নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বহু প্রতীক্ষার পর তুমি এলে।
সময়টা হয়তো ক্ষণিকের
সময়টা হয়তো অনন্ত কালের।
হয়তো এমনই হবার কথা ছিল,
হয়তো ভালবাসার রঙিন বর্ষণে ভেজার কথা ছিল,
হয়তো তোমার আসার কথা ছিল।
তোমার ঐ হাত হয়তো আমারি,
তুমি হয়তো আমারি,
হতে পারে হয়তো আমি তোমারি।
©somewhere in net ltd.