![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও শ্যাম বর্ণের কন্যা...
কেন তোমার মাঝে এত সরলতা?
এ কেমন ভালবাসার চাদরে
জড়িয়ে রাখ আমায়?
তোমার ঐ চোখ যেন
মনের কথা বলে,
কথাগুলো দিনভর কানে বাজে
ঠিক ফিসফিস করে।
গোধূলির আলোয় তুমি যেন
অপ্সরী হয়ে ওঠো,
তোমার দীঘল কালো চুল যেন
মেঘ হয়ে বৃষ্টি ঝরায়
ঠিক আমার হৃদয়ে।
©somewhere in net ltd.