোচনা -সমালোচনা হয় আমাদের সময়ও তাদের আন্দোলনের রুপরেখা নিয়ে অনেক বিতর্ক ছিল।তবে ছাত্রশিবিরের কর্মীরা জাতির ক্লান্তিলগ্নে জানবাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করেছিল।এদেশের ইতিহাস অপূর্ণ রয়ে যাবে যদি না ইতিহাসে ছাত্রশিবিরের ভূমিকার কথা লেখা না রয়.
২| ২৭ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:১৫
আলুভর্তা বলেছেন: চশমা পরিবর্তন করেন
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৩
কলাবাগান১ বলেছেন: "তবে ছাত্রশিবিরের কর্মীরা জাতির ক্লান্তিলগ্নে জানবাজি রেখে অন্যায়ের প্রতিবাদ করেছিল।" - পেট্রোল বোমা মেরে এই পর্যন্ত্য ৩০ জনকে মেরেছেন কতজন বোমা মারতে যেয়ে গন ধোলাই খেয়েছেন জেনে নিয়েন...... মানউস হত্যা করার বিজনেস আপনারপূর্বসরী জামাতি রা ১৯৭১ এ করেছিল আর আপনার করছেন সেই ধারাবাহিকতায় ২০১৩, ২০১৪, এবং ২০১৫ সনে এসে।